Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০১৯

তথ্যবিবরণী ২০/০৩/২০১৯

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১৯

যক্ষ্মা রোগের যুগোপযোগী ওষুধ উদ্ভাবন করতে হবে
                                         -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
দেশে যক্ষ্মা রোগের যুগোপযোগী ওষুধ উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বরোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ ঢাকায় আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটাবের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক শামিউল ইসলাম বক্তব্য রাখেন।
জাহিদ মালেক বলেন, সরকারের প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার ফলে যক্ষ্মায় আক্রান্ত রোগীর মৃত্যু হার কমেছে। কিন্তু রোগ সনাক্তকরণের ক্ষেত্রটি এখনও যথেষ্ট উন্নত হয়নি। তাই এই রোগ থেকে রক্ষার জন্য জনগণকে আরো সচেতন করতে কার্যক্রম গ্রহণ করতে হবে। 
যক্ষ্মা প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা কিংবা কমিউনিটি ক্লিনিক, সম্মিলিত সামরিক হাসপাতাল, গার্মেন্টস কর্মীদের চিকিৎসা কেন্দ্র, জেলখানায় যক্ষ্মার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া যক্ষ্মায় আক্রান্তদের জন্য আরো নয়টি বিশেষ চিকিৎসা কেন্দ্র রয়েছে। তিনি আরো বলেন, যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত রোগ। নিয়মিতভাবে নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মাত্রার ওষুধ সেবনে মানুষের শরীরে থাকা যক্ষ্মার জীবাণু ধ্বংস হয়। 
বাংলাদেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রোগগুলোর চিকিৎসাও অত্যধিক ব্যয়বহুল। কিন্তু সীমাবদ্ধ সম্পদের দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে ক্যান্সার ও কিডনি রোগের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা দুরূহ। রাজধানীতে এজন্য দুটি পৃথক সরকারি হাসপাতাল থাকলেও তা পর্যাপ্ত না। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের চাহিদা মেটাতে এগুলোর সুবিধা খুবই অপ্রতুল। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসায় হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সে অনুযায়ী দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কিডনি ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১৮
 
ড. ওয়াজেদ মিয়া ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা
                                                --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশের আধুনিক পরমাণু বিজ্ঞানের প্রাণপুরুষ। তাঁর নেতৃত্বেই এ দেশের পারমাণবিক খাতে উন্নয়ন ও গবেষণা হয়েছে। সে সময়ে তাঁর উদ্যোগের ফলেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আলোর মুখ দেখেছে। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণোদ্যমে উৎপাদনে গেলে বাংলাদেশের বিদ্যুৎ খাত আরো স্বয়ংসম্পূর্ণ হবে। বিজ্ঞান চর্চায় বিশেষ করে পরমাণু বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ঢাকাস্থ এটমিক এনার্জি সেন্টার অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে নামকরণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘ড. এম এ ওয়াজেদ মিয়া : বাংলাদেশের আধুনিক পরমাণু বিজ্ঞানের প্রাণপুরুষ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন ব্যতিক্রমী নিভৃতচারী মানুষ। তিনি লোকচক্ষুর আড়ালে অনাড়ম্বর জীবনযাপন করেছেন। সারা জীবন তিনি জ্ঞানার্জন ও গবেষণার মাধ্যমে জাতির সেবা করেছেন। প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়াকে স্মরণীয় করে রাখার মাধ্যমে তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে শিক্ষণীয়ভাবে উপস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংস্কৃতি সচিবকে নির্দেশনা প্রদান করেন।
জাতীয় জাদুঘর বোর্ড অভ্ ট্রাস্টিজ এর সদস্য অধ্যাপক ড. সুলতানা শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন (মূল বক্তা) থিংকট্যাঙ্ক জন্মভূমি রিসার্চ সেন্টারের কর্মাধ্যক্ষ আসিফ কবীর।
সেমিনারে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী অধ্যাপক সেলিমা খাতুন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোরিয়াজ আহম্মদ এবং বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের সচিব মো. আবদুল মজিদ।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১১১৭
 
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মামলায় চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট ৩৪১টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ২৭৬টি, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৫৬টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১০৬টি, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০৬টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১৫৬টি এবং খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭০টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১৪০টি পজিটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
এছাড়া, বাংলাদেশ পুলিশ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট ২ হাজার ৯শ ৯১টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ২ হাজার ৭শ ৪১টি, বাংলাদেশ রেলওয়ে পুলিশ মোট ২১টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১১টি এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও অন্যান্য সংস্থা (সিআইডি) জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট ৪টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ৩টির পজিটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
 
#
দুলাল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১৬
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস (জরাধ এধহমঁষু উধং) সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট  বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশ খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং সময়ের পরিক্রমায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হচ্ছে। এ সময় পাইপলাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ আমদানি, এলএনজি টার্মিনাল ইত্যাদি বিষয়সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে আলোচনা হয়।  
ভারতের হাইকমিশনার জি-টু-জি বা অন্য প্রকল্প বাস্তবায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ভারতের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশের প্রচুর গ্যাস প্রয়োজন। বিদ্যুৎ আমদানিকেও সরকার ইতিবাচকভাবে দেখছে।   
এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গৌরব গান্ধী উপস্থিত ছিলেন। 
#
আসলাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১৫
 
বেসিস সফট এক্সপো সেমিনারে বাণিজ্যমন্ত্রী
জাপানি বিনিয়োগ উন্নয়নকে বেগবান করবে
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, জাপান বাংলাদেশে বড় উন্নয়ন সহযোগী। জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে উন্নয়নের অংশীদার। জাপানি বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নকে আরো বেগবান করবে। বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে সকল বাধা দূর করে বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে জাপানকে একটি বড় ইকোনমিক জোন বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেখানে জাপানের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। বিনিয়োগের সুবিধার জন্য বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে সকল বাধা দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সরকারের আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী তিন দিনব্যাপী ১৫তম বেসিস সফট এক্সপো-২০১৯ এর প্লেনারি সেশন ‘ডুয়িং বিজনেস উইথ জাপান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিটি ক্ষেত্রে জাপান অনেক উন্নত। এক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহায়তা দিতে পারে। ইতোমধ্যে জাপান বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্পে কাজ শুরু করেছে। জাপানের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের বেশ জনপ্রিয়তা রয়েছে। দিন দিন জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। ওয়ান স্টপ সার্ভিস প্রদানের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পদ্ধতি ও আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে। এখন এক স্থানেই সকল কাজ সম্পন্ন করা সম্ভব। জাপানের জন্য বাংলাদেশে বিনিয়োগের দরজা খোলা। 
সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান শোলচি কোবেয়াশি (ঝযড়ষপযর কড়নধুধংযর)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, জাপান বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ও সাবেক জাপানের রাষ্ট্রদূত মাটসুশিরো হোরিকুচি (গধঃংঁংযরৎড় ঐড়ৎরয়ঁপযর) এবং জাপান বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজ এর জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া।
#
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১১১৪

ভূমিমন্ত্রী ওআইসির জরুরি সভায় যোগ দেবেন

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগামী ২২ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি)-এর এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ে ওপেন এন্ডেড সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে অংশগ্রহণের জন্য আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, ওআইসি’র শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশের জন্য এই জরুরি সভা আহ্বান করেছেন।

ভূমিমন্ত্রীর সঙ্গে আরো থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইং এর মহাপরিচালক এএফএম গাউসুল আজম সরকার।

#

নাহিয়ান/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৯/১৮১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১৩
 
বিআইডব্লিউটিএ’র অভিযান
১৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ৬ লক্ষাধিক টাকার নিলাম আয় এবং দু’একর তীরভূমি অবমুক্ত
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ মিরপুর জহুরাবাদ হতে  পালপাড়া পর্যন্ত তুরাগ নদীর উভয় তীরে একটি তিনতলা ভবন, ১১টি দোতলা ভবন, ২৩টি একতলা ভবন, ৩৮টি আধাপাকা ভবন, ১১২টি টং দোকানসহ মোট ১৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। দু’একর তীরভূমি অবমুক্ত  এবং নিলামের মাধ্যমে  ছয় লাখ ৬০ হাজার টাকা আয় করেছে।
আগামীকাল সকাল ৯ টায় তুরাগ নদীর তীরে মিরপুর বেড়িবাঁধের পালপাড়া এলাকা থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১১২
 
বছরের শেষে ঢাকায় একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে
                                                    --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এবারের মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা  তুলনামূলকভাবে ভালো হয়েছে। এ বইমেলাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। এছাড়া চলতি বছরের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে। সে জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৮ উপলক্ষে ‘শিক্ষিত জাতি গঠনে প্রকাশনা শিল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, আজকে যে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে ৩৬ কোটি বই পৌঁছে যায় তাদের পেছনে মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর পেছনে নেপথ্যে থেকে আরো যারা অবদান রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি অন্যতম। তিনি বলেন, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ‘মুজিব বর্ষ’ হিসেবে যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ১০২ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটির প্রথম সভা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বছরব্যাপী এ অনুষ্ঠানের অন্যতম অংশীদার হওয়ায় এটি সফলভাবে অনুষ্ঠানের জন্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতদের জীবনমান উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও কলকাতার পাবলিশার্স এ- বুক সেলার্স গিল্ড এর সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আবুল বাশার ফিরোজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি কামরুল হাসান শায়ক ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত।
#
ফয়সল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১১১
 
খালিদ-মিলার সাক্ষাৎ
মেরিটাইম সেক্টরে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
যুক্তরাষ্ট্র বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ  বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুুরীর সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন । 
প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়াও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়সহ মংলা বন্দর, পায়রা  বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়েও আলোচনা হয় । 
প্রতিমন্ত্রী রাষ্টদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর একটি গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক উপহার দেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন ।
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৫৪৪ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১১০
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি সফল 
 
সিঙ্গাপুর, ২০ মার্চ: 
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল হয়েছে।
কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সার্জারির পর তাঁকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। 
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী ডা. সিবাস্টিনকে উদ্ধৃত করে এ তথ্য জানান।
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের অপারেশন পরবর্তী অগ্রগতি পরিবারের সদস্যদের ব্রিফ করেন।
সেতুমন্ত্রীর পরিবার এসময় মহান আল্লাহ্ ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
 
#
 
নাছের/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৫৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১১০৯

ঢাকায় চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু ২১ মার্চ

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকায় ২১-২৪ মার্চ চার দিনব্যাপী পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

           পার্বত্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

          ২১ মার্চ বিকাল ৩টায় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে পার্বত্য মেলা ২০১৯ এর উদ্ভোধন করবেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

          উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোবাইল এসএমএস, পোষ্টার, ফেষ্টুন ও বিজ্ঞাপনের মাধ্যমে মেলার  সার্বিক দিক সম্পর্কে জনসাধারণকে সম্যকভাবে অবহিত করা হচ্ছে।

          পার্বত্য মেলা-২০১৯ যথাযথভাবে পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, আরণ্যক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ এডভেঞ্চার ক্লাব সার্বিক সহযোগিতা করছে।

#

জুলফিকার/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৩০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১০৮
 
আন্তর্জাতিক পরিসরে বাংলাকে নেতৃস্থানীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠায় এগিয়ে বাংলাদেশ  
                                                                       - মোস্তাফা জব্বার
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :   
   
ডাক,  টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ন্যাচারেল ল্যাংগুয়েজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক প্রক্রিয়া ব্যবহার করে আন্তর্জাতিক পরিসরে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তিনি দৃঢ়তার সাথে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলা ভাষা নিয়ে বাঙালির আর পিছনে তাকানোর সময় নেই। যারা বাংলা ভাষাকে সঠিক ও শুদ্ধভাবে প্রয়োগ করবে না তাদেরকে সরকার ছাড় দেবে না বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী ১৯ মার্চ ঢাকায় আইসিসিবি, বসুন্ধরায় বেসিস সফটএক্সপো ২০১৯ উপলক্ষে বেসিস, আইসিটি বিভাগ ও বিসিসি‘র যৌথ উদ্যোগে ‘বাংলা যান্ত্রিক অনুবাদক, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বদৌলতে বাংলা ভাষার মৌলিক প্রমিতকরণের কাজ সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘পৃথিবীতে নানা কারণে বহুদেশ তার মাতৃভাষাকে হারিয়ে ফেলেছে, মাতৃভাষায় ব্যবহৃত হরফকে হারিয়ে ফেলেছে। উর্দুভাষা তার নিজস্ব বর্ণমালা হারিয়েছে। মালয়েশিয়া তার ভাষায় ইংরেজি বর্ণমালা ব্যবহার করছে। এক সময় কম্পিউটার ছিল ইংরেজি ভাষার দখলে। প্রযুক্তির বদৌলতে এখন তা পাল্টে যাচ্ছে। ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চাইনিজ ভাষা, বাংলা ভাষাও পিছিয়ে নেই, বাংলাদেশে ৯ কোটি মানুষ  ইন্টারনেট ব্যবহার করছে। সারা দুনিয়ায় বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি। বাংলা  পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। বাংলা হরফ ব্যবহার করছে আরও ৫ কোটিরও বেশি অন্য ভাষাভাষী জনগোষ্ঠী বলে উল্লেখ করেন মন্ত্রী।
ইন্টারনেটে বাংলা ভাষার সঠিক মান সমুন্নত রাখতে আইক্যান কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু বৈঠকের প্রসংগ তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষা সম্পর্কে বাংলাদেশের অবস্থান এবং অন্যদের অবস্থান এক না। ইউনিকোড কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টির যথার্থতা উপলব্ধি করতে হবে।
তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণে আইসিটি বিভাগ কর্তৃক ১৬টি টুলস বাস্তবায়নে গৃহীত কর্মসূচি শেষ হলে পৃথিবী অবাক বিস্ময়ে দেখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, যে দেশটি বাংলা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে সে  দেশটির মেধাবী ছেলেমেয়েরা তাদের সর্বোচ্চ মেধা বাংলা ভাষার জন্য দিতে সক্ষম। 
গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক 
ড. জিয়া উদ্দিন আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বিসিসি পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল কবির সেমিনারে বক্তৃতা করেন। 
#
 
শেফায়েত/অনসূয়া/রবি/রেজ্জাকুল/আসমা/২০১৯/১২০০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১০৭
বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০১৯ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় পর্যায়ে ৬ষ্ঠ ও ১৪তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০১৯ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তি, শিশু-কিশোর, তাঁদের পরিবার ও পরিচর্যাকারীগণকে শুভেচ্ছা জানাচ্ছি।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘এক সাথে পথ চলা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
ডাউন সিনড্রোম একটি জেনেটিক রোগ। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় স্কিনিং পরীক্ষার মাধ্যমে বা জন্মের পর সরাসরি পর্যবেক্ষণ ও জেনেটিক পরীক্ষার মাধ্যমে এই রোগ সনাক্ত করা যায়। শিক্ষা, যথাযথ যতœ ভালোবাসা রোগীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
আমাদের সরকার বিগত ১০ বছরে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান,  বুদ্ধি প্রতিবন্ধী স্কুল স্থাপন, বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, প্রতি জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করেছি। এছাড়াও, আমরা অটিস্টিক ব্যক্তিদের অধিকার সুরক্ষায় আইন ও বিধি প্রণয়ন করেছি। অটিস্টিক শিশু সনাক্তকরণ, সেবা প্রদান এবং তাদের মা-বাবা বা যতœদানকারীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অভ পেডিয়াট্টিক নিউরোডিজ অর্ডার এন্ড অটিজম (ওচঘঅ) স্থাপন করা হয়েছে। এ সকল কর্মসূচি গ্রহণের ফলে অটিস্টিক, ডাউন সিনড্রোম আক্রান্ত শিশু ও প্রতিবন্ধীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।
আমি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ডাউন সিনড্রোম আক্রান্ত সকল শিশু ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।   
আমি ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।  
                                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
            বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
 
ইমরুল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১১০৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                    নম্বর : ১১০৬ 
 
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
 
 
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৯ পালনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এবং সকল জেলা ও উপজেলায় এ দিবস পালন করা হবে। এ উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।  
টেলিভিশন চ্যানেল সমূহে নি¤েœর স্লোগানটি স্ক্রল আকারে প্রচার করার জন্য।
 
মূল বার্তা:                                                                      
“গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।” 
 
#
অনসূয়া/শামীম/২০১৯/১১৩২ ঘণ্টা
 
Todays handout (8).docx Todays handout (8).docx