Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 01/04/2019

 
তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ১৩১২
 
খালেদা জিয়ার অসুস্থতার আবর্তেই ঘুরছে বিএনপির রাজনীতি
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথাসহ অসুস্থতার আবর্তেই বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনীতি ঘুরছে বলেই  মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় আয়োজিত গণসংবর্ধনা সভায় বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক পাওয়ায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই গণসংবর্ধনার আয়োজন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, ওয়াসিক আয়শা খাঁন ও খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম বক্তব্য রাখেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জল ঘোরা করে খান মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে স্থানান্তর করা হয়েছে। একমাস আগে থেকেই সেখানে  খালেদা জিয়ার জন্য দুটি কেবিন বরাদ্দ রাখা আছে। কিন্তু মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতাল ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা করাবেন না বলেই স্থির ছিল। শেষ পর্যন্ত আজকে গেলেন। গাধা জল ঘোলা করে খায়। মির্জা ফখরুল ও তাদের নেত্রীর ক্ষেত্রেও তাই ঘটেছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকেও ইউনাইটেড কিংবা স্কয়ার হাসপাতালে নেয়া হয়নি। বঙ্গবন্ধু মেডিকেলেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে বিশ্বমানের চিকিৎসা হয়েছে বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুর ও ভারত থেকে আসা বিশ্ববিখ্যাত চিকিৎসকরা মন্তব্য করেছেন। আবার আজকে মির্জা ফখরুল কথা ঘুরিয়ে বলেছেন, সেখানে যেন ‘ভালো’ চিকিৎসা হয়। 
তারেক জিয়ার মামলা নির্ভরতা কমিয়ে বিএনপিকে গণমুখী রাজনীতি করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেন, অর্থনীতি, সামাজিক ও স্বাস্থ্যসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের মাথাপিছু আয় হচ্ছে ১৯’শ ৯ ডলার। কদিন পরে সেটা দুই হাজার ডলার ছাড়িয়ে যাবে। মির্জা ফখরুল যাই বলুক না কেন পাকিস্তানের টেলিভিশনে তাদের বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেছেন বাংলাদেশ সমস্ত কিছুতে পাকিস্তানকে পেছনে ফেলে অনেকদূর এগিয়ে গেছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাঙালির হাল ধরেছিলেন। প্রায় তিন কোটি শরণার্থীকে বঙ্গবন্ধু দেশে ফিরিয়ে এনে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করতে শুরু করেছিলেন। কিন্তু ’৭৫-এর ভয়াল রাত বাঙালির স্বপ্ন ভেঙে দিয়েছে। বঙ্গবন্ধু চলে গিয়েছেন কিন্তু তাঁর কন্যা ও তাঁর আদর্শে পরিচালিত নেতা-কর্মীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 
#
করিম রাশেদ/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৯/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩১১
 
চতুর্থ শিল্প বিপ্লব পলিসি প্রণয়নে কাজ করছে শিল্প মন্ত্রণালয় 
                                               --- শিল্প সচিব
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
আজ রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৪র্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মোঃ আবদুল হালিম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
শিল্প সচিব বলেন, ভবিষ্যতের চাহিদার দিকে খেয়াল রেখে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে ৪র্থ শিল্প বিপ্লব সংক্রান্ত পলিসি প্রণয়ন নিয়ে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। 
বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লব উৎপাদনশীলতায় এক অবিস্মরণীয় দ্বার উন্মোচন করবে। এই শিল্প বিপ্লবের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করা সম্ভব হলে মানবসম্পদ ও যন্ত্রের দক্ষতার মাঝে একটি সাম্যাবস্থা অর্জিত হবে যাতে মানুষের উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। এ জন্য নতুন যুগের চাহিদা অনুযায়ী এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশের গার্মেন্টস খাতের প্রায় ৬০ শতাংশ চাকরি অটোমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই পরিস্থতি মোকাবিলায় গার্মেন্টস শ্রমিকদের আরো দক্ষতা অর্জন করতে হবে। এজন্য গার্মেন্টস শ্রমিকদের জন্য উপযুক্ত সময় ও পরিবেশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এতে বলা হয়, রানা প্লাজার দুর্ঘটনার পর দেশের ৮০ শতাংশ গার্মেন্টস কারখানায় বড় ধরনের পরিবর্তন এসেছে। উৎপাদনশীলতা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। গার্মেন্টসের  নারী শ্রমিকরা যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারেন, সেটির প্রমাণ এর মাধ্যমে তারা রেখেছেন।
#
 
মাসুম/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩১০
 
ডিজিটাল ডাকঘর রূপান্তরে নির্মিত হচ্ছে মেইল প্রসেসিং সেন্টার
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
বাংলাদেশ ডাক অধিদপ্তরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের অংশ হিসেবে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মিত হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এই কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় তেজগাঁওয়ে ডাক অধিদপ্তরের মেইল প্রসেসিং সেন্টারে ১৪টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টারের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।
মেইল প্রসেসিং সেন্টারসমূহ নির্মিত হলে দ্রুত ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে। এর ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো যাবে। নির্মিতব্য প্রসেসিং সেন্টারগুলো হচ্ছে তেজগাঁও, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর কুষ্টিয়া যশোর, বরিশাল নোয়াখালী এবং ময়মনসিংহ।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
 
শেফায়েত/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩০৯
 
ভূমি সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে সহকারী ভূমি কমিশনারদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলছে। ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ এপ্রিল সারা দেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা আয়োজন করা হবে। তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা যেন বৃদ্ধি পায় এজন্য ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের ভালোভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। 
আজ রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দুই সপ্তাহের ‘৯ম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে’র প্রশিক্ষণার্থীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসিল্যান্ডদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনাদের কর্মকা-ের ওপর আমার এবং সর্বোপরি সরকারের ভাবমূর্তি নির্ভর করছে।’ নিজ নেতৃত্ব গুণাবলি দিয়ে নিজেদের কর্মস্থল ব্যবস্থাপনা করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘মানুষের হয়রানি বন্ধ করতে হবে। প্রয়োজনে সপ্তাহে কিংবা মাসে একদিন গণ-শুনানি করবেন। মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করবেন তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা রূপকল্প-২০২১ অর্জনের লক্ষ্য অর্জন করে মধ্যম আয়ের দেশে পরিণত হবার পথে।’ ভালোভাবে কাজ করতে পারলে ২০৪১ সালে আমরা উন্নত এবং সমৃদ্ধ দেশে পরিণত হব বলে মন্ত্রী এসময় আশাবাদ ব্যক্ত করেন।
#
 
নাহিয়ান/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩০৮
 
বন্দর উন্নয়নে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে এমওইউ স্বাক্ষর 
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
বাংলাদেশ এবং কোরিয়া প্রজাতন্ত্রের বন্দর ও এর আওতাধীন এলাকা উন্নয়নে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে । নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর উপস্থিতিতে আজ এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরিত হয়। 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং কোরিয়া প্রজাতন্ত্রের মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিম ইয়াং সু (করস ণধহম ঝড়ড়) নিজ নিজ দেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকে বন্দর উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিক, প্রযুক্তিগত ও মানবসম্পদের পারস্পরিক  বিনিময় এবং তার মাধ্যমে পারস্পরিক  সুযোগ-সুবিধার বিস্তার ঘটবে। 
বন্দর উন্নয়নে বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা; সীমিত প্রবেশাধিকার বা গোপনীয় তথ্য ব্যতীত পোর্ট ও টার্মিনাল অপারেশনের ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্পসমূহের তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়; পোর্ট বিশেষজ্ঞসহ মানবসম্পদ বিনিময় এবং প্রশিক্ষণ প্রদান;  বন্দর প্রকৌশল, নির্মাণ ও পরিচালনা প্রকল্পে আগ্রহের ভিত্তিতে যৌথ অংশগ্রহণ; বন্দর উন্নয়নের জন্য প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ে সহায়তা প্রদান; বন্দর উন্নয়নে কৌশলগত ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে অংশগ্রহণ  এবং পারস্পরিক সহযোগিতার অন্য যে কোন ক্ষেত্রে সহযোগিতা এবং সহায়তার বিষয় উক্ত এমওইউ’র অধীনে পাওয়া যাবে। 
এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, কোরিয়া প্রজাতন্ত্রের মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়ের  পোর্ট  ইনভেস্টমেন্ট কর্পোরেশন ডিভিশনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর কি সিয়াং হো (কওগ ঝঊটঘএ ঐঙ) এবং এসিসটেন্ট ম্যানেজার সিউ সিউং রিয়ং (ঝঊঙ ঝঊঙঘএ জণঙঘএ) উপস্থিত ছিলেন। 
#
 
জাহাঙ্গীর/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯২৫ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩০৭
 
বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে
                               --- বস্ত্র ও পাট মন্ত্রী
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বস্ত্র খাত থেকে  রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক। বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে। সরকারের বেসরকারি খাতে হস্তান্তরিত অনেক বস্ত্রকল বর্তমানে বন্ধ রয়েছে। বেসরকারি খাতে হস্তান্তরের সময় যে সব শর্ত দেয়া হয়েছিল সে সব শর্ত ভঙ্গকারীদের থেকে বস্ত্রকল আবার পুনঃগ্রহণ করা হচ্ছে। এসব বস্ত্রকল যে সব জমির উপর প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাইলে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এর মাধ্যমে চালু করার প্রক্রিয়ায় রয়েছে।’ 
মন্ত্রীর সাথে আজ তাঁর অফিস কক্ষে মরিশাসের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠককালে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। 
এ সময় ব্যবসায়িক প্রতিনিধিদল জানান, ‘বাংলাদেশ ও মরিশাসের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। মরিশাস আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে  এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সে জন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।’
মন্ত্রী বলেন, ‘বস্ত্র শিল্পে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সরকার। দেশের প্রতিটি বৃহত্তম জেলায় একটি করে টেক্সটাইল কলেজ এবং প্রতিটি জেলায় একটি করে ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনশীলতা, কর্মসংস্থান, রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধি করাই বর্তমান সরকারের লক্ষ্য। এ জন্য ‘বস্ত্রনীতি-২০১৭’ ও ‘বস্ত্র আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে।
এ সময় মরিশাসের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পড়সঢ়ধমহরব গঁৎরপরহহব ফব ঞবীঃরষব ষঃবব (সিএমটি) এর এমডি ঋৎধহপড়রং ডড়ড়, ঈগঞ ইধহমষধফবংয এর কান্ট্রি ডিরেক্টর মি গিলিস উও, সিএমটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর ডেভিড ট্যু ও সিএমটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় চুরোমনি।
#
 
সৈকত/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩০৬
 
আগামীকাল বিশ্ব অটিজম দিবস 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল):
আজ বাংলাদেশ সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আগামীকাল ২ এপ্রিল ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৯ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম দিবসের তাৎপর্য তুলে ধরতে আগামীকাল থেকে ৩ দিন পর্যন্ত দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে নীলবাতি প্রজ্বলন করা হবে। ২ এপ্রিল সকাল ১১ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলবাতি প্রজ্বলন করবেন। পাশাপাশি বিশেষ অবদান রাখায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে। অন্যান্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান সমাজকল্যাণমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তির মোট সংখ্যা প্রসঙ্গে সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে মোট ১৬ লাখ ৪৪ হাজার ৬০৮ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে যাদের মধ্যে ৪৭ হাজার ৪১৭ জন রয়েছে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি।’
দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’। প্রতিপাদ্যটির তাৎপর্য তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ এখন সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতি ঘরেই ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। অপ্রতিবন্ধী ব্যক্তিদের মতো করে দেশের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও ডিজিটাল সেবার প্রয়োজন রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক। উল্লেখ্য, আগামীকাল সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি ইশমাম আর রশিদ।
#
 
মাইদুল/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩০৫
 
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার 
দুই সংস্থাকে তথ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল): 
 
‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়। 
 
পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর আজ তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ নোটিশ জারি করা হয়।
 
#
 
আকরাম/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৭৫৮ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৩০৪ 
 
পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ডিসিসিআই
 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল): 
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সাথে দেশীয় ক্ষুদ্র শিল্পের স্বার্থ সুরক্ষায় আমদানিকৃত ক্ষুদ্র শিল্পপণ্যের বিপরীতে শুল্কের হার বৃদ্ধি এবং দেশে উৎপাদিত কারখানার অনুকূলে বিদ্যুৎ বিল ও করের ক্ষেত্রে ছাড় প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি। 
ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ দাবি জানান। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসীর, ঊর্ধ্বতন সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদ, পরিচালক মোঃ রাশেদুল করিম মুন্না, হোসেন এ সিকদার, এনামুল হক পাটোয়ারী, এস এস জিল্লুর রহমান, আন্দালিব হাসান, দ্বীন মোহাম্মদ, আশরাফ আহমেদ ও নূহের লতিফ খান উপস্থিত ছিলেন। 
বৈঠকে শিল্পখাতে পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদান, এসএমই রপ্তানি উন্নয়ন ডেস্ক স্থাপন, বৃহৎ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজভিত্তিক এসএমই মডেল অনুসরণ, সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন, শিল্পসহায়ক অবকাঠামো তৈরি, দক্ষ জনবল সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পখাতের জ্বালানি নিরাপত্তা জোরদার, ব্যবসা সহজীকরণ, নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, হালাল পণ্যের সার্টিফিকেশন এবং গবেষণা ও উদ্ভাবনখাতে বিনিয়োগ জোরদারের তাগিদ দেয়া হয়।
ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা পৃথক এসএমই ব্যাংক স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে দেশে উৎপাদিত শিল্পপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। বর্তমানে গৃহ বা গাড়ি ঋণ বাবদ এসএমইখাতের অর্থায়নের বিরাট অংশ চলে যাচ্ছে। তারা এর পরিবর্তে শুধু উৎপাদনমুখী শিল্প ও সেবাখাতে অর্থায়নের জন্য এসএমই ব্যাংকের ম্যান্ডেট নির্ধারণ করে দেয়ার সুপারিশ করেন। ডিসিসিআই নেতারা শিল্পখাতে বিনিয়োগের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পৃথক অর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব করেন। দেশের শিল্পখাতে পণ্য বহুমুখীকরণের উদ্যোগ বাস্তবায়ন করতে তারা তৈরিপোশাক শিল্পের সাফল্যের দৃষ্টান্ত (ঝঁপপবংং গড়ফবষ) অনুসরণ এবং উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে আর্থিক প্রণোদনা বৃদ্ধির পরামর্শ দেন। 
শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শিল্পখাতে সুদের ঋণ এক অংকে নির্ধারণের বিষয়ে নির্দেশনা রয়েছে। বর্তমান সরকারকে ব্যবসা ও শিল্পবান্ধব উল্লেখ করেন এবং ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান। 
পৃথক এসএমই ব্যাংক স্থাপনের প্রস্তাবকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের এসএমই সেক্টরের উদ্যোক্তারা শক্তিশালী হবে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতি জোরদার হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের লক্ষ্য পূরণ সম্ভব হবে। বর্তমান সরকার চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে রাজশাহী ও চট্টগ্রামে দু’টি ট্যানারি শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ট্যানারি বর্জ্য থেকে বাই-প্রোডাক্ট তৈরির কার্যক্রম চলছে বলে তিনি উল্লেখ করেন। 
#
 
জলিল/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৭৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩০৩  
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :   
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২ এপ্রিল ‘১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।  
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন আমার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। তার পরামর্শে বিগত ১০ বছরে আমরা দেশের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন অটিস্টিক শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। 
আমরা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, বিশেষ শিক্ষাকেন্দ্র, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করেছি। অটিস্টিকসহ সকল প্রতিবন্ধী মানুষের যোগাযোগ, শিক্ষা, সামাজিক দক্ষতা, স্পিচ বা ল্যাঙ্গুয়েজ দক্ষতা তৈরির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে এ সকল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অটিস্টিক শিশু শনাক্তকরণ, সেবা প্রদান এবং তাদের পিতামাতা বা যতœদানকারীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অভ্ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম স্থাপন করা হয়েছে। অটিস্টিক ব্যক্তিসহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রাকে সহজ করতে পারে প্রযুক্তি এবং উপকরণ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। 
প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮’ অনুমোদন করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা ২০১৯ অনুমোদন দেওয়া হয়েছে। 
আমার বিশ্বাস, অটিস্টিক শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা ও ¯েœহ-ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে। 
আমি সকল শ্রেণি-পেশার মানুষকে অটিস্টিকসহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষের অধিকার অর্জনে এগিয়ে আসার আহ্বান জানাই। 
আমি ‘১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/নাছির/রবি/জসীম/সেলিনা/আসমা/২০১৯/১১০০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                   নম্বর : ১৩০২
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে রাষ্ট্রপতির বাণী    
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) : 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আমি দেশের সকল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ ও ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ প্রণয়ন এবং এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও ১০ম জাতীয় সংসদে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮’ অনুমোদন করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরে ১০ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রতিবন্ধী ভাতা এবং ৯০ হাজার জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয় সারাদেশে ১০৩টি সেবা ও সাহায্য কেন্দ্রসহ বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের এসব উদ্যোগের ফলে প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি তাদের মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরো প্রসারিত করবে বলে আমি মনে করি।      
উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ পেলে অটিস্টিক ব্যক্তিরাও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সক্ষম। এ জন্য শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি তাদের পারিবারিক ও সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সহায়তায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ এগিয়ে আসবেন-এ প্রত্যাশা করি।   
আমি ‘১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”  
#
ইমরুল/অনসূয়া/রবি/আসমা/২০১৯/১১০০ ঘণ্টা 
 
Todays handout (7).docx Todays handout (7).docx