Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 14/3/2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০২৬
 
মেঘনাঘাটে ৫৮৩ মেগাওয়ার্ট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর
 
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
 
আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে নারায়ণগঞ্জের  মেঘনাঘাটে ৫৮৩ মেগাওয়ার্ট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সামিট-জিই কনসোর্টিয়ামের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক  উপদেষ্টা ডঃ তৌফিক- ই- ইলাহী চৌধুরী, বীর বিক্রম।
 
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)- এর সঙ্গে ২২ বছর মেয়াদী  বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও ভূমি ইজারা চুক্তি (এলএলও), তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাথে গ্যাস সরবরাহ চুক্তি (জিএসএ), বিপিসির সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তি (এফএসএ) এবং পিজিসিবির সঙ্গে বাস্তবায়ন চুক্তি (আইএ) সই করা হয়। সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্যাসে চালানো হলে প্রতি ইউনিট ৩ দশমিক ৬৯৩২ সেন্ট, এলএনজি হলে ৬ দশমিক ৮১০৯ সেন্ট, এইচএসডি-এ ১৫ দশমিক ৭৫৬৩ সেন্ট মূল্য ধরা হয়েছে।
 
এ উপলক্ষে আয়োজিত বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক  উপদেষ্টা ড. তৌফিক- ই- ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের আরো এগিয়ে আসা উচিত। তিনি বলেন, বিদ্যুৎ খাত নিয়ে এখন আর কোনো সমালোচনা নেই। বিদ্যুতের এই সাফল্যের পিছনে জ্বালানির অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত।   
 
  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, বিদ্যুৎ খাতের আধুনিকায়নে বেসরকারি উদ্যোক্তারা বিশেষ অবদান রেখেছে। ২০১৮ সালে  ৪ হাজার ২৬ মেগাওয়ার্ট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, এর ৫৬ শতাংশই এসেছে বেসরকারি খাত থেকে।
 
  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের সচিব আবু হেনা রহমাতুল মুনিম, আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট আর মিলার, পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও জিই গ্যাস পাওয়ারের চেয়ারম্যান জন রাইস বক্তব্য রাখেন। 
 
#
 
আসলাম/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                              নম্বর : ১০২৫
 
বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে জেনারেল ইলেকট্রিক প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে আজ বিডা কার্যালয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জেনারেল ইলেকট্রিক’ (জিই) এর কান্ট্রি ম্যানেজার নওশাদ আলী, দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল ফাইনান্স গুঞ্জনভারতিয়া এবং দক্ষিণ এশিয়ার সিনিয়র কাউন্সেল ও ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি আবিদুর রহমান চৌধুরী সাক্ষাৎ করেন। 
গুঞ্জনভারতিয়া বলেন, ‘মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান জিই-এর কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে একটি শাখা অফিস খুলতে চাই। এর মাধ্যমে আমরা বাংলাদেশি জনশক্তি ও দেশের ভিতরে ও বিদেশে নিয়োগ দিতে পারবো। এ জন্য বিডার অনুমতি ও সহযোগিতা একান্ত কাম্য’।
কাজী আমিনুল ইসলাম বলেন, জিই একটি সুপ্রতিষ্ঠিত ও নামকরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। শাখা অফিসের মাধ্যমে জিই বাংলাদেশে যে সার্ভিস ইন্ডাস্ট্রি চালু করতে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশে জিই-কে সকল সহযোগিতা প্রদানের জন্য বিডা প্রস্তুত।
#
শরীফা/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১০২৪
 
চবি রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
ছাত্র সংসদের বিকল্প নেই
 
চট্টগ্রাম, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যারা বর্জনের ঘোষণা দিয়েছিলো, তারাও তো ভিপিসহ অন্যান্য পদে জিতেছে। আমার প্রশ্ন, ডাকসুর নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে তারা জিতলো কীভাবে ?’  আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রশ্ন রাখেন। 
ড. হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে। সেখানকার প্রশাসন কিছু ত্রুটির কথা স্বীকার করেছে। সেটি নিয়ে তদন্ত হচ্ছে। যারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল তারাও তো জয়লাভ করলো।’
মন্ত্রী বলেন, ‘নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন হয়, তখন আমি ছাত্র না। এরপরও সর্বদলীয় ছাত্র ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলাম। এগুলো নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। আমি আশা করবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিগগিরই চাকসুর নির্বাচন হবে।’  
  গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের বিকাশ ঘটে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে ছাত্ররা কেউ কম্পিউটার সায়েন্স, কেউ ব্যবসায় প্রশাসন, আর কেউ আইন বিষয়ে পড়তে চায়। বিজ্ঞানের ছাত্র হতে চায় কম। এ জন্য এখন গবেষণা কমে গেছে। বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ করে গবেষণার ওপর। আমাদের সময়ে বাবারা ভালো ছাত্রদের রসায়ন, পদার্থ এগুলোই পড়াতেন। গবেষণার ওপর বিশেষ করে রসায়ন বিভাগের আরো জোর দেওয়া প্রয়োজন। গবেষণার জন্য আরো ফান্ড সরকারের কাছে চাওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যার ওপর রেটিং হয় না। গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় যেতে পারে। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে এতো গবেষণা হয়, সেখান থেকে এ পর্যন্ত ৩৪ জন নোবেল পুরস্কার পেয়েছে। আমি মনে করি, রসায়ন পড়ার পর চাকরির অনেক সুযোগ রয়েছে।’
  তথ্যমন্ত্রী বলেন, ‘আশি’র দশকে মালয়েশিয়ার ছাত্ররা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসতো। এখন আমাদের ছেলেরা সেখানে পড়তে যায়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশের কাতারে পৌঁছতো বাংলাদেশ। এরপরও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে উন্নয়নে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
‘তার নেতৃত্বে সব সূচকে পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার আর পাকিস্তানের ২৪ বিলিয়ন, বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় ১ হাজার ৮০০ ডলার আর পাকিস্তানের ১ হাজার ৬৪০ ডলার। বাংলাদেশের গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর সেখানে পাকিস্তানে ৬৮ বছর’, বলেন ড. হাছান।
  চবিতে প্রাকৃতিক পরিবেশ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উন্নয়ন কাজ করতে গিয়ে যেন প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমেরিকান কর্নেল ইউনিভার্সিটির মিল আছে। ওই ইউনিভার্সিটিও এই বিশ্ববিদ্যালয়ের মতো বড়। এখানকার মতো সেখানেও পাহাড় ও প্রচুর গাছপালা আছে। দেশের অন্য কোনো ক্যাম্পাস প্রাকৃতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের মতো এতো সুন্দর নয়।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পার হয়েছে। আরও শত শত বছর টিকে থাকবে। এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যে কোনো উন্নয়নমূলক কর্মকা- করার ক্ষেত্রে যেন প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে করা হয়।’
তথ্যমন্ত্রীর পুরো বক্তৃতায় ছিল তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, শিক্ষক ও ঘনিষ্ঠ সহপাঠীদের গল্প। এ সময় তিনি কয়েকজন প্রিয় শিক্ষক ও সহপাঠীদের স্মরণ করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দু’দিনব্যাপী বর্ণাঢ্য সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর 
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ আবদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. শিরীন আখতার, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, সুবর্ণ জয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির উদ্দিন। 
#
নিজ ক্যাম্পাসে পা রেখে আবেগাপ্লুত তথ্যমন্ত্রী
৩২ বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বেরিয়েছিলেন আজকের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক সময় যিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি আজ সেই বিশ্ববিদ্যালয়ে গেছেন প্রধান অতিথি হয়ে। তাই স্বভাবতই রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে স্মৃতিকাতর হয়ে পড়েন তথ্যমন্ত্রী। কড়া নাড়েন স্মৃতির দরজায়। তাঁর মুখ থেকে এক এক করে বেরিয়ে আসতে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অনেক স্মৃতি, না জানা গল্প।
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় অনেক ব্যস্ততা সত্ত্বেও আমি এখানে উপস্থিত হওয়ায় আয়োজকরা আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি তাদের বলবো, আমার দাপ্তরিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কর্মব্যস্ততা আছে বটে। এরপরও আমি বলবো, আমার প্রাণের ক্যাম্পাস, ভালোবাসার ক্যাম্পাস আমার কাছে সর্বাগ্রে। তাই এখানে আসার জন্য আমি নিজেই উদগ্রীব ছিলাম, ব্যাকুল ছিলাম।’
  তথ্যমন্ত্রী বলেন, ‘এর আগেও সরকারের মন্ত্রী থাকাকালে এই বিশ্ববিদ্যালয়ে আমার আসা হয়েছে। কিন্তু আজ সরাসরি আমার নিজের বিভাগেই (রসায়ন) আসা, যে বিভাগে আমি পড়েছি, তারুণ্য শক্তিতে দাপিয়ে বেড়িয়েছি। কাজেই আজকের আসার মাহাত্ম্য আমার কাছে সবিশেষ।’
নিজের ডিপার্টমেন্টের একটি ভবনের রঙ তথ্যমন্ত্রীর অনেক পছন্দ ছিল। স্বভাবতই তিনি রঙ, ফুল পছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ে পা রেখেই প্রিয় রঙ-এর ভবনটি খুঁজতে থাকেন মন্ত্রী। কিন্তু খুঁজে পান না। উপাচার্যকে জিজ্ঞেস করলে বলেন, ‘এই তো ভবনটি। ভবন আছে, প্রিয় রঙ নেই।’
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                       নম্বর : ১০২৩
মার্কিন জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর 
 
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, বাংলাদেশ সুনামের সাথে এবং সফলভাবে বিশ^বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। উভয় দেশের বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে। ২০১৭-১৮ অর্থ বছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৯৮৩ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১ হাজার ৭০৩ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগেও কোনো জিএসপি সুধিবা পেত না। টোবাকো, সিরামিক, প্লাস্টিকের মতো কিছু পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রদান করত। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর সে সুবিধাও স্থগিত করা হয়। বাংলাদেশের তৈরি পণ্যের ক্রেতাগোষ্ঠীর পরামর্শ মোতাবেক দেশে তৈরি পোশাকের কারখানাগুলোর পরিবেশ উন্নত এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন জিএসপি স্থগিত রাখার কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে জিএসপি সুবিধা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া। এ বিষয়ে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উদ্যোগ গ্রহণ করতে পারেন।
বাণিজ্যমন্ত্রী আজ আমেরিকান চেম্বার অভ্ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস আয়োজিত তিন দিনব্যাপী ‘২৬তম ইউএস ট্রেড শো-২০১৯’ এর উদ্বোধন করে এসব কথা বলেন। 
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। মার্কিন বিনিয়োগারীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, এবারের মেলায় দেশটির ৪৬টি প্রতিষ্ঠানের ৭৪টি স্টল রয়েছে। মেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতমানের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রয় হবে। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল শিক্ষর্থীরা ড্রেস পরে এবং নিজের আইডি কার্ড প্রদর্শন করে ফি ছাড়া মেলায় প্রবেশ করতে পারবেন।
আমেরিকান চেম্বার অভ্ কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত ঊধৎষ জ. গরষষবৎ।
#
বকসী/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                           নম্বর : ১০২২
 
১৪তম ঢাকা মোটর শো’র উদ্বোধনকালে শিল্পমন্ত্রী 
দেশেই গাড়ি তৈরি করতে হবে
 
 
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিশাল বাজার তৈরি হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘দেশেই মোটর গাড়ি তৈরি করে এ বাজার ধরে রাখতে হবে। আমদানিকৃত গাড়ির ওপর নির্ভরশীল হয়ে এ বাজার অন্যের হাতে তুলে দেয়া যুক্তিসঙ্গত নয়।’ 
আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম ঢাকা মোটর শো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী তরুণ উদ্যোক্তাদেরকে মোটর গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান সেম্স গ্লোবাল তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। মোটর শো’র পাশাপাশি একই ছাদের নিচে ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস এবং ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র আয়োজন করা হয়। 
সেম্স গ্লোবাল এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরইএল মোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ইপসিক) প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে শিল্পায়নের বীজ বপন করেছিলেন। স্বাধীনতার পর থেকে এ প্রতিষ্ঠান বিসিক নামে সারাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে ভূমিকা রেখে চলেছে। বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাত ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।’ বর্তমানে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের জন্য উন্নয়নের অনুকরণীয় মডেল হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।   
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী অত্যাধুনিক অটোমোবাইল শিল্প বিকাশের ফলে আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ি খুব শিগগির বাজার হারাবে। এর ফলে বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ি ডাম্পিং করার জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে।’ এ বাস্তবতায় তিনি গাড়ি সংযোজন কিংবা আমদানির পরিবর্তে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের তাগিদ দেন। এ খাতে দেশীয় শিল্পবিকাশে শিল্প মন্ত্রণালয় জায়গা বরাদ্দসহ প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেবে বলে তিনি জানান।   
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ বহুমাত্রিক প্রদর্শনীতে ১৬টি দেশের আড়াই শতাধিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এখানে অটোমোবাইল শিল্পখাতে উদ্ভাবিত সর্বশেষ ডিজাইনের মোটরবাইক, স্কুর্টাস, গাড়ি, স্পোর্টস ইউটিলিটি, মাল্টি ইউটিলিটি ও বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তিচালিত যানবাহন ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এসব যানবাহন সংশ্লিষ্ট খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ ও গ্যারেজ সরঞ্জাম, বীমা ও পরিসেবা, অটোফাইন্যান্স ও লিজিং, আইটি ও লুব্রিকেন্টস, সিএনজি কিট, টায়ার ও হুইল, ডিজাইন ধারণা, অটো ইলেকট্রনিক্স, কোচবিল্ডার/ডিজাইন তুলে ধরা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 
পরে শিল্পমন্ত্রী রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘অ্যাক্রেডিটেশনের মাধ্যমে প্রকৌশল শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ (ছঁধষরঃু অংংঁৎধহপব রহ ঊহমরহববৎরহম ঊফঁপধঃরড়হ ঞযৎড়ঁময অপপৎবফরঃধঃরড়হ)' শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জাতীয় অধ্যাপক প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ বক্তব্য রাখেন। 
#
জলিল/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০২১

বিআইডব্লিউটিএ’র অভিযান
২ হাজার ২৬টি স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ৫২ একর জায়গা অবমুক্ত

ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ সাভার থানার বড়বরদেশী মৌজা, গাবতলী ও আমিনবাজার এলাকায় তুরাগ নদীর উভয় তীরে ২০টি পাকা বাউন্ডারি ওয়াল, ১৫টি বাঁশের জেটি এবং ২০টি টিনের ঘর উচ্ছেদ করেছে।

বিআইডব্লিউটিএ চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ১৮ কার্যদিবসে ২ হাজার ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ৫২ একর জায়গা অবমুক্ত  করেছে।
 
আগামী ১৯-২১ মার্চ সকাল ৯টা থেকে তুরাগ নদীতে গাবতলী-আমিনবাজার হতে আপস্ট্রিমে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

#

জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০২০

জাতীয় শিশু দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা, উপজেলার সকল দপ্তর-সংস্থার সমন্বয়ে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

দিবসের বিস্তারিত কর্মসূচির মধ্যে থাকছে সকালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকালে স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অষ্টম শ্রেণি পর্যন্ত ক ও নবম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খ- এ দু’গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক‘ গ্রুপের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ওপর শুভেচ্ছা কার্ড অঙ্কণ করবে যার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘খ‘ গ্রুপের বিষয়বস্তু ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’। অন্যদিকে কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তুও বঙ্গবন্ধু।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ইতোমধ্যে প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের অনুকূলে যথাক্রমে পঞ্চাশ ও পঁচিশ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দকে জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে। 

#

ফয়সল/মাহমুদ/তাহের/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১৯ 
 
বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসি’র মামলা আইন পরিপন্থী
                                                         - আইনমন্ত্রী                                                                                               
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) : 
 
সম্প্রতি ফিলিপাইনের আরসিবিসি কর্তৃক বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানিকর মামলা দায়েরের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এতে আরসিবিসি কর্মকর্তাদের আচরণ আইনি মনে হয়নি। তিনি বলেন, এ মামলা করা হয়েছে তাদের নিজ দেশের মানুষকে ধোকা দেয়ার জন্য। আচরণ (কন্ডাক্ট) এর  কারণেই ফিলিপাইনের সরকার এবং সিনেট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর জন্য আরসিবিসিকে দায়ী করেছিল। মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক আইনী পন্থায় তাদের বিরুদ্ধে কোন মামলা করলে তাতে মানহানিকর কিছু হবে না।  
আজ সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি’র সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অভ্ জাস্টিস-এ বিচারপতি নির্বাচনে জাপানের একজন বিচারপতি প্রার্থী হতে চান, সেখানে তারা বাংলাদেশের সমর্থন চান। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোন প্রার্থী দেওয়া হবে না তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি জাপানকে জানানো হবে। হলি আর্টিজান এর মামলার আপডেট জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মামলাটি এখন বিচারাধীন। এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বিচার কাজ অনেক দূর এগিয়েছে।
#
 
রেজাউল/নাছির/রবি/জসীম/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা   
তথ্যবিবরণী                    নম্বর : ১০১৮
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের সাথে আজ তাঁর অফিসকক্ষে জাপানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। 
সাক্ষাতকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। তিনি আরো বলেন, বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার  শ্রমঘাটতি পূরণ করতে পারে। জাপানের চাহিদা অনুযায়ী কর্মী প্রেরণে বাংলাদেশ প্রস্তুত বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। 
ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাপানি প্রতিনিধিদল সেবারমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
জাপানের প্রতিনিধিদলে ছিলেন, এমএলএস কর্পোরেশনের সিইও ঙরশধধি ণঁংঁশব, মায়ানমার ডাউই কালচার ইকোনমি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর ম্যানেজিং ডিরেক্টর ণধংঁড় গবমধ এবং গকুবান কর্পোরেটিভ এর ডাইরেক্টর ঞবঃংঁভঁসর ঋঁলরংধধি।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশিক্ষণ) মোঃ শহীদুল আলম এনডিসি এবং উপসচিব কাজী আবেদ হোসেন এসময় উপস্থিত ছিলেন। 
#
রাশেদ/নাছির/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫২৪ ঘণ্টা
তথ্যববিরণী                                                                                                       নম্বর : ১০১৭  
 
সহংিসতা বন্ধে পইিউআইস'িকে সক্রয়ি হতে স্পকিাররে আহ্বান
 
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ র্মাচ) :   
 
স্পকিার ড. শরিীন শারমনি চৌধুরী বলছেনে, নতৈকিতা ও মূল্যবোধ সমুন্নত রাখতে র্পালামন্টোরি ইউনয়িন অভ্‌ দ্য ওআইসি মম্বোর স্টটেস (পইিউআইস)ি মুখপাত্র হসিবেে শক্তশিালী ভূমকিা রাখতে পার।ে র্আথসামাজকি উন্নয়নে পইিউআইসি অগ্রর্বতী ভূমকিা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করনে । নতৈকিতা প্রতষ্ঠিায় ও সহংিসতা বন্ধে পইিউআইস'িকে সোচ্চার ও সক্রয়ি হতে তনিি আহ্বান জানান।
            স্পকিার আজ মরক্কোর রাবাতে অনুষ্ঠতি পইিউআইস'ির ১৪তম সম্মলেনে জনোরলে কমটিরি সভায় বক্তৃতাকালে এসব কথা বলনে।
স্পকিার বলনে, পইিউআইসি র্সবজনীন নতৈকিতার কন্ঠস্বর হয়ে কাজ করতে পার।ে ওআইস'ির ববিচ্যে আর্ন্তজাতকি সকল বষিয়ে এ সংগঠন আরো র্কাযকরভাবে সম্পৃক্ত হয়ে মুসলমি উম্মাহর র্আথসামাজকি উন্নয়নওে অগ্রণী ভূমকিা রাখবে বলে তনিি উল্লখে করনে। 
ড. শরিীন শারমনি বলনে, মাদার অভ্‌ হউিম্যানটিি প্রধানমন্ত্রী শখে হাসনিা রোহঙ্গিাদরে আশ্রয় দয়িে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছেনে। জাতসিংঘরে ৭২তম অধবিশেনে রোহঙ্গিা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাবনা উত্থাপন করনে। পাঁচ দফার প্রস্তাবনা বাস্তবায়নরে মাধ্যমে রোহঙ্গিাদরে শান্তপর্িূণ প্রত্যাবাসন সম্ভব বলে উল্লখে করনে স্পকিার। জাতসিংঘ ও অন্যান্য আর্ন্তজাতকি সংস্থার সহায়তায় কূটনতৈকি প্রক্রয়িায় দ্বপিাক্ষকি আলোচনার মাধ্যমে রোহঙ্গিাদরে নরিাপদ, শান্তপর্িূণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদশে। এক্ষত্রেে ময়িানমাররে সদচ্ছিাই দতিে পারে রোহঙ্গিা সমস্যার দ্রুত ও টকেসই সমাধান।
বাংলাদশে প্রতনিধিদিলরে সদস্য জাতীয় সংসদরে হুইপ ইকবালুর রহমি, এস এম শাহজাদা, সয়ৈদা জাকয়িা নূর, মাসুদ উদ্দনি চৌধুরী এবং জাতীয় সংসদ সচবিালয়রে সনিয়ির সচবি ড. জাফর আহমদ খান সম্মলেনে অংশগ্রহণ করনে।
#
 
তারকি/নাছরি/রজ্জোকুল/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                              নম্বর : ১০১৬
 
বাংলাদেশের বাজার অটোমোবাইল শিল্পের জন্য পরিণত
                                -বিডা নির্বাহী চেয়ারম্যান
ঢাকা, ৩০ ফাল্গুন (১৪ মার্চ) :
অটোমোবাইল শিল্পে বিনিয়োগ বর্তমানে একটি সময়োপযোগী সিদ্ধান্ত। বিশ্ববাজারে এই শিল্পের জন্য যথার্থ ভাবমূর্তি তৈরি করতে বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশের বাজার অটোমোবাইল শিল্পের জন্য যথেষ্ট পরিণত।
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিডা কার্যালয়ে বাংলাদেশস্থ জাপান দূতাবাসের কাউন্সিলর ণধংঁযধৎঁ ঝযরহঃড় এবং ফার্স্ট সেক্রেটারি ঞধশবংযর ঝযরসড়শুড়ফধ সাক্ষাতকালে তিনি একথা বলেন। 
কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)- এর কর্মকর্তাদের সাথে শুধুমাত্র অটোমোবাইল শিল্পের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন।
জাপান দূতাবাসের কাউন্সিলর বলেন, জাপান বাংলাদেশে অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশের সকল সম্ভাব্য প্রণোদনা ও তথ্য সংগ্রহের পাশাপাশি বিডা’র সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান এক্ষেত্রে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
 
#
 
শরীফা/নাছির/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫০৩ ঘণ্টা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon