Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুন ২০১৬

তথ্যবিবরণী ১৩ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫৫

উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
                               --- প্রধান তথ্য অফিসার
চট্টগ্রাম, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, সরকার সাংবাদিকদের মাধ্যমে অনেক তথ্য জেনে সে মোতাবেক সিদ্ধান্ত নেয়। সাংবাদিকগণ দেশের উন্নয়নের অপরিহার্য অংশ। কাজেই দেশে স্থিতিশীল গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে হবে।
    প্রধান তথ্য অফিসার আজ চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সারোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, এশিয়ান এইজ -এর ব্যুরো চিফ নাজিমুদ্দিন শ্যামল, চ্যানেল আই ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, বিডি নিউজের ব্যুরো চিফ মিন্টু চৌধুরী বক্তৃতা করেন।
    অনুষ্ঠানে সাংবাদিকগণ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ তাদের বিভিন্ন দাবি প্রধান তথ্য অফিসারের নিকট তুলে ধরেন এবং দাবি আদায়ে তাঁর সহযোগিতা কামনা করেন। তারা আঞ্চলিক পত্রিকার প্রতি বৈষম্য দূরকরণ, পত্রিকার সঠিক শ্রেণি বিন্যাসকরণ, পেশাগত উৎকর্ষ সাধনে সাংবাদিকদের প্রশিক্ষণ, অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা গ্রহণ প্রভৃতি বিষয় তুলে ধরেন।
    প্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে বাংলাদেশে মিডিয়া সেন্সরশিপ নেই। তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে। এই সেন্সরশিপের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছে এবং তাতে থোক বরাদ্দ দিয়েছে। সাংবাদিকদের কল্যাণে কেন্দ্রীয় কাঠামো করার চিন্তা ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ দশ উদ্যোগ জনগণের নিকট তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
    পরে তিনি দৈনিক পূর্বকোণ ও দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকা অফিস পরিদর্শন করেন।
    এর আগে তিনি আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি অফিসের কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি উন্নয়ন কার্যক্রম প্রচার মাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে আরো গতিশীলতা আনতে নির্দেশনা প্রদান করেন।
#

সাইফুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৫৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ

ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬- এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।
    এ টেস্টে স্কুল-২ পর্যায়ে ১৯ হাজার ২৪৪ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ৬ হাজার ৪৮৪ জন ও কলেজ পর্যায়ে ২ লাখ ২ হাজার ২৯ জনসহ মোট ৫ লাখ ২৭ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জনসহ ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাশের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।
    পরীক্ষার ফলাফল যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
#

আজহার/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫৩

অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার মৃত্যুতে পর্যটন মন্ত্রীর শোক

ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
    আজ এক শোকবাণীতে মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
    মন্ত্রী বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক রাষ্ট্রদূত মনিরুজ্জামান মিয়া সময়ের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ও কম্পিউটার সায়েন্স বিভাগ চালু করেছিলেন। প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে এর সুফল শুধু দেশেই নয় দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে।  ছাত্র রাজনীতিতেও তিনি ছিলেন নেতৃত্বের পুরোভাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি হিসেবে তিনি অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। শিক্ষা ও গণতান্ত্রিক সমাজ সৃষ্টিতে অবদানের জন্য জাতি তাঁকে স্মরণ করবে।
#

তুহিন/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫২

কারেন্টজাল ও পলিথিন আটক

ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
    গতরাতে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মোহনায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী লঞ্চ এমভি কাজল-৭ ও এমভি দ্বিপরাজ-৪ হতে ২ লাখ ৬৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল আটক করে, যার মূল্য প্রায় ৫৩ লাখ ৮০ হাজার টাকা।
    এছাড়া অভিযানকালে ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন আটক করা হয়, যার মূল্য প্রায় ১২ হাজার টাকা। একজন কারেন্ট জাল পাচারকারীকেও আটক করা হয়।
    আটককৃত কারেন্ট জাল এবং পলিথিন যথাক্রমে জেলা মৎস্য কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর  করা হয়।
#

শামীম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৩০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫১

শেখ হাসিনার বিশেষ উদ্যোগ নিয়ে মতবিনিময়সভা

খুলনা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের প্রচার কাজের অংশ হিসেবে খুলনা জেলা তথ্য অফিস আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময়সভার আয়োজন করে।
    সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ জনসাধারণের মাঝে পরিচিত করানোর লক্ষ্যেই খুলনা জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে আছে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
    মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, খুলনার সংশ্লি¬ষ্ট দপ্তরগুলোকে সরকার ঘোষিত বিশেষ ১০ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে মধ্যম আয়ের দেশে পরিণত করতে  সবাইকে একসাথে কাজ করতে হবে।
#

জাকির/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫০

বাজার তদারকি  
২৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, চট্টগ্রাম, হবিগঞ্জ ও জয়পুরহাটে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর বনানী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে হ্যানডিকে ১৫ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে নিউ বনানী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তেজগাঁও এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় ৮টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং জয়পুরহাট সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
    তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও মহানগর পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, স্যানিটারি ইন্সপেক্টর ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#

আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৪৯

শিল্প উৎপাদন বৃদ্ধি বিষয়ক আন্তর্জাতিক ফোরামে শিল্পমন্ত্রী
চীনের শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব
ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনের শ্রমঘন শিল্প কারখানা স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন কুনমিং সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এর মধ্যে বাংলাদেশ চীনে এক বিলিয়ন ডলারেরও কম রপ্তানি করছে। দ্রুত বাণিজ্য প্রসার ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী আজ চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে ওয়ান্ডা ভিস্তা হোটেলে শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতাকালে এ প্রস্তাব দেন। চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী  এবং ২৪তম চীনা কুনমিং আমদানি-রপ্তানি পণ্য মেলার পাশাপাশি এ ফোরাম আয়োজন করা হয়।
চীন সরকারের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্পর্কিত আন্তর্জাতিক বিভাগ আয়োজিত এ ফোরামে  সংশ্লিষ্ট বিভাগের ভাইস চেয়ারম্যান নিং জি, ইউনান প্রদেশের গভর্ণর চেন হাউ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলংকা, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মন্ত্রী, শিল্প উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, চীন সরকার গৃহিত ‘বহির্বিশ্বে ছড়িয়ে পড়’ নীতির আলোকে চীনা উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ অধিকাংশ পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। এছাড়া, বাংলাদেশে স্বল্প মজুরিতে বিপুল পরিমাণে দক্ষ শ্রমিক এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ইনসেনটিভ সুবিধা রয়েছে। চীনা বিনিয়োগকারীরা এ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে কম দামে গুণগতমানের পণ্য উৎপাদন করে তা নিজেদের দেশে রপ্তানির সুযোগ নিতে পারে।
তিনি আরো বলেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১শ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। চীনা উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। তিনি চীনা উদ্যোক্তাদেরকে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়া, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল, এসএমই, আইসিটি, টেলিকম, প্লাস্টিক, সিরামিক, অটোমোবাইল, ওষুধ, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে তিনি বাংলাদেশের উচ্চ প্রযুক্তি স্থানান্তর, অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে চীনের অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

#

জলিল/মোবাস্বেরা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৪৩৮ঘণ্টা  

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon