Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 19/9/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৬৮৫       

ইউএসটিআর প্রতিনিধিদলের সাথে বাণিজ্য সচিবের বৈঠক

ঢাকা, ৪ আশি^ন (১৯ সেপ্টেম্বর) :  

    সফররত ইউনাইটেউ স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) এর প্রতিনিধিদলের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া একশন প্ল্যান বাস্তবায়নের অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

    বৈঠকে  মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ১৬ দফা শর্তের অগ্রগতি তুলে ধরা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, বাংলাদেশ ইতোমধ্যে উল্লিখিত শর্তসমূহ পূরণ করেছে। বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে, শ্রম বিধিমালা জারি করেছে। শিল্প কারখানা পরিদর্শনের জন্য ২৩৫ জন শ্রম পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২১৮ জন পরিদর্শক নিয়োগ দিয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৯১ জন পরিদর্শক ও ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ১৬ শর্ত পূরণ হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশের ৩ হাজার ৬৮৫টি তৈরিপোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কারখানার মধ্যে একর্ড, এলায়েন্স এবং জাতীয় উদ্যোগ ৩ হাজার ৪০৭টি কারাখানা পরিদর্শন করেছে, এর মধ্যে ৩৬৪টি কারখানায় ত্রুটি ছিল যেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশের এসব অগ্রগতিতে ইউএসটিআর প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে।

    বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, শ্রম অধিদফতরের মহাপরিচালক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মার্কিন ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাইকেল জে ডিলানি ।

     

বকসি/মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/২১০২ ঘণ্টা

 
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৬৮৪     
 
ডব্লিউটিও ডিজি’র সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
এলডিসিভুক্ত দেশসমূহের সমস্যা সমাধানে সহযোগিতা কামনা

জেনেভা, ১৯ সেপ্টেম্বর : 

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এলডিসিভুক্ত দেশসমূহের সমস্যাগুলো আসন্ন নাইরোবি সম্মেলনে উত্থাপন এবং এগুলোর সম্মানজনক সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য ডব্লিউটিও’র মহাপরিচালকের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এলডিসির জন্য রুলস অভ্ অরিজিন, সার্ভিস ওয়েভার, ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার, ঔষধ রপ্তানির ক্ষেত্রে  ট্রিপসের মেয়াদ বৃদ্ধির বিষয়ে মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন।
    মন্ত্রী শুক্রবার জেনেভায় ডব্লিউটিও মহাপরিচালক রবার্টো আজিভেডো (জড়নবৎঃড় অুবাবফড়) এর সঙ্গে বৈঠকে এ সহযোগিতা কামনা করেন।
    মহাপরিচালক মন্ত্রীকে বলেন, দোহা ওয়ার্কপ্রোগ্রাম কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে ডরিøউটিও কাজ করে যাচ্ছে। এলডিসিভুক্ত দেশসমূহের বিষয়গুলো নিয়ে কীভাবে অর্থবহ ফলাফল পাওয়া যায়, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে ডব্লিউটিও। নাইরোবি প্যাকেজ ঘোষণায় এলডিসিভুক্ত দেশসমূহের বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে ।
    এলডিসিভুক্ত দেশসমূহের কো-অর্ডিনেটর বাণিজ্যমন্ত্রী বলেন, অন্য এলডিসিভুক্ত দেশসমূহের সাথে আলোচনা করে চলতি মাসের শেষে এলডিসি প্রস্তাবনা উপস্থাপন করা হবে। ডব্লিউটিও’র হংকং মিনিস্ট্রিয়াল মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক উন্নতবিশ্বে এলডিসিভুক্ত দেশসমূহকে ডিউটি ফ্রি  ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা বাস্তবায়নের ওপর তিনি জোর দেন। 
    এলডিসি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাপরিচালকের দপ্তরের সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রী ধন্যবাদ জানান। দক্ষতার সাথে এলডিসি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালনের জন্য বাণিজ্যমন্ত্রীকে মহাপরিচালক ধন্যবাদ জানান এবং এলডিসি এজেন্ডা নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দেন। এক্ষেত্রে ডব্লিউটিও বাংলাদেশ এবং এলডিসিকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।  
    জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের মিনিস্টার ড. মোস্তফা আবিদ খান বৈঠকে উপস্থিত ছিলেন।

বকসি/মিজান/নবী/মোশারফ/সঞ্জীব/আব্বাস/২০১৫/২০২১ ঘণ্টা

Handout                                                                                                         Number : 2683 

 

PM Condoles eldest son's demise of Vice President and PM of UAE

 

Dhaka, September 19 :

 

            Prime Minister Sheikh Hasina has expressed her condolence at the sudden demise of eldest son of Vice President and Prime Minister of the United Arab Emirates and Ruler of Dubai Sheikh Mohammed Bin Rashid Al Maktoum.

 

            The full text of PM's condolence message as follows :

 

"Your Highness,

 

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

 

I am deeply shocked and saddened to learn about the sudden demise of your eldest son Sheikh Rashid bin Mohammed bin Rashid Al Maktoum this morning. Inna Lillahi Wa Inna Elaihi Raziun. We, the people and the government of Bangladesh, express our deepest condolences and heartfelt sympathies to Your Highness, members of your esteemed family as well as the brotherly people of the United Arab Emirates on this untimely and tragic demise of your son. May Almighty Allah bestow His mercy upon him and grant him the highest place in the paradise. We also pray that He grants Your Highness and your family members the fortitude and patience to bear this irreparable loss."

 

#

 

Noorelahi/Mizan/Sanjib/Salim/2015/1830 hours

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৮২

গুণগতমান বজায় রেখে পণ্য উৎপাদন করতে হবে
                                   -- নারায়ণ চন্দ্র চন্দ

খুলনা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
                       
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন,  গুণগতমান বজায় রেখে পণ্য উৎপাদন করতে হবে। টেলিযোগাযোগের ব্যবহার মানুষের মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে, তথ্যপ্রযুক্তির প্রতি আকর্ষণ তত বাড়বে।
 
প্রতিমন্ত্রী আজ খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এসডি ক্যাবলসের বাণিজ্যিক উৎপাদন ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে পরিবেশবান্ধব কলকারখানা গড়তে হবে।  আমাদের প্রত্যাশা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে খুলনায় নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠুক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সরকার ইতোমধ্যে বৈপ্ল¬বিক পরিবর্তন এনেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।  যার যার অবস্থান থেকে যোগ্যতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

এসডি ক্যাবলসের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান এবং জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বক্তৃতা করেন।

#

সুলতান/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৮১

সাংবাদিকদের কল্যাণে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাংবাদিকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে অনেক সময় বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সাংবাদিকদের কল্যাণে তিনি সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।  
    
    মন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউ’র প্রয়াত সদস্যগণের সন্তানদের ‘শিক্ষাভাতা’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন।  প্রয়াত ১২ জন সাংবাদিকের সন্তানদের মাসে এক হাজার টাকা করে এ শিক্ষা ভাতা দেয়া হবে। ভাতার প্রথম পর্বের টাকা আজ সন্তানদের হাতে তুলে দেয়া হয়। শিশু শ্রেণি থেকে একাদশ শ্রেণিতে পড়–য়ারা এ ভাতা পাবে।  

    ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক ও সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম বক্তৃতা করেন। 

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী। তারা জাতির বিবেক ও জনগণের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করে। প্রয়াত সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাভাতা প্রদান ও গ্রুপ বিমা চালু প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে মন্ত্রী ব্যক্তিগতভাবে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন। এছাড়া তাদের সার্বিক কল্যাণে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস  দেন।
    
#

শহিদুল/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৬৮০

              মধ্যম আয়ের দেশ গড়তে প্রকৌশলীদের নিরলস পরিশ্রম করতে হবে
                                                                                          ---গণপূর্ত মন্ত্রী
চট্টগ্রাম, ৪ আশি^ন (১৯ সেপ্টেম্বর) :

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশ গড়তে প্রকৌশলীদের বিকল্প নেই। দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে তাদের নিরলস পরিশ্রম করতে হবে। উন্নয়নমূলক প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন করে জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদান করতে হবে।

    মন্ত্রী শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম আয়োজিত সম্প্রতি আইইবি নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দকে প্রদত্ত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, বিজয় দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দেয়। বিজয় লাভ করার অর্থ আরো বেশি জনসেবায় আত্মনিয়োগ করা। সে দায়িত্ব পালনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, নিরঙ্কুশ বিজয়ে আত্মহারা না হয়ে জনসেবার মাধ্যমে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে যেতে হবে।

    বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


সাইফুল/মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৫৭ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৬৭৯

শিক্ষার উন্নয়নে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের দায়বদ্ধতা রয়েছে
                      ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর): 

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, আর্থসামাজিক অবস্থার কারণে অনেকেই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে না। নিরক্ষরতা দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। এ বাধা দূর করতে শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের দায়বদ্ধতা রয়েছে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্টের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা  ট্রাস্টের চেয়ারম্যান নাসরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন । 

    অনুষ্ঠানে বৃহত্তর বগুড়ার ১৪৬ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে পাঁচ লাখ ১১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।  


তৌহিদুল/মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৫৫ ঘণ্টা

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon