Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৮ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৫২

স্বাস'্যসেবা এগিয়ে নিতে শেখ হাসিনার  বিকল্প নেই
                                            -- স্বাস'্যমন্ত্রী

রাজশাহী, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :

    স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস'্যসেবা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনসাধারণের মাঝে দ্রম্নততম সময়ে স্বাস'্যসেবা পৌঁছে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 

    স্বাস'্যমন্ত্রী আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান মিলনায়তনে ৩৬তম সন্ধানী কেন্দ্রীয় ষান্মাসিক সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
 
    এর আগে এ উপলড়্গে একটি র‌্যালি নগরীর গুরম্নত্বপূর্ণ স'ান প্রদড়্গিণ করে মেডিকেল কলেজের মিলনায়তনে এসে শেষ হয়। 

    স্বাস'্যমন্ত্রী বলেন, প্রত্যনত্ম গ্রামাঞ্চলে স্বাস'্যসেবা পৌঁছে দিতে  সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে  তাতে একটি মানুষও  চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, দেশের স্বাস'্যসেবা যাতে পিছিয়ে না থাকে এবং জনগণের মাঝে এ সেবা পৌঁছে দিতে সরকার একসাথে সাড়ে ছয় হাজার ডাক্তার এবং ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ খুব দ্রম্নত সময়ে শুরম্ন হবে বলে স্বাস'্যমন্ত্রী আশবাদ ব্যক্ত করেন। 

    সন্ধানী সংগঠন যাতে দ্রম্নততম সময়ের মধ্যে অসহায় মানুষের সন্ধান করে  তৎড়্গণাৎ সেবা পৌঁছাতে পারে সেজন্য এ সংগঠনকে স্বাস'্যমন্ত্রী  একটি  অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং বিশ্বের কাছে আরো প্রশংসিত হবে। 

    #

হালিম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৫১

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় এগিয়ে আসতে হবে
                    --  দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর), ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :

    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন েেচৗধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে যে চেতনায় যুদ্ধ করেছি, সে চেতনা অক্ষুণ্ন রাখতে হবে। 

    তিনি আজ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার চর পাথালিয়ায় সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষা ও সন্ত্রাস- জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    বক্তাগণ বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষা এবং সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেক মহলস্নায় সতর্ক প্রহরা বসানো হবে। সমাজের দুষ্টু লোকদের নির্মূল করতে ধর্ম, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

    সভায় মন্ত্রী বলেন, ধর্ম নিরপেক্ষতা এবং সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষার চেতনা নিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। নয় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। বিশেষ কোনো গোষ্ঠী সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হসেত্ম দমনের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন। কোনো মহলস্নায় অপরিচিত লোকদের সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য তিনি উপসি'ত জনগণকে আহ্বান জানান।

#

দেওয়ান/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৫০

এমএলএম মার্কেটিং কার্যক্রম সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :

    মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সাথে সংশিস্নষ্ট  ক্রেতা,  ক্রেতা পরিবেশক ও  ভোক্তার স্বার্থ সংরড়্গণের উদ্দেশ্যে সরকার মাল্টি  লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ প্রণয়ন করেছে। একই উদ্দেশ্যে সরকার ২০১৪ সালে এই আইনের বিধিমালারও সংশোধন করেছে। এ আইনানুসারে এমএলএম বিষয়ক লাইসেন্সবিহীন ব্যবসা কার্যক্রম পরিচালনা বা লাইসেন্স গ্রহণের পর সরকারের অনুমোদনবিহীন লাইসেন্স হসত্মানত্মর করা বা পিরামিড সদৃশ বিপণন (মার্কেটিং) কার্যক্রম চালানো বা সুনির্দিষ্ট তথ্যসহ  মোড়কজাত না করে পণ্য বিক্রয়, বিপণন বা প্রতিশ্রম্নত অনুসারে পণ্য ও সেবা বিক্রয় না করা বা অযৌক্তিকভাবে পণ্য ও  সেবার মূল্য নির্ধারণ করা বা নিম্নমানের পণ্য ও সেবা বিক্রয় বা অসত্য, কাল্পনিক, বিভ্রানিত্মকর তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করা প্রভৃতি শাসিত্মযোগ্য অপরাধ। এ আইনের অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য।

    এ আইন অমান্য করে কেউ এমএলএম কার্যক্রম পরিচালনা করলে তার বিরম্নদ্ধে কঠোর ব্যবস'া গ্রহণ করা হবে। কেউ এ আইন অমান্য করে এমএলএম বা এ নামে  কোনো ধরনের ব্যবসা পরিচালনা করলে তার বিরম্নদ্ধে সংশিস্নষ্ট এলাকার ও অধিড়্গেত্রের আইন প্রয়োগকারী সংস'াকে তাৎড়্গণিকভাবে অবহিত করতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#

মান্নান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪৯

মাওলানা জাব্বারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
    বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদীর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাক্ষেত্রে মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী একজন অগ্রপথিক ছিলেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের সহকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, মাওলানা জাহানাবাদী আজ সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি-------------রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

#

আফরাজুর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৪৩ ঘণ্টা

 

Todays handout (3).docx Todays handout (3).docx