Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২১

তথ্যবিবরণী ২২ আগস্ট ২০২১

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩৯

 

অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু আর্থিক খাতকে একটি  শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করে গেছেন

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক স্বাধীনতার কথাই বলেননি, তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের উপর দাড় করিয়ে দিয়ে গেছেন। তিনি আরো বলেন-কৃষি ব্যাংক, বীমা শিল্প, ক্ষুদ্র ঋণ চালু করে বঙ্গবন্ধু আর্থিক খাতে আমুল পরিবর্তন করে গেছেন।

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আজ প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত 'বঙ্গবন্ধুর চেতনায় ব্যাংকিং সেবা' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এসব কথা বলেন। 

          প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীনের এর সভাপতিত্বে উক্ত ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। 

          ওয়েবিনারে মুখ্য আলোচক প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, কিন্তু তার আগে ১৯২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাধ্যমে স্বাধীনতার বীজ রোপন হয়। তিনি বলেন যে, বঙ্গবন্ধু অনুধাবন করলেন- অর্থনীতি একমুহূর্তও চলবে না, যদি ব্যাংকিং সেবা না থাকে। তাই তিনি তফসিলি ব্যাংকের মধ্য থেকে ৬টি ব্যাংক সরকারিকরণ করলেন এবং ব্যাংক ৬ টির নাম দিলেন সোনালি, অগ্রণী, জনতা, রূপালী, উত্তরা ও পূবালী। বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ্বদরবারে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত করে দেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন।

          প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি-তিনি বাঙালি জাতির পিতা শুধু সেই কারণেই নয়, অনেকগুলো মূল্যবোধ ও চেতনার কারণে। তিনি ছিলেন মানবতার মানুষ। বঙ্গবন্ধু সর্বদা ভাবতেন, মানুষের মঙ্গল কিভাবে করা যায়। তিনি আরো বলেন আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি ও সেবা প্রদান করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধুর চেতনায় প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

          প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক বলেন, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে প্রবাসীদের কল্যাণ সাধনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।

 

#

রাশেদুজ্জামান/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২২:০০ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০৩৮

 

জিয়া পরিবারই বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের সংস্কৃতি চালু করে

শহিদ আইভি রহমানের স্মরণে আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

 

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারী ও খুনিরা অভিন্ন অপশক্তি। এই খুনিদের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধূলিস্যাৎ করে বাংলাদেশকে পূনরায় পাকিস্তানে পরিণত করা। এজন্যই স্বাধীনতাবিরোধী ও যুদ্ধপরাধীরা ২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এ হামলায় আইভি রহমানসহ ২৪ জন শহিদ হন ও অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেন'।

          প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, 'জিয়া ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়ার প্রত্যক্ষ সহায়তায় ও নির্দেশে ২১ আগস্টের হামলা হয়। জিয়া পরিবারই বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের সংস্কৃতি চালু করে'।

          তিনি বলেন, আইভি রহমান ছিলেন কর্মীবান্ধব ও রাজপথের সাহসী নেত্রী। রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয়। এসময় তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করেন।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদ আইভি রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

          জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়বের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না। সভায় বক্তারা বাংলাদেশে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে শহিদ আইভি রহমানের অপরিসীম ও গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

          আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্য ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

#

আলমগীর/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:১৪ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩৭

 

জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে

                                                                                      ----বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রূপটপ সোলার ও নেটমিটারিং সিস্টেম লাভজনক বিজনেস মডেল। বর্জ্য বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

 

          প্রতিমন্ত্রী আজ অনলাইনে সংযুক্ত থেকে ‘ফ্রেন্ডশিপ সোলার ভিলেজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ৬ মিলিয়ন সোলার হোম সিস্টেম দ্বারা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে বা জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহক সেবা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

 

          গয়নার পটল চরে (কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নায়েরহাট ইউনিয়িনের একটি দ্বীপ) ৪৭১টি পরিবার বাস করে। এলাকায় ৫৪ কিলোওয়াট সৌর মাইক্রো-গ্রিড থেকে ১০০টি পরিবার অবিরাম বিদ্যুৎ সহায়তা পাবে, তাছাড়াও ২৪ টি দোকান নিয়ে গঠিত একটি স্থানীয় বাজার , ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়, আইনি বুথ, বয়ন কেন্দ্র, সেলাই কেন্দ্র, এবং ২৮টি পরিবারসহ  একটি বন্যা আশ্রয় কেন্দ্রে বিদ্যুৎ পাবে।

 

          ফ্রেন্ডশিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুনা খানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

 

 

#

আসলাম/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:১০ ঘণ্টা   

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর :  ৪০৩৬

 

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে

                                    ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে। তবেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।

 

          আজ রাজধানীর সবুজবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড  আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

 

          মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধার সন্তানসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

          এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন সব দিকেই দক্ষ একজন রাষ্ট্রনায়ক। তাঁর সাড়ে তিন বছরের শাসনামল এর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, বঙ্গবন্ধু পৃথিবীতে একমাত্র নেতা যিনি তাঁর জীবদ্দশায় একাধারে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতা যুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও হয়তো আমরা পরাধীন থাকতাম।

 

          মন্ত্রী বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি ঘটনাই একসূত্রে গাঁথা এটি নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাত ও স্বাধীনতাবিরোধী চক্র সরাসরি জড়িত। তাই এসব ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করা সময়ের দাবি। এজন্য শিগগিরই একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের চিহ্নিত করে জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

 

          বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রশাসক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদসহ ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

মারুফ/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:০৫ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩৫

 

শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ

বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

                                                                                     

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিসের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

 

          বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে যারা ছিল তাদের প্রকাশ্যে আনা ও পালাতক খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি পঁচাত্তরের ১৫ আগস্টকে বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে একটা কমন প্লাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “ মুজিব আমার পিতা” এনিমেশন মুভি তৈরি করেছে। এই মুভির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা হবে।

 

          বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এতোদিন সিঙ্গাপুরের মতো হতো। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

 

          এ সময় অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

          পরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ  শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

#

শহিদুল/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:২৫ ঘণ্টা   

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩৪

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি ৮ হাজার ৮৭০

সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ময়মনসিংহ, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ২১০টি-সহ অদ্যাবধি সর্বমোট ৮ হাজার ৮৭০ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

          মমেক হাসপাতালে আগামীকাল (২৩ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

 

          উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

#

ফয়সল/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:৩০ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩৩

 

পনেরোই আগস্ট হত্যাকান্ডের নৃশংসতা কারবালাকেও হার মানায়

                                                                ---তথ্যমন্ত্রী

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          পনেরোই আগস্টের হত্যাকান্ড নৃশংসতার দিক দিয়ে কারবালার মর্মন্তুদ কাহিনিকেও হার মানিয়েছে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

 

          রোববার রাজধানীতে মহাখালীর ২০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বনানী থানা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

 

          তথ্যমন্ত্রী বলেন, 'কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রাঃ) কে হত্যা করা হলেও নারীদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ অন্তঃসত্ত্বা বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর দুই নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়। হত্যা করা হয় দশ বছরের শিশু রাসেল, চার বছরের শিশু সুকান্ত বাবু, দশ বছরের শিশু আরিফ সেরনিয়াবাত, বারো বছরের বেবি সেরনিয়াবাতকেও। বেড়াতে আসা অতিথি এবং কাজের মানুষেরাও ঘাতকের হাত থেকে সেদিন রেহাই পায়নি।'

 

          সদ্যস্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার উদ্দেশ্যেই সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে ড. হাছান বলেন, যে অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে এবং যে আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের যৌথ ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।' 

 

          বঙ্গবন্ধু হত্যাকান্ডে সরাসরি যুক্তদের বিচার হয়েছে, কিন্তু খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ এ হত্যাকান্ডের কুশীলবদের বিচার করতে হবে যাতে শতবর্ষ পরের প্রজন্ম ঠিক ইতিহাস জানতে পারে, বলেন হাছান মাহমুদ। 

 

          বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, 'মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনলে মনে হয়, তিনি প্রচন্ড হতাশায় ভুগছেন এবং রাজনীতি যে একটি ব্রত, দেশের মানুষের কল্যাণ-উন্নয়নের ব্রত, তা তারা কখনো ভাবেন না।' 

 

          ঢাকা উত্তরের বনানী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ১৫ আগস্টের ওপর আলোকপাত করেন। সভাশেষে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা। 

 

#

আকরাম/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:২৭ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩২

 

 

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হবে

                                                 ---সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          দেশের উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে সাসেক-২ এর অধীনে দুটি প্যাকেজের নির্মাণকাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

          চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

 

          চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর এবং নির্মাণাধীন প্যাকেজ-৫ এর ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের পক্ষে ফারহানা মোমেন, প্যাকেজ-১৩ এর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ Zhou Libo নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

 

          প্যাকেজ-৫ এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় সাড়ে তেরো কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নয়ন করা হবে, যার আওতায় রয়েছে একটি ফ্লাইওভার, আটটি সেতু, দুটি আন্ডারপাস ও দশটি কালভার্ট নির্মাণ। এতে ব্যয় হবে ৬০১ কোটি টাকা।

 

          প্যাকেজ-১৩ এর আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুল মোড়ে একটি আন্তর্জাতিকমানের পৃথক গ্রেড বিশিষ্ট মোডিফায়েড কোভারলিফ ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। এছাড়া দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হবে একটি হাইওয়ে সার্ভিস এরিয়া। এতে ব্যয় হবে ৭৪৩ কোটি টাকা।

 

          নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি তিন বছরে নির্মাণকাজ শেষে এক বছরের ডিফেক্ট লায়াবিলিটি এবং ছয় বছর সড়ক ও স্থাপনা রক্ষণাবেক্ষণ করবে।

 

          উল্লেখ্য, সাসেক-২ এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পটিতে ব্যয় হচ্ছে প্রায় ষোল হাজার ছয়শ’ বাষট্টি কোটি টাকা।

 

          প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তরাঞ্চলের একটি শক্তিশালী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে।

 

#

ওয়ালিদ/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:৩৪ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ৪০৩১

 

পাকিস্তানি দোসর ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি

                                                       ---মোস্তাফা জব্বার

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দীর্ঘ রাজনৈতিক লড়াই থেকে স্বাধীনতার যুদ্ধ এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু যে নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তা পৃথিবীতে বিরল।  বঙ্গবন্ধু প্রচলিত ধারণা বদলে দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় পাকিস্তান ও তাদের এদেশীয় দোসর এবং সাম্রাজ্যবাদী আন্তর্জাতিক পরাশক্তি এই পরিবর্তন মেনে নিতে পারেনি বলেই বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছে। বাংলাদেশকে নেতৃত্বে শূন্য করার মধ্য দিয়ে এই রাষ্ট্রটিকে হত্যা করার লক্ষ্যেই ওরা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। ২১শে আগস্টে গ্রেনেড হামলা একই পরিকল্পনার ধারাবাহিকতার ফসল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ বার হত্যার চেষ্টা করেছে। পাকিস্তানি দোসর ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি।

          মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          ষাটের দশকে রাজপথে ছাত্রলীগের লড়াকু সৈনিক মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা তুলে ধরে বলেন,  ইয়াহিয়া খানের  লিগ্যাল ফ্রেম ওয়ার্কের অধীনে  অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও সত্তরের নির্বাচনে অংশগ্রহণ ছিল বঙ্গবন্ধুর দৃরদৃষ্টি সিদ্ধান্তের ফসল। এরই ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার যুদ্ধকে বিচ্ছিন্ন আন্দোলন বলার সুযোগ ছিল না। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নিরঙ্কুশ বিজয়ে পুরো দেশের সকল জনতা এক হবার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় বাঙালির এই যুদ্ধে ব্যাপক সমর্থন লাভ করে বলে মন্ত্রী উল্লেখ করেন। 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  সাবমেরিন ক্যাবলকে বাংলাদেশের লাইফ লাইন উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ডিজিটাল হাইওয়ে গড়ে তুলতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে কাজ করতে হবে। 

          বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক শুভাষ সিংহ রায় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিটিআরসি চেয়ারম্যান  শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহাদত হোসেন বক্তৃতা করেন।

 

 #

শেফায়েত/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:৪৪ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৪০৩০

 

জিয়ার প্রত্যক্ষ পরিকল্পনায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়

                                                         ---সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) : 

 

          সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পাকিস্তানের দোসর একাত্তরের পরাজিত শক্তি ও জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরিকল্পনায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তাছাড়া জাসদ ও ভাসানী (ন্যাপ) এর একটি অংশও এ হত্যার ক্ষেত্র প্রস্তুত করে। প্রধানমন্ত্রীর দৃঢ় ও বলিষ্ঠ প্রচেষ্টায় বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচারকার্য সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী ও ক্ষেত্র প্রস্তুতকারীদের শনাক্তকরণসহ বিচারকার্য সম্পন্ন করার জন্য অচিরেই একটি স্বাধীন কমিশন গঠন করা হবে মর্মে আশা করছি।

 

          প্রতিমন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

          প্রধান অতিথি বলেন, আগস্ট সর্বতোভাবে একটি শোকের মাস। এ মাসে একদিকে যেমন আমরা সপরিবারে জাতির পিতাকে হারিয়েছি, অন্যদিকে এ মাসেই আমরা হারিয়েছি বাংলা সাহিত্যের দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এ মাসেই জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে কয়েক লক্ষ মানুষকে নিমিষেই হত্যা করা হয়। 

 

          সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

 

          অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাতীয় জাদুঘর এর কিপার ড. শিহাব শাহরিয়ার।

 

 #

ফয়সল/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৯:৫৬ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                      ন

2021-08-22-16-05-b777fca5e6869137bb518811d578476f.doc 2021-08-22-16-05-b777fca5e6869137bb518811d578476f.doc