Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

তথ্যবিবরণী - 16/06/2019

তথ্যবিবরণী                                    নম্বর : ২২৪৪
 
 
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৩য় সভা আজ সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণলায়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, আঞ্চলিক পরিষদের সদস্য ও জন পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতির প্রতিনিধি গৌতম কুমার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম এলাকার ভূমি সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা, অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্স কার্যক্রম, লিজকৃত জমির সঠিক ব্যবহার, ভূমি কমিশন আইনের বিধিমালা প্রণয়ন ইত্যাদি বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে যৌথ মিটিং করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বিধিমালা প্রণয়ন করে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ, পার্বত্য চট্টগ্রামে যে সকল ব্যক্তি জমি লিজ নিয়েছেন কিন্তু শর্ত পালন করেনি তাদের লিজ বাতিল করে জমি সরকারের আওতায় নিয়ে আসা এবং পার্বত্য চট্টগ্রামে বিদেশি সংস্থা কর্তৃক যে সকল উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়কে আগামী সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টির সুপারিশ করা হয়।
সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ পার্বত্য শান্তি চুক্তির পটভূমি ব্যাখ্যা করে বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পার্বত্য চট্টগ্রামের জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নয়নের নবযাত্রা শুরু হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, যুগ্মসচিব মোঃ আব্দুস সাত্তার সভায় উপস্থিত ছিলেন। 
#
এনায়েত/ইসরাত/রফিকুল/আব্বাস/২০১৯/২১১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                             নম্বর : ২২৪৩
 
বাজার তদারকি
১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, খুলনা, নড়াইল, কক্সবাজার ও মৌলভীবাজারে বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ১৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয় গুলশান ও সূত্রাপুর এলাকায় বাজার তদারকিকালে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে সেলিব্রেশনসকে ৫০ হাজার ও ফজলু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৪টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপি, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ হিসেবে আট হাজার টাকা প্রদান করা হয়।
#
 
শাহনাজ/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                           নম্বর : ২২৪২
 
 
প্রতœতত্ত্ব অধিদপ্তর রাষ্ট্রের ঐতিহ্যের সবচেয়ে বড় ধারক ও বাহক
   ---সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতœতত্ত্ব অধিদপ্তর ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি অধিদপ্তর। এটি একটি রাষ্ট্রের ঐতিহ্যের সবচেয়ে বড় ধারক ও বাহক। বর্তমানে দেশে সংরক্ষিত প্রতœস্থলের সংখ্যা ৫০১ এ উন্নীত হয়েছে। এর মধ্যে ৪১-৪২টিতে দর্শনীর বিনিময়ে জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে। আমাদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরতে হলে এ অধিদপ্তরের কর্মকা-ে আরো গতির সঞ্চার করতে হবে। 
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে প্রতœতত্ত্ব অধিদপ্তরের সেমিনার রুমে প্রতœতত্ত্ব অধিদপ্তর আয়োজিত ‘বাংলাদেশের প্রতœতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ পদ্ধতির বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এক্ষেত্রে তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আগামী ছয় মাসের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক কাজে গতিশীলতা আনয়ন করুন, যাতে এ অধিদপ্তরের কার্যক্রম জনসমক্ষে আরো দৃশ্যমান হয়। প্রতœতত্ত্ব সেক্টরে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানান।
 
প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. অসিত বরণ পাল।
 
সেমিনারে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বুলবুল আহমেদ ও ড. মোকাম্মেল হোসেন ভুঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রতœসম্পদ ও সংরক্ষণ) মোঃ আমিরুজ্জামান।
 
#
ফয়সল/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                      নম্বর : ২২৪১
 
বাংলাদেশে আরো অধিক বিনিয়োগ করতে ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের প্রতি বাণিজ্য মন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে বিশ্বের অনেক দেশ সফর করে মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
 
বাণিজ্য মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে সফররত ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে এসব কথা বলেন।
 
মন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, আপনারা বাংলাদেশে অনেক খাতে বিনিয়োগ করেছেন। আরো বিনিয়োগ করুন, সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বিনিয়োগের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধান করা হবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। সীমার্ক, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) এর ২৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
 
#
 
জাহাঙ্গীর/ইসরাত/রফিকুল/আব্বাস/২০১৯/২০২৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ২২৪০
 
আরকাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে
                             --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনপূর্বক সম্ভাবনাময় আরকাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। আরকাইভস ভবন নির্মাণ ও সম্প্রসারণ এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিপূর্বক এটিকে আমাদের মনের মতো প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আরকাইভস একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য। এর আইনগত মূল্য এবং স্থায়ী ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ডিজিটাল আরকাইভস বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একুশ শতকের উপযোগী করে গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘উবংরমহরহম ঃযব অৎপযরাবং রহ ঃযব ২১ংঃ ঈবহঃঁৎু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অনেক মামলা নিষ্পত্তিতে মূল্যবান ভূমিকা রেখেছে এসব আর্কাইভাল নথি ও রেকর্ডপত্র। আজকের সংরক্ষণ করা নথি ও রেকর্ডপত্র ১০০-২০০ বছর পর হয়ে উঠতে পারে মহামূল্যবান। সেজন্য আরকাইভস ডকুমেন্টেশনে সততা, নির্ভরতা ও বিশ্বাসযোগ্যতার গুরুত্ব অপরিসীম।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরকাইভস এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস) এর প্রেসিডেন্ট প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জালাল আহমেদ। পঠিত প্রবন্ধের আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোস্তাক গাউসুল হক।
#
 
ফয়সল/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                      নম্বর : ২২৩৯
 
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ’র অভিযান
 ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮১ হাজার টাকা জরিমানা
 
 
নারায়ণগঞ্জ, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ নদীবন্দরের আওতাধীন ফতুল্লার বক্তাবলী এলাকায় একটি একতলা পাকা ভবন ও তেলের পাম্প, তিনটি জাহাজ, ১৪টি বালু ভরাট স্থাপনা/ব্যারিকেডসহ মোট ১৯টি অবৈধ স্থ্াপনা উচ্ছেদ এবং দুই একর তীরভূমি অবমুক্ত করেছে। এছাড়া ৮১ হাজার টাকা জরিমানা করেছে।
 
নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
 
 
#
জাহাঙ্গীর/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ২২৩৮
 
এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসায়ও জোর দেওয়া হবে
                                  ---স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বর্তমানে এলোপেথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক ও ভেষজ চিকিৎসায়ও গুরুত্ব প্রদান করছে। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রসমূহে এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থাও চালু করা হবে। প্রতিবেশী দেশ ভারত আয়ুর্বেদিক চিকিৎসায় অনেক দূর এগিয়ে গেছে। ভারতে আয়ুর্বেদ চিকিৎসার জন্য আলাদা মন্ত্রণালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে। বিমসটেকভুক্ত অন্যান্য দেশও ভেষজ চিকিৎসায় পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশেও এই আয়ুর্বেদ চিকিৎসায় উদ্যোগ না নিলে আমরা অন্যান্য দেশের চিকিৎসা সেবার তুলনায় পিছিয়ে পড়বো। সুতরাং এ ব্যাপারে আমাদেরকেও উদ্যোগী হতে হবে এবং ভেষজ চিকিৎসার সুফল তুলে ধরে জনগণকে সচেতন করতে হবে। 
আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বিমসটেক নেটওয়ার্ক অভ্ ন্যাশনাল সেন্টারস অভ্ কোঅর্ডিনেশন ইন ট্রেডিশনাল মেডিসিন (বিএনএনসিসিটিএম) শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় স¦াস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গত ১০ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। অধিক সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে বেড সংখ্যা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। শহর থেকে গ্রামে সর্বত্র মানুষকে সচেতন করা হচ্ছে। সামনে আরো বেশকিছু উন্নয়নমূলক পদক্ষেপের উদ্যোগও নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজতর হবে। 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগ শাখার সচিব জিএম সালাউদ্দিন, ভুটানের প্রতিনিধি মিশেরিং ওয়াংচুক, সোনম লুন্ড্রুপ, ভারতীয় প্রতিনিধি ড. কুন্ড্রু রামাচন্দ্র রেড্ডি ও ড. হীনা রেহমানসহ বিমসটেক দেশভুক্ত অন্যান্য রাষ্ট্রীয় অতিথিরা।
#
 
মাইদুল/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ২২৩৭
 
মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় পরিবর্তনের চিন্তা করছে সরকার
                         --- শিক্ষামন্ত্রী 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ ও বিদেশের শ্রমবাজারে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন হবে তা আমাদের গবেষণা করতে হবে। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। এটি এক ধরনের চ্যালেঞ্জ। দেশ ও বিদেশের শ্রমবাজারের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জ প্রযোজ্য। সে অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এই লক্ষ্য নিয়ে মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় ব্যাপক পরিবর্তনের চিন্তা করছে সরকার। 
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের স্কিল এন্ড এনহ্যান্টসমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ) এর আওতায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জনপ্রিয় প্রতিযোগিতা স্কিলস কম্পিটিশন ২০১৮ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, উপযুক্ত মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ আলমগীর, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ। স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ প্রমুখ। 
উল্লেখ্য, এ স্কিল কম্পিটিশনে ১৬২টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় ২ হাজার ৫শ’টি প্রজেক্ট জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ২০১৪ সাল থেকে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস কম্পিটিশন আয়োজন করে আসছে।
#
 
খায়ের/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                      নম্বর :২২৩৬
 
শিগগিরই নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা
                 ---সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে শিগগিরই নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক শেষে সেতুমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজবোর্ডের বিষয়টি নিয়ে আর কালক্ষেপণ নয়। এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করবে। এখন আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।’
 
ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক ও বৈঠক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘আজ বৈঠকে প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। বারবার বৈঠক ডেকে আর সময়ক্ষেপণ করা সমীচীন নয়, প্রয়োজনও নেই। আমরা দীর্ঘক্ষণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আজকের এ বৈঠক শেষবারের মতো। এরপর আমরা নিজেরা বসবো, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলাপ আলোচনা করে তাঁর পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং অচিরেই নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ ঘোষণা করবো।’
 
বৈঠকে ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন। 
 
তথ্যসচিব আবদুল মালেক, নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি দৈনিক সমকাল এর প্রকাশক এ কে আজাদ, ডিবিসি২৪ টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, মহাসচিব মোঃ কামাল উদ্দিন এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 
মোঃ আজহারুল হক, যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ বৈঠকে যোগ দেন।
 
#
আকরাম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৯১২ ঘণ্টা
তথ্যবিবরণী                                   নম্বর : ২২৩৫
 
 
রাজনৈতিক সমালোচনায় ভব্যতা-ভদ্রতা বজায় রাখুন
  ---তথ্যমন্ত্রী
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
 
রাজনৈতিক সমালোচনায় ভব্যতা-ভদ্রতা বজায় রাখতে বিরোধী দলগুলোর রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
আজ ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না ‘ফোর-টুয়েন্টি বাজেট’ বলার বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তিনি (মাহমুদুর রহমান মান্না) যে ভাষায় সমালোচনা করেছেন তা শুনে আমি প্রার্থনা করি যে, বারবার দলবদল করার কারণে তাকে যেন কেউ ‘ফোর-টুয়েন্টি রাজনীতিবিদ’ না ভাবেন। 
 সেইসাথে মন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্ব বলছে, বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ এগিয়ে গেছে আর গত ১০ বছর ধরে সিপিডি ও বিএনপি একই ধরনের গৎবাঁধা সমালোচনা করে আসছে। সিপিডি‘র গবেষণা কি বিশ্বব্যাংকের চেয়েও ভালো! গতবছর তো বিএনপি বাজেট দেওয়ার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিয়েছিল, এ বছর অবশ্য পরে দিয়েছে। এমন নিরর্থক সমালোচনা না করে আমি তাদের বলব, অর্থবহ সমালোচনা করে যুক্তিতর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে। আর রাজনৈতিক সমালোচনায় ভব্যতা-ভদ্রতা বজায় রাখতে।’ 
তথ্যমন্ত্রী বলেন, 'আপনারা দেখবেন, তারা ঘুরেফিরে তিনটি কথা বলে। তারা বলে, বাজেট বাস্তবায়নযোগ্য নয়, উচ্চাভিলাষী এবং গণমুখী নয়, এটি দরিদ্র মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না- এসব কথাই তারা গত দশ বছর ধরে বলে আসছে।’ 
‘অথচ গত ১০ বছরে দেশে মাথাপিছু আয় ৬০০ থেকে ২০০০ ডলারে উন্নীত হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আড়াইগুণ। বাজেটে ভুল থাকলে মাথাপিছু আয় তিনগুণ কী করে হলো? কীভাবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হলো?' প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। 
ড. হাছান মাহ্মুদ বলেন, গত দশ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশ। উন্নয়ন বাজেট বাস্তবায়নের হারও ৯০ থেকে ৯৫ শতাংশ, যা বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতার পরিচায়ক, বলেন তথ্যমন্ত্রী। 
এ বছরের বাজেট কেমন, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেট একটি চমৎকার বাজেট। এটি শিল্প ও ব্যবসাবান্ধব, যাতে কর্মসংস্থান ও করদাতার সংখ্যা বাড়বে।’
এ সময় ‘গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের আন্দোলনে যাবে গণফোরাম’ এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি গণফোরাম সভাপতিকে বলব, তার নিজের দলের ঐক্যই আগে ধরে রাখার চেষ্টা করতে, কারণ অনেকেই সেখান থেকে চলে যাচ্ছে। তার দলই যদি ঠিক না থাকে, আন্দোলন করবেন কীভাবে!” 
তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, ডিবিসি২৪ টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
 
#
আকরাম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                    নম্বর : ২২৩৪
 
শিল্পমন্ত্রীর সাথে ব্রিটিশ উদ্যোক্তা প্রতিনিধিদলের বৈঠক 
চামড়া শিল্পখাতে ব্রিটিশ বাঙালি উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ 
 
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
বাংলাদেশের উদীয়মান চামড়া শিল্পখাতে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, চামড়া শিল্পের কাঁচামালে বাংলাদেশ যথেষ্ট সমৃদ্ধ। এ খাতে শিল্প স্থাপন করলে কাঁচামাল আমদানির কোনো প্রয়োজন হবে না। তিনি উচ্চপ্রযুক্তির ট্যানারি এবং পাদুকা উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে ব্রিটিশ বাঙালি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। 
বাংলাদেশ সফররত ব্রিটিশ উদ্যোক্তা প্রতিনিধিদলের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্প মন্ত্রণালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগের সঞ্চালনায় বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ। এ সময় বিডার পরিচালক গাজী এ.কে.এম ফজলুল হক, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস্ অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (টকইঈঈও) এর সভাপতি বজলুর রশিদ, পরিচালক ফারজানা নীলা, ওলি খান, আবদুল কিউ খালেক (জামাল), এমএ চৌধুরী, বুলবুল ইসলাম, করিম মিয়া, এমকে জামানসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সরকারের দেয়া সুবিধাদি সম্পর্কে তুলে ধরা হয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০টি অগ্রাধিকার প্রকল্পের তালিকা উপস্থাপন করে এসব প্রকল্পে ব্রিটিশ বাঙালিদের বিনিয়োগের অহ্বান জানানো হয়। 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে ব্রিটিশ বাঙালিরা উভয় দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে চামড়া, আইটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ, রন্ধন শিল্পসহ উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। তিনি প্রতিনিধিদলের সদস্যদেরকে নিজ নিজ জেলায় শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখার আহ্বান জানান। এদেশে ব্রিটিশ বাঙালিদের বিনিয়োগের ক্ষেত্রে জমি বরাদ্দ, অর্থায়নসহ যে কোনো বিষয় অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। 
বৈঠকে সফররত প্রতিনিধিদলের পক্ষ থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সফর বিনিময়ের প্রস্তাব করা হয়। শিল্পমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কার্যকর উদ্যোগ নেয়া বলে জানান। 
#
জলিল/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৩১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                             নম্বর : ২২৩৩
 
পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজ করে
                   --- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজ করে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এবং চীনের সিংহুয়া বিশ^বিদ্যালয়ের মধ্যে ‘ঝসধৎঃ ধহফ ঝধভব ঈরঃু ঋবধংরনরষরঃু ঝঃঁফু (চরষড়ঃ চৎড়লবপঃ) প্রকল্প বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী ১৯৮৬ সালে তাঁর প্রথম চীন সফর এবং বর্তমান চীনের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষত পরিকল্পিত নগর উন্নয়নে চীন অভূতপূর্ব উন্নতি করেছে। চীনের এই বিশ^বিদ্যালয়ের গবেষণা এ ব্যাপারে সহায়ক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমঝোতা স্মারকে লাকসাম পৌরসভার পক্ষে স¦াক্ষর করেন লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের এবং চীনের সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ পাবলিক সেফটি রিসার্চের সহকারী ডিন ইয়াংসিয়া ল্যাং। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের মেয়াদ হবে ১ বছর, তবে উভয়পক্ষের লিখিত সম্মতিতে তা বাড়তে পারে। সমঝোতা স¥ারক মোতাবেক সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ পাবলিক সেফটি রিসার্চ সহযোগিতার সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। কিভাবে লাকসাম পৌরসভায় ডিজিটাল সেবাসমূহ প্রদান করা যায় এবং সমন্বিত কেন্দ্রীয় কমান্ড সিস্টেম চালু করা যায় তা নির্ণয় করবে।
সমঝোতা স্মারক মোতাবেক কর ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নসহ জনসাধারণের সেবার মান বৃদ্ধি করার উপায়সমূহ নিয়ে গবেষণা করা হবে।
#
 
মাহমুদুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                    নম্বর : ২২৩২
 
জনস্বাস্থ্য, নগর উন্নয়ন ও পল্লী উন্নয়নে সুইজারল্যান্ডের ভূমিকা উৎসাহব্যঞ্জক
                           --- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে জনস্বাস্থ্য, নগর উন্নয়ন ও পল্লী উন্নয়নে সুইজারল্যান্ডের ভূমিকা উৎসাহব্যঞ্জক। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন (জবহব ঐড়ষবহংঃবরহ) মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। 
 
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, বাংলাদেশের উন্নয়নে সুইজারল্যান্ড অন্যতম অংশীদার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে তারা কাজ করছে। কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য সুইস কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন। রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশে কর ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় এবং বাংলাদেশের সাথে ব্যবসাবাণিজ্য সম্প্রসারণ করতে আগ্রহী।
 
মন্ত্রী বাংলাদেশে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। জনস্বাস্থ্য, নগর উন্নয়ন ও পল্লী উন্নয়নে তাদের ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি করারও আহ্বান জানান।
 
সাক্ষাৎকালে সুইস দূতাবাসের সহযোগিতা বিষয়ক উপপরিচালক ডেরেক জর্জ এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
 
হাসান/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৮০৭ ঘণ্টা 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                  নম্বর : ২২৩১
 
নারী নির্যাতন জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা
               ---আইনমন্ত্রী
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশের সংবিধান পুরুষের সাথে নারীর সমঅধিকার প্রদান
Todays handout (25).docx Todays handout (25).docx