Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ডিসেম্বর ২০১৯

তথ্যবিবরণী -19/12/2019

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৮৩৩

 

তৃণমূলে জনগণের জীবনমান উন্নয়নে সময়োপযোগী ভূমিকা রাখার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সকলকে তৃণমূল পর্যায়ের জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী Ôআমার গ্রাম আমার শহর’ কর্মসূচির আওতায় গ্রামে নগরের নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা করা হবে।

 

আজ ঢাকার আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তর অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০১৯ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, পদ্মা সেতু-মেট্রো রেল-সহ পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পল্লির অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে মন্ত্রণালয় গত ১০ বছরে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো, সুপেয় পানি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, শিক্ষা ও সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়ন এবং গ্রোথ সেন্টার নির্মাণের মতো ব্যাপক কর্মকাণ্ডের ফলে দেশে দারিদ্র্যের হার কমে এসেছে এবং মাথাপিছু আয় বৃদ্ধিতে অবদান রাখছে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

 

#

 

হাসান/ইসরাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২২০০ ঘণ্টা

হাসান/ইসরাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮৩২

 

রাস্তা পরিষ্কার করতে আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও গাড়ি

                                          --- স্থানীয় সরকার মন্ত্রী

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাস্তার ধুলাবালি পরিষ্কার করতে আনা হচ্ছে আধুনিক কার্যক্ষম যন্ত্রপাতি ও গাড়ি।

          তিনি বলেন, নগরীতে ধুলাবালির বর্তমান অবস্থায় সরকার উদ্বিগ্ন। বিশ্বের সব দেশেই নির্মাণ কাজ হয়, কিন্তু বাংলাদেশের মতো এমন অবস্থা থাকে না। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ধুলাবালি পরিষ্কার করার জন্য আধুনিক গাড়ি ও যন্ত্রপাতি সংগ্রহ করতে সিটি করপোরেশনসমূহকে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

          আজ রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়া সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী এ সময় পরিবেশ দূষণ রোধে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নযন)-কে প্রধান করে একটি কমিটি করার নির্দেশ দেন। এই কমিটি ঢাকা মহানগরীকে পরিষ্কার রাখার জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক সাপোর্ট সরবরাহ করবে।

          সভায় অন্যান্যের মধ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক-সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

হাসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৮৩১

 

রংপুর  বিভাগের ৮টি জেলায় অতিরিক্ত কম্বল ও শুকনো খাবার  বরাদ্দ

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

            রংপুর বিভাগের ৮টি জেলা  পঞ্চগড়, নীলফামারি, ঠাকুরগাও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর  এবং গাইবান্ধা  প্রতিটিতে অতিরিক্ত ৫ হাজার করে মোট ৪০ হাজার কম্বল এবং ১ হাজার করে মোট ৮ হাজার  শুকনো  খাবারের প্যাকেট বরাদ্দ  দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডা. মোঃ  এনামুর রহমান।

            তীব্র শীতে উত্তরবঙ্গের মানুষদের দুর্ভোগের কথা বিবেচনা করে আজ এ অতিরিক্ত  বরাদ্দ  দেওয়া হয়েছে ।

 

#

 

সেলিম/ইসরাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮৩২

রাস্তা পরিষ্কার করতে আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও গাড়ি

                                          --- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাস্তার ধুলাবালি পরিষ্কার করতে আনা হচ্ছে আধুনিক কার্যক্ষম যন্ত্রপাতি ও গাড়ি।

          তিনি বলেন, নগরীতে ধুলাবালির বর্তমান অবস্থায় সরকার উদ্বিগ্ন। বিশ্বের সব দেশেই নির্মাণ কাজ হয়, কিন্তু বাংলাদেশের মতো এমন অবস্থা থাকে না। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ধুলাবালি পরিষ্কার করার জন্য আধুনিক গাড়ি ও যন্ত্রপাতি সংগ্রহ করতে সিটি করপোরেশনসমূহকে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

          আজ রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়া সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী এ সময় পরিবেশ দূষণ রোধে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নযন)-কে প্রধান করে একটি কমিটি করার নির্দেশ দেন। এই কমিটি ঢাকা মহানগরীকে পরিষ্কার রাখার জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক সাপোর্ট সরবরাহ করবে।

          সভায় অন্যান্যের মধ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক-সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

হাসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে

                                                   --- পরিকল্পনা মন্ত্রী

চট্টগ্রাম, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী আজ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার বেলুন উড়িয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।

          এ উপলক্ষে সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে

          পরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। গবেষণার ওপর বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, এক সময় আমরা নিজভূমে পরবাসী ছিলাম। আমাদের প্রতিটি কাজে বাধা ছিলো। এখন সে অবস্থা নেই। তাই এখন উৎকর্ষের সময়, বিকাশের সময়। মন্ত্রী দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

          আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মোঃ নজরুল ইসলাম শিমুল ও মোঃ আবুল কালাম আজাদ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সুফি মিজানুর রহমান ও মাহবুবুল আলম প্রমুখ।

#

শাহেদ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টাতথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৮২৯

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কসোভো রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ বিভিন্ন আর্থ সামাজিক সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমাদের ৫৩টি ফেডারেশন ও সংস্হা বিভিন্ন ক্রীড়ার অবকাঠামোগত উন্নয়ন ও প্রশিক্ষণে কাজ করছে। বিভিন্ন দেশের সাথে আমাদের যুব বিনিময় কার্যক্রম চালু রয়েছে। শিক্ষা,  প্রশিক্ষণ, বিনিময় কার্যক্রম-সহ শিল্প,  বাণিজ্য অবকাঠামো ও ক্রীড়ার উন্নয়নে আমরা বন্ধুপ্রতীম রাষ্ট্র কসোভোর সাথে কাজ করতে আগ্রহী। 

 

আজ কসোভো প্রজাতন্ত্রের ঢাকাস্থ রাষ্ট্রদূত Guner Ureya বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছেন। 

 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশাংসা করেন এবং নেপালে অনুষ্ঠিত  সদ্যসমাপ্ত এস এ গেমসে বাংলাদেশ দলের সাফল্যের জন্য  অভিনন্দন জানান।  তিনি বলেন,  বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এখন এক পরিচিত নাম। ক্রিকেট-সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো করছে। বাংলাদেশের ন্যায় কসোভাতেও ফুটবলের বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিশ্ব অলিম্পিক গেমসে জুডোতে কসোভো সাফল্য অর্জন করছে। আমরা স্পোর্টস নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চাই।  এর মধ্যে দিয়ে উভয় দেশই উপকৃত হবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে।  প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এ দেশটির অমূল্য সম্পদ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।  দেশটির পর্যটন শিল্পে ভালো করার অপার সম্ভাবনা রয়েছে। 

 

এ সময়ে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে কসোভা সফরের আমন্ত্রণ জানান।

 

মোঃ জাহিদ আশা প্রকাশ  করেন,  দুই দেশের মধ্যে ক্রিকেট, ফুটবল  জুডো-সহ বিভিন্ন খেলার কোচদের অভিজ্ঞতা ও দক্ষতার বিনিময় হলে উভয় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধের  একটি রেপ্লিকা শুভেচ্ছা স্মারক হিসেবে উপহার দেন। 

 

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

#

 

আরিফ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪৮২৮

 

বর্তমান প্রজন্মের দায়িত্ব আগামী প্রজন্মের কাছে সাংস্কৃতিক চেতনা ও মূল্যবোধ পৌঁছে দেওয়া

                                                                                      -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছে বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও চেতনা। বর্তমান প্রজন্মের দায়িত্ব এ  সাংস্কৃতিক চেতনা ও মূল্যবোধ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। 

 

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিশ্রুতিশীল শিল্পীদের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, ললিতকলা, চারুকলা ও সংস্কৃতির বিশেষ ক্ষেত্রে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে শিল্পীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রতিভাবান শিল্পীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা এবং প্রতিভাবান শিল্পীদের অনুসন্ধান করে প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ দায়িত্বের অংশ হিসাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিশ্রুতিশীল শিল্পীদের মেধা বিকাশ ও পরিপূর্ণ শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে শিল্পকলা একাডেমি বছরব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছে তাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে এসব প্রতিশ্রুতিশীল শিল্পীদের মধ্য থেকে খ্যাতিমান শিল্পীরা বেরিয়ে আসবে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তৃতা করেন সংগীত পরিচালক চন্দন দত্ত।

 

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন উপস্থিত প্রতিশ্রুতিশীল শিল্পীদের উদ্দেশে 'জন্ম আমার ধন্য হলো মাগো' এবং 'রেললাইনের ধারে মেঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে' গান দুইটি গেয়ে শোনান।

 

#

 

ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮৫০ ঘণ্টা

 

 

 

Handout                                                                                                                     Number : 4827

Ambassador of Turkey meets Foreign Minister

Dhaka, 19 December :

            Ambassador of Turkey to Bangladesh Devrim Öztürk made farewell call on Foreign Minister Dr. A.K. Abdul Momen, M.P. at the latter’s office this afternoon.

            During the meeting, Foreign Minister expressed happiness at the existing friendly relations and bilateral engagements between the two countries and stressed on further strengthening the existing relations by expanding areas of cooperation for the mutual benefits of the two countries. Both sides agreed to enhance cooperation in all possible sectors of mutual interest including political issues, bilateral trade, investment, disaster management, education, culture etc. He welcomed Turkish cooperation especially in the area of trade and investment, ICT sector, defense, energy and gas exploration etc. Foreign Minister welcomed more scholarships from Turkey for Bangladeshi students those who wish to pursue their higher studies in Turkey.

            Foreign Minister thanked the Ambassador for his continuous support to the Rohingyas in the wake of the problem including their early repatriation to Myanmar as well as providing health support to the Rohingyas through establishment of Turkish field hospital in Cox’s Bazar. He briefed the Turkish Ambassador about the recent development of the Rohingya issue and sought the support of the Turkish government in this regard. Apart from Rohingya, he also appreciated the Turkish government for giving permission to establish the busts of the Father of the nation Bangbandhu Sheikh Mujibur Rahman in Ankara as a reciprocal arrangement of establishing a bust of Kemal Ataturk on Kemal Ataturk Avenue in Banani, Dhaka.

#

Thohidul/Mahmud/Mosharaf/Joynul/2019/1915hours

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮২৬

২২টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করতে কাজ করছে সরকার

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          চলতি অর্থবছরের মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করতে কাজ করছে সরকার। এর মধ্যে পাঁচটি খাতকে খুব শীঘ্রই শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হবে।

          আজ রাজধানীর বিজয় নগরে নবনির্মিত শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ৮ম সভায় এ তথ্য জানানো হয়।

          সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাত এবং ২০২৫ সালের মধ্যে সকল খাতকে শিশুশ্রমমুক্ত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ২০২৫ সালের মধ্যে সকলের সহযোগিতায় দেশকে শিশুশ্রমমুক্ত করে সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যা যা করা দরকার সবকিছু করবে সরকার। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে নেওয়া প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এক লাখ শিশুকে প্রত্যাহার করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

          সভায় জানানো হয়, ঝুঁকিপূর্ণ খাত হিসেবে জাহাজ ভাঙা শিল্প, ট্যানারি ও চামড়াজাত শিল্প, সিল্ক, কাচ এবং সিরামিক শিল্পকে শিশুশ্রমমুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

          মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সঞ্চালনায় সভায় অতিরিক্ত সচিব মোল্লা জালাল উদ্দিন, ড. রেজাউল হক, সাকিউন নাহার, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংস্থা, ফেডারেশন ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

#

আকতারুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৮২৫

 

টোল সিস্টেমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করতে হবে

                                  ---অর্থমন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) : 

 

          অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টোল সিস্টেমকে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় করতে হবে। টোল আদায়ের নামে গাড়ি আটকে সময় নষ্ট ও যানজট তৈরি করা যাবে না। প্রতিটি গাড়ির জন্য প্রিপেইড মিটারের ব্যবস্থা করতে হবে যাতে নির্দিষ্ট সীমা পার হলেই স্বয়ংক্রিয়ভাবে বিল পরিশোধ হয়ে যাবে। এতে টোল প্লাজায় কোনো যানজট হবে না। সড়ক সংস্কারে সরকারের পক্ষ থেকে প্রতি বছর বিপুল পরিমাণে টাকা না নিয়ে টোলের টাকা দিয়েই সড়ক সংস্কারের ব্যবস্থা করতে হবে। দেশকে এগিয়ে নিতে সড়কের অবস্থা ভালো করা অত্যন্ত জরুরি। 

 

          আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘মহাসড়কের লাইফ টাইম : চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ের ওপর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী  এসব কথা বলেন।

 

অর্থমন্ত্রী আরো বলেন, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সংখ্যার চেয়ে অর্থায়ন ও বাস্তবায়নের সক্ষমতা বিবেচনা করতে হবে। চলমান প্রকল্পগুলো টেকসইভাবে বাস্তবায়নের বিষয়ে যত্নবান হতে হবে। একই কোম্পানিকে একাধিক কাজ না দিয়ে বিভিন্ন কোম্পানিকে কাজ দিলে কাজের মান ভালো হবে।  এজন্য এক কোম্পানিকে বার বার কাজ দেওয়া যাবে না। কোনো কোম্পানি কাজ নিয়ে গাফিলতি করলে শাস্তির ব্যবস্থা করতে হবে।

         

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একাব্বর হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

 

#

তৌহিদুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৭১ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮২৪

 
টিআরএনবি-এর সাথে মতবিনিময় অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী
পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি
 
ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দীর পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সংযুক্তির কোনো বিকল্প নেই। পরিবর্তনের এই অনিবার্য ধারাবাহিকতায় টেলিকম সাংবাদিকতার কৌশলও পাল্টাতে হবে। 
টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি সাংবাদিক মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার শিপুর নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী  এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টেলিকম খাত বাংলাদেশের উল্লেখযোগ্য খাত। দেশের উন্নয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্যতম মূল ভিত্তি। চার লেন বা ছয় লেন মহাসড়কের  মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সড়ক নির্মাণ করতে পারছি কী না। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ফাইভজি প্রযুক্তি। তিনি বলেন, ফাইভজি এমন একটি প্রযুক্তি যা বস্তুত চতুর্থ শিল্প বিপ্লব ঘটাবে। এক্ষেত্রে প্রস্তুতির ঘাটতি আমাদের এগিয়ে যাওয়াকে ব্যাহত করতে পারে। এ ব্যাপারে আমাদেরকে সতর্কতার সাথে এগুতে হবে। এ বিষয়ে টেলিকম সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। 
#
শেফায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮২৩

শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় হুমায়ূন

বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এদেশের বিপুল যুবশক্তি, প্রশিক্ষিত জনবল, অভ্যন্তরীণ বিশাল বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণে মুখ্য ভূমিকা পালন করছে। শিল্পখাতে বিদেশি বিনিয়োগ প্রস্তাব কাজে লাগাতে তিনি শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন।  

          মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এ মন্তব্য করেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম এবং বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ হাইয়ুল কাইয়ুম বক্তব্য রাখেন।

          শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, কর্মনিষ্ঠা, দেশপ্রেম ও সাহসী নেতৃত্ব এর পেছনে জাদু হিসেবে কাজ করছে। এর অনুকরণে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকেও সর্বোচ্চ সততা, কর্তব্য নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। শিল্প সহায়ক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রেখে তিনি বিজয়ের স্বপ্ন পূরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

          বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোতে কর্মরত সবাইকে উৎসর্গ করতে হবে। তিনি বন্ধ কারখানাগুলো চালুর মাধ্যমে শিল্পখাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন। দলাদলি করে প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা করলে আগামী প্রজন্ম দায়ীদের কোনোভাবেই ক্ষমা করবে না বলে তিনি মন্তব্য করেন। 

          সভাপতির বক্তব্যে শিল্পসচিব বলেন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কথায় নয়, কাজে শ্রদ্ধা দেখাতে হবে। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও সেবাদান প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিচ্যুতির কারণে রাষ্ট্রের ক্ষতি হলে, তার বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

#

জলিল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮২২

বিজিবি সদস্যদেরকে বার্ষিক অপারেশনাল ও প্রশাসনিক পুরস্কার প্রদান

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          বিজিবি দিবস-২০১৯ উদ্যাপনের দ্বিতীয় দিনে আজ পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তন হলে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবার শেষে ২০১৯ সালে বিজিবি’র অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

          চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে অধিক চোরাচালানপ্রবণ এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রথম স্থান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দ্বিতীয় স্থান এবং কম চোরাচালানপ্রবণ এলাকায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) প্রথম স্থান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া ২০১৯ সালে বিজিবি’র কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ৪৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) এবং ৮৯ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) প্রদান করা হয়।

          এছাড়া ৪ জনকে সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং ২ জনকে অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

          ‘বিজিবি দিবস-২০১৯’ উদ্যাপন উপলক্ষে আজ সন্ধ্যায় পিলখানায় আাতশবাজি প্রদর্শনী ও বিজিবি’র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

          আগামীকাল ২০ ডিসেম্বর সন্ধ্যায় দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানটি ‘এটিএন বাংলা’ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

#

শরিফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৪৮২১

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় পনের জনকে জরিমানা

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :

          সচিবালয়ের চারপাশ এলাকা নীরব জোন বা No Horn Zone হিসেবে কার্যকর করার অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আস্রাফ।

          ভ্রাম্যমাণ আদালত আজ সাতটি জিপ ও কার এর ড্রাইভারকে জরিমানা করেন। গাড়ির পাশাপাশি আটটি মোটরসাইকেলের ড্রাইভারকেও জরিমানা করা হয়। সচেতনতামূলক কার্যক্রম এর আওতায় প্রথম দিন মোট পনের জনকে সতর্কতামূলক সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। আগামী রবিবার থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

          উল্লেখ্য, সরকার গত ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা  No Horn Zone  এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২

2019-12-19-22-39-20b8b6f3e19a64dc3c70bbb7579a4462.docx 2019-12-19-22-39-20b8b6f3e19a64dc3c70bbb7579a4462.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon