Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৪ নভেম্বর ২০১৬

Handout                                                                                                           Number :  3622

 

Diplomatic community briefed on Myanmar situation

 

Dhaka, 24 November:

 

            Foreign Minister  A H Mahmood Ali, briefed the members of the diplomatic community on the evolving situation in Myanmar and Bangladesh-Myanmar relations at the State Guest House, Padma today. Ambassadors, High Commissioners, Heads of Missions of various diplomatic Missions including USA, Canada, EU, UK, Norway, Denmark, India and China and from the Office of UNRC, IOM & UNHCR attended the briefing.

 

            During the briefing, the Foreign Minister apprised the diplomatic community of the steps that the Government of Bangladesh had taken to establish and maintain friendly relations with Myanmar, particularly with the newly elected NLD Government through engagements at different levels.  He also informed them about the cooperation that the Government of Bangladesh provided suo motto to the Government of Myanmar since the terrorist attacks took place in the Border Guard posts of Myanmar on 9 October 2016. As a responsible neighbour, Bangladesh not only condemned the attack, it provided critical assistance to the Government of Myanmar by apprehending suspects and sharing intelligence.  

 

            The Foreign Minister however, expressed serious concern on the influx of Rakhine Muslims into the territory of Bangladesh in spite of Bangladesh Border Guard’s efforts to stop the flow.  Bangladesh has already requested the Government of Myanmar to take appropriate measures so that the Muslim minorities are not forced to take shelter across the border. The Ambassador of Myanmar in Dhaka was called by the Ministry yesterday and concerns of Bangladesh Government was conveyed to him.

 

            During the discussion, the representatives of the diplomatic community acknowledged that there is a need for increased assistance to the affected people and their willingness to contribute, if requested. The UN resident Coordinator expressed serious concern at the continuously deteriorating situation in the Rakhine State due to disproportionate reprisal actions by the Myanmar military.

 

            The Foreign Minister sought support from international community to resolve this longstanding challenge including the current crisis situation. He expected that the situation in Myanmar would normalize soon and the people having temporary shelter in Bangladesh would be able to return to their homeland without fear of further violence and retaliation.

 

            Expressing Bangladesh’s deep interest in helping the Myanmar government in all possible ways – from addressing its security concern to contributing in the social reconciliation and economic upliftment of people in Rakhine State, Hon’ble Foreign Minister urged the international community to play its due role in it. He requested the diplomatic community to sensitize their governments so that a coordinated approach can be taken to address the issue.


#

 

Khaleda/Mahmud/Mosharaf/Selimuzzaman/2016/19.30 Hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩৬২০
শিশুশ্রম নিরসনে জেলা ও উপজেলায় নিয়মিত সভার তাগিদ
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
    শিশুশ্রম নিরসনে গঠিত জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে নিয়মিত সভা অনুষ্ঠানের তাগিদ দেয়া হয়েছে।
    আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী এবং জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভাপতি মো. মুজিবুল হক এতে সভাপতিত্ব করেন। 
    সভায় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলোর সভায় যে সকল সিদ্ধানত্ম হয় তা বাসত্মবায়নে মনিটরিং জোরদারের নির্দেশনা প্রদান করা হয়। প্রতিমন্ত্রী আগামী জানুয়ারি মাসের মধ্যে কমিটির কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। 
    সভায় শ্রম ও কর্মসংস'ান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহামদ, প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরম্নল ইসলাম খান, ড. হোফায়েল আহমেদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইএলও) খোন্দকার মোসত্মান হোসেন এবং এ্যাডভোকেট সালমা আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দাতা সংস'া এবং বেসরকারি সংস'াসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। 
#
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩৬২১
কারখানার নিরাপত্তায় মালিকদের গাফিলতি সহ্য করা হবে না
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
    শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মালিকদের গাফিলতি সহ্য করা হবে না। একই সাথে তিনি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সংশিস্নষ্টদের কারখানা পরিদর্শন ব্যবস'া জোরদারের নির্দেশ দেন। 
    প্রতিমন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাভারের জিরাবোতে ম্যাক্স বিডি লিঃ নামক গ্যাস লাইটার কারখানার দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে গিয়ে একথা বলেন। 
    শ্রম প্রতিমন্ত্রী ম্যাক্স বিডি দুর্ঘটনায় নিহত শ্রমিকের স্বজনদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দু’লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। আহতদের চিকিৎসার বিষয়ে সংশিস্নষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আহত শ্রমিকদের স্বজনদের হাতে চিকিৎসা খরচ বাবদ নগদ ২০ হাজার করে অর্থ সহায়তা প্রদান করেন। চিকিৎসার প্রয়োজনে আরো অর্থ সহায়তা দেয়া হবে বলে তিনি জানান। এ সময়ে প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপসি'ত ছিলেন। উলেস্নখ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২১ জন আহত শ্রমিককে চিকিৎসা দেয়া হচ্ছে।
#
আকতারম্নল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩৬১৯


গণমাধ্যম জাতির বিবেক হয়ে কাজ করে
                  -- প্রধান তথ্য অফিসার
রাজশাহী, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলনে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে। গণমাধ্যম সততা, ন্যায়নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জাতির বিবেক হয়ে কাজ করে।
    তিনি আজ রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, এসডিজি ও জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    এ কে এম শামীম চৌধুরী বলেন, বর্তমান সরকারের সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশের অর্থনীতিতে গতিশীলতা এসেছে। এদেশ এমডিজি বাস্তবায়নে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসডিজিতেও সফলতা আসবে। তবে সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে শুদ্ধাচার অনুশীলনের কোন বিকল্প নেই আর গণমাধ্যমের শুদ্ধাচার হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। স্বাধীনতা অজর্নের ইতিহাসে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিক বস্তুনিষ্ঠ তথ্য  জনগণের মাঝে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
    তিনি আরো বলেন, সাধারণ জনগণ নেতিবাচক খবরের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই সংবাদ পরিবেশনে সাংবাদিকদের কৌশলি হওয়ার পরামর্শ দেন যাতে তারা ইতিবাচক ও উন্নয়নমূলক খবরের প্রতি আগ্রহী হয়ে উঠে। এ সময় তিনি কয়েকটি পত্রিকার সংবাদ পরিবেশনের কৌশল সম্পর্কে আলোকপাত করেন।
    রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আব্দুল হান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি মো. লিয়াকত আলী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।     মতবিনিময়কালে প্রধান তথ্য অফিসার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ^াস দেন।
#

নাফেয়ালা/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬১৮

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে
                                   --আইনমন্ত্রী
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন। তিনি বলেন, আইনজীবীদের মর্যাদা ক্ষণœœ হলে আইনের শাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেজন্য সরকার তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণসহ আইনজীবীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে।
    তিনি আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেছেন। মঞ্জুরিকৃত এ অর্থ থেকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৬ তলা ভবন নির্মাণের জন্য ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা এবং খুলনা আইনজীবী সমিতির ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণের জন্য ৩ কোটি  ১১ লাখ ৪২ হাজার টাকা ব্যয় করা হবে।
    অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের বিষয়ে আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর দেশে ফিরেই তিনি ফিলিপাইন সফরের সফলতা বা ব্যর্থতা জানাবেন।
    অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক,
যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা ও গোলাম সারোয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

রেজাউল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৬১৬

মালয়েশিয়াতে বাংলাদেশের ‘শিকারী’

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

    মালয়েশিয়াতে বাংলাদেশি  চলচ্চিত্র ‘শিকারী’র বাণিজ্যিক প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী।

    আগামী ২৭ নভেম্বর রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুয়ালালামপুরের জালান রাজা সড়কে ‘ফেডারেল সিনেমা’ প্রেক্ষাগৃহে ‘শিকারী’র প্রারম্ভিক প্রদর্শনী উদ্বোধন করতে যাচ্ছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি সিনেমা রপ্তানি ও বাণিজ্যিক প্রদর্শনীর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকগণ।

    বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং মালয়েশিয়ার এমবিসি ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে তথ্যমন্ত্রী শুক্রবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অনুষ্ঠান শেষে  রোববার রাতেই তার ফেরার কথা রয়েছে।
#

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৬১৭

বেতার কর্মচারী নবনির্বাচিত পরিষদের সাথে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

    বাংলাদেশ বেতার কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার নতুন নির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী তাদের শুভেচ্ছা জানান এবং কর্মচারীদের কল্যাণে প্রশাসনিক কাজে সহায়তা অব্যাহত রাখার পরামর্শ দেন।

    বাংলাদেশ বেতারে গত ১৯ নভেম্বর সমিতির নির্বাচনে কর্মচারীদের মধ্যে মো. সাহাব উদ্দিন ভূঁইয়া সভাপতি এবং মোহা. নুর আলম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া বুধবার ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদকে শপথ গ্রহণ করান। নির্বাচন কমিশনার ও বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসানসহ প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬১৫

সুদানে রেকর্ড পরিমাণ পাটপণ্য রপ্তানি

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

    বিজেএমসি সুদানে এ বছর রেকর্ড পরিমাণ পাটপণ্য রপ্তানি করতে যাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২৫ হাজার বেলের চাহিদার বিপরীতে ২ লাখ ১৪ হাজার বেল বিক্রয় আদেশ দেয়া হয়েছে (১ বেল = ০.৪১ টন)। এর মূল্য প্রায় ৫শ’ ১০ কোটি টাকা। এর মধ্যে তাইফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর অনুকূলে ১ লাখ ১০ হাজার  বেল এবং জিএফটিসিএলের স্বত্বাধিকারীর অনুকূলে ৭৫ হাজার বেলের বিক্রয় আদেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে বিজেএমসি প্রায় ৬০ হাজার বেল পাটপণ্যের শিপমেন্ট সম্পন্ন করতে পেরেছে। বাকি  বেল প্রস্তুতের কাজ চলছে।

    বিজেএমসি পূর্বে দৈনিক মাত্র ৭শ’ ৫০ বেল স্ট্যান্ডার্ড বি.টুইল পণ্য উৎপাদন করতো। কিন্তু বর্তমানে সুদানসহ বিভিন্ন দেশের অব্যাহত চাহিদার প্রেক্ষিতে  দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৫০ বেলে উন্নীত করা হয়েছে। এছাড়াও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ সুষ্ঠু বাস্তবায়নের ফলে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিজেএমসির উৎপাদন ক্ষমতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে ।

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। এ প্রেক্ষিতে কর্তৃপক্ষের সক্রিয় তত্ত্বাবধানে শীঘ্রই বিজেএমসি দৈনিক এ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২শ’ ৮০ বেলে উন্নীত করতে সক্ষম হবে। ডিসেম্বর ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত আরো  ১ লাখ ৬০ হাজার  বেল পরিমাণ পাটপণ্য সুদানে রপ্তানি করার পরিকল্পনা নিয়ে বর্তমানে বিজেএমসি কাজ করছে।   
#

সৈকত/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৩৬১৪
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬০তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, মো. শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল এবং রেবেকা মমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিঃ) ২০০৯-১০ অর্থবছরের হিসেবের উপর বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং : ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ মোট ২৮টি অডিট আপত্তি  নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং  গৃহীত সিদ্ধান্তের আলোকে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
 বৈঠকে সোনালী ব্যাংক লিঃ কর্তৃক গ্রাহকের রপ্তানি সামর্থ্য যাচাই না করে ব্যাক টু ব্যাক এলসি স্থাপন, পুনঃ তফসিলের শর্তানুযায়ী কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়া সত্ত্বেও পুনরায় ব্যাক টু ব্যাক এলসি খোলার সুযোগ প্রদান এবং রপ্তানি ব্যর্থতায় প্রকল্প ঋণসহ অন্যান্য দায় অনাদায়ে ব্যাংকের ক্ষতি, প্লেজের ঘাটতি মালামালের মূল্য আদায় না করে নিয়ম বহির্ভূতভাবে সিসি হাইপো ঋণসীমা বর্ধিতসহ নবায়ন করায় ব্যাংকের ক্ষতি, ফোর্সড পিএডি সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত বিনিয়োগ, অন্য ব্যাংকের প্রকল্প ও সিসি (হাঃ) দায় অধিগ্রহণকালে উদ্যোগতার ব্যবসায়িক পারফরমেন্স যাচাই ছাড়া ঋণ মঞ্জুর ও মঞ্জুরির শর্তানুযায়ী বিতরণকৃত ঋণ আদায় করতে না পারায় ব্যাংকের ক্ষতি,  সীমাতিরিক্ত ঋণপত্রের দায়সহ মালিকানা পরিবর্তনের নামে ব্যাংকের দায় বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঋণ ও অন্য ব্যাংকের দায় গ্রহণের শর্তাদি বাস্তবায়নের পূর্বেই প্রকল্প ঋণ বিতরণ এবং  পর্যাপ্ত জামানতবিহীন প্রকল্প গ্রহণ বিষয়ে অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে।
 এছাড়াও বৈঠকে সোনালী ব্যাংক লিঃ কর্তৃক অপ্রতুল জামানত নিয়ে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের সুদ মওকুফসহ একাধিক সুবিধা প্রদান করা সত্ত্বেও সমুদয় পাওনা আদায় না হওয়ায় ব্যাংকের ক্ষতি, রপ্তানি বিল প্রত্যাবাসিত না হওয়া, বিভিন্ন প্রকার অনিয়মের মাধ্যমে শামীম এলুমিনিয়াম ইন্ডাস্ট্রিজকে ঋণ প্রদান এবং কূ ঋণে পরিণত হওয়ায় ব্যাংকের ক্ষতি, খেলাপি ঋণ গ্রহীতা হওয়া সত্ত্বেও অনিয়মিতভাবে ভিন্ন ব্যাংকের দায় অধিগ্রহণ করে ঋণ বিতরণ করায় ক্ষতি, পর্যাপ্ত জামানত থাকা সত্ত্বেও পুনঃ পুনঃ ঋণ সুদ মওকুফ সুবিধা প্রদান এবং শর্তানুযায়ী ঋণের টাকা সমন্বয় না করা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অভ্ বাংলাদেশ (আইসিবি) এ বিডিবিএল কর্তৃক বন্ধকীকৃত প্রকল্প সম্পদ বিক্রয়লব্ধ অর্থ হতে আইসিবি সংঘের আনুপাতিক হারে প্রাপ্য টাকা অনাদায়ী এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত অনিয়মিতভাবে স্বতন্ত্র বেতন স্কেলে বেতন ভাতাদি প্রদান নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অগ্রণী ব্যাংক কর্তৃক প্রকল্পে আমদানিকৃত যন্ত্রপাতি স্থাপনের পূর্বেই অনিয়মিতভাবে সহজামানত ব্যতীত একাধিক চলতি মূলধন ঋণ বিতরণের মাধ্যমে  ঋণের টাকা ভিন্ন খাতে স্থানান্তরের ফলে প্রকল্প ও চলতি মূলধন ঋণ মেয়াদোত্তীর্ণের পরও টাকা আদায় না হওয়ায় ব্যাংকের ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি মেসার্স পটেটো ফ্লাক্স (বিডি) লিঃ এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিফ অভ্ সিকিউরিটি কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) আবু আহমেদ জহিরুল হক কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম করায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অনাদায়ী টাকা আদায়পূর্বক অনধিক ৬০ দিনের মধ্যে অডিট অফিসের মাধ্যমে বিষয়টি কমিটিকে জানানোর সুপারিশ করে।   
¬¬¬¬¬¬¬¬¬¬¬ বৈঠকে সিএন্ডএজি মাসুদ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশে ব্যাংকের  কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ  মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, অডিট অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

হুদা/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৬১৩

সঠিকভাবে কর আদায়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে
                                                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সঠিকভাবে কর আদায় কার্যক্রম চালাতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ব্যাপারে কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারী ও করদাতাদের পরিপূরক ভূমিকা অপরিহার্য।
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে কর অঞ্চল, রংপুর আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় রংপুর কর অঞ্চলের কর কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।  
জনাব রাঙ্গা বলেন, কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের সেবা ও সৌহার্র্দ্যপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে। বর্তমান সরকার কর আদায়ে কোন হয়রানিমূলক কার্যক্রম বরদাস্ত করবে না। তিনি ব্যবসায়ীসহ কর প্রদানযোগ্য নাগরিকদেরকে স্বপ্রণোদিত হয়ে কর প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। এতে করে বর্তমান সরকারের কর সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হবে।
পরে প্রতিমন্ত্রী রংপুর কর অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি কর দাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
#
আহসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর : ৩৬১২

অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশনে আবেদনকারীর বাসস্থানের স্থায়ী ঠিকানা সরবরাহের অনুরোধ

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

    তথ্য অধিদফতরে ইতোমধ্যে আবেদনকৃত অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে সরকার আবেদনকারীদের অফিস ঠিকানা ছাড়াও নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদানের অনুরোধ জানাচ্ছে।

    আবেদনকারীদের নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা তথ্য অধিদফতর ঢাকার ই-মেইল ঠিকানা ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স, ঢ়রফফযধশধ@ুধযড়ড়.পড়স অথবা ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩ নম্বর ফ্যাক্সযোগে অবিলম্বে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো।    
 

#

নুসরাত/দীপংকর/আলী/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৩৫০ ঘণ্টা


 

 

Todays handout (6).docx Todays handout (6).docx