Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০১৬

তথ্যবিবরণী ১১/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৮১৩ 

চট্টগ্রামে আনত্মর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন
রূপকল্প ২০২১ বাসত্মবায়নে আইটিখাতে গুরম্নত্ব  দেয়া হয়েছে 
                                                 -- বাণিজ্যমন্ত্রী 

চট্টগ্রাম, ২৮ ফাল্গুন (১১ মার্চ) :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলতি বছর বাংলাদেশের রপ্তানি আয় হবে ৩৪ বিলিয়ন ডলার। রূপকল্প ২০২১ বাসত্মবায়নে আইটিখাতে গুরম্নত্ব দেয়া হয়েছে। এ খাত থেকে রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া, ঔষধ রপ্তানিও বাড়ছে। তিনি বলেন, বিভিন্ন মহল কর্তৃক নৈরাজ্যকর পরিসি'তি সৃষ্টি করা হলেও তারা পরাজিত হয়েছে। এবছর বাংলাদেশের জিডিপি ৭ শতাংশের ওপরে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
    
    বাণিজ্যমন্ত্রী আজ চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২৪তম আনত্মর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মেলার উদ্বোধন করেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি অর্জনে নেক্সট-১১ ও ফ্রন্টিয়ার ৫ এর উলেস্নখযোগ্য দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চলমান এ ধারা বর্তমান সরকারের নেতৃত্বে অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ এবং মেলা কমিটির আহ্বায়ক নুরম্নন নেওয়াজ সেলিম বক্তৃতা করেন।

এবারের মেলায় থাইল্যান্ড, ভারত, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চারশ’ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ড মেলার কান্ট্রি পার্টনার।

#

সাইফুল/মিজানুর/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৮১২ 
পরিকল্পিতভাবে শিল্পকারখানা স'াপন করলে দ্রম্নত গ্যাস বিদ্যুৎ সংযোগ দেয়া হবে
                                                ---- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ ফাল্গুন (১১ মার্চ) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, ইপিজেড, ইকনোমিক জোন বা বিসিক নির্ধারিত স'ানে পরিকল্পিতভাবে শিল্পকারখানা স'াপন করলে দ্রম্নত গ্যাস বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। যেসব শিল্প প্রতিষ্ঠান পূর্বে গ্যাস ব্যবহার করে জেনারেটর চালাতো তাদের এখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা উচিত। আগামী দু’বছরের মধ্যে এফএসআরইউ স'াপন সম্পন্ন হলে গ্যাসের সমস্যা অনেকটাই দূরীভূত হবে বলে তিনি উলেস্নখ করেন।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলনকেন্দ্রে সপ্তম আনত্মর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট -২০১৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনাগুলো  বাসত্মবতার নিরিখে ভবিষ্যতের বাংলাদেশকে সামনে রেখে নেয়া উচিত, যাতে আগামীর চাহিদা সহজেই পূরণ করা যায়। বিভিন্ন গ্রিন প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের সহায়তা বৃদ্ধি এবং ইনোভেশন প্রকল্পে কম সুদে অর্থায়নের উপর তিনি গুরম্নত্ব আরোপ করেন।
    প্রতিমন্ত্রী পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী নতুন প্রযুক্তি ব্যবহারের গুরম্নত্ব উলেস্নখ করে বলেন, জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং স্রেডাকেই (নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপড়্গ) এ দায়িত্ব নিতে হবে। তিনি এসব এক্সপো ও গ্রিন সামিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশিস্নষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এতে ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে তাদের করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।
    সপ্তম আনত্মর্জাতিক বাংলাদেশ ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎসাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ারকন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ এবং বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপড়্গের চেয়ারম্যান 
মো. আনোয়ারম্নল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড লিমিটেডের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম, ইএনথ্রি সাসটেইনেবল সলিউশন লিমিটেডের পরিচালক সিথারাম রাম ও পাওয়ার এন্ড এনার্জি ম্যাগাজিনের সম্পাদক মোলস্না আমজাদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/মিজান/নবী/মোশারফ/আব্‌বাস/২০১৬/১৮৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮১১

পুষ্টিসম্পন্ন খাদ্যের যোগান দিতে প্রাণিজ আমিষ উৎপাদনের বিকল্প নেই
                                                          -- মৎস্য প্রতিমন্ত্রী

ফকিরহাট (বাগেরহাট), ২৮ ফাল্গুন (১১ মার্চ) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগ অবদান রেখে চলছে। জনগণকে পুষ্টিসম্পন্ন খাদ্যের যোগান দিতে প্রাণিজ আমিষ উৎপাদনের বিকল্প নেই। দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রাণির কৃত্রিম প্রজননের ওপর তিনি গুরম্নত্ব দেয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ বাগেরহাট জেলার ফকিরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনকালে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি, মৎস্যসহ প্রতিটি ক্ষেত্রে বাংলদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করছে। দেশে আগের তুলনায় দুধ, ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন আরো বৃদ্ধি করতে হলে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্নে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগকে অধিকতর গুরম্নত্ব দিয়ে নতুন নতুন প্রযুক্তিসমৃদ্ধ কলাকৌশলের ওপর জোর দিচ্ছেন। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে দেশীয় উন্নতজাতের পশু সংরক্ষণ করতে পারলে দুধ ও মাংসের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। প্রাণির কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরো গতিশীল এবং আধুনিকায়ন করে তার যথাযথ বাসত্মবায়নে তিনি সংশিস্ন্লষ্টদের নির্দেশ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী ওয়াছি উদ্দিন, বাগেরহাটের এডিসি (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল এবং মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস'াপক ডা. মো. লুৎফর রহমান এসময় উপসি'ত ছিলেন।

এছাড়া, প্রতিমন্ত্রী খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়াবাজার কেন্দ্রীয় মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন। 

#

সুলতান/মিজানুর/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮১০

বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত জ্ঞানের কোনো বিকল্প নেই
                                                 -- স্পিকার

ঢাকা, ২৮ ফাল্গুন (১১ মার্চ) :

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি অনন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান পরিচালিত ক্যাপস্টোন সামাজিক কোর্স দেশের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ কৌশলগত প্রশিড়্গণ কোর্স। এ প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন ও পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে বেসামরিক এবং সামরিক কার্র্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান অন্বেষণ করা সম্ভব। 

স্পিকার গতকাল ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে  দু’সপ্তাহব্যাপী  ক্যাপস্টোন সামাজিক কোর্স- ২০১৬ এর সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

স্পিকার কোর্সসম্পন্নকারী ফেলোদেরকে স্বাগত জানিয়ে বলেন,  বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত জ্ঞানের কোনো বিকল্প নেই। ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে জ্ঞানার্জনের মাধ্যমে শুধু দেশ গঠন নয় বরং দেশকে এগিয়ে নিতে সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের মধ্যে সেতুবন্ধ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

স্পিকার  এ  কোর্সে নারীদের  অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, শিড়্গা  এমন একটি বিষয় যা সারাজীবন ধরে অর্জন করতে হয়। তিনি জ্ঞানভিত্তিক কোর্স চালু রাখার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য  সৃষ্টির আহ্বান জানান।

    অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জে. চৌধুরী হাসান সারওয়ার্দী, ফ্যাকাল্টি মেম্বারবৃন্দ, ৮ সংসদ সদস্য,  ৩৪ জন ফেলো এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন। 

#

নুরম্নল/মিজানুর/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা 

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon