Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ৬ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                 নম্বর : ২৯৮৭
মিয়ানমার নাগরিকদের মধ্যে
ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২২ কার্তিক (৬ নভেম্বর) ঃ 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪২ ট্রাকের মাধ্যমে ১২০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার ৫০ প্যাকেট শুকনো খাবার, ৭ হাজার ৩ শত ২০ প্যাকেট শিশু খাদ্য, ৯ হাজার ৪ শত ৪০ পিস পোশাক, ৪ হাজার ৮ শত ৫০ পিস গৃহস্থালিসামগ্রী, ১ হাজার ১ শত ৫০ পিস স্যানিটেশনসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজারের ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৮১ মেঢ্রিক টন ডাল, ৯৯ হাজার ২৯ লিটার তেল, ৬৩ মেট্রিক টন লবণ, ৮৭ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কেজি আটা, ৮১ হাজার ৮ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ২৫ কেজি মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৪ শত ৬৬ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২০১৭ ঘণ্টা
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর :২৯৮৮
মিয়ানমার নাগরিকদের
বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২২ কার্তিক (৬ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং -১ ক্যাম্পে ১ হাজার ২৬ জন পুরুষ, ৯ শত ৪২ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৬৮ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৫৮ জন পুরুষ, ১ হাজার ২ শত ২৫ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৮৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩ শত ৭৯ জন পুরুষ, ৩ শত ৭৭ জন নাণ মিলে ৭ শত ৫৬ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ৬১ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৩৪ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৯৫ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৬ শত ৭৯ জন পুরুষ, ৩ শত ৯০ জন নারী মিলে ১ হাজার ৬৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩ শত ৩৭ জন পুরুষ, ১ হাজার ২ শত ৭৮ জন নারী মিলে ২ হাজার ৬ শত ১৫ জন, লেদা ক্যাম্পে ৮০ জন পুরুষ, ১ শত ১ জন নারী মিলে ১ শত ৮১ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ৩ শত ৬৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ২৮ হাজার ৮ শত ১৯ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩১ হাজার ৮ শত ৭৫ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ২৩ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২০১৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৮৬

ইউনেস্কো’র বিদায়ী মহাপরিচালকের সাথে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

প্যারিস (৬ নভেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। শিক্ষামন্ত্রী গত আট বছরে বোকোভার মেয়াদকালে বিভিন্ন ইস্যুতে তাঁর ভূমিকার প্রশংসা করেন এবং ইউনেস্কোকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মহাপরিচালক ইরিনা বোকোভার অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও ধন্যবাদ পৌঁছে দেন।
মিজ বোকোভা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মোঃ মনজুর হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
#

আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৮৫

জাতির পিতার ৭ই মার্চের ভাষণের 
ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ে সভা

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সভা করেছে তথ্য মন্ত্রণালয়। 
আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে তথ্যসচিব মরতুজা আহমদ পরিচালিত এ সভায় জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটির তাৎপর্য দেশে-বিদেশে তুলে ধরার জন্য নানামুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। 
প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ধারণ, সংরক্ষণ ও প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান এবং ইউনেস্কো স্বীকৃতির বিষয়ে উদ্যোক্তা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘বজ্রকণ্ঠ’ অনুষ্ঠানের সাথে যুক্তদের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান প্রচার। এর পাশাপাশি বেতার ও টেলিভিশনে আলোচনা সভাসহ সৃষ্টিশীল ও প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচারের বিষয়েও আলোচনা হয়। 
রাষ্ট্রীয়ভাবে ৭ই মার্চের ভাষণকে ত্রিমাত্রিক চলচ্চিত্রে রূপদান, পুস্তক ও পোস্টার প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে ৭ই মার্চের ভাষণের ওপর জেলাভিত্তিক আলোচনা ও শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনের জন্য গণযোগাযোগ অধিদপ্তর এবং নিবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও গল্প প্রকাশের জন্য তথ্য অধিদফতর ও বাংলাদেশ সংবাদ সংস্থার অগ্রণী ভূমিকা গ্রহণের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। 
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মনজুরুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন ও চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।  
#

আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৮৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার অগ্রদূত 
                                   --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার অগ্রদূত। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিচক্ষণ ও সময়োপযোগী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিশ্ব পরিম-লে তিনি মানবিক নেত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মাদার অভ্ হিউম্যানিটি শেখ হাসিনা বিষয়ক এক আলোচনা সভা, গ্রন্থ প্রকাশনা ও গুণীজন পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সমাজসেবী ইউসুফ চৌধুরী, লায়ন সালাম মাহমুদ প্রমুখ।  
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে অসত্য, অন্যায়, অনাচার, দুর্নীতি করাল গ্রাস থেকে মুক্ত করে থাকে। তিনি সাংবাদিকদেরকে সরকারের কর্মকা-ের গঠনমূলক সমালোচনা করে ভুল শোধরানোর পরামর্শ দেন। এতে করে জনকল্যাণ ও নাগরিক সেবা সুনিশ্চিত হবে। 
পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতী ব্যক্তিগণের হাতে ক্রেস্ট তুলে দেন। 
#
 
আহসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৯৮৩
 
মিয়ানমারের উপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি স¦াস্থ্যমন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
রাখাইনে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের উপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রমিলা পাটেন (চৎধসরষষধ চধঃঃবহ) আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের গণনির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে মানবতার দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে খুবই স্বল্প সময়ের মধ্যে সরকার তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করছে। বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থাও সরকারকে সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানে ৭৪টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। শতাধিক চিকিৎসক ও প্রায় সাতশত স্বাস্থ্যকর্মীকে প্রেষণে প্রেরণ করা হয়েছে। ২৩১টি টিকাদানকারী দল ইতোমধ্যে সাত লাখ রোহিঙ্গার মাঝে কলেরা, এমআর এবং খাবার পোলিও টিকাসহ বিভিন্ন টিকা বিতরণ করেছে। কিন্তু বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে বহিরাগত প্রায় সাত লাখ মানুষকে দীর্ঘদিন এই সাহায্য চালিয়ে যাওয়া সম্ভব না। তিনি আরো বলেন, মিয়ানমারের সেনাবাহিনী তাদের নিজেদের নাগরিককে যেভাবে হত্যা করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, নারীদের ধর্ষণ করছে তা নিন্দনীয়। সারা বিশ^ এর নিন্দা জানাচ্ছে। জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ এই নির্যাতন বন্ধ করে তাদের নাগরিককে ফিরিয়ে নেওয়ার জন্যে ইতোমধ্যে মিয়ানমারকে অনুরোধ জানাচ্ছে। বাংলাদেশ চায় শীঘ্রই যেন মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে। এ লক্ষ্যে সে দেশের সরকারের উপর চাপ বাড়াতে জাতিসংঘকে ভূমিকা রাখার জন্য পুনরায় আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটরি জেনারেল। দ্রুততম সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রের এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি আহত ও ধর্ষিতাদের তথ্য-উপাত্ত সংগ্রহের দিকে নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে ধর্ষণের শিকার নারীরা যেন পরবর্তীতে প্রতিকার পায় সে লক্ষ্যে তাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিতে হবে। এসময় মন্ত্রী বলেন, উপমহাদেশের নারীরা সামাজিক ও মানসিক বাধার কারণে ধর্ষণের কথা প্রকাশ্যে বলতে চায় না বলে তাদের সঠিক তালিকা তৈরির কাজটি বেশ দুরূহ। তারপরও সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় এক্ষেত্রে উদ্যোগ নিবে বলে তিনি আশ^াস প্রদান করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর মিয়া সেপ্পোসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx