Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 07/03/2019

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৯২০
 
 আইএসএডব্লিউ কর্তৃক প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদান
 
বার্লিন (জার্মানী), ৭ মার্চ :   
 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ওহংঃরঃঁঃব ড়ভ ঝড়ঁঃয অংরধহ ডড়সবহ (ওঝঅড) কর্তৃক বার্লিনের ঈরঃু ঈঁনব-ওঞই প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'খরভবঃরসব ঈড়হঃৎরনঁঃরড়হ ভড়ৎ ডড়সবহ ঊসঢ়ড়বিৎসবহঃ অধিৎফ' প্রদান করা হয়।
 
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী উপস্থিত ছিলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ এশীয় অঞ্চলে গতিশীল নেতৃত্বের স¦ীকৃতিস¦রূপ আইএসএডব্লিউ এ পুরস্কারটি প্রদান করা হয়েছে, যিনি আজীবন লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অবদান রেখেছেন।
 
আইএসএডব্লিউ একটি দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান যার সার্কভুক্ত প্রত্যেকটি দেশে সদস্য রয়েছে। নারীর ক্ষমতায়নসহ এ অঞ্চলের নারীদের বৈষম্যের শিকার ও সমস্যা মোকাবিলায় প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। ২০১২ সালে প্রতিষ্ঠার পর হতে বিভিন্ন  বিষয়ে অবদান রাখা নারী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানটি সম্মাননা প্রদান করছে।
 
#
 
মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৯১৯
 
নাটক জীবনেরই প্রতিচ্ছবি
       -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :   
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নাটক জীবনেরই প্রতিচ্ছবি। মানব জীবনের 
দুঃখ-কষ্ট ও আনন্দ-উচ্ছ্বাস নাটকের মাধ্যমে সুন্দরভাবে প্রতিফলিত হয়। নাটক তাই সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে নাট্যচর্চা আন্দোলনে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘একক অভিনয় উৎসব ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এবং সংস্কৃতিমনস্ক মানবিক প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানীর হাতিরঝিলে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের ঢাকা অপেরা হাউস নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
 
নাট্য উৎসব উপদেষ্টা কমিটির সদস্য সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মঞ্চ সারথি আতাউর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ এবং আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ বক্তব্য রাখেন।
 
#
 
ফয়সল/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৯১৮
 
বিআইডব্লিউটিএ আজ ৬০টি পাকা ও আধাপাকা ভবন উচ্ছেদ করেছে
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :   
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ বসিলা ব্রীজের কেরানীগঞ্জ প্রান্তের চরওয়াশপুর, বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিং এলাকায়  অভিযান চালিয়ে পাঁচটি তেতলা, ছয়টি দোতলা, ১০টি একতলা পাকা ভবন, সাতটি আধা পাকা ভবনের  অবৈধ অংশ, ২৬টি বাউন্ডারি ওয়াল  এবং সাতটি টিনের ঘর  উচ্ছেদ করেছে। 
 
আগামী ১২ মার্চ মোহাম্মদপুর থানার তুরাগ নদীর তীরে ঢাকা উদ্যান থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। ১৪ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে।
 
#
 
জাহাঙ্গীর/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৯১৭
 
তথ্যপ্রযুক্তি নির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে
                                                                ---মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণই সমগ্র জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সূচনা থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন করে এসেছেন। একাত্তরের ৭ই মার্চ বঙ্গবন্ধুর এ উদ্দীপ্ত ভাষণকে স্বাধীনতার ঘোষণা হিসেবেই বিবেচনা করা হয়। 
মন্ত্রী আজ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব এবং সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অনুধাবণ করেছিলেন রাজনৈতিক আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। তাই তিনি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, কাশ্মীর, স্পেনের কাতালোনিয়ায় বিচ্ছিন্নবাদী আন্দোলন এবং মিয়ানমারের রোহিঙ্গাদের আন্দোলন কোনোটিই সফলতা পাচ্ছে না। কারণ সে সকল দেশে একজন শেখ মুজিব তৈরি হয়নি।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত  হবে। সে লক্ষ্য অর্জনে তিনি নানামুখী কার্যক্রম হাতে নেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ওঞট) সদস্য পদ লাভ করে। বহির্বিশ্বের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে না পারলে অগ্রগতি ও প্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে না-এটা জাতির পিতা যথাযথভাবে সে সময়ই অনুধাবন করতে পেরেছিলেন। এ জন্য স্বাধীনতার মাত্র তিন বছর পরেই তথ্য প্রযুক্তিখাতকে এগিয়ে নিতে ১৯৭৪ সালে তিনি রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপকেন্দ্র স্থাপন করে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেন। যার সাহায্যে তথ্য-উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়। তিনি আরো বলেন, ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি নির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ‘একসেবা-সরকার’ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 
#
শহিদুল/ফারহানা/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯১৬
 
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে ৭ কোটি নিরস্ত্র মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল
                                                                     --- শিক্ষা মন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আড়াই হাজার বছরের ইতিহাসে এমন কোনো ভাষণ খুজে পাওয়া যাবে না  যে ভাষণ শুনে ৭ কোটি নিরস্ত্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের  ভাষণ এতই বিরল যে, পৃথিবিীর আর কোনো ভাষণ এত বেশি মানুষ শুনেনি। শুধু দেশে নয়, বিদেশেও এই ভাষণ শুনে। 
আজ রাজধানীর আন্তর্জাতিক মার্র্তৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ ন্যাশনাল কমিশন অভ্ ইউনেস্কোর আয়োজনে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মোমোরি অভ্ দ্য ওয়াল্ড রেজিস্টারভূক্ত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫২৯টি ইউনেস্কোর মোমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের মধ্যে মাত্র ১টি ভাষণ  অন্তর্ভুক্ত হয়েছে আর তা হল ৭ই মার্চের ভাষণ। তিনি আরো বলেন, এই ভাষণের প্রতিটি শব্দই ছিল বাংলার সাত কোটি মানুষের অন্তরের কথা, অনুভূতির কথা। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোাচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুনলে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস এবং বাংলাদেশ ন্যাশনাল কমিশন অভ্ ইউনেস্কোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মোঃ মনজুর হোসেন। 
মহিবুল হাসান বলেন, কালের আবর্তে অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার মধ্যেও কিছু বিষয় আছে কালজয়ী। বঙ্গন্ধুর ৭ই মার্চের ভাষণ এই রকমেরই একটি ভাষণ। সিনিয়র সচিব সোহরাব হোসাইন বলেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালির ২৩ বছরের চাওয়া ও বঞ্চনা প্রতিফলিত হয়েছে। 
#
খায়ের/ফারহানা/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩৫ঘণ্টা

Handout                                                                                                  Number :  915

Bangladesh High Commission in New Delhi observes historic 7th March

New Delhi (India), March 7 :

                Bangladesh High Commission in New Delhi today held a meeting to discuss the significance of the historic 7th March speech by the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman that had inspired and motivated the Bangalees to fight for their nation’s independence in 1971.

            High Commissioner Syed Muazzem Ali presided over the meeting. Mission's officials took part in the discussion of the importance of this remarkable day in the nation's history and our independent struggle in 1971. Messages, given on this occasion by the President and Prime Minister, were read out.

            High Commissioner Syed Muazzem Ali, in his remarks, highlighted the significance of Bangabandhu’s 7th March speech and said that the 7th March Speech has been the centre point in the history of Bangladesh’s Liberation War. He said that inclusion of the speech in the “UNESCO Memory of the World Registrar as the documentary heritage” is a great pride for all Bangladeshis. Through this recognition by UNESCO, the speech has now been internationalized. He urged that all citizens of the country, especially the young generation should study carefully the historic speech of 7th March to understand the glorious history of our Liberation War and political wisdom of the  our Father of the Nation  Bangabandhu Sheikh Mujibur Rahman.

                A special prayer was held seeking divine blessings for Bangabandhu and independence martyrs.

#

Mehboob/Farhana/Parvez/Salim/2019/2020 Hrs

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯১৪

 
ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সংবাদ মাধ্যমে যা বলেছেন তা অসত্য
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে চিত্রনায়ক ইলিযাস কাঞ্চনের পিস্তল ও গুলি ধরা না পরা প্রসঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে অসত্য কথা বলছেন ।
আজ ঢাকায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি ধরা না পরা প্রসঙ্গে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রকৃতপক্ষে ৫ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় তা মেশিনে শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চাইলে তিনি তাঁর ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাঁকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।
#
তানভীর/ফারহানা/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা
   
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯১৩
 
আগামী ৩ এপ্রিল পবিত্র লাইলাতুল মি’রাজ
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৮ মার্চ  শুক্রবার পবিত্র জামাদিয়াস-সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৯ মার্চ শনিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২৬ রজব ১৪৪০ হিজরি (৩ এপ্রিল) বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি’রাজ পালিত হবে।
 আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, প্রধান তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) ফায়জুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শাহিদুজ্জামান,  বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও শাহ মোঃ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা ই আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। 
#
নিজাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৯১২
 
মানুষের জন্ম মানব সভ্যতাকে এগিয়ে  নিয়ে যাওয়ার লক্ষ্যে
                                                  -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :   
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষের জন্ম মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে।  প্রতিটি জন্মের সময় নারী মৃত্যু ঝুঁকিতে থাকে। ¯্রষ্টা কেনো নারীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। কারণ নারী এ ভার বহন করতে সক্ষম। অন্য কেউ এ ভার  বহন করতে পারে না।  
 
মন্ত্রী আজ রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল  কলেজ এন্ড হসপিটালে  আন্তর্জাতিক  নারী দিবস উপলক্ষে জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. এম. এ আজাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত, এশিয়াটিক সোসাইটির  চেয়ারম্যান  অধ্যাপক  মাহফুজা খাতুন ও জাতীয় অধ্যাপক  ডা. শায়লা খাতুন প্রমুখ। 
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত ১০ বছরে নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার নারী পুরুষের সমতাবিধান, নারী শিক্ষার বিস্তর, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১।
 
মাহফুজা খাতুন বলেন, নারী যদি নির্যাতিত হয়  তাহলে সমাজ  এগিয়ে যাবে না। দুঃখের বিষয়  আধুনিক এ যুগেও নারীদের হ্যাশট্যাগ মি টু আন্দোলন করতে হয়।  প্রাণ গোপাল দত্ত বলেন,  নারীরা অনেক  শক্তিশালী। একজন নারীর অনুমান  করার ক্ষমতা  ও সন্দেহ করার ক্ষমতা রয়েছে। 
 
#
 
খায়ের/ফারহানা/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২০১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ৯১১
 
পথনাটক পরিষদ নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 
                                              --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পথনাটক পরিষদ বাংলাদেশের নাট্য আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে বাংলাদেশ পথনাটক পরিষদের ২০০ টি সংগঠন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রয়েছে দেশব্যাপী ৩০০টি সংগঠন। পথনাটক পরিষদ সারাদেশে পথে পথে নাটক করে বেড়ায় আর গ্রুপ থিয়েটার দেশব্যাপী থিয়েটার তথা মঞ্চে নাটক করে বেড়ায়। তাই - পথনাটক পরিষদ হল নাটকের ফেরিওয়ালা আর গ্রুপ থিয়েটার নাটকের দোকানদার।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ পথনাট্যোৎসব ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ পথনাটক পরিষদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী তাদের জন্য সুবিধাজনক জায়গায় অফিসের ব্যবস্থা করা হবে বলে জানান।
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ পথনাট্যোৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।
উল্লেখ্য, ‘নব সৃজনের শিল্প মাটি, দেয় শক্তি আনে মুক্তি’ শ্লোগানকে সামনে রেখে অগ্নিঝরা মার্চের ১ তারিখ হতে আজ ঐতিহাসিক ৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব চলছে। উৎসবে সর্বমোট ৪৩টি পথনাটক প্রদর্শিত হয়েছে।
পুরান ঢাকার চকবাজারের অগ্নিকা-ে নিহত শহিদদের প্রতি এ উৎসব উৎসর্গ করে বাংলাদেশ পথ নাটক পরিষদ।
#
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ৯১০
 
লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে
                                            ---- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য যা যা করণীয় তার সব কিছুই করা হবে। 
ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতদেরকে আজ রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কর্তব্যরত ডাক্তারদের নিকট আহতদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় হাসাপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, পঙ্গু হাসপাতালেই আহতদের সুচিকিৎসা সম্ভব এবং এ জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।
আজ ঢাকা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট দুর্ঘটনায় ১২ জন আহত হয় এবং তাদের মধ্যে নয় জনকে ঢাকা মেডিকেলে এবং তিন জনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তিনি একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। এই নির্দেশনা অনুযায়ী  অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
উল্লেখ, গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা জজ কোর্টে ৫টি লিফট স্থাপনের জন্য আইনমন্ত্রীর বিশেষ উদ্যোগে এক কোটি ৮৬ লাখ ৮৮ হাজার ৬৩২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং বর্তমানে এ লিফট স্থাপনের কাজ চলছে।
দুর্ঘটনার বিষয়ে ঢাকার কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
#
রেজাউল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৯০৯
 
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারে জিয়ার চেয়ে চট্টগ্রামের নূরুল হকের কৃতিত্ব বেশি
                                                                              --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অনেক মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। ২৫শে মার্চ রাতে ঢাকাসহ যেখানে যেখানে পাকবাহিনী হত্যাযজ্ঞ চালায়, চট্টগ্রামও তার মধ্যে অন্যতম। সেই বিভীষিকাময় রাতের পরের দিন চট্টগ্রামের আওয়ামী লীগ কর্মী নূরুল হক শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। জিয়াউর রহমান চার দেয়ালের মধ্যে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত অবস্থায় বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করেন, আর নূরুল হক জীবনের ঝুঁকি নিয়ে মাইকিং করে তা প্রচার করেন। এ জন্য বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারে জিয়ার চেয়ে চট্টগ্রামের নূরুল হকের কৃতিত্ব বেশি।
সাতই মার্চ উপলক্ষে রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের সাতই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দেওয়া কিংবদন্তি ভাষণের ওপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতিহাসবিকৃতির অপচেষ্টা করলেও বিশ্বব্যাপী আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ। জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুর দেওয়া ঘোষণা তিনি ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। আর আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ।
মন্ত্রী এ সময় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে স্বাধীনতার জন্য প্রস্তুতির ডাক হিসেবে বর্ণনা করে বলেন, জাতির পিতার এ ভাষণের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত সংগ্রামের দিকে এগিয়ে যায়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যসচিব আবদুল মালেক বিশেষ অতিথির বক্তৃতা করেন।
 
সুলতান মোহাম্মদ মনসুরকে তথ্যমন্ত্রীর অভিনন্দন
 
দেরিতে হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাতই মার্চ উপলক্ষে সকালে কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভার বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন। আশা করি, বিএনপিও নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসবে। নির্বাচিত হয়ে শপথ না নিলে ভোটারকে অপমান করা হয়।
#
আকরাম/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৯০৮
 
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক প্রতিযোগিতায় প্রথম সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়
পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন
 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের জিন্দাবাজারে অবস্থিত সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০১৮’ এর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
 এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, দেশসেরা এই সাফল্য সিলেট জেলাকে গৌরবান্বিত করেছে। এই অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য তিনি প্রধান শিক্ষিকসহ স্কুলের সহকারী শিক্ষক, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবকগণকে অভিনন্দন জানিয়েছেন। 
#
তৌহিদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৪০ঘণ্টা

Handout                                                                                                                   Number: 907

Bangladesh High Commission observes historic 7th March in Islamabad

Islamabad, 7 March :

Bangladesh High Commission in Islamabad today observed the historic day of 7th March, recalling the epoch-making speech of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman that led the nation towards independence of the country.

In the morning, a discussion meeting was held at the chancery premises with High Commissioner of Bangladesh to PakistanTarik Ahsan in the chair. The programme began with the reading out of messages of President and Prime Minister issued on the occasion.

During the discussion session, speakers dwelt on the significance of the 7th March speech. High Commissioner Tarik Ahsan paid homage to the memory of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. He said that the historic speech of 7th March ushered in a new chapter of liberation struggle. He remarked that the key theme of the speech was that, as the rulers obstructed the peaceful transfer of power to the elected representatives of the people, Bengalis would be left with no option other than to join the War of Liberation. The High Commissioner added that the political significance of the speech as well as its quality of delivery has earned it the recognition of best speeches of the world. He indicated that cultivation of significance of the speech will keep the spirit of War of Liberation alive from generation to generation in Bangladesh.

Following the discussion, a session of recitation of poems based on Bangabandhu’s 7th March speech was held.

Later, a video documentary on the Bangabandhu’s historic 7th March speech was screened.

Expatriate Bangladeshis and officials of the Mission joined the programme.

#

Iqbal/Farhana/Mosharaf/Joynul/2019/1840hours

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৯০৩ 
 
২৩-২৫ মার্চ  জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ 
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) : 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভার স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 
২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 
#
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ৯০৪
 
জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) : 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার   আহ্বান জানানো হয়েছে।  
#
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ৯০৫
 
গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) : 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার লাগানো সীমিত রাখার বিষয়ে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে সীমিত পর্যায়ে পোস্টার, ব্যানার ও  ফেস্টুন নিরাপদ দূরত্বে স্থাপন করা যেতে পারে।
#
আলামীন/অনসূয়া/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯০০   
আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর বাণী  
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) :&
Todays handout (16).docx Todays handout (16).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon