Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ১৭ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৩২

মিয়ানমার নাগরিকদের মানবিক সহযোগিতা বিষয়ে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় সভা আজ কক্সবাজার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম সভায় প্রধান অতিথি ও মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। কক্সবাজার রিফিউজি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। 
সভায় পাসপোর্ট বিভাগ থেকে সহকারী পরিচালক আবু নাইম মাসুম জানান, এখন পর্যন্ত প্রায় দুই লাখ লোকের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সবার রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি জানান। বিদ্যুৎ বিভাগ থেকে জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ আজম মজুমদার জানান, ক্যাম্প এলাকায় ৯ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। ক্যাম্প এলাকায় স্ট্রিট ল্যাম্প ও ফ্লাড লাইট লাগানো হয়েছে।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সিভিল সার্জেন্ট ডা. মোঃ আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত ৭ হাজার গর্ভবতী মহিলাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৬৫৩ জন শিশু জন্মগ্রহণ করেছে। ২৪ জন এইচআইভি রোগীর সন্ধান পাওয়া গেছে এবং ৮ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। ৬ লাখ ৭৯ হাজার লোককে কলেরার ভ্যাকসিন খাওয়ানো হয়েছে। সমাজ সেবা বিভাগ থেকে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ এমরান খান জানান, ১৬ হাজার ৮৩৩ জন এতিম শিশুর সন্ধান পাওয়া গেছে। 
প্রধানমন্ত্রীর মহানুভবতা ও মানবিকতায় মিয়ানমার নাগরিকদের সব ধরনের মানবিক সহায়তা দেয়া হচ্ছে বলে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। সভ্যতার বিকাশের এমন সময়ে সরকার চোখের সামনে কোন লোককে গুলির মুখে ঠেলে দিতে পারে না। কষ্টকর হওয়া সত্ত্বেও তাই প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন। বিশ্ব সমাজ তাদের পাশে দাঁড়াবে, মিয়ানমার নাগরিকদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদের নিজ বাসভূমে ফিরিয়ে নেবে এবং বাস্তুচ্যুতি থেকে একটি জাতিকে রক্ষা করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
#
ওমর ফারুক/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২১২৫ঘণ্টা

Handout                                                                                                              Number : 2731

 

BNP's proposals roadblocks for poll

                     -- Information Minister

 

Dhaka, October 17:


            Information Minister Hasanul Haq Inu said that the 20-point proposal submitted by BNP to the Election Commission clearly revealed that they had no electoral roadmap but roadblocks for holding a proper election. It is a proposal for complicating the situation not for electoral participation, he said.

 

            The minister was speaking at a press conference at Press Information Department (PID) meeting room in the Secretariat today.

 

            Inu said, 'There are nothing new in BNP proposals. They were basically saying the old things over and over again. Their demand for 'election-time-assisting government' and 'dissolution of parliament' neither go with the spirit of the constitution nor are mandated for EC. Moreover, the court had ruled that such a set up was illegal.'

 

            Referring to BNP's demand of deploying the armed forces with magisterial power, Inu said that in each constituency High Court deployed a judicial magistrate and four executive magistrates to maintain law and order during elections. He also said that the armed forces would remain as a reserve force to be deployed by the EC, whenever necessary. Inu termed the demand for deployment of the army as a 'deep-rooted conspiracy to make the armed forces controversial'. They had been deployed during the 2008 election but that, too, was contested by the BNP, he added. The same was true of 1996, and whenever BNP lost an election they did not spare the armed forces from criticism, he said.

 

            Referring to BNP's proposal for nomination from either a party or from an alliance, the minister said that it was a conspiratorial way to involve the militants, 'Jamatis' and other outlawed elements in the electoral process.

 

            Principal Information Officer Kamrun Nahar along with other officials were present in the press conference.

 

#

 

Akram/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/2040 Hrs.

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৩০

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৭ ট্রাকের মাধ্যমে ২৭০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২২ হাজার ৪ শত ৩১ প্যাকেট শুকনো খাবার, ২ হাজার ৫ শত  প্যাকেট শিশুখাদ্য, ২ শত ৭০ প্যাকেট রান্না করা খাবার। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৩২ মেট্রিক টন চাল, ৮৩ মেট্রিক টন ডাল, ৯৯ হাজার ৮ শত ২৯ লিটার তেল, ৬৭ মেট্রিক টন লবণ, ৮৯ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৮ শত ৮ কিলোগ্রাম আটা, ৮২ হাজার ২ শত ৭০ কিলোগ্রাম গুঁড়ো দুধ, ২৫ কিলোগ্রাম মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস  পোশাক ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৩৫ ঘণ্টা

 


তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭২৯

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার  ৭ শত ৬৭ জন পুরুষ ও ১ হাজার ২ শত ২৪ জন নারী মিলে ২ হাজার ৯ শত ৯১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৫৩ জন পুরুষ ও ৭ শত ৯২ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৪৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ২১ জন পুরুষ ও ৯ শত ৫০ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৭১ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৩ শত ৯৪ জন পুরুষ ও ৭ শত ৯৫ জন নারী মিলে ২ হাজার ১ শত ৮৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৬ জন পুরুষ ও ৯ শত ৫২ জন নারী মিলে ২ হাজার ১ শত ৫৮ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ৬৯ জন পুরুষ ও ১ হাজার ৫ শত ৫৫ জন নারী মিলে ২ হাজার ৬ শত ২৪ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ১৩ হাজার ২ শত ৭৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৯৮ হাজার ৯ শত ৩১ জনের নিবন্ধন করা হয়েছে।

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭২৮

৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৩২৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

    ৩৬তম বিসিএস পরীক্ষার প্রার্থীদের মধ্য থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৯২ জন, (পুলিশ) ক্যাডারে ১১৭ জন, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে ২০ জন, বিসিএস (কর) ক্যাডারে ৪২ জন, বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে ১৫ জন, বিসিএস (কৃষি) ক্যাডারে ৩২২ জন,  বিসিএস (মৎস্য) ক্যাডারে ৪৮ জন, বিসিএস (স¦াস্থ্য) সহকারী সার্জন ক্যাডারে ১৮৭ জন, বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে ৪৩ জনসহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট ২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। তাছাড়া, তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে।

    সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (িি.িনঢ়ংপ.মড়া.নফ) থেকে ফল জানা যাবে। এছাড়া এসএমএস বা খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএস ফরম্যাট : চঝঈ<ঝঢ়ধপব>৩৬<ঝঢ়ধপব>জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ ংবহফ ঃড় ১৬২২২.

    
#

ইশরাত/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৭২৭


মিয়ানমার নাগরিকদের জন্য ২ শত কোটি টাকা বরাদ্দ
ত্রাণমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম-এর সাথে আজ ঢাকায় একটি হোটেলে মতবিনিময় করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং (ডরষষরধস খধপু ঝরিহম) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন। 
মতবিনিময়কালে আইওএম এর মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের জন্য তার সংস্থা থেকে ২ শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে অবহিত করেন। এ অর্থ শেড নির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য, পানীয়জলের ব্যবস্থা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। তিনি বলেন, ২৩ অক্টোবর জেনেভায় অনুষ্ঠিত আইওএম এর সভায় রোহিঙ্গাদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। আশা করা যায়, এ অর্থের সংস্থান পাওয়া সম্ভব হবে। তিনি অবহিত করেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রায় ৪ হাজার কোটি টাকা প্রয়োজন। সংস্থাসমূহ এ অর্থ সংগ্রহের চেষ্টা করছে। বাংলাদেশ একটি জাতি রক্ষায় যে ধরনের মানবিকতা দেখিয়েছে এটা নজীরবিহীন বলে উল্লেখ করেন তিনি। 
মন্ত্রী এসময় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে গৃহীত সকল পদক্ষেপ প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জানান, ৩ হাজার একর এলাকায় ২০টি ব্লক করে তাদেরকে রাখা হয়েছে। তাদের জন্য লক্ষাধিক শেড নির্মাণ করা হয়েছে। গর্ভবতী মহিলাসহ সকল অসুস্থ লোকদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তিনি বলেন, এখানে প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে, এছাড়া দশ সহ¯্রাধিক এতিম শিশুর সন্ধান পাওয়া গেছে। এদেরকে বিশেষভাবে যতœ করা হচ্ছে। এ বিপুল সংখ্যক লোকের জন্য বিশুদ্ধ পানি ও দৈনন্দিন পানির যোগান দেয়া একটা বিরাট চ্যালেঞ্জ। সরকার এবং বিভিন্ন এনজিও ও আইএনজিওর সহায়তায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, নিতান্ত মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘে ৫ দফা ফর্মুলা উপস্থাপন করেছেন। এর আলোকে দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করে এদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশ ও সংস্থার চাপ কঠোর করার জন্য তিনি আইওএম এর মহাপরিচালককে অনুরোধ করেন। আইওএম এর পক্ষ থেকে মিয়ানমারের ওপর এ চাপ অব্যাহত রাখার এবং বাংলাদেশকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক।
#
ওমর ফারুক/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২০৫৫ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২৬ 

শওকত ওসমান ছিলেন দেশ ও মানুষ সম্পর্কে সচেতন
                               --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের সাহিত্যকর্ম ও জীবনযাপনে দেশ ও মানুষের কথা উঠে এসেছে। তিনি ছিলেন নিজ সম্পর্কে উদাসীন কিন্তু দেশ ও মানুষ সম্পর্কে অত্যন্ত সচেতন। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। বাংলা সাহিত্যে তাঁর অবদান অপরিসীম। 
মন্ত্রী আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ডরুমে প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের স্মৃতিস্মারক জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বরেণ্য কবি, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম অথবা মৃত্যুবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর গত ৭ অক্টোবর প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের জীবন ও সাহিত্য নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান এবং জাদুঘরের লবিতে তাঁর স্মৃতিস্মারক নিয়ে 
১১ দিনব্যাপী একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে উপস্থাপিত নিদর্শনসমূহ শওকত ওসমানের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরকে উপহার হিসেবে প্রদান করেন তাঁর পুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষে স্মৃতিনিদর্শনসমূহ গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
হস্তান্তর অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শওকত ওসমানকে যতটা পেয়েছি বাবা হিসেবে তার চেয়ে বেশি পেয়েছি বন্ধু হিসেবে। তিনি ছিলেন একজন ভিন্ন আঙ্গিকের ও ভিন্ন প্রকৃতির মানুষ। তাছাড়া তিনি ছিলেন একজন সৌখিন মানুষ। তাঁর মধ্যে ছিল প্রচ- রসবোধ ও জীবনবোধ। এজন্যই তাঁর স্মৃতিনিদর্শনসমূহ সংগ্রহে রাখা জরুরি। নতুন প্রজন্ম এ নিদর্শনসমূহ দেখে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক শওকত ওসমানের কনিষ্ঠ পুত্র জানেসার ওসমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ শওকত নবী।
অনুষ্ঠানে শওকত ওসমানের মোট ৩৬টি স্মৃতিস্মারক হস্তান্তর করা হয়।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭২৫

গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলি) আইন, ২০১৭ এর খসড়া প্রকাশ

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলি) আইন, ২০১৭ এর খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়র.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে।

    খসড়াটির ওপর আগামী ২৫ অক্টোবরের মধ্যে নি¤œলিখিত ঠিকানায় লিখিত আকারে বা ই-মেইলে মতামত প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয় সকলকে অনুরোধ জানিয়েছে : নাসরিন পারভীন, সিনিয়র সহকারী সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; টেলিফোন : ৯৫৪০৪৬২; ই-মেইল : ধং.ঢ়ৎবংং@সড়র.মড়া.নফ.
    
#

নাসরিন/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭২৪

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী
নির্বাচনের রোডব্লকের জন্যই বিএনপি’র ২০ দফা

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচনের রোডম্যাপ নয়, রোডব্লক করার জন্যই ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের আওতাবহির্ভূত অযৌক্তিক ও অস্বাভাবিক এসব প্রস্তাব জল ঘোলা করে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস যা প্রমাণ করে নির্বাচন বিএনপির আসল উদ্দেশ্য নয়।
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার ফায়জুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বরাবরের মতোই আবারো নির্দলীয় সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছে, সংসদ ভেঙে দিতে বলেছে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। অনির্বাচিত কারো দ্বারা সরকার পরিচালনা সংবিধানের মূল চেতনার পরিপন্থী বলে সর্বোচ্চ আদালত নির্বাচনকালীন তত্ত¦াবধায়ক সরকার পদ্ধতি বাতিল ঘোষণা করার পরও বারবার একই প্রস্তাব দেয়া সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে সশস্ত্রবাহিনী মোতায়েনের দাবি করে মূলত বিএনপি অতি দরদ দেখিয়ে সশস্ত্রবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে সশস্ত্রবাহিনী মোতায়েন ছিল। কিন্তু নির্বাচনে হেরে গিয়েই তারা সংবাদ সম্মেলন করে নির্বাচনে সশস্ত্রবাহিনীর ভূমিকার নিন্দা করেছিল। এর আগে ১৯৯৬ সালেও নির্বাচনে হেরে গিয়ে একই কথা বলেছিল তারা। অর্থাৎ সশস্ত্রবাহিনী মোতায়েন থাকা বা না থাকা নয়, হেরে গেলেই বিএনপি বলে- ‘সশস্ত্রবাহিনী ও নির্বাচন নিরপেক্ষ নয়’।
উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী স্মরণ করিয়ে দেন, নির্বাচনকালে মহামান্য আদালতের নির্দেশে ৩০০ আসনের প্রতিটিতে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ফলে সশস্ত্রবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কোনো প্রয়োজন পড়ে না। সশস্ত্রবাহিনী প্রস্তুত থাকবে, প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সহায়তা করবে। বিএনপি’র লক্ষ্য জঙ্গি-জামাতীদের রক্ষা করা উল্লেখ করে তিনি এসময় বলেন, ‘নির্বাচনে প্রার্থী ফরমে দলীয় প্রার্থী’র স্থলে ‘দলীয় বা জোটের প্রার্থী’ লেখার জন্য বিএনপি’র দাবি মূলত জঙ্গি-রাজাকার-জামাতীদের নির্বাচনে অংশ নেয়ার অপকৌশল। 
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বর্ণনা করে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ‘জিয়া সামরিকতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের নয়। তিনি রাজাকার-খুনিদের পুনর্বাসন করেছেন। আদালত জিয়ার শাসনকে অবৈধ ঘোষণা করেছে।’ সেইসাথে তিনি বলেন, সাংবিধানিক পদ ইতিহাসচর্চা বা রাজনীতিচর্চার জন্য নয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্বাচনকে ব্যাহত করবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো দলের কোনো নেতা-নেত্রীর গ্রেপ্তারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইনু বলেন, বিচার বিভাগ স্বাধীন, বিচারপতিগণ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতেই চলছে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২৩ 
 
সরকার ৫৩টি নৌপথ খননের উদ্যোগ গ্রহণ করেছে      
                                   --- শাজাহান খান
 
ভৈরব (কিশোরগঞ্জ), ২ কার্তিক (১৭ অক্টোবর) :
নদী বাংলাদেশের প্রাণ। নদীমাতৃক বাংলাদেশে একসময় ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। অযতœ, অবহেলা ও নৌপথ খননের অভাবে অনেক নৌপথ হারিয়ে গেছে। এ কারণে সরকার সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের উদ্যোগ গ্রহণ করেছে। 
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ কিশোরগঞ্জের ভৈরবে কালিপ্রসাদ ইউনিয়ন পরিষদ মাঠে ভৈরব- কটিয়াদি নৌপথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন। 
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস এবং ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল্লাহ মিয়া। 
শাজাহান খান বলেন, নৌপথ খননের জন্য পর্যাপ্ত ড্রেজারের প্রয়োজন। কিন্তু বিআইডব্লিউটিএ’র ড্রেজার ছিল মাত্র সাতটি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সরকারের সময়ে উক্ত সাতটি ড্রেজার সংগ্রহ করা হয়েছিল। ১৯৭৫ এর পর আওয়ামী লীগ সরকার ২০০৯-১৩ সাল পর্যন্ত ১৪টি ড্রেজার সংগ্রহ করেছে। চলতি মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।  
এর আগে মন্ত্রী ভৈরবে জগন্নাথপুর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভৈরব-কাটিয়াদি নৌপথের খনন কাজ উদ্বোধন করেন। 
উল্লেখ্য, বিআইডব্লিউটিএ’র অভ্যন্তরীণ নৌপথে ৫৩টি রুটে (প্রথম পর্যায়ে ২৪টি রুট) নদী খনন প্রকল্পের আওতায় ভৈরব-কটিয়াদি নৌপথে ৮৫ কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ মেসার্স খুলনা শিপইয়ার্ড লিমিটেড আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর ভৈরব-কটিয়াদি নৌপথে প্রথম পর্যায়ে ৩০ লাখ ঘনমিটার পলি ড্রেজিং করবে। প্রথম পর্যায়ে এজন্য ব্যয় হবে ৪২ কোটি ১৮ লাখ টাকা। মেঘনা নদীর মোহনা থেকে বেলাভো হয়ে কটিয়াদি পর্যন্ত নৌপথটি ১২০ ফুট প্রশস্ততা ও ৯ ফুট গভীরতায় খনন করা  হবে। এতে সারাবছর ২ দশমিক ৭৫ মিটার গভীরতার নৌযানসমূহ চলাচল করতে পারবে। 
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা 

Handout                                                                                                              Number : 2722

New Spanish Ambassador calls on Foreign Minister

Dhaka, October 17:

            Newly appointed Ambassador of Spain Álvaro de Salas met Foreign Minister Abul Hassan Mahmood Ali today at the Ministry of Foreign Affairs.

            The Foreign Minister while expressing satisfaction over the existing close relations between Bangladesh and Spain, stressed on further deepening of bilateral cooperation in trade, investment and other areas of mutual interest.

            Spanish Ambassador reiterated the full support of Spain to Bangladesh for the Rohingya crisis. He also expressed that apart from support through multilateral agencies, Spain would render humanitarian assistance bilaterally soon. He also briefed the Foreign Minister about the latest situation in Catalonia and the position of Spanish Government.

            The Spanish Ambassador discussed about the pending visit of the Foreign Minister to Madrid. The Ambassador also briefed Foreign Minister on the publication of “The Unfinished Memoirs” of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in Spanish language soon. 

#

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/1800 Hrs.

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭২১ 
 
শিক্ষকরা হলেন চিন্তা চেতনার ধারক
                      - গণশিক্ষামন্ত্রী
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) : 
শিক্ষকদের মর্যাদা রাজপথে আন্দোলন করে বা কারো কাছে চেয়ে নেয়ার নয়,মর্যাদা আদায় করে নিতে হবে। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মূল্যবোধ ও আদর্শের শিক্ষা দেয়া। শিক্ষকরা জাতির জ্ঞানের গতিকে বেগবান করার কাজে নিয়োজিত থাকেন, আদর্শীকতা ও মূল্যবোধের দ্বারা শিক্ষকরা সবার কাছে সম্মানের পাত্র। 
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকরা জাতিকে বাঁচিয়ে রাখেন, তারা হলেন উন্নত চিন্তা চেতনার ধারক। তারুণ্যের শক্তি আর জ্ঞানের সমন্বয়ে বিশ্ব জয় করবে বাংলাদেশ। বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে জ্ঞানের দাপট নিজেদের প্রমাণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করেছে যার ফলে বাংলাদেশের বিভিন্ন সূচকে উন্নতি করেছে এবং আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে।
মোস্তাফিজুর রহমান আরো বলেন, বিশ্বে মানবসম্পদ হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের নেতৃত্বের গুণাবলি সম্পন্ন দক্ষ যুবসমাজ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠাকে বেগবান করবে।
‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’ এ প্রতিপাদ্যের আলোকে বিশ্ব শিক্ষক দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল্লাহ আবু সাঈদ এবং ইউনেসকোর ঢাকা অফিসের প্রধান ইবধঃৎরপব কধষফঁহ।
#
গিয়াস/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭২০ 
 
সোনালি আশেঁর সুদিন ফিরিয়ে আনতে হবে
                      - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) : 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশকে আবারও সোনালি আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর আওতাভুক্ত পণ্যসমূহ মোড়কীকরণে পাটেরবস্তা ব্যবহারের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেন। 
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমার সরকার তার অভীষ্ট লক্ষ্যে দীপ্তপদে অগ্রসরমান। পাটশিল্পে সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পাটশিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনা সরকার দেশের অভ্যন্তরে ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সারসহ ১১টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন রপ্তানি বৃদ্ধি, দেশে অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়ন করা হবে।
সভায় বস্ত্র ও পাট সচিব ফয়জুর চৌধুরী, অতিরিক্ত সচিব মো. আশরাফ আলী ও গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, বিজেএমসি চেয়ারম্যান মাহমুদুর রহমান, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শামসুল আলম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর বিজিএমএ’র প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারগণ এসময় উপস্থিত ছিলেন।  
#
সৈকত/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
         
  

Handout                                                                                                                     Number : 2719

Russian lawmakers ensure higher importance on Rohingya issue

Dhaka, October 17:

            The Head of Bangladesh Delegation and Deputy Speaker of Bangladesh National Parliament Md. Fazle Rabbi Miah and the Chief Whip A S M Feroze held a vital meeting with the Chairman of the Foreign Affairs Committee of Russian Upper House Senator Konstantin Kosachev and Deputy Chairman of Foreign Affairs Committee of State Duma Andrei Klimov at the sideline of 137th assembly of IPU in St. Petersburg on 15 October.

            At the outset of the meeting, Rabbi recalled with deep gratitude the tremendous support extended by the people and Government of Russia then USSR during the War of Liberation in 1971. He expressed with deep sense of appreciation the supreme sacrifice made by some of the Russian servicemen while clearing mines in the port of Chittagong, as part of the post-war reconstruction and rehabilitation efforts in Bangladesh. Terming the Russian Federation as a long-term reliable partner, the Deputy Speaker urged Russian side to stand beside Bangladesh for overcoming the acute crisis of influx of Muslim people from Rakhine State. He briefly portrayed the plights of Rohingya people and the kindness of the Prime Minister Sheikh Hasina for providing the shelter.

            Kosachev, in reply, appreciated Bangladesh leadership for supporting the distressed people. He congratulated Bangladesh delegation for becoming successful in the pursuit of passing the agenda of 'Ending the grave human crisis, persecution and violent attacks on Rohingya' as the sole emergency item of the 137th Assembly of IPU. In the meeting, Bangladesh delegation cleared two misconceptions of the Russian side on the root cause of the crisis.         Kosachev acknowledged his understanding and ensured that this issue will get higher importance in the Russian foreign affairs agenda in the coming days. The delegation was accompanied by the Bangladesh Ambassador to the Russian Federation Dr. Saiful Hoque and Counsellor (Political) of the Embassy Dr. Shah Mohammad Tanvir Monsur.

#

Swapan/Anasuya/Shahid/Rezzakul/Asma/2017/1550 hours

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭১৮ 
 
আমিনুল ইসলাম (রাজু) এর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :  
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (রাজু) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকাবাসী একজন ত্যাগী, সৎ ও নির্ভিক রাজনীতিককে হারালো। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল 
ইসলাম (রাজু) আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...............রাজিউন)।   
#
মমিনুল/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭১৭ 
 
নজরুলকে নিয়ে তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন 
                          - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন। কারণ, নজরুলের সৃষ্টির বৈচিত্র্য ও ব্যাপকতা ফুটিয়েতোলা কেবল একটি তথ্যচিত্রের মাধ্যমে সম্ভব
Todays handout (11).docx Todays handout (11).docx