Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০২৪

তথ্যবিবরণী ১৮ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৪২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহিদ

পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

          আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহিদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা এবং শহিদ ও আহত ব্যক্তিদের পরিচিতি-সহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

          সভায় আগামী সপ্তাহের মধ্যে সারা দেশে শহিদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই ও প্রণয়নের কাজ এবং যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব গৃহীত হয়। এক্ষেত্রে গঠিত কমিটিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

          সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ; ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা   

  

Handout                                                                                                          Number: 425

 

Urgent measures to prevent encroachment on heritage rivers and wetlands
                                                                               --- Water Resources Advisor

 

Dhaka, 18 August:

            Advisor to the Ministry of Water Resources Syeda Rizwana Hasan stated that urgent measures will be taken to prevent the illegal encroachment of national heritage wetlands and rivers. As part of this initiative, unauthorized structures in Arial, Chalan, Belai, and Basila wetlands will be removed. She also mentioned that a visit to Arial Beel would be conducted next week, along with the Housing and Public Works Advisor. Emphasizing the importance of preserving haors (wetlands) and beels, she urged officials to take timely initiatives to repair embankments in haor areas to minimize crop damage.

            Water Resources Advisor said this while speaking as the chief guest at a consultation meeting at the Ministry of Water Resources at Bangladesh Secretariat in Dhaka today. Secretary of the Ministry of Water Resources Nazmul Ahsan presided over the meeting attended by officials of the ministry and heads of subordinate offices.

            The Water Resources Advisor emphasized the need to work on controlling river pollution to ensure people's right to water. A list of endangered rivers, including Baral, Piyain, Dawki, Someshwari, Balu, Buriganga, Magra, and Karatoa, should be prepared, and harmful structures should be removed from these rivers. Necessary recommendations should be made to control or ban the extraction of sand and stones from rivers. Efforts to prevent river erosion must be intensified, and priority should be given to rehabilitating those affected by erosion on government land. She also mentioned that efforts would be made to establish the rights of the country's people over international rivers.

            The Water Resources Advisor urged that discussions with people should be held before adopting and implementing cost-effective and essential projects. It must be ensured that no river dies due to any development project. The National Water Policy of 1999 should be repealed and a modern water policy reflecting public opinion should be formulated. The actual number of rivers should be determined in consultation with the River Conservation Commission and relevant organizations, considering rivers as living entities. Regional and local names of rivers should also be recognized so that no rivers, branch rivers or tributaries get lost.

            Syeda Rizwana Hasan further stated that any official who displays corruption, irregularities, or negligence in their duties will face exemplary legal action. The free flow of information must be ensured to establish good governance and transparency. Students should be involved in various activities of the ministry.

            During the meeting, the Water Resources Advisor listened to the problems, potentials, and challenges of the Ministry and assured that necessary measures would be taken.

#

Dipankar/Akram/Rana/Sanjib/Joynul/2024/2200 hour

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪২৪  

এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে

                     -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতির দুষ্ট চক্র থেকে বেরুতে হবে। এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে।

মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, উন্নয়নের গল্প-কাহিনী যদি সত্য হতো তবে কি মানুষ রাস্তায় নেমে আসতো? বাইরের মানুষ আমাদের নিয়ে কি ভাবে তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়িতা নীতি গ্রহণ করতে হবে, কিন্তু কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে। ‘ভ্যালু ফর মানি’ হতে হবে। এসময় তিনি টেন্ডারিংয়ের ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

#

শফিউল্লাহ/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪২৩

ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে

                                                  --- পানিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

          পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় ঐতিহ্যবাহী বিল ও নদীসমূহের অবৈধ দখল রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে আড়িয়াল, চলন, বেলাই ও বসিলা বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাসহ আগামী সপ্তাহে আড়িয়াল বিল পরিদর্শন করা হবে।  হাওর ও বিল সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফসলের ক্ষতি কমাতে হাওর এলাকায় যথাসময়ে বাঁধ মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পানিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

          পানিসম্পদ উপদেষ্টা বলেন, মানুষের পানির অধিকার নিশ্চিত করতে নদীদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। বড়াল, পিয়াইন, ডাউকি, সোমেশ্বরী, বালু, বুড়িগঙ্গা, মগড়া এবং করতোয়াসহ সংকটাপন্ন নদীর তালিকা প্রস্তুত করে সেখান থেকে ক্ষতিকর স্থাপনা সরিয়ে দিতে হবে। নদীর বালু এবং পাথর উত্তোলনকে নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ করতে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করতে হবে। নদী ভাঙন রোধে প্রচেষ্টা জোরদার করতে হবে এবং ভাঙনকবলিত লোকদের খাস জমিতে অগ্রাধিকার প্রদান করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নদীগুলোতে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করা হবে। 

          সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষের সাথে আলোচনা করে কম ব্যয়ের অত্যাবশ্যক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কোনো উন্নয়ন প্রকল্পের কারণে নদী যেন মারা না যায়, সেটি নিশ্চিত করতে হবে। ১৯৯৯ সালের ‘জাতীয় পানি নীতিমালা’ বাতিল করে যুগোপযোগী পানি নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে জনমতের প্রতিফলন ঘটাতে হবে। নদীকে জীবন্ত সত্তা বিবেচনা করে নদী রক্ষা কমিশন এবং সংশ্লিষ্ট সংগঠনের সাথে আলোচনা করে নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে  হবে। সেখানে নদীর আঞ্চলিক ও স্থানীয় নামেরও স্বীকৃতি দিতে হবে, যাতে কোনো নদী, শাখা নদী বা উপনদী বিবেচনায় হারিয়ে না যায়।

           পানিসম্পদ উপদেষ্টা বলেন, কোনো কর্মকর্তা কর্তব্য পালনকালে কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম ও অবহেলা প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় মানুষের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। 

          পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং এর অধীন দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

          সভায় উপদেষ্টা পানিসম্পদ মন্ত্রণালয়ের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

#

দীপংকর/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ৪২২

  

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:

 

মূলবার্তা:

 

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য সেবা বিভাগের
এ নির্দেশনা দেশের সকল হাসপাতালের জন‌্য প্রযোজ‌্য।’

 

                                                  #

 

জসিম/আকরাম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪২১  

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিকসমূহে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে।

এমতাবস্থায়, উক্ত ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

#

শফিউল্লাহ/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪২০  

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান

আইনের অধীন চলমান সকল কার্যক্রম বন্ধ থাকবে

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগ বিশেষত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর প্রয়োগের ক্ষেত্রে জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এর ফলে জনমনে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়েছে বা হতে পারে।

এমতাবস্থায়, এই আইনের অধীন চলমান সকল প্রকার নেগোসিয়েশন, প্রকল্প বাছাই, প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই আইনের অধীন ইতোমধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

#

শফিউল্লাহ/আকরাম/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা

(একই নম্বরের স্থলাভিষিক্ত)

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর :  ৪১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা

 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

চিকিৎসা সেবায় অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে মর্মে ঘোষণা দেওয়া সত্ত্বেও ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ সেবার বিপরীতে অর্থ গ্রহণ-সহ অবহেলা ও বিলম্বের তথ্য পাওয়া যাচ্ছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্দেশনায় এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।

 

স্বাস্থ্যসেবা বিভাগ আজ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

 

নির্দেশনায় আরো বলা হয়েছে, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভিতর ও রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।

 

এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা নির্দেশনায় বলা হয়েছে।

 

পাশাপাশি আজ জারীকৃত পৃথক আদেশে বলা হয়েছে: ডাক্তারের পরামর্শমতে যেসকল গুরুতর আহত ব্যক্তির উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু স্থানীয় পর্যায়ে তা সম্ভব হচ্ছে না; সেসকল ব্যক্তিদের সু-চিকিৎসা নিশ্চিত  করার লক্ষ্যে জরুরিভিত্তিতে উপযুক্ত চিকিৎসা প্রতিষ্ঠানে যেমন দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শারীরিক আঘাতজনিত কারণে পঙ্গুত্ব/ক্ষতিগ্রস্তদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, স্নায়ুবিকজনিত সমস্যার ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং অন্যান্য ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল-সহ উপযুক্ত অন্যান্য সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে  রেফার্ড করতে হবে।

#

স্বাস্থ্যসেবা বিভাগ/জসীম/আকরাম/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/২২০০  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪১৮

‘কোনো কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে না থাকে’

কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

          অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যার যে দায়িত্ব সেই বিভাগ কিংবা ডিপার্টমেন্টকে সক্রিয় করুন। কোনো কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে না থাকে সেটা নিশ্চিত করুন।

          আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমাদের কাজের অনেক সুযোগ রয়েছে। অনেক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ রয়েছে। আশাকরি বর্তমান সংকটময় মুহূর্তে আমরা দেশের মানুষ এবং দেশের জন্য ভালো কিছু করার উদ্যোগ নিতে পারব এবং সেগুলো বাস্তবায়নে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। অনেক কিছুই স্থবির হয়ে আছে। সবকিছু আবার সক্রিয় করতে হবে।

          সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপদেষ্টাকে স্বাগত জানান। পরে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের ভিশন, মিশন ও কার্যাবলি উপস্থাপন করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

          শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

আবুবকর/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ৪১৭

আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে

         ---সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। আর এজন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৭১'র মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই মাসে ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যে কোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এছাড়াও, সভায় উপদেষ্টা গুণগতমান বজায় রেখে সকল কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন এবং একই সাথে টেন্ডারিংয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এই মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

                                                       #

নোবেল/আকরাম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৮৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৪১৬  

ভালো কিছু করার চর্চা দেখতে চাই

         -- সমাজ কল্যাণ উপদেষ্টা

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):                                           

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। এতে আশপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই ।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ নিয়ে উপদেষ্টা বলেন, লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই দপ্তরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়, সে ক্ষেত্রে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। ‘উই হ্যাভ টু মেক আ চেঞ্জ” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, মেধার ভিত্তিতে সকলে মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

শারমীন এস মুরশিদ আরো বলেন, দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। উচ্ছৃঙ্খলতার শৃঙ্খল ভেঙে শৃঙ্খলিত হতে হবে। রাষ্ট্র সংবিধান মন্ত্রণালয়ের বিধি-বিধান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এখান থেকে শুরু করতে চাই। আজ সমাজসেবা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহারিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সমাজসেবা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

#

গিয়াস/আকরাম/রানা/ সঞ্জীব/রেজাউল/২০২৪/২১০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ৪১৫

  

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:

 

মূলবার্তা:

 

‘বেসরকারি হাসপাতালে চিকিৎসারত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফ বা ন্যূনতম বিল গ্রহণের অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের।’

                                                   #

স্বাস্থ্য অধিদপ্তর/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৮১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪১৪

 

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার

 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেয়া হবে। তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। 

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেয়া হবে না।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম এনডিসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপদেষ্টাকে স্বাগত জানান। এরপর উপদেষ্টাকে গার্ড অভ্‌ অনার প্রদান করা হয়। 

#

ফয়সল/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৮০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪১৩   

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এ সময় ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৫৫ জন।

                                                   #

দাউদ/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর :  ৪১২

 

বেসরকারি হাসপাতালে চিকিৎসারত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফের অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

 

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসারত সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত
ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফ করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। চিকিৎসা ব্যয় মওকুফ বা ন্যূনতম বিল গ্রহণ করে ছাত্র-জনতার এই অবদানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে অনুরোধ জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারি হাসপাতালে তাদের সকল চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে কিছু বেসরকারি হাসপাতাল আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফ করায় স্বাস্থ্য অধিদপ্তর আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

            স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

স্বাস্থ্য অধিদপ্তর/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৭৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪১১

খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধে ওএমএস কর্মসূচি পরিচালনা করা হচ্ছে

ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):

খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেওয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে খোলা বাজার খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচিতে চাল ও আটা সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিক্রয় করা হয়। বর্তমানে প্রতিকেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা এবং প্রতিকেজি খোলা আটার ভোক্তা পর্যায়ের বিক্রয় মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে ২ কেজির প্রতি প্যাকেট ৫৫ টাকা।

বর্তমানে ঢাকা মহানগর, শ্রমঘন ৪টি জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী এবং অন্যান্য ১০টি সিটি কর্পোরেশন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশা

2024-08-18-16-37-4c2362e380da898abfb547d1b9101b98.docx