Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী 12/11/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৭৭

প্রাক-প্রাথমিকে শিড়্গক নিয়োগের লিখিত পরীড়্গার ফল প্রকাশ

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬ - এর লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৫২৩ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৬৩ জন। 

    মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশিস্নষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের িি.িফঢ়ব.মড়া.নফ ওয়েবসাইটে  উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।

    উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রানত্ম সনদ, প্রতিবন্ধী সংক্রানত্ম সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমাপূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে। 

    মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এ পরীক্ষার স'ান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।

#

রবীন্দ্রনাথ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৭৬

    শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার                                                                                             -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ২৮ কার্তিক (১২ নভেম্বর) : 

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, সরকার আপামর জনসাধারণের ভাগ্যোন্নয়নের লড়্গ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর  সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। 

প্রতিমন্ত্রী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘বিজ্ঞান মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অড়্গুণ্ন রেখে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস  নির্মূল করতে সরকারের আনত্মরিকতার কমতি নেই। তিনি বলেন,  ২০০৮ সালে সরকার যখন ড়্গমতায় প্রতিষ্ঠিত হন তখন দেশ ছিল বিধ্বসত্ম অবস'ায়। মানুষ ছিল অনাহারে অর্ধাহারে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল মানুষের মুখে হাসি ফোটানো। আমরা সেলড়্গ্যে কাজ করেছি, তাই দেশের মানুষ এখন সুখে-শানিত্মতে আছে।  

    তিনি বলেন, একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রসত্ম করতে জঙ্গি ও সন্ত্রাসবাদ ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।  কিন' তাদের এ প্রত্যাশা কোনদিনও সফল হবে না। দেশে উন্নয়নের যে ধারা বইছে তাতে জনগণ বুঝতে পারছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করা হবে।

রাবি বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্যর  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান উপসি'ত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

    #

ফারম্নক/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৭৫

জঙ্গিবাদ প্রতিহত করতে সাং¯কৃতিক আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ
                                                                --- স্পিকার
ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সহনশীল সমাজ ব্যবস্থা বিনির্মাণের ক্ষেত্রে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। পরমত সহিষ্ণুতা ও পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধির মাধ্যমে আমরা সাংস্কৃতিক আন্দোলকে এগিয়ে নিতে পারি। তিনি বাংলাদেশের সাথে সার্কভুক্ত অন্যান্য দেশের সাংস্কৃতিক চর্চা সুদৃঢ় করার দীপ্ত প্রত্যয় ঘোষণা করেন এবং সার্কভুক্ত দেশের সংসদের সাথে কাজ করার মাধ্যমে সুন্দর ও উন্নত দক্ষিণ এশিয়া বিনির্মাণের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
    স্পিকার গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ৯ম মৈত্রী উৎসব-২০১৬  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।

স্পিকার বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে সেক্ষেত্রে অন্যান্য সকল ধরনের পদক্ষেপের পাশাপাশি  সাং¯কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তুলতে মুক্ত ধারার সাংস্কৃতিক গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
স্পিকার বলেন, রক্ত দিয়ে আমরা ইতিহাস রচনা করেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় এবং দেশ স্বাধীনতা অর্জন করে।  তিনি বলেন, এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি বলেন, বিভিন্ন ভাষাভাষী, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের ভেতরে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেতু বন্ধন রচনা করা যায়।
স্পিকার আরো বলেন, সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নির্মাণের একটি ক্ষেত্র যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রে বসবাস করবে ও সুনিবিড়ভাবে কাজ করতে পারবে। তিনি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিভিন্ন ধর্ম, পেশা ও  চিন্তার মানুষকে একই প্লাটফরমে কাজ করার আহ্বান জানান।
সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিম বঙ্গ প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, আসামের সাবেক বিধায়ক পদ্মশ্রী অজয় দত্ত, আসাম বিধান সভার বিধায়ক শিলাদিত্য দেব এবং হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা বক্তৃতা করেন।   
স্পিকার দু’দিনব্যাপী ৯ম সার্ক মৈত্রী উৎসব-২০১৬ এর উদ্বোধন করেন এবং ভারত থেকে আগত অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন।
#

হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২২ ঘণ্টা

 

Todays handout (2).docx Todays handout (2).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon