Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ৭ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০০৩

মাদক অপরাধীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর
                                   --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ


ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
সরকার মাদক অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মাদক ও সন্ত্রাসকে সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে। মাদকসেবীকে ঘৃণা না করে পরিবারিক ও সামাজিকভাবে আদর-ভালবাসা দিয়ে সুস্থ ও শান্তিময় জীবনে ফিরিয়ে আনতে হবে।  
আজ ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিষয়ক এক আলোচনাসভা ও গুণিজন পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এসব কথা বলেন।
ডাঃ খন্দকার মোঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন  আইনবিদ ড. মোঃ এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, ড. মোঃ রফিকুল ইসলাম ও ফাউন্ডেশনের পরিচালক মোঃ খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা। গত ১ বছরে ১০ হাজারের বেশি মাদক অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এ সময় মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা ও পুনর্বাসনে অর্ধশতাধিক নতুন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের লাইসেন্স দেয়া হয়েছে। তিনি সীমান্ত কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মাদক ও সন্ত্রাস বিষয়ে গণসচেতনামূলক কার্যক্রম গ্রহণে সাধুবাদ জানান। তিনি সংগঠনটির কার্যক্রম আরো এগিয়ে নিতে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক তুলে দেন এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
#

আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/২১৪০ঘণ্টা

 

Handout                                                                                                                   Number : 3002

Japanese Ambassador calls on Foreign Minister

Dhaka, November 07 :

            Newly appointed Ambassador of  Japan Hiroyasu Izumi called on Foreign Minister A H Mahmood Ali at his office today. They discussed issues of Bangladesh-Japan bilateral interest.

            Japanese Ambassador congratulated Foreign Minister (in Bangla language) for inclusion of 7th March speech of the Father of the Nation in the Memory of the World International Registrar, a list of world’s important documentary heritage, maintained by UNESCO. In reply, Foreign Minister recalled his role in liberation war movement from abroad while he was posted in Bangladesh Consulate in New York in 1971. During the War, he organized Bangladesh community in USA and Canada to garner support in favor of Bangladesh in the liberation war.

            Japanese Ambassador admired Prime Minister Sheikh Hasina for her courageous and humanitarian step to allow the displaced Myanmar nationals to take shelter in Bangladesh on the face of violence committed in Rakhine state. The Foreign Minister also appreciated Japanese support to find ways for resolving the ongoing crisis and also said that Bangladesh is engaged bilaterally with Myanmar to ensure return of the displaced Myanmar nationals to their original place of abode. The Ambassador expressed his gratitude to Foreign Minister for undertaking necessary preparation to welcome Foreign Minister of Japan to Bangladesh scheduled in this month. Foreign Minister also congratulated Japan on assumption of Chairmanship to the United Nations Security Council in December, 2017. Japanese Ambassador said that the Japanese companies are keen to invest in Bangladesh as they consider Bangladesh as most potential growing market. He also appreciated for all the support government of Bangladesh extended to the mega projects undertaken by Japan International Cooperation Agency (JICA).

#

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/2030 Hrs.

তথ্য বিবরণী                                                                      নম্বর ঃ ৩০০১
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩২ ট্রাকের মাধ্যমে ১৫৭ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৫ হাজার ৬ শত ৯০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার প্যাকেট শিশুখাদ্য, ৩ হাজার ৭ শত ৫০ পিস পোশাক, ৭ শত ১৭ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৮১ মেট্রিক টন ডাল, ৯৯ হাজার ২৯ লিটার তেল, ৬৩ মেট্রিক টন লবণ, ৮৭ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কেজি আটা, ৮১ হাজার ৮ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ২৫ কেজি মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা’ নামক সোনালি ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৪ শত ৬৬ টাকা জমা রয়েছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা  
তথ্য বিবরণী                                                                                         নম্বর ঃ ৩০০০
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যাম্পে ৯ শত ৪ জন পুরুষ, ৭ শত ২৩ জন নারী মিলে ১ হাজার ৬ শত ২৭ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ৮৪ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৪০ জন নারী মিলে ২ হাজার ৪ শত ২৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত জন পুরুষ, ৪ শত ২৪ জন নারী মিলে ৮ শত ২৪ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৭ শত ৩১ জন পুরুষ, ৮ শত ৯৯ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৩০ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৪ শত ৫ জন পুরুষ, ২ শত ৮৬ জন নারী মিলে ৬ শত ৯১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫ শত ২৭ জন পুরুষ, ১ হাজার ২ শত ৯৪ জন নারী মিলে ২ হাজার ৮ শত ২১ জন, লেদা ক্যাম্পে ১ শত ৮৩ জন পুরুষ, ১ শত ৮৭ জন নারী মিলে ৩ শত ৭০ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৩ শত ৮৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ৩৯ হাজার ২ শত ৬ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৪ হাজার ৫ শত ৫৮ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ২৪ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৯৯৯

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে

ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :

    প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৩, বেইলি রোড ঢাকায় পার্বত্য ঐতিহ্যম-িত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    ২০১৬ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন।

    পার্বত্য কমপ্লেক্স শীর্ষক প্রকল্পটি সরকারের মধ্যমেয়াদি বাজেটের অন্তর্ভুক্ত যা ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদিত হয়। এখানে একটি মাল্টিপারপাস হল, ডরমিটরি, প্রশাসনিক ভবন, মিউজিয়াম, লাইব্রেরি ইত্যাদি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের বাসভবন নির্মাণ করা হবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে ১ দশমিক ৯৪ একর জমির ওপর এ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে সমতলের মানুষের পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদান সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে কমপ্লেক্সটি অগ্রণী ভূমিকা পালন করবে। তাছাড়া স্থাপনাটি পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য,  সামাজিক রীতি-নীতি, ভাষা, ধর্ম এবং আচরণগত স্বাতন্ত্র্য সম্পর্কে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে পরিচিত করে তুলবে। কমপ্লেক্সটি পর্যটকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা হিসেবেও বিবেচিত হবে।

#

জুলফিকার/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯৮

কৃষি উদ্ভাবনীর মাধ্যমে পল্লী জনপদের উন্নয়ন সম্ভব
                               --- এলজিআরডি মন্ত্রী


ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের পল্লী এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে কৃষিতে নিত্য-নতুন উদ্ভাবনী কার্যকর ভূমিকা রাখবে। পল্লী উন্নয়ন একাডেমিসমূহ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া-এর পরিচালনা পর্ষদের ৪৫ তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় পরিচালনা বোর্ডের সহ-সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, বোর্ডের সদস্য ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর হতে দারিদ্র্যবিমোচনে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া প্রায়োগিক গবেষণার মাধ্যমে গ্রামীণ জনগণকে স্বাবলম্বী করার উপায় বের করছে। কৃষি ও ক্ষুদ্র শিল্পে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও তা ছড়িয়ে দিয়ে দেশের উন্নয়নে আরডিএ ভূমিকা রাখছে। তিনি এসময় ৭ টি বিভাগে ৭ টি প্রকল্প এলাকায় পল্লী জনপদ গড়ে তোলা হবে বলেও জানান। তিনি আরো জানান, পল্লী জনপদ হবে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রাথমিকভাবে ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্প এলাকার জনসাধারণকে উদ্বুদ্ধ করে সমবায়ের মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী দারিদ্র্যবিমোচনে আরডিএ, বগুড়ার উদ্ভাবিত মডেলসমূহ সারাদেশে ছড়িয়ে দেয়ার নির্দেশনা দেন।
#

জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৯৯৭

চীনা চলচ্চিত্র সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
চীন ও বাংলাদেশের সমৃদ্ধির পথসঙ্গী গণমাধ্যম

ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চীন ও বাংলাদেশের দারিদ্র্য উচ্ছেদের সংগ্রাম ও সমৃদ্ধি অর্জনের পথে সহায়ক শক্তির ভূমিকা রাখবে গণমাধ্যম। দু’দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ঘনিষ্ঠতর সম্পর্ক গড়ার কাজে গণমাধ্যমই শ্রেষ্ঠসঙ্গী।

    আজ ঢাকায় জাতীয় জাদুঘর হলরুমে চীন আন্তর্জাতিক বেতার (চায়না রেডিও ইন্টারন্যাশনাল-সিআরআই) ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে ‘চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত’ আলোকচিত্র প্রদর্শনী এবং ‘চীনা চলচ্চিত্র সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

    ২০১৭ সালকে চীন-বাংলাদেশ মৈত্রী বছর হিসেবে পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, সিআরআই এর দক্ষিণ এশিয়া ব্রডকাস্টিং সেন্টারের উপপরিচালক সুন চিং লি এবং উভয় দেশের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    তথ্যমন্ত্রী এসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ঢর ঔরহঢ়রহম) কে চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, চীনের প্রেসিডেন্ট ২০২০ সালের মধ্যে সে দেশে দারিদ্র্য উচ্ছেদ ও সমৃদ্ধি অর্জনের যে পরিকল্পনা নিয়েছেন, তা দেখে বাংলাদেশ অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈষম্যহীন সমৃদ্ধির পথে যাত্রার অভিজ্ঞতাও চীনের সাথে ভাগ করে নেয়া সম্ভব। আর দু’দেশের এ যোগাযোগ আরো বৃদ্ধি করতে কাজ করবে গণমাধ্যম।

    মন্ত্রী এসময় দু’দেশের আলোকচিত্র শিল্পীদের হাতে সম্মাননাপত্র তুলে দেন ও বাংলা ও চীনা ভাষায় দু’দেশের শিল্পীদের পরিবেশিত সংগীত উপভোগ করেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯৬

বিডিএস ভর্তি পরীক্ষা
গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান

ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্র সংলগ্ন এলাকায় সকল ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ এতে সভাপতিত্ব করেন।
 কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নেই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে।
এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি ১ হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ভর্তি পরীক্ষার ওভারসাইট কমিটির সদস্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম পুলিশ কমিশনারের প্রতিনিধি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#


পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯৫

সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা প্রদান

ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভীকে স¦-পদে অধিষ্ঠিত থাকাকালীন উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করেছে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
#


শফিউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৯৯৪

দক্ষতা উন্নয়ন ও অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :

    আজ সকালে ঢাকার একটি হোটেলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত "অপঃরারঃু চষধহ ভড়ৎ ঝশরষষং উবাবষড়ঢ়সবহঃ ধহফ গরমৎধঃরড়হ গধহধমবসবহঃ (২০১৭-২০২১)" শীর্ষক ঝঃধশবযড়ষফবৎ ঈড়হংঁষঃধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। তিনি বলেন, অভিবাসনের গুণগত মানের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। এর জন্য দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন ব্যবস্থাপনা ও তার কার্যকলাপ পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, আমাদের দেশের একজন দক্ষ কর্মী নিরাপদ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে বিদেশে গমন করার মাধ্যমেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওএম বাংলাদেশের এর ডেপুটি চিফ অভ্ মিশন অনফঁংধঃঃধৎ ঊংড়বা। বিএমইটি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি)-এর সিইও এ বি এম খোরশেদ আলম। খসড়া কার্যকলাপ পরিকল্পনার ওপর উপস্থাপনা করেন আইওএম বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পিপি সিদ্দিক (চবঢ়ঢ়র ঝরফফরয়)। পরে কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। শেষে বিএমইটি’র পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) ড. নুরুল ইসলাম, কর্মশালার সারসংক্ষেপ ও সমাপনী বক্তব্য দেন।

    কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইএলও, এসডিসি, বিএমইটি, ডিটিই, এনএসডিসি, ইইউ, ইউসেফ, স্টেপ, সুদক্ষ, প্রকাশ, স্কিল-২১ এর প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯৩

ট্রেড ইউনিয়নে নারীশ্রমিকের অংশগ্রহণ বাড়াতে হবে
                                --- নৌপরিবহন মন্ত্রী 
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বাংলাদেশের শ্রমশক্তিতে নারীশ্রমিকরা একটি নতুন মাত্রা সূচিত করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে ট্রেড ইউনিয়নে নারীর সমান প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিশেষ গুরুত্ববহ। এক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় ব্রাক সেন্টারে ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
স্বেচ্ছাসেবক সংগঠন ‘কর্মজীবী নারী’ আয়োজিত অনুষ্ঠানে গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ নারীশ্রমিকের 
৩০ জন প্রতিনিধি অংশ নেয়। 
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কণ্ঠে’র আহ্বায়ক শিরীন আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক গবেষণাপত্র উপস্থাপন করেন। 
মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্যসহ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব রয়েছে। চাকুরিক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে। জাহাজে নারীনাবিকরা কাজ করছে। তিনি আরো বলেন, নারীশ্রমিকের সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হলে প্রয়োজন শ্রমিক সংগঠন/ট্রেড ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণসহ সকল স্তরে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি। তিনি বলেন, সরকার ট্রেড ইউনিয়ন করতে সুযোগ ও উৎসাহ দিচ্ছে। গার্মেন্টস সেক্টরে ৫০০ এর অধিক ট্রেড ইউনিয়ন রয়েছে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, নারীশ্রমিক কণ্ঠের সদস্য হামিদা খাতুন, কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, নারী নেত্রী রওনক জাহান, হেনা চৌধুরী, লীমা ফেরদৌস, শাহীন আক্তার পারভিন, গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন এবং সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ।
#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯২
 
শ্রমিক কল্যাণ তহবিলে বেক্সিমকো ফার্মা এবং কোটস বাংলাদেশের অনুদান প্রদান
 
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর) :
বেক্সিমকো ফার্মা এবং কোটস বাংলাদেশ তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দুই কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র সাথে কোম্পানি দু’টির প্রতিনিধিদল সাক্ষাৎ করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করে।
বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার নেতৃত্বে ৬ সদস্যের এক প্রতিনিধিদল কোম্পানির গত এক বছরে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ এক কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮৯ টাকা এবং কোটস বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ পরিচালক জুলফিকার হায়দারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ ৯৫ লাখ ৮৭ হাজার ৪০১ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। 
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী, মানবসম্পদ বিভাগের ডিজিএম এম এ আরশাদ ভূঁইয়া, কোটস বাংলাদেশের ফাইনান্স ডিরেক্টর আহসান চৌধুরী এবং কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার নোবেল তালুকদার উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৯১ 
ডিআরইউ’র বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ কার্তিক (৭ নভেম্বর):
ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত ‘ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসব ২০১৭’ এর ইনডোর গেমসের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার আজ ডিআরইউ মিলনায়তনে এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসবে যে ক্রীড়া ইভেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, স্ক্যাটিং, টেবিল টেনিস, সাঁতার, ক্যারাম, ম্যারাথন, অ্যারচারি, গোলক নিক্ষেপ এবং ব্রিজ। ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দ এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ডিআরইউ’র পারিবারিক ক্রীড়া উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ক্রীড়া উৎসবে ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দের পরিবার অংশগ্রহণ করে।
ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মোরাসালিন নোমানী ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
#
শফিকুৃল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫২৬ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৯০  

মিয়ানমারের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গৃহীত
নিউইয়র্ক,  ৭ নভেম্বর : 
৬ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতির ওপর সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গৃহীত হয়। নিরাপত্তা পরিষদের সভাপতি ইটালির স্থায়ী প্রতিনিধি ঝবনধংঃরধহড় ঈধৎফর নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই স্টেটমেন্ট পড়ে শোনান। 
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের এ পর্যন্ত গৃহীত পদক্ষেপের মধ্যে আজকের এই প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গ্রহণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধাপ যা সুনির্দিষ্টভাবে নিরাপত্তা পরিষদের গৃহীত দলিল হিসেবে লিপিবদ্ধ থাকবে।
স্টেটমেন্টটিতে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানানো হয় যাতে তিনি এই সংকট উত্তরণে একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখেন। এ বিষয়ে তাঁর কূটনৈতিক প্রচেষ্টাকে অব্যাহত রাখারও অনুরোধ জানানো হয়।  
নিরাপত্তা পরিষদ মিয়ানমার পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বদ্ধপরিকর মর্মে সভাপতি এই স্টেটমেন্টে উল্লেখ করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব যাতে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গ্রহণের ৩০ দিন পর মিয়ানমার পরিস্থিতির ওপর নিরাপত্তা পরিষদে বিবৃতি প্রদান করেন সে বিষয়ে অনুরোধ জানানো হয়।
স্টেটমেন্টটিতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের ভূমিকার উচ্চ প্রশংসা করা হয় এবং ২৫ আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত রাখাইন প্রদেশে সংঘটিত বর্ণনাতীত সহিংসতার নিন্দা জানানো হয়। 
এ সভায় বাংলাদেশ ও মিয়ানমারকে বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মিয়ানমার সংকটের সমাধানে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গ্রহণ করায় তিনি নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন ‘এ সংকট সমাধানের জন্য আমরা সবসময়ই প্রস্তুত রয়েছি এবং আমাদের যা করণীয় তা করে যাচ্ছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই, দ্বিপাক্ষিকভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় যতক্ষণ না আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে নিরাপত্তা পরিষদ এ বিষয়ে যথাযথ দায়িত্ব গ্রহণ করে’। 
মাসুদ বিন মোমেন বর্তমান পরিস্থিতিতে তিনটি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। প্রথমত: উত্তর রাখাইন প্রদেশে বাধাহীন মানবিক সহায়তা প্রদান যাতে যে অল্প সংখ্যক রোহিঙ্গা জনগণ সেখানে অবশিষ্ট রয়েছে তাদের আর পালাতে না হয়। দ্বিতীয়ত: বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপকে প্রত্যাবাসন বিষয়ে অবশ্যই দৃশ্যমান, ফলপ্রসূ ও টেকসই কার্যক্রম শুরু করতে হবে এবং ইউনিয়ন এন্টারপ্রাইজকে এ বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তৃতীয়ত: কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণ বাস্তবায়ন করা। 
#
শহীদ/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৩০ ঘণ্টা 
Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon