Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 20 January 2017

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৮

দু’টি সরকারি হাসপাতালের অনিয়ম তদনেত্ম
কমিটি গঠনের নির্দেশ স্বাস'্যমন্ত্রীর

ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি):

    রাজধানীর দু’টি সরকারি হাসপাতালে অনিয়ম ও ব্যবস'াপনার ত্রম্নটি সম্পর্কে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দু’টি পৃথক তদনত্ম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় কিডনী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও  হাসপাতালের  কিছু অব্যবস'াপনা নিয়ে সমপ্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে  মন্ত্রী এ নির্দেশ দেন।

    তিনি আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

    এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছয় মাস যাবত এক্স-রে মেশিন নষ্ট পড়ে থাকার কারণ  ব্যাখ্যা চাওয়ার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা জমা দেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন।

    ইতোমধ্যে হৃদরোগ হাসপাতালের জন্য স্বাস'্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পস্ন্যানিং)কে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কিডনী হাসপাতালের জন্য আগামী রোববার কমিটি গঠন করা হবে।

#


পরীড়্গিত/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৭

এলজিআরডি মন্ত্রীর ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

ফরিদপুর, ৭ মাঘ (২০ জানুয়ারি) :

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য আদান প্রদান ও সেবা প্রাপ্তি ঘটলে দেশ থেকে দুর্নীতি চিরতরে বিদায় নেবে।  
    তিনি আজ ফরিদপুরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ এর অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ নির্মাণ। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করছেন।
    তিনি জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সেবা ছড়িয়ে দিতে প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের আহ্বান জানান।
    জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান  লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান মোহ্তেশাম হোসেন বাবর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পরে মন্ত্রী ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ।

#
জাকির/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২১৬

তৃতীয় বেঙ্গল গেস্নাবাল বিজনেস সামিটের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী
অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ ‘গেইম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হচ্ছে

কলকাতা (ভারত), ৭ মাঘ (২০ জানুয়ারি):

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোসহ আশিয়ানভুক্ত দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ ‘গেইম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনত্মব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, কৌশলগত ভৌগোলিক অবস'ানের ফলে বাংলাদেশ থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক যাত্রী এবং পণ্য পরিবহণের চমৎকার সুযোগ তৈরি হয়েছে। শিল্পখাতে যৌথ বিনিয়োগ বাড়িয়ে এ সুযোগ কাজে লাগানোর জন্য তিনি ভারতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ভারত সফররত শিল্পমন্ত্রী আজ তৃতীয় বেঙ্গল গেস্নাবাল বিজনেস সামিট-২০১৭ (৩ৎফ ইবহমধষ এষড়নধষ ইঁংরহবংং ঝঁসসরঃ-২০১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। কলকাতার মিলন মেলা হলে দু’দিনব্যাপী এ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর উদ্বোধন করেন।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী, ভারতের কেন্দ্রিয় সরকারের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরম্নন জেটলি বক্তব্য রাখেন। বাংলাদেশসহ ২৭টি দেশের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা এ সময় উপসি'ত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় ভারতকে কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে অগ্রাধিকার দিয়ে থাকে। শিল্প ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দু’দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। বাংলাদেশে উৎপাদিত শিল্পপণ্য ভারতে পুনঃরপ্তানির (জব-বীঢ়ড়ৎঃ) সুযোগ রয়েছে। এছাড়া, যৌথ বিনিয়োগের মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যেতে পারে।

তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। দেশের বিনিয়োগনীতি এবং শিল্পনীতি আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় সেবা ও প্রণোদনা জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক, মহাসড়ক, বন্দরসহ যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ১০০টি ইকোনোমিক জোন গড়ে তুলছে। ভারতের উদ্যোক্তারা চাইলে তাদের জন্যও একটি বিশেষায়িত শিল্পাঞ্চল বরাদ্দ দেয়া হবে বলে তিনি উলেস্নখ করেন।
#

জলিল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২১৫

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে
                  -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি):

     শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিড়্গার ড়্গেত্রে সরকার গবেষণার ওপর জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমরা এখন অন্যদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করি। জ্ঞান, প্রযুক্তি ও দড়্গতা রপ্তানি করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে।

    মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে ‘বাংলাদেশ ফিজিক্‌স অলিম্পিয়াড-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডাচ-বাংলা ব্যাংক এ অলিম্পিয়াডের আয়োজন করে।

    শিড়্গামন্ত্রী বলেন, আমাদের নতুন  প্রজন্ম অনেক মেধাবী। এ প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দড়্গতায় গড়ে তুলতে হবে। এরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিড়্গায় ছেলেমেয়েদের সমতা অর্জিত হয়েছে, এটা একটি বিরাট অর্জন। বিজ্ঞানে শিড়্গার্থীর সংখ্যা ও হার বাড়ছে। তিনি বলেন, শিড়্গার মান বাড়াতে পাঠ্যপুসত্মক সহজ করতে হবে, পরীড়্গা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করতে হবে এবং বইয়ের বোঝা কমাতে হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফিজিক্‌স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডাচ-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবং কমিটির সভাপতি ড. খোরশেদ আহমেদ কবির বক্তব্য রাখেন।

    এর আগে শিড়্গামন্ত্রী দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ফিজিক্‌স অলিম্পিয়াড-২০১৭’ এর উদ্বোধন করেন। পরে তিনি শিড়্গার্থীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে আয়োজিত মেলা ঘুরে দেখেন।

#

আফরাজ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২১৪

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

 

ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) :
 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    “মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে ২১-২৭ জানুয়ারি ২০১৭ পর্যন্ত ৭ দিনব্যাপী ‘মধুমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

    বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে তিনি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। বাংলা কাব্যের গতানুগতিক রীতি-প্রকরণ ভেঙে নতুন ছন্দ যোজনায় তিনি আমাদেরকে বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন।

    মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

    কবির জন্মবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি ‘মধুমেলা ২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করছি।   
 
         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
          বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭০১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                  নম্বর : ২১৩  

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

ঢাকা,  ৭ মাঘ (২০ জানুয়ারি) :

           রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    “বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে ২১-২৭ জানুয়ারি সপ্তাহব্যাপী ‘মধুমেলা ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

    মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর হাতে বাংলা সাহিত্য পেয়েছে নবরূপ, হয়েছে সমৃদ্ধ ও ঐশ্বর্যম-িত। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা ও আধুনিক শিল্পকলাসম্মত নাট্যকার। তিনি অভূতপূর্ব সৃষ্টি-নৈপূণ্য প্রদর্শন  করে বাংলা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। মহাকবির স্বাজাত্যবোধ সুগভীর, সেই সঙ্গে সর্বমানবের সঙ্গে তাঁর যোগও নিবিড়; শব্দ প্রয়োগের নিপুণতায় বিশ্ব শিল্পীদের সভায় তিনি একজন প্রথম শ্রেণির শিল্পী, আর হৃদয়ধর্মে তিনি রাজাধিরাজ। তাঁর জীবনকাল মাত্র ঊনপঞ্চাশ বছরের। এই অপেক্ষাকৃত স্বল্পায়ু জীবনে কবি তাঁর লেখায় যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা এক কথায় বিস্ময়। জন্মভূমির প্রতি গভীর অনুরাগ আগামী প্রজন্মের দেশপ্রেমের চিরন্তন উৎস হয়ে থাকবে।

    বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারী এই কবির জন্মবার্ষিকীতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি ‘মধুমেলা ২০১৭’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭০০ ঘণ্টা

 

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon