Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৬

তথ্যবিবরণী ১৪/০৫/২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২০
 
সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই
                     -- মৎস্য প্রতিমন্ত্রী

ডুমুরিয়া  (খুলনা), ৩১ বৈশাখ (১৪ মে):

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সুস্থ ও সৃষ্টিশীল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
    
    প্রতিমন্ত্রী আজ খুলনায় ডুমুরিয়া যুব সংঘ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    
    প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনে নির্মল আনন্দ দেয়। এ ক্ষুদে খেলোয়াড়েরা ভবিষ্যতে বড় বড় ক্রীড়াবিদ হবে। ক্রীড়ার সাথে দেহ ও মনের সম্পর্ক রয়েছে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। একজন দক্ষ ক্রীড়াবিদ দেশের সম্পদ। বর্তমান সরকার খেলাধুলার দিকে নজর দেয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত লাভ করছে। তিনি বলেন, মেয়েরা আজ কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশে-বিদেশে সুনাম অর্জন করছে।
    
    উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খান আলী মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান সিরিনা দৌলত এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
    
    পরে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নের চহেড়া এস কে দাখিল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠানে এবং প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শোলাগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দিরের উদ্বোধন করেন। এছাড়া, তিনি রংপুর ইউনিয়নের শান্তিনগর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
#

সুলতান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৬১৯

সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটনে সরকার বদ্ধপরিকর
                                       ---- আসাদুজ্জামান খান

রাজশাহী, ৩১ বৈশাখ, (১৪ মে):
    স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি  অনুসরণ করছে।
মন্ত্রী আজ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকা-ের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ সন্ত্রাস দূরীকরণে হিমশিম খেলেও আমরা নিরাপত্তার দিক দিয়ে অনেক শক্ত অবস্থানে রয়েছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অতীতের মত জঙ্গি সংগঠনগুলোর অপতৎপরতা এখনও আছে। বাংলাদেশ যখন উন্নয়নের রোলমডেল হিসেবে বিশে^ তার অবস্থান গড়ছে তখনই কিছু দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী এ দেশকে পিছিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে। তিনি বলেন, বর্তমান সরকার ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেশে কাক্সিক্ষত সময়ের মধ্যে সকল হত্যাকা-ের বিচার প্রক্রিয়া সমাধা করতে যা করা দরকার করবে। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাজশাহী অঞ্চলের নিরাপত্তা বাড়াতে দৃশ্যমান টহল বাড়ানোর আশ্বাস দেন।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ ভিশন-২০২১ অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের সামনে-২০৪১ সাল অপেক্ষা করছে। এদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করতে শিক্ষানীতি যুগোপযোগী করা হয়েছে। তবে শিক্ষকম-লী শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়ন করতে মূল ভূমিকা পালন করবেন।
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, সাম্প্রতিক সময়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। তাই অতি শিগগিরই হত্যাকা-ের রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
    রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ-র সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য বেগম আখতার জাহান ও আয়েন উদ্দিন, মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক,  বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক ফেডারেশনের  সভাপতি ড. মো. ফরিদ উদ্দিন আহমেদ এবং  মহাসচিব ড. এএসএম মাকসুদ কামাল, রাবির উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন, উপউপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান ও রাবি ইংরেজি বিভাগের সভাপতি ড. এএফএম মাসউদ আখতার উপস্থিত ছিলেন।
#
নাফেয়ালা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮২৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬১৮
 
কমরেড অজয় রায়ের শয্যাপাশে পর্যটন মন্ত্রী

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি, প্রবীণ রাজনীতিক ও কমিউনিস্ট নেতা কমরেড অজয় রায়কে দেখতে যান।

    মন্ত্রী প্রবীণ এ রাজীতিকের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর  নেন।

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু এ সময় উপস্থিত ছিলেন।

#

মাহবুবুর/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬১৭

জাতিসংঘে ফ্রেন্ডস অভ্ মাইগ্রেশন গ্রুপের পথ চলা শুরু

নিউইয়র্ক, ১৪ মে :

     বাংলাদেশের উদ্যোগে ফ্রেন্ডস অভ্ মাইগ্রেশন গ্রুপের পথ চলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল জাতিসংঘে আয়োজিত এক সভার মাধ্যমে এর সূচনা হয়। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এই সভা আয়োজন করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
    বেনিন, মেক্সিকো ও সুইডেন এ গ্রুপের অপর তিন কো-চেয়ার। বিশ্বের প্রায় সকল মহাদেশ থেকে এ পর্যন্ত মোট ২২টি দেশ এই বন্ধু গ্রুপের সদস্য হয়েছে এবং প্রতিদিনই নতুন রাষ্ট্র এই গ্রুপে যোগদানের আগ্রহ প্রকাশ করছে।
    এ গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রদত্ত বৈশ্বিক নির্দেশনার আলোকে নিরাপদ, নিয়মতান্ত্রিক, নিয়মিত ও দায়িত্বশীল বহির্গমন কার্যকর করার মাধ্যমে মাইগ্রেন্ট কমিউনিটির কল্যাণ ও অধিকার নিশ্চিত করা। সভায় গ্রুপের সদস্যরা লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
    জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়াসন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এই বন্ধু গ্রুপ গঠনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) এর বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ৯ম জিএফএমডি মহাসম্মেলনের সাফল্য কামনা করেন।
    সভায় জাতিসংঘে গ্লোবাল মাইগ্রেশন গ্রুপের চেয়ার লক্ষ্মীপুরীসহ ফ্রেন্ডস অভ্ মাইগ্রেশন গ্রুপের বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহে কর্মরত কর্মকর্তা অংশগ্রহণ করেন।
    বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মাইগ্রেন্ট কমিউনিটির সার্বিক কল্যাণ অর্জনের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বানে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘেঅনুষ্ঠিতব্য এ সভায় ফ্রেন্ডস অভ্ মাইগ্রেশন গ্রুপ তাদের লক্ষ্য অর্জনে বিশ্ব নেতৃবৃন্দ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা চালাবে।
#
আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৫ ঘণ্টা  

 

Todays handout (5)-1.doc Todays handout (5)-1.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon