Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২৩

তথ্যবিবরণী ৪ জুলাই ২০২৩

Handout                                                                                                        Number :  25

 

Bangladesh strongly condemns Israeli attack at the Jenin refugee camp

 

Dhaka, 4 July 2023 :

 

Bangladesh strongly condemns the Israeli attack on the Jenin refugee camp which resulted in the killing of 8 Palestinians and the injury of more than 50 others.

 

Bangladesh reiterates its absolute rejection of the repeated Israeli attacks and incursions against Palestinians, resulting in the loss of civilian lives through the excessive and indiscriminate use of force.

 

Bangladesh expresses deep concern over the repeated violations of basic civil norms, international human rights laws and accords by the Israeli forces. It recommits to the international efforts to achieve an end to these attacks and revive the Middle East Peace Process.

 

Bangladesh firmly supports the undeniable rights of the people of Palestine for a sovereign and independent homeland. It reaffirms its position in favor of establishing an independent state of Palestine based on the two-state solution.

 

Bangladesh restates that a lasting solution to the Palestine issue would be possible only through dialogue and diplomacy and calls upon all parties to work towards this end.

 

#

 

Mohsin/Arman/Rafiqul/Salim/2023/2140 hours

Handout                                                                                                                      No. 24

Foreign Secretary reiterates Bangladesh’s commitment to

Multilateralism in the NAM Senior Officials meeting

Dhaka, 4 July 2023 :

‘The languages proposed by Bangladesh in the NAM Summit document reflect our long-standing commitment to multilateralism as well as foreign policy dictum of our father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman- Friendship to all Malice toward none which is reflective of the core principles of NAM’-said Foreign Secretary Ambassador Masud Bin Momen while speaking during the negotiation for finalization of NAM Summit document/declaration in Baku, Azerbaijan today. 

In the Summit document, in many paragraphs, the NAM Foreign Ministers commended Bangladesh’s efforts and contribution on different issues such as culture of peace, SDGs, peacekeeping, peace building, climate change, health and environmental issues. Through this document, the Foreign Ministers of NAM member-States urgently called for creating necessary condition for the voluntary, safe, dignified and sustainable return of the Rohingyas and also called for the early and full implementation of the Arrangement between Bangladesh and Myanmar. 

Today, in the NAM Senior Officials Meeting, NAM member-States finalized the Summit document which will be adopted in the NAM Ministerial on 5-6 July 2023. This Senior Officials Meeting and Ministerial are the preparatory meeting of the next NAM Summit to be held in Uganda from 19-20 January 2024 and this Summit document will be finally adopted in that Summit. Foreign Secretary Ambassador Masud Bin Momen led the Bangladesh delegation in the meeting.

#

Mohsin/Rahat/Rafiqul/Rezaul/2023/1922 hours

 

Handout                                                                                                              Number : 23

Prosecutor of ICC Karim A A Khan KC

called on Foreign Minister Dr. Momen

Dhaka, 4 July: 

            Prosecutor of the International Criminal Court (ICC) Karim A A Khan KC called on Foreign Minister Dr. A K Abdul Momen this afternoon at the Ministry of Foreign Affairs in Dhaka today. 

            The Foreign Minister appreciated the commendable work of the International Criminal Court in ensuring justice and accountability around the world. Foreign Minister assured the Prosecutor of the ICC of Bangladesh’s all possible support and cooperation to the Office of the Prosecutor of ICC concerning its investigation into the Situation in Bangladesh/Myanmar (Rohingya case).  

            Prosecutor of the ICC Karim A A Khan KC is on a 4-day visit to Bangladesh from 4-7 July 2023 in connection with the ICC’s Situation in Bangladesh/Myanmar (Rohingya case).

#

Mohsin/Rahat/Rafiqul/Joynul/2023/1930 hour

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২২


                         পরিবেশমন্ত্রীর সাথে জাতিসংঘের সহকারী মহাসচিবের বৈঠক


ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই):           

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি।

 

আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার প্রাপ্ত ৩০টি দেশের অন্যতম। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। প্রয়োজনীয়তা নির্ণয়পূর্বক বিভিন্ন ধরনের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে। সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নিকট থেকে বিশ্বের অনেক কিছু  শিক্ষণীয় আছে।      

 

এ সময় পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এলক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমনমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এ সকল ক্ষেত্রে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা পেলে এসডিজি-সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।

 

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, সঞ্জয় কুমার ভৌমিক ও ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা প্রমুখ উপস্থিত ছিলেন।


#

 

দীপংকর/রাহাত/রফিকুল/লিখন/২০২৩/১৭৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২১

                                                                                                                                                                                                

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :    

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। এ সময় ২ হাজার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।                 

 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৬২ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জন।

#

সুলতানা/রাহাত/রফিকুল/রেজাউল/২০২৩/১৭০৬ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ২০

অবৈধ আইপি টিভি’র বিরুদ্ধে অভিযান: স্বাগত জানালো সম্প্রচার সাংবাদিকরা

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই):

          অবৈধ আইপি টিভি ও জনহয়রানিতে লিপ্ত ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে সম্প্রচার গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

          এর আগে দেশের টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন ‘এটকো’, সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে এ অভিযানের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে।

          বিজেসি’র চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিকতার নামে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও জনহয়রানিতে লিপ্ত অবৈধ আইপিটিভি-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিজেসি অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। সরকার এ ব্যাপারে অভিযান শুরু করায় বিজেসি এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে।’

          উল্লেখ্য, গত ১৮ জুন এ বিষয়ে এক পত্রে সকল জেলা প্রশাসককে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার ম্যাজিস্ট্রেটরা বৈধতাহীন ও অনলাইন গণমাধ্যম নীতিমালা ভঙ্গকারী আইপি টিভি, ইউটিউব চ্যানেল ও অনিয়মে জড়িত কেবল নেটওয়ার্কের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।

          কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ৩ জুলাই রংপুরে মোবাইল কোর্ট মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহারের অপরাধে প্রাইম কেবল নেটওয়ার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

          ঈদের আগের দিন ২৮ জুন সিলেটের পূর্ব জাফলংয়ে দু’টি প্রতিষ্ঠানকে যথাক্রমে বিদেশি চ্যানেলের ক্লিনফিড বা বিজ্ঞাপনহীন সম্প্রচারের ব্যত্যয় করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ২৫ জুন চট্টগ্রামে একাধিক অভিযোগে সি-প্লাস টিভি, সি-ভিশন, ২৪ টিভি ও এসবিটিভি নামের অনুমোদনহীন চারটি আইপিটিভির অফিস সিলগালা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। 

#

আকরাম/রাহাত/রফিকুল/জয়নুল/২০২৩/১৭১০ঘণ্টা

2023-07-04-16-04-7106fdc452fe70713a203ccd722d1c14.docx 2023-07-04-16-04-7106fdc452fe70713a203ccd722d1c14.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon