Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০১৮

তথ্যবিবরণী 19/8/2018

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৪৪ 
 
প্রাণিসম্পদ মন্ত্রীর গরু-ছাগলের হাট পরিদর্শন
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ ঢাকায় গাবতলীর গরু-ছাগলের হাট সরজমিনে পরিদর্শন এবং হাটে দেশি গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষপ্রকাশ করেন। তিনি দেশি গরুর সারিতে ঢুকে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন জাতের দেশি গরু সম্পর্কে অবহিত হন। মন্ত্রী হাটে প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক স্থাপিত মেডিক্যাল সেন্টারের কার্যক্রমও প্রত্যক্ষ করেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ভারত যখন এদেশে গরুর সরবরাহ বন্ধ করে, তখন তা বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। বাংলাদেশ এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। এবার প্রায় দেড়কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে এবং তা পর্যাপ্ত। কোরবানিতে পশুর সংকট হবে না। হাটে বিপুলসংখ্যক দেশি গরুই প্রমাণ করে, দেশি গরু দিয়েই কোরবানির কাজ সম্পন্ন হবে।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল এবং প্রাণিসম্পদ অধিফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
শাহ আলম/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/২০২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৩৪৩
 
সেপ্টেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়
                                      -- আইনমন্ত্রী
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় আগামী সেপ্টেম্বরের মধ্যে দেয়া সম্ভব হবে। রায়টি হলে দেশ আরও একটি দায় থেকে মুক্তি পাবে।
আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় ফাঁসি কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। 
আইনমন্ত্রী বলেন,২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ৫২ জন। এর মধ্যে ১৭ জন পলাতক। এ মামলায় আদালতে ২২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এছাড়া আসামিদের প্রত্যেককে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের ব্যবস্থা করেছেন। তিনি এমনও করতে পারতেন একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে তিনদিনের মধ্যে বিচার করে সামারি ট্রায়াল করে অপরাধীদের ফাঁসি দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, দেশের আইন মেনেছেন এবং দেশের আইনি পদ্ধতি মেনেই তাদের বিচার চলছে। তিনি বলেন, ২১ আগস্ট  কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২১ আগস্ট হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য যে ষড়যন্ত্র তারই ধারাবাহিকতা। ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে হত্যা করেছিল। তারা মনে করেছিল, বঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করেছে। কিন্তু খুনিরা বুঝতে পারে নাই, বঙ্গবন্ধুর রক্ত তার দুই কন্যার মধ্যে প্রবাহিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা অনেকবার হত্যার চেষ্টা করেছে। তাকে ২০০৪ সালের ২১ আগস্ট হত্যা করার প্রচেষ্টা সেসব প্রচেষ্টারই অংশ ছিল।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছেন। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং সেই উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই চায়। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন জনগণের অংশগ্রহণের  মাধ্যমেই হবে। কোন দল নির্বাচনে আসল, আর কোনো দল নির্বাচনে আসল না সেটা সেই দলের উপর নির্ভর করে। কিন্তু কোনো একটা দল নির্বাচনে আসবে না আর সেজন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বাংলার জনগণ তা হতে দেবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বক্তৃতা করেন।
#
ড. রেজাউল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৮৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৩৪২ 
 
সাবেক প্রধান তথ্য কমিশনার ফারুকের মৃত্যুতে 
তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধান তথ্য কমিশনার এবং তথ্যসচিবের শোক
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
সাবেক প্রধান তথ্য কমিশনার ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্যসচিব আবদুল মালেকও শোক প্রকাশ করেছেন।
মোহাম্মদ ফারুক আজ ঢাকায় নিজ বাসায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শোকবার্তায় তারা বলেন, মোহাম্মদ ফারুকের জীবনাবসানে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মী হারালো। এসময় তারা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
#
 
আকরাম/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮১৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৩৪১
 
ফেসবুক-সামাজিক মাধ্যমের জানালা খোলা থাকবে, গুজব-মিথ্যাচার শক্ত হাতে দমন করতে হবে
                                                                                            -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফেসবুক-সামাজিক মাধ্যমের জানালা খোলা থাকবে। আর এজন্য মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্ত হাতে দমন করতে হবে। সামাজিক গণমাধ্যম কখনই গুজব রটনা বা মিথ্যাচারের হাতিয়ার নয়। সামাজিক গণমাধ্যমকে রক্ষার জন্যই যারা এর অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুনীতি অবলম্বন আবশ্যক।
আজ রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার হলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেন্টার, বাংলাদেশ আয়োজিত ‘ফেসবুকে গুজব এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা, আশিষ কুমার, রাশেদ আহমেদ, দীপ আজাদ আলোচনায় অংশ নেন। 
গণতন্ত্র ও গণমাধ্যমবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি গুজব রটনা ও মিথ্যাচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অপরাজনীতির এই জঘন্য হাতিয়ার দিয়ে একাত্তরের গণহত্যাকে জায়েজ করার চেষ্টা, গণহত্যার পক্ষে সাফাই গাওয়া, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে বৈধ বা হালাল করার অপচেষ্টা করা হয়েছে। এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলার পরও শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বোমা ছোড়া হয়েছে বলে গুজব রটানো হয়। আর জঙ্গি হামলা ও আগুনসন্ত্রাসকেও মিথ্যাচারের মাধ্যমে হালাল করার চক্রান্ত আমরা দেখতে পাই।
মন্ত্রী বলেন, গণতন্ত্রের শত্রুরা এখনও একই কৌশল অবলম্বন করছে। তারা এখন আশ্রয় নিচ্ছে সামাজিক গণমাধ্যমের। একটি মহল বা কতিপয় ব্যক্তি, যারা নীতিগতভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ও একাত্তরের খুনিদের পক্ষে অবস্থান নিয়েছে, এরা হচ্ছে একটা সিন্ডিকেটেড বা সংগঠিত চক্র। এদের দমন করার বিকল্প নেই।
এখনও বঙ্গবন্ধুর আসল খুনিদের আড়াল করার জন্য এবং আওয়ামী লীগ ও জাসদের ঐক্য ভাঙ্গার জন্য সামাজিক গণমাধ্যমে মিথ্যাচার ও গুজব রটনা চলছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-সন্ত্রাসী, মাদককারবারি ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুনীতি অনুসরণ করার ফলে এরা ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছে, পিছু হটেছে। এখন মিথ্যাচার ও চক্রান্তই এদের একমাত্র অবলম্বন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের শক্তির ঐক্য বিনষ্ট করাই এদের মূল লক্ষ্য। এই অপচক্রের কাছে দেশ ও জনগণকে কোনোভাবেই জিম্মি হতে দেয়া যায় না। 
#
 
আকরাম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৩৪০ 
 
সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য ৫১০০ জনের নাম সুপারিশ
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ১০০ জন প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অর্জিত মেধা এবং বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে (ঢ়ৎড়ারংরড়হধষষু) সুপারিশ করা হয়েছে।
সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ফলাফল কমিশনের ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ-এ পাওয়া যাবে। সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে পরবর্তীকালে কোনো সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যেকোনো গুরুতর (ংঁনংঃধহঃরাব) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যেকোনো উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
#
 
নেছার/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮১৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২৩৩৯
 
দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু ৯ সেপ্টেম্বর 
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৯ সেপ্টেম্বর রোববার বিকাল ৫ ঘটিকায় দশম জাতীয় সংসদের ২২তম (২০১৮ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।  
 
রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
 
#
 
তারিক/সেলিম/রফিকুল/আব্বাস/২০১৮/১৭৪৯ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                             নম্বর : ২৩৩৮ 
 
স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র সফল হলে নারীরা ক্ষতিগ্রস্ত হবে 
                                             - সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
 
‘বিএনপি, জামাতসহ স্বাধীনতা বিরোধীচক্র ক্ষমতার আকাঙ্খায় বড় ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হতে সক্রিয় হচ্ছে। কোটা ও কিশোর ছাত্রদের আন্দোলনের ঘাড়ে চাপতে ব্যর্থ হয়ে এখন তারা নতুন নতুন অজুহাত খুঁজছে। এই ধরণের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ পুনরায় বহু বছরের জন্য পিছিয়ে পড়বে। তাতে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের নারীরা। গত দশ বছরে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে অগ্রগতি সাধিত হয়েছে তা চরমভাবে বাধাগ্রস্ত হবে।’
আজ পল্টন থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের এক মহিলা সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন। 
সংবিধান, নারীর ক্ষমতায়ন ও নারীদের করণীয় নিয়ে মেনন আরো বলেন, ‘সংবিধানে নারীদের সংরক্ষিত আসনের যে ব্যবস্থা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন তা বর্তমানে শেখ হাসিনার আমলে ৫০ জনে উন্নীত হয়েছে। মেয়েরা এখন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, পর্বত আরোহণ, বোমারু বিমান চালানো, জাতিসংঘের শান্তিবাহিনীতে অংশগ্রহণ করে চলেছে এবং সকল ক্ষেত্রে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। 
মন্ত্রী আরো বলেন, আমাদের গার্মেন্টস শিল্প এই নারী শ্রমিক নির্ভর যা দেশের রপ্তানি আয়ের প্রধান সূত্র। বিএনপি জামাতের বিষ দাঁতকে ভেঙ্গে দিতে তাই নারী সমাজকে আরো বেশি এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন বিরোধী এই ধরণের কোন প্রার্থী যাতে জিততে না পারে সেজন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সমাজকল্যাণ মন্ত্রীর দূর্ঘটনায় পতিত হওয়ায় যারা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি মন্ত্রী কৃতজ্ঞতা জানান। সমাবেশের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা এডভোকেট তাহমিনা, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নারী নেত্রীবৃন্দ।
#
 
মাইদুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৩৭                    
¬                                                                         
অতিরিক্ত যাত্রী হিসেবে লঞ্চে না উঠতে নৌ মন্ত্রীর আহ্বান
                   
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 
 
অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে এবং লঞ্চের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। খারাপ আবহাওয়ায় লঞ্চ না চালাতে এবং ঈদের সময় লঞ্চে অতিরিক্ত ভাড়া না নিতে লঞ্চ মালিক ও শ্রমিকদের প্রতিও মন্ত্রী আহ্বান জানান। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা নিরন্তর কাজ করে যাচ্ছে। যাত্রী, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সচেতনার ফলে বিগত চার বছরে বড় ধরণের কোন লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। 
শাজাহান খান বলেন, সদরঘাটে হকারমুক্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে। এখানে মলম পার্টি বা অজ্ঞান পার্টির কোন উৎপাত নেই। এসব কিছুই সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতার কারনে। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে নৌযানের সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব নেই।
পরে মন্ত্রী টার্মিনাল ভবন-২ এ নবনির্মিত মসজিদ এবং ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করেন। 
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৩৩৬
 
দুর্ঘটনা এড়াতে বন্ধ বয়লার চালুর পূর্বে সেফটি ডিভাইস পরীক্ষা করার পরামর্শ
ঢাকা, ০৪ ভাদ্র (১৯ আগস্ট)ঃ 
শিল্প দুর্ঘটনা এড়াতে পবিত্র ঈদ-উল-আযহার ছুটির পর বয়লার চালুর পূর্বে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা করার পরামর্শ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। দপ্তরটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন বয়লার বন্ধ থাকলে তা পুনরায় চালুর পূর্বে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা না করার কারণে বয়লার দুর্ঘটনার আশঙ্কা থাকে। এতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে।
এ বিবেচনায় ঈদের ছুটির পর বয়লার চালুর পূর্বে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা করে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
#
 
জলিল/অনসূয়া/সুবর্ণা/কুতুব/২০১৮/১৪৫২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                             নম্বর : ২৩৩৫ 
 
কোরবানির জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ
 
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে আনতে চেষ্টা করছে। এ লক্ষ্যে দেশের ১১টি সিটি কর্পোরেশনে মোট ২ হাজার ৯৩৬টি স্থান নির্দিষ্ট করা হয়েছে।  
মন্ত্রী সম্প্রতি সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সারাদেশে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং দ্রুত বর্জ্য অপসারণকল্পে কর্মপরিকল্পনা ও প্রস্তুতি-পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভিসহ দেশের সকল সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে পাড়ায় পাড়ায় যথেষ্ট লোক নিয়োগ করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে। কাউন্সিলরদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতি তিনি আহ্বান জানান। 
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজ বাড়িতে যদি কেউ কোরবানি করে তাহলে আইনগতভাবে তাদের ওপর জোর করার বিষয় নেই। তবে  কোরবানির স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেরা কোরবানি করে যদি নিজেরা পরিষ্কার করে ফেলেন তাহলে কোন সমস্যা নেই। মূল কথা বর্জ্যগুলো সাথে সাথে পরিষ্কার করতে হবে। আর পৌরসভা বা সিটি কর্পোরেশনের সুবিধার্থে যদি কোন নির্দিষ্ট স্থানে কোরবানি করা হয় তাহলে বর্জ্য ব্যবস্থাপনা অনেক সুষ্ঠুভাবে করা যায়। তিনি বলেন, সিটি কর্পোরেশন বিনামূল্যে পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করছে । 
#
 
জাকির/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১০৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৩৪  
 
কুরবানীকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশবান্ধব উপায়ে অপসারণের অনুরোধ
 
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :  
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীকৃত পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য সকল সরকারি, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলের প্রতি  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ে সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে কুরবাণীকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ বান্ধব উপায়ে অপসারণ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে ৩ লাখ লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত প্রতিষ্ঠানসমূহ ও জেলা তথ্য অফিসের মাধ্যমে এ লিফলেট বিতরণ করা হবে। এ বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকগণ জেলা তথ্য অফিসার, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও জনপ্রতিনিধিসহ অন্যান্য দপ্তরের সমন্বয়ে সভা আয়োজন করবেন। জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং ও ডক্যুমেন্টারি প্রদর্শনের মধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলা পর্যায়ে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগণ পবিত্র ঈদুল আজহার পূর্বের জুম্মায় এবং ঈদুল আজহার খুৎবাতে বক্তব্য প্রদান করবেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত লিফলেটে উলি¬খিত তথ্য সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করা হবে। জনসচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফিচার তথ্য অধিদপ্তর সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে। জনসচেতনতা তৈরির লক্ষ্যে সকল মোবাইল অপারেটরের মাধ্যমে খুদে বার্তা প্রেরণের ব্যবস্থা করা হবে।  
ঢাকা শহরে বর্জ্য পরিস্কার করার ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য সিটি কর্পোরেশনের প্রতিনিধি উক্ত সভার মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানান। সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিনামূল্যে প্লাস্টিক ব্যাগ সরবরাহ করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতার জন্য মাইকিংসহ জনসচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সবক’টি প্রাইভেট চ্যানেলে এ বিষয়ে তথ্য সংবলিত ডক্যুমেন্টারি প্রদর্শন ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল বেসরকারি চ্যানেলসমূহকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  
#
 
কামাল পাশা/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১০৩০ ঘণ্টা  
 
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon