তথ্যবিবরণী নম্বর : ২০৮৩
স্টার্টআপ বাংলাদেশের এক্সিলারেটর ও দু’টি
বিশেষায়িত ল্যাব উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আইসিটি টাওয়ারে স্থাপিত স্টার্টআপ বাংলাদেশের এক্সিলারেটর ও দু’টি ল্যাব উদ্বোধন করেন। এগুলো হচ্ছে : বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সফটওয়্যারের কোয়ালিটি টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টার; ২০২১ এর মধ্যে ১০০০ উদ্ভাবনী পণ্য/সেবা সৃষ্টির উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য সরকারের প্রথম এক্সিলারেটর এবং কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম ল্যাব (ইউ-ঈওজঞ খঅই)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, সফটওয়্যারের কোয়ালিটি টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টারটি বাংলাদেশের আন্তর্জাতিক মানের প্রথম সার্টিফিকেশন সেন্টার। সেন্টারটি স্থাপনের মাধ্যমে দেশের সরকারি পর্যায়ে সফটওয়্যার উন্নয়ন/ক্রয়কৃত সফটওয়্যার, মোবাইল অ্যাপস, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদির মান পরীক্ষা করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এ সেন্টারের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানের সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে আরো চারটি প্রতিষ্ঠানের সফটওয়্যার টেস্টিং চলমান রয়েছে। এ সেন্টারে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিংয়ের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সার্টিফিকেটধারী ১২ জন অভিজ্ঞ কর্মকর্তা কাজ করছেন। ভবিষ্যতে এ সেন্টারের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের সফটওয়্যারের মান পরীক্ষাকরণেরও পরিকল্পনা রয়েছে।
এছাড়া সরকার ২০২১ এর মধ্যে ১০০০ উদ্ভাবনী পণ্য/সেবা সৃষ্টির উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য এক্সিলারেটর বাস্তবায়ন করেছে। এই এক্সিলারেটর কো-ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, ভিডিও কনফারেন্স, নেটওয়ার্কিং অ্যান্ড হোস্ট পিচিং সেশনস, বুট ক্যাম্পের ব্যবস্থা করবে। স্টার্টআপরা দেশ-বিদেশের বিনিয়োগকারী ও পার্টনারদের সঙ্গে মির্টিং করার জন্য এখানকার বিশ্বমানের কনফারেন্স রুম ব্যবহার করতে পারবেন। টেকনিক্যাল বিষয়ে স্টার্টআপদের সহযোগিতা ও সেবা দেওয়ার জন্য এই বিষয়ক বিশেষজ্ঞ দল থাকবেন।
অপরদিকে কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম ল্যাব উদ্বোধনের মাধ্যমে প্রাথমিকভাবে বিসিসি’র এ টিমের জন্য জাতীয় ডাটা সেন্টারে সাইবার আক্রমণ রোধ ও প্রতিকার সম্ভব হবে। এছাড়া এর মাধ্যমে কোন সাইবার ইন্সিডেন্ট সংগঠিত হলে রেসপন্স হিসেবে ইন্সিডেন্ট হ্যান্ডলিং ইউনিট জব্দকৃত ডিজিটাল আলামতসমূহের ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষা করা সম্ভব হবে। স্থাপিত ল্যাবটিতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ নেটওয়ার্ক বিশ্লেষণ করার অত্যাধুনিক সফটওয়্যার ও যন্ত্রপাতি রয়েছে, যা দেশে সংগঠিত সাইবার অপরাধ ও অপরাধী সনাক্তকরণে সক্ষমতা বাড়াবে। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে স্থাপিত এটিই প্রথম কোন ডিজিটাল ফরেনসিক ল্যাব।
পরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা চলমান প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
#
শহিদুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৮২
উন্নয়ন অগ্রযাত্রায় চীন বাংলাদেশের পাশে থাকবে
--- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন সূচকেও একইভাবে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রায় চীন বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ কারিগরি, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে চীন তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ, জাতীয় জাদুঘর ও দেশের বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও উন্নয়নসহ সরকারের বিভিন্ন প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। আজকের এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মন্ত্রী আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে চারুকলা অনুষদ, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়, চীন-বাংলাদেশ শিল্প-সংস্কৃতি বিনিময় কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে ‘বর্ণিল মেঘে ঢাকা সিল্ক রোড’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন শুধু একটি শক্তিশালী অর্থনীতির দেশ নয়, বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু দেশও বটে। তিনি বলেন, আমরা যদি দুই দেশ সহযোগিতা ক্ষেত্রসমূহ আরো সম্প্রসারিত করতে পারি, তবে এ বন্ধুত্বের বন্ধন দীর্ঘস্থায়ী হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু (তযধহম তঁড়) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান শিশির ভট্টাচার্য।
#
ফয়সল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০৫৫ঘণ্টা
Handout Number : 2081
Outgoing Belgian Ambassador calls on Shahriar Alam
Dhaka, 26 July :
Outgoing Belgian Ambassador Jan Luykx made his farewell call on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam in his office today. Ambassador Luykx was based in New Delhi, India with concurrent accreditation to Bangladesh as nonresident Ambassador.
While expressing satisfaction by the Ambassador Luykx over the volume of bilateral trade and investment relations, State Minister Shahriar Alam stressed on the untapped potential to further enhance the trade and investment. He opined that both the countries have lots of scope of cooperation in infrastructure development particularly in Port and energy sector.
Ambassador Luykx also informed that a Belgian trade delegation will visit Bangladesh in April 2019 after the general elections. He opined that Belgian companies are very much interested to be engaged in the development of ports in Bangladesh particularly construction of Payra port and development of Chattagram port, Power & energy sectors, infrastructure development etc.
The Ambassador also appreciated the transformation of Bangladesh to a developing and responsible nation in the last one decade especially in the last 4 years, under the leadership of Prime Minister Sheikh Hasina. In the same vibe, State Minister requested the Belgian government through the Ambassador to consider reopening of their Embassy in Dhaka. He opined that reciprocal representation to each other’s capital will strengthen our cooperation and partnership in the realization of sustainable development goals.
Ambassador Luykx praised the role of Bangladesh government in response to the Rohingya influx after august 25 last year. State Minister, while briefing the Ambassador on the Rohingya situation, thanked Belgian government for their support in managing the Rohingya crisis and requested the Belgian government through the Ambassador Luykx to raise voice against Myanmar armed forces for its brutal oppression against Rohingya people and continue to mount pressure along with international community to ensure safe and sustainable return of Rohingya people to their ancestral home in Rakhine state in Myanmar.
During the call on, Ambassador Luykx was accompanied by Guillaume Choquet, Counsellor Economic Affairs of Belgian Embassy in New Delhi. Earlier on yesterday afternoon, he made his farewell call on the hon’ble President in Bangabhaban. He is scheduled to depart Dhaka on 27 July 2018.
#
Tohidul/Mahmud/Parvez/Abbas/2018/2004 Hour
তথ্যবিবরণী নম্বর : ২০৮০
বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির পন্থা উদ্ভাবন করতে হবে
--- আইনমন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে দেশের আদালতসমূহে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার। শুধু প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করা স¤ভব নয়। এই বিশাল মামলা জট নিরসনে বিকল্প পদ্ধতিতে দ্রুত মামলা নিষ্পত্তির কার্যকর পন্থা উদ্ভাবন করতে হবে।
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মামলা জট নিরসনের জন্য প্রথমেই আমাদের সঠিকভাবে মামলা ব্যবস্থাপনা করতে হবে, প্রচলিত মামলা ব্যবস্থাপনাতে পরিবর্তন আনতে হবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে বিচারপূর্ব শুনানি ও প্রকৃত বিরোধ নির্ধারণ করা হলে, দেওয়ানি মামলা দ্রুততম সময়ে বিকল্প পদ্ধতিতে কিংবা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে নিষ্পত্তির পথ সহজ হবে। এ জন্য প্রয়োজন বিচারকদের আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং আইনজীবীগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা।
মন্ত্রী আরো বলেন, বিভিন্ন কারণে বর্তমানে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকৃতির মামলা দায়েরের হার বৃদ্ধি পাচ্ছে। এ হার বিকল্প উপায়ে নিষ্পত্তির লক্ষে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে এতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান প্রবর্তন করা হয়েছে। কিন্তু বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির সংখ্যা পর্যালোচনায় দেখা যায় যে আইনের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এখন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারিনি। এ পদ্ধতিকে কার্যকর ও গতিশীল করার লক্ষে জাপানের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।
আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, জাপানের চুকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুতো ইনাবা, জাপানের বিচার মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রতিনিধি হিরোইকি ইতো, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার শাহা ও উম্মে কুলসুম বক্তৃতা করেন।
#
রেজাউল/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৯
ওসাকা রাজ্যের গভর্নরের সাথে তোফায়েলের বৈঠক
বাংলাদেশের টেক্সটাইল খাতে জাপানি বিনিয়োগের আহ্বান
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপানের ওসাকা রাজ্য টেক্সটাইল হাব হিসেবে বিশ^ব্যাপী ব্যাপকভাবে পরিচিত। ওসাকার টেক্সটাইল ব্যবসায়ীগণ এ বিষয়ে বেশ দক্ষ। ওসাকা রাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বিশে^র মধ্যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। ইতোমধ্যে বিশে^র অনেক বড় বড় বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। জাপানের ওসাকা রাজ্যের বিনিয়োগকারীগণও এ সুযোগ গ্রহণ করতে পারেন। বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে অনেক শিক্ষিত, দক্ষ সহজলভ্য জনবল রয়েছে, বিনিয়োগের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হচ্ছে। বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে।
জাপানে সফররত বাণিজ্যমন্ত্রী গতকাল (২৫ জুলাই স্থানীয় সময় বিকেলে) জাপানের ওসাকা রাজ্যের গভর্নর ইচহিরো মাতসুই (ওপযরৎড় গধঃংঁর) এর সাথে বৈঠকের সময় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী ওসাকার গভর্নরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর জাপানি ভাষায় অনুবাদ করা একটি কপি হস্তান্তর করেন।
বাণিজ্যমন্ত্রী ওসাকার গভর্নরকে সেখানকার টেক্সটাইল সেক্টরের বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে গভর্নর ইচহিরো মাতসুই ওসাকার টেক্সটাইল ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে গভর্নর ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশে উন্নয়নের বিষয়ে আগ্রহ ভরে জানতে চান। বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। গভর্নর বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন।
তোফায়েল আহমেদ সম্প্রতি জাপানে ঘটে যাওয়া বন্যা ও ভূমিধসে জাপানিদের প্রাণহানিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রীর সঙ্গে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৮
নবীনগরে তথ্যমন্ত্রী
আদালত-কারাগার গুঁড়িয়ে রাজনীতিকে জঙ্গি-রাজাকারের
মাঠ বানাবার চক্রান্ত রুখে দিন
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘একটি রাজনৈতিক চক্র রাজনীতির মাঠ সমতল করার নামে কারাগার ও আদালত গুঁড়িয়ে দিয়ে জঙ্গি-রাজাকার-অপরাধীদের সুযোগ করে দিতে চাচ্ছে। দেশের স্বার্থে, মানুষের কল্যাণে এই চক্রান্ত রুখতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ চায় খুনী-অপরাধী ও জঙ্গিমুক্ত রাজনীতি। আর বিএনপি-রাজাকার-জঙ্গি-জামাত চক্রের এই ষড়যন্ত্রীরা গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের দোহাই দিয়ে রাজনীতির মাঠ সমতল করার নামে কারাগার ও আদালত গুঁড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। রাজনীতির তথাকথিত এই সমতল মাঠে জঙ্গি-রাজাকার-অপরাধীরা নির্বিঘেœ তাদের ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই প্রস্তাব আসলে গণতন্ত্র গুঁড়িয়ে দেয়ার চক্রান্ত। জঙ্গি-রাজাকার-অপরাধীদের সুযোগ দেওয়ার চক্রান্ত।’
‘সামনের নির্বাচনকে কেন্দ্র করে আবার চক্রান্তকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘নির্বাচনে আসা না আসা নিয়ে তারা নানা শর্ত আরোপ করছে, যা আসলে নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র। একই সাথে দেশের যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন থমকে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির মাঠ থেকে জঙ্গি-রাজাকার-অপরাধীদের আগাছা দক্ষ হাতে পরিষ্কার করছেন, রাজনীতির এই পরিষ্কার মাঠের পরিচ্ছন্নতা বজায় রাখাই আমাদের অঙ্গীকার’ বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘গত দশ বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো সাধিত হয়েছে। এর পেছনে ছিল দু’টি মূল শক্তি। এক, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দুই, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য। আমাদের কাজ হচ্ছে, এই উন্নয়নকে ধরে রাখা, টেকসই করা, যাতে দেশ আর পেছনে না যায়। আর তা করতে হলে যারা পেছন থেকে টানে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস ও নির্মূল করতে হবে।’
নবীনগরের সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা এডভোকেট শাহ জিকরুল আহমেদ, জাসদ নেতা সাখাওয়াৎ হোসেন রাঙা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, নূরুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ সভায় বক্তৃতা করেন।
#
আকরাম/মাহমুদ/পারভেজ/আব্বাস/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৭
সমাজসেবামূলক কাজে অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না
--- ডিসি সম্মেলনে প্রতিমন্ত্রী নুরুজ্জামান
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
‘জেলা প্রশাসকগণ জেলার সমাজসেবামুলক কাজের ২৩টি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব কেবল তাদের রুটিন দায়িত্ব নয়, এটি হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল ¯্রােতধারায় তুলে আনার দায়িত্ব। সমাজসেবা কোন দয়ার কাজ নয়, সমাজসেবা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে নিজের জেলায় কোন অনিয়ম হলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজসেবামূলক কাজে দায়িত্বে কোন অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না।’
আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর কার্য অধিবেশন সংক্রান্ত সভায় উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকদের উদ্দেশে কথাগুলো বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
সম্মেলনে নরসিংদীর জেলা প্রশাসক নরসিংদীতে সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ বিল্ডিং ও সেখানকার কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নরসিংদীর শিশু পরিবারটির মেরামতের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। গাজীপুরের জেলা প্রশাসক গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের একটি প্রিজন ভ্যানের প্রয়োজনীয়তা ও সেখানে অবস্থিত শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রটির জীর্ণ অবস্থার কথা তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মাত্র তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোতে প্রিজন ভ্যান দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একটি করে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বরিশালের বিভাগীয় কমিশনার হিজড়াদের পুনর্বাসন করা ও সমাজের অতিশয় বৃদ্ধদের জন্য ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা যায় কিনা তা নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান।
#
মাইদুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৬
ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক আজ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলের পরিকল্পনার কথা তুলে ধরেন। রেলভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
ট্রেনগুলো হলোѬ¬ ¬¬দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চাঁদপুর স্পেশাল-১, চাঁদপুর স্পেশাল-২, রাজশাহী স্পেশাল, দিনাজপুর স্পেশাল : দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, লালমনি স্পেশাল : ঢাকা-লালমনিরহাট-ঢাকা, খুলনা এক্সপ্রেস : খুলনা-ঢাকা-খুলনা, সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, সোলাকিয়া স্পেশাল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ।
রেলপথ মন্ত্রী এ সময় বলেন, বিশেষ ব্যবস্থাপনায় ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত যথাক্রমে ১৭ থেকে ২১ আগস্ট এর টিকিট বিক্রয় করা হবে। ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের; একইভাবে ১২ আগস্ট বিক্রি হবে ২১ আগস্টের টিকিট। তাছাড়া ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ১৫ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত যথাক্রমে ২৪ থেকে ২৮ এর টিকিট বিক্রি হবে। অর্থাৎ ১৫ আগস্ট দেয়া হবে ২৪ আগস্টের এবং শেষ ১৯ আগস্ট দেয়া হবে ২৮ আগস্টের টিকিট।
মন্ত্রী এ সময় বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বমোট ১৪০২টি কোচ চলাচল করবে এবং সর্বমোট ২২৯টি লোকোমোটিভ ব্যবহার করা হবে।
টিকিট কালোবাজারি প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, দিনাজপুর এবং খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাব এর সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে মন্ত্রী জানান।
বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে ঈদুল আজহা উপলক্ষে দৈনিক ৩ লাখ যাত্রী চলাচল করার ব্যবস্থা নেয়া হয়েছে বলে রেলপথ মন্ত্রী জানান। এ সময় তিনি বলেন আমাদের সম্পদ সীমিত। এই সম্পদ দিয়েই আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
শরিফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৭৫
তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির শীর্ষ গুরুত্বপূর্ণ শিল্পখাত হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের উদীয়মান এ শিল্পখাত নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং এখনও আছে। এখাতে রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগিরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট ‘প্রিন্ট টেক বাংলাদেশ’ গারটেক্স বাংলাদেশ এবং ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো’ ত্রিমাত্রিক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং লিমরা ট্রেড ফেয়ারস্ অ্যান্ড এক্সিবিশনস্ (প্রাঃ) লিমিটেড যৌথভাবে এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩০.৬১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮.১৫ বিলিয়ন মার্কিন ডলার। বহির্বিশ্বে একই ধরনের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও সরকার এবং উদ্যোক্তাদের দৃঢ়তায় বাংলাদেশি চামড়া শিল্পখাত অব্যাহত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে জুতা রপ্তানির পরিমাণ ৭ গুণ বেড়েছে। সদ্য বিদায়ি অর্থবছরে বাংলাদেশ জুতা রপ্তানির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে তিনি জানান।
আমির হোসেন আমু বলেন, রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি, মূল্য সংযোজন ও জনগণের জীবন মানোন্নয়নে তৈরি পোশাক ও চামড়া শিল্পের ব্যাপক অবদান রয়েছে। শিল্পখাত দু’টির ধারাবাহিক উন্নতির জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গার্মেন্টস্ শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা জোরদার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্প কারখানা মনিটরিং, ২০১৩ সালের শ্রম আইন সংশোধনসহ উল্লেখ্যযোগ্য কমপ্লায়েন্স বাস্তবায়ন করা হয়েছে।
বিআইএএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে পলীø উন্নয়ন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম খান, বিএফএলএলএফইএ’র প্রতিনিধি শাহজালাল মজুমদার, বিজিএপিএমইএ’র সভাপতি মো. আব্দুল কাদের খান, বিইএমইএ’র সভাপতি মো. শাহনেওয়াজ চৌধুরী, বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মেহেদী আলী, বাংলাদেশ সাইন ম্যাটারিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টারস্ এসোসিয়েশনের সভাপতি হোসেন মোহাম্মদ ইমরান এবং লেদার ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিষ্ট সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ কে এন মুশফিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্যবিবরণী নম্বরঃ ২০৭৪
রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয় কাজ করে চলেছে
-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, শেখ হাসিনার সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয় অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এ মন্ত্রণালয় বিজ্ঞানচর্চার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে ক্ষুধা-দারিদ্র, অশিক্ষামুক্ত মধ্যম আয়ের দেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযু্ক্তির ভূমিকাও এখন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ আজ একটি দৃশ্যমান বাস্তবতা। আজ সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮তে জেলা প্রশাসকদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ৩০ নভেম্বর ২০১৭ এ মেগা প্রকল্পের প্রথম ইউনিটের মূল নির্মান কাজের এবং ১৪ জুলাই ২০১৮ ২য় ইউনিটের মূল নির্মান কাজের উদ্বোধন করেন। এর ফলে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক দেশসমূহের কাতারে উন্নীত হয়েছে। এই কেন্দ্র শুধু যে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক হবে তাই নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি একটি ভিন্ন মর্যাদায়ও উন্নীত হয়েছে। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীগণ স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবেশ প্রভৃতি খাতের উন্নয়নে পারমাণবিক প্রযু্ক্তির ব্যবহার বিষয়ে গবেষণা ও সেবা প্রদান করে চলেছেন। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও নিরাময়ে আমাদের নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটগুলি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
মন্ত্রী আরো বলেন, জনগণের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর গ্যালারিতে স্থাপিত প্রদর্শনীবস্তু প্রদর্শন, টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিজ্ঞানকে পৌঁছে দেয়ার জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী তথা মিউজুবাসের মাধ্যমে বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। প্রদর্শনীর কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ৪টি মিউজুবাস ও ফোর ডাইমেনশনাল ৩টি মুভিবাস সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন-২০১৪ এ গৃহীত প্রতিটি উপজেলায় ১ টি করে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত ৪৮৫টি উপজেলায় উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব গঠিত হয়েছে।
মন্ত্রী জানান যে, বিজ্ঞানে আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ৪০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা এবং জেলা পর্যায়ে ১ লাখ ৪০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যালয়ের বিজ্ঞানাগারে মানসম্মত বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ মন্ত্রণালয় হতে ১৪৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরে ১ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। এছাড়াও, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট থেকে দেশের ৫১৯টি অনগ্রসর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি সরবরাহের জন্য এ পর্যন্ত ৫ কোটি ১৯ লাখ টাকা প্রদান করা হয়েছে।
#
কামরুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪৩৩ ঘণ্টা