Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 6 Feb 2017

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৭২ 

 

নির্বাচন কমিশন গঠিত

 

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) : 
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ অনুসন্ধান কমিটি কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে সাবেক সচিব কে. এম. নুরুল হুদা-কে প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মোঃ রফিকুল ইসলাম, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রি. জে. (অবঃ) শাহাদৎ হোসেন চৌধুরী-কে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
    আজ রাতে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।
    এর আগে আজ অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে. এম. নুরুল হুদা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার- এর নাম প্রস্তাব করে। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে যে আট জনের নাম প্রস্তাব করে তাঁরা হচ্ছেন : সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান, সাবেক সচিব মোঃ রফিকুল ইসলাম,  স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মোঃ আবদুল মান্নান, সেনাবাহিনীর ব্রি. জে. (অবঃ) শাহাদৎ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালস এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

#

মাহমুদ/আলী/মোশারফ/রেজাউল/২০১৭/২২০২ ঘণ্টা

Handout                                                                                               Number : 371

Visa-free visit to Russia starts from 12 February

Dhaka, 6 February :

The Agreement between the Government of the People’s Republic of Bangladesh and the Government of the Russian Federation on visa-free visit for persons holding diplomatic and official (service) passports will come into force on 12 February 2017. Both parties ratified the agreement and completed the internal procedures as stipulated by the respective national legislation.

This agreement will facilitate mutual visits of the diplomats and officials of the two countries without visas for a period not exceeding 30 days from the date of entry. The Russian Federation is the second European country with whom Bangladesh has signed this type of agreement, the other country is Belarus. The agreement will ease the communication between the two countries at diplomatic and official level.

The Bangladesh Foreign Minister Abul Hassan Mahmood Ali and the Russian Foreign Minister Sergei V. Lavrov signed the Agreement on behalf of their respective countries on 22 September 2016 at the sideline of 71st United Nations General Assembly in New York. 

#

Khleda/Mahmud/Mosharf/Joynul/2017/1930hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৭০  

সচিবদের জন্য ১১৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
সরকারের সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ১১৪টি নতুন আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ঢাকার ইস্কাটনে টেনামেন্ট হাউস এলাকায় ছয় দশমিক ৮৭ বিঘা জমির ওপর এ ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা।  
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ ফ্ল্যাট নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনটি ২০ তলা টাওয়ার ভবনের প্রতিটিতে ৩৮টি করে ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৩ হাজার ৪৮৯ বর্গফুট। ভবনগুলোতে পৃথক সুইমিংপুল, ফিটনেস সেন্টার, লনটেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, পায়ে হাঁটার পথ, ১৮১টি কার পার্কিংসহ নানা সুযোগ-সুবিধা থাকবে।
এর আগে মন্ত্রী মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। চারটি ২০ তলা টাওয়ার ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৪ কোটি ৬৯ লাখ টাকা।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, সরকারের প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারী ঢাকায় কর্মরত। এদের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসন সুবিধা পান। সরকার তিন বছরের মধ্যে ৪০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর সরকারির আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। মালিবাগের এ জায়গাটি অবৈধ দখলে ছিল। জায়গাটি উদ্ধার করে সরকারি আবাসন গড়ে তোলা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সরকারি আবাসনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
#

কিবরিয়া/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৯  

স্পিকারের সাথে জার্মান ফেডারেল পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ সংসদ সচিবালয়ে সফররত জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য ডক্টর হান্স পিটার (উৎ. ঐধহং-চবঃবৎ) ও থরস্টেন ফ্রেই (ঞযড়ৎংঃবহ ঋৎবর) সাক্ষাৎ করেন। এ সময়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্জ (উৎ. ঞযড়সধং চৎরহু)  উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময়ে তাঁরা দু’দেশের সংসদ, সংসদীয় প্রক্রিয়া, আইন প্রণয়ন পদ্ধতি, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম, দেশের উন্নয়ন কর্মকা-ে সংসদের ভূমিকা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।  
স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এ সকল কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী একজন সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য  স্থায়ী কমিটিতে এ পরিবর্তন এনেছেন।
সফররত প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করছে। এ ধারা অব্যাহত  থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
স্পিকার আগামী ১-৫ এপ্রিল বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৬তম এসেম্বলির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ এসেম্বলিতে ১৯০টি পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার প্রতিনিধিদলকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এসেম্বলিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
#

কামাল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৮  

ঢামেক হাসপাতাল আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নে স¦াস্থ্যমন্ত্রীর তাগিদ

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
     ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল আধুনিকীকরণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
সভায় হাসপাতালের আধুনিকায়ন কাজের অগ্রগতি পর্যালোচনাকালে কাজের শ্লথগতিতে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঢামেক হাসপাতালের ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢামেক হাসপাতালের বর্তমান স্থাপত্যশৈলী অক্ষুণœ রেখে এর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে নতুন নকশা উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। চূড়ান্ত নক্শা প্রণয়নসহ কয়েকটি কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এই প্রকল্প বাস্তবায়নে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত দেন মন্ত্রী।
সভায় ঢামেক হাসপাতালকে নতুন আঙ্গিকে রূপান্তরকালে শয্যা সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক এর অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৭  

শিক্ষামন্ত্রীর সাথে ইউনেস্কো মহাপরিচালকের সাক্ষাৎ

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় হোটেল রেডিসনে ইউনেস্কো’র মহাপরিচালক ইরিনা বোকোভা (ওৎরহধ ইড়শড়াধ) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কো বাংলাদেশে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান উন্নয়ন এবং ভাল মানের শিক্ষক এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষকদের মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি এক্ষেত্রে ইউনেস্কো’র সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দেশের আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। বাংলাদেশে শিক্ষাকে নারীর ক্ষমতায়নের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।
ইরিনা বোকোভা বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের গল্প (ঝঁপপবংং ঝঃড়ৎু) অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য মডেল হিসেবে কাজ করবে। এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই প্রশংসার যোগ্য। ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান। মিজ বোকোভা প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন। 
মন্ত্রী বাংলাদেশে ইউনেস্কো’র বিভিন্ন সাহায্য-সহায়তার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং এ সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আরো বেশি সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশে শিক্ষার উন্নয়নে সহায়ক হবে। ইউনেস্কো’র সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি  ই-নাইন ফোরামের সভাপতি হিসেবে আগামী দু’বছর দায়িত্ব পালনকালে ইউনেস্কো’র সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, ইউনেস্কো’র সহকারী মহাপরিচালক উৎ. ছরধহ ঞধহম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ই-নাইন ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রীর সাথে ভারতের মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী ঝয. টঢ়বহফৎধ কঁংযধিযধ সহ অন্যান্য দেশের মন্ত্রিগণ সাক্ষাৎ করেন।
#

আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৬৬

স্থাপনা নির্মাণ অনুমোদনে রাজউক ৬০ দিন সময় নেবে

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) : 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্থাপনা নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে ৬০ দিন সময় নেবে। বর্তমানে এ ক্ষেত্রে ২৬৭ দিন সময় লাগে। 
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে তার অফিসকক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সাক্ষাৎ করে রাজউকের সাথে সেবা সহজীকরণের বিষয়ে আলোচনার ফলাফল তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। মন্ত্রী তার দপ্তরাধীন সংস্থাগুলোর জন্য বিনিয়োগ সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, রাজউকের সদর দপ্তরসহ আঞ্চলিক অফিসে একটি হেল্পডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও হেল্পডেক্স খোলা হবে। এ হেল্পডেক্স বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ অনুমোদনে সহায়তা করবে। তিনি আরো বলেন, একটি টাস্কফোর্স থাকবে যারা বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও হেল্পডেক্সসহ সংস্কার কাজ পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে শীঘ্রই রাজউকের সাথে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করবে। 
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম বজলুল কবীর এ সময় উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/অনসূয়া/ নুসরাত/শহিদ/আসমা/২০১৭/১৫৪৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৬৫ 

কামারুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) : 
মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চারনেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম।
এক শোকবাণীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ এইচ এম কামারুজ্জামানের সংগ্রামী রাজনৈতিক জীবনের পেছনে জাহানারা জামানের অবদান অতুলনীয়। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
উল্লেখ্য, জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মা।
#
খালেদা/অনসূয়া/নুসরাত/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৬৪ 

শহিদ কামারুজ্জামানের সহধর্মিণীর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
জাতীয় চারনেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান বার্ধক্যজনিত কারণে গত রাতে চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না...............রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বৎসর। 
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
#
মমিনুল/অনসূয়া/নুসরাত/রফিকুল/আসমা/২০১৭/১৪২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৬৩  

দৈনন্দিন আবহাওয়া সেবা সম্পর্কিত তথ্য মোবাইল ফোনে পাওয়া যাবে
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
আবহওয়া অধিদপ্তরের দৈনন্দিন আবহাওয়া সেবা সম্পর্কিত তথ্য (ইগউ ডবধঃযবৎ ধঢ়ঢ়) মোবাইল প্লাটফরমে আনা হয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর কার্যালয়ে এ সেবা উদ্বোধন করেছেন। ইন্টারনেট সংযুক্ত স্মার্ট মোবাইল ফোনে এ সেবা পাওয়া যাবে। এ জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। পরে টাচ অথবা ক্লিক অন সার্চ আইকন “ঙ” তারপর সার্চ বক্সে লিখতে হবে ইগউ ডবধঃযবৎ ধঢ়ঢ়। এভাবে অ্যাপটি পাওয়ার পর টাচ অথবা ক্লিক করে ওহংঃধষষ করতে হবে। বাসা, অফিস, যানবাহনে স্মার্ট ফোন অন করে আবহওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য পাওয়া যাবে।   
#
অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১২২৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৬২ 

জাহানারা জামানের মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় চারনেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
#
নাছের/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১০৪৫ ঘণ্টা 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon