Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০২২

তথ্যবিবরণী ৩০ মার্চ ২০২২

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর :  ১৩৬৮

শ্রমিক কল্যাণ তহবিলে পদ্মা অয়েল এবং সাবমেরিন

ক্যাবল কোম্পানি ২ কোটি ৭৮ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

          পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড তাদের গত এক বছরের মুনাফার নির্দিষ্ট লভ্যাংশ প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অফিস কক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

          পদ্মা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক আলী আবছারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শ্রম সচিবের সাথে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লাভের নির্দিষ্ট অংশ ১ কোটি ৫৪ লাখ ০১ হাজার ৫৮৬ টাকা এবং ইস্টার্ণ রিফাইনারীর লভ্যাংশ ৩ লাখ ৫১ হাজার ৬২৯ টাকার চেক হস্তান্তর করেন। পরে বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড  এর কোম্পানি সেক্রেটারী সালাম খান এর নেতৃত্ব দুই সদস্যের প্রতিনিধি তাদের লভ্যাংশ এক কোটি ১৯ লাখ ৯৯ হাজার ১৪১ টাকার চেক সচিবের নিকট হস্তান্তর করেন।

          বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। আজ পর্যন্ত ২৪২টি  দেশী-বিদেশী এবং বহুজাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান প্রায় ৬’শ ২৫ কোটি টাকা জমা দিয়েছে।

           চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, পদ্মা অয়েল কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

আকতারুল/পাশা/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২২২০ঘণ্টা

Handout                                                                                                                       Number : 1367                                                                                               

Shahriar Alam urges the civil society of Bangladesh

and India to play role in promoting relations

 

Dhaka, March 30 :

 

State Minister for foreign affairs Md Shahriar Alam called upon the civil society, think tank, researchers, academicians of both the countries to play constructive roles in promoting the bilateral relations between Bangladesh and India. He made this remark as Chief Guest at a seminar titled “Bangladesh-India relations: Confluence of Ideologies and Evolving Perspectives” organized by Bangladesh Institute of International and Strategic Studies (BIISS) today. 

 

Shahriar Alam, in his remarks, said, over the years, the mutual respect for independence, sovereignty, territorial integrity and strong political goodwill of both the countries contributed substantially to blossoming this friendship. He said, while Bangladesh and India are celebrating the 50th anniversary of establishment of Bangladesh-India diplomatic ties, the relationship has showcased the breadth and depth of this very unique relationship which has not only been forged in blood but has also been tested at times in the last 50 years. 

 

The State Minister expressed satisfaction on the joint celebrations of yearlong programmes like observing Maitri Dibosh (Friendship Day) in the 20 cities across the globe, on 6 December 2021, arranging Bangabandhu-Bapu Digital Exhibition, unveiling postage stamps, exchange of visit of war veterans. He urged the civil society of both countries to play its due role in projecting achievements of our relations and showcase the relationship as “Role Model” for neighborhood diplomacy. He said that think tanks, academicians, social scientists should try to counter the propaganda and fabricated motivated publicity especially in the social media platforms through constructive write-ups and articles. 

 

A book entitled, 'India-Bangladesh Bonhomie at 50: 1971 and the present' edited by Senior Fellow of VIF Ms. Sreeradha Datta was launched by the Chief Guest and other speakers of Seminar.  

 

Earlier, at the State Guest House Padma today, Shahriar Alam met a high level delegation of the reputed New Delhi based institution Vivekananda International Foundation which is famous for quality research and in-depth studies. 

 

While expressing satisfaction on the excellent bilateral relations and exchange of high level visits, he emphasized on exchange of thoughts, joint publications among the reputed think tanks between the two countries.

 

Director of VIF Arvind Gupta, Senior Fellow of VIF Ms. Sreeradha Datta and Chairman of Bangladesh Foundation for Regional Studies (BFRS) A. S. M. Shamsul Arefin were present during the meeting.

 

#

 

Mohsin/Pasha/Enayet/Sanjib/Salim/2022/2200 Hrs.

 তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৬৬

 

অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে সফলভাবে কাজ করছে সরকার

                                                              - পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে সফলভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, অক্টোবর-২১ থেকে ফেব্রুয়ারি -২২ পর্যন্ত পাঁচ মাসে সারাদেশে জবরদখলকৃত  আট হাজার এক একর বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধারপূর্বক বনায়নের এ কার্যক্রম চলমান থাকবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এক জরুরি সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পানি, বায়ু ও শব্দদুষণ নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে। পানি দূষণের জন্য দায়ী সাভারের চামড়া শিল্পকারখানা বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে।  তিনি বলেন, দেশের সার্বিক পরিবেশ উন্নয়ন করতে সরকার ব্যাপকভাবে বনায়ন করে চলছে। মন্ত্রী এ সময় বৃক্ষরোপণসহ দেশের পরিবেশ উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সংসদ সদস্য জাফর আলম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে এম মাহবুব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল নকীব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।

#

দীপংকর/পাশা/এনায়েত/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২২/২১১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর :  ১৩৬৫

 

স্বাধীনতা বিরোধীদের দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে বিএনপি

                                            -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী যারা বাঙালিকে অকাতরে হত্যা এবং মা-বোনদের নির্যাতন করেছে তাদেরকে দেশের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল বিএনপি।

          আজ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী ও পাকিস্তানকে মদদদাতা শাহ আজিজকে বিএনপি ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বানিয়েছে। মুক্তিযুদ্ধ এবং ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশ ও বিদেশে বড় বড় পদে পদায়নের মাধ্যমে পুরস্কৃত করেছে। দেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতি করে অনেক মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।

           মন্ত্রী বলেন, বাংলার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাঙালির সকল অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা অবান্তর। একজন সেক্টর কমান্ডার যিনি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়ার কয়েকদিন পর তাঁর পক্ষে রেডিওতে পাঠ করেন তিনি কীভাবে স্বাধীনতার ঘোষক হন।

          স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।

#

হায়দার/পাশা/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২১৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর :  ১৩৬৪

 

বঙ্গবন্ধু কাপ নৌকাবাইচ প্রতিযোগিতায়

নদীরক্ষায় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

 

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

          ঢাকার হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকাবাইচ প্রতিযোগিতায় বাংলাদেশ সবুজ দল ও ভারতের কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রানার্স আপ হয়েছে কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব পুরুষ ও বাংলাদেশ লাল মহিলা দল।

          আজ রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত একদিনের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

           উদ্বোধনী বক্তৃতায় দেশের নদ-নদী আমাদের শরীরের শিরা-উপশিরার মতো উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে একসময় ১২শ’ নদী ছিলো এখন সেটি কমে ৭শ’ হয়েছে। নদীগুলো দেশের শিরা-উপশিরা। নদী কমে যাওয়ায় নৌকাবাইচও কমে গেছে। নদ-নদীর তীর যারা দখল করে, নদী বা জলাশয় ভরাট কিংবা দূষিত করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার।

          একসময়ের দুর্গন্ধময় হাতিরঝিলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকল্প গ্রহণ করে এম্ফিথিয়েটার প্রতিষ্ঠাসহ নান্দনিক রূপ দেয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা নগর জীবনে একটি নতুন মাত্রা যোগ করলো। আশা করি রোইং ফেডারেশন নিয়মিতভাবে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে।

          প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন, ‘নৌকার সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নদীপাড়ায় নয়, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা। নৌকা আবহমান বাংলার হাজার বছরের পুরনো বাঙালির চিহ্ন।’ 

          রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ রোইং ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মনিরুল আলম, সাধারণ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম, প্রতিযোগিতার স্পন্সর মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

#

আকরাম/পাশা/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২১৫০ঘণ্টা

Handout                                                                                                Number : 1363

 

Foreign Minister meets Sri Lankan Business community

 

 

Dhaka, 30 March

 

Foreign Minister Dr A K Abdul Momen interacted with leading business personalities of Sri Lanka in Colombo today. 

 

Foreign Minister presented the business and investment facilities of Bangladesh to the Sri Lankan business community and invited them to enhance trade and investment with Bangladesh. 

 

Foreign Minister also proposed to have exchange between business communities of the two countries to utilize each other best possible facilities for mutual benefits.

#

 

Mohsin/Pasha/Enayet/Sanjib/Shamim/2022/2045hours 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৬২

 

হোল্ডিং ট্যাক্স, পানি গ্যাস ও বিদ্যুতের জোনভিত্তিক দাম নির্ধারণ করতে হবে

                                                                  --স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস বিদ্যুৎসহ অন্যান্য সার্ভিসের জোনভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। নাগরিক সেবা সহজ এবং হয়রানি ও ঝামেলামুক্ত করতে অটোমেশনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ির পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয় তাহলে সবাই অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধা সম্বলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবী।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রতিটি নাগরিকদের কাছ থেকে রাজস্ব আদায় করে। গরিবদের টাকা দিয়ে ধনীদের সাবসিডি দেয়ার সুযোগ নেই।

মোঃ তাজুল ইসলাম বলেন, ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা বলে সবাই ঢাকায় থাকতে চায়। বিশ্বের সকল দেশের মানুষ সেদেশের মেইন সিটিতে থাকে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সারাদেশের মানুষকে ঢাকায় নিয়ে আসবো কি না। ঢাকা শহরে যানজোট তীব্র আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এবং যানবাহন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরে যানবাহনের গতি মানুষের হাঁটার গতির চেয়েও কম হবে।

মন্ত্রী বলেন, অটোমেশিনের মাধ্যমে সত্যিকার অর্থে নাগরিক সেবা সহজীকরণের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। অটমেশন ব্যবস্থাপনায়ও কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে সেগুলোকে মোকাবিলা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিস্টেমে ইন্টারাপ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ও দ্য ফেডারেশন অভ্‌ বাংলাদেশ চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

#

হায়দার/পাশা/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/ঘণ্টা

Handout                                                                                                         Number : 1361

Meeting between Foreign Minister

and his Bhutanese counterpart held in Colombo

Dhaka, 30 March 2022 :

            Foreign Minister Dr. A K Abdul Momen and his Bhutanese counterpart Dr. Tandi Dorji greeted each other and discussed bilateral issues on the sidelines of the 18th BIMSTEC ministerial meeting in Colombo today. 

            Bhutanese Foreign Minister thanked the Government of Bangladesh and Prime Minister Sheikh Hasina for all the support extended to Bhutan during the time of necessity. He specially thanked for the medicines sent to Bhutan which helped combat COVID-19. 

            Bhutanese Foreign Minister stressed on the early conclusion of transit agreement and SOP on the use of Inland waterways of Bangladesh by Bhutan. He also requested to open up new LCS/landport for transportation of bilateral trade goods. 

            The two Ministers agreed to work closely on the area of power and energy. Both the Foreign Ministers agreed to move forward with MoU on cooperation in hydropower investment for mutual benefit.  

            Bhutanese Foreign Minister informed with encouragement that their Government is going to lift mandatory quarantine for the official delegation from around the world by the end of April. He proposed that the long pending Foreign Office Consultations and Commerce Secretary Level Talks with Bangladesh could be held soon. 

            Both the Foreign Ministers agreed to work together in various regional and multilateral fora for common benefits. 

            Bhutanese Foreign Minister invited the Foreign Minister of Bangladesh to visit Bhutan at a mutually convenient time. 

            The meeting was held in a cordial manner and ended in a positive note with commitment of working together bilaterally, regionally and internationally.

#

Mohsin/Pasha/Rahat/Sanjib/Mahmud/Joynul/2022/ hours

Handout                                                                                                                 Number : 1360

Foreign Minister Dr Momen calls on President Gotabaya Rajapaksa in Colombo

Dhaka, 30 March 2022 :

            Foreign Minister Dr. A K Abdul Momen paid a courtesy call on the President of Sri Lanka Gotabaya Rajapaksa today at the Presidential Palace in Colombo, Sri Lanka. 

            Foreign Minister is now staying in Sri Lanka in connection with the 18th BIMSTEC Ministerial Meeting and the 5th BIMSTEC Summit. 

            Foreign Minister congratulated the President of Sri Lanka on successful hosting of the BIMSTEC Summit. The two sides expressed satisfaction over celebration of 50th anniversary of the diplomatic relations between the two countries on 04 March 2022. 

            Sri Lankan President offered greater use of Colombo port by Bangladesh for transportation of Bangladeshi trade goods. 

            The Foreign Minister drew attention of Sri Lankan President to enhance trade and promote tourism by regular commercial shipping line and cruise shipping between Chattogram and Colombo Port. For further promotion of tourism between the two countries, Foreign Minister underscored the necessity of affordable air ticket prices with enhanced air connectivity in participation with more airlines. 

            The President of Sri Lanka deeply appreciated the visionary leadership of Prime Minister Sheikh Hasina for the policy of collective prosperity with special focus on counter terrorism and violent extremism. 

            Foreign Minister urged the President of Sri Lanka to take joint initiatives to fully utilize the trade potentials between Bangladesh and Sri Lanka. He offered the government of Sri Lanka to explore the possibilities of importing pharmaceuticals and agro products including potatoes from Bangladesh In this regard, both sides welcomed the progress made for early conclusion of bilateral PreferentialTrade Agreement for enhancement and facilitation of bilateral trade between Bangladesh and Sri Lanka.

            The two sides also discussed the possible new areas of cooperation including food security, ICT, health care and blue economy. Both sides also agreed to expedite and complete the negotiations and approval process of pending bilateral instruments for greater benefits and increased bilateral engagements between the two countries. 

            President Rajapaksa thanked Bangladesh for continued support in various multilateral fora and both sides further agreed to closely work together in the future. Foreign Minister Momen reiterated his request for continued support of Sri Lanka for immediate repatriation of forcibly displaced Myanmar nationals to their home country with safety and dignity. 

            Bangladesh Foreign Minister renewed the invitation from the President and the Prime Minister earlier extended to the President of Sri Lanka to visit Bangaldesh at a mutually convenient time. 

#

Mohsin/Pasha/Enayet/Sanjib/Mahmud/Joynul/2022/2200 hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৫৯

 চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে

                                     -- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

 

মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে রুপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা প্রস্তুতকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আন্তর্জাতিক মানে উন্নীত করণই আমাদের প্রত্যাশা। এ লক্ষ্যেই মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যাতে আমাদের দেশের ও দেশের বাইরের মানুষ চিড়িয়াখানা পরিদর্শনে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারে। এ জন্য মহাপরিকল্পনা প্রণয়নে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ও অত্যন্ত অভিজ্ঞ পরামর্শক গ্রুপ নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে আন্তর্জাতিক পরামর্শক গ্রুপের সাথে আমরা একসাথে কাজ করতে পারবো।

মন্ত্রী আরো বলেন, ‘চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন প্রাণীর অঞ্চল নির্ধারণ, অবকাঠামো নির্মাণ পরিকল্পনাসহ অন্যান্য বিষয়াদি প্রয়োজনে পুনরায় পরিকল্পনা করা হবে। প্রাকৃতিক পরিবেশের বিষয়টি যাতে অক্ষুন্ন থাকে মহাপরিকল্পনায় সে বিষয়টিও বিবেচনা করা হবে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোঃ আব্দুল লতীফ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে  মহাপরিকল্পনার রূপরেখা এবং এ সংক্রান্ত ত্রিমাত্রিক অ্যানিমেশন উপস্থাপন করেন সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বার্নার্ড হ্যারিসন এন্ড ফ্রেন্ডস লিমিটেডের টিম লিডার ও আন্তর্জাতিক চিড়িয়াখানা বিশেষজ্ঞ বার্নার্ড হ্যারিসন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলম, আন্তর্জাতিক চিড়িয়াখানা বিশেষজ্ঞ ড. রেজা খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চিড়িয়াখানা সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

ইফতেখার/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ১৩৫৮

বিচারের বাণী নিভৃতে কাঁদে এমন অবস্থা চাই না

                                         -- আইনমন্ত্রী

 

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা মামলজট কমিয়ে আনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বলেছিলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমরা এমন অবস্থা চাই না। মানুষ যাতে ন্যায্য বিচার পায় এবং ন্যায্য বিচারটি যেন অতিদ্রুত পায়, সেই ব্যবস্থা চাই।

আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেশের বিভিন্ন জেলার বিচারকদের মাঝে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। এসময় মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১৬টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

সাত কোটি তিন লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ক্রয়কৃত মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে আনিসুল হক বলেন, অতীতে অনেক জেলা জজ রিক্সায় চড়ে আদালতে আসা-যাওয়া করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই অবস্থার পরিবর্তন এনেছে। বিচারকদের মর্যাদা রক্ষায় যেটা করা দরকার সেটা করে দিচ্ছে। গুনগত মানসম্পন্ন গাড়ী দিচ্ছে। আদালত প্রাঙ্গণের কাছাকাছি বিচারকদের আবাসনের ব্যবস্থা করা জন্য প্রকল্প গ্রহণও করা হচ্ছে।

মানুষ এখনো মনে করে আদালত হচ্ছে তার বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। মানুষের সেই আশ্রায়স্থল যেন নিশ্চিত থাকে তেমনভাবে বিচারকদের কাজ করার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’ এ কথাটি যেমন সত্য, তেমনি ‘জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড’ এ কথাটিও সত্য। সে কারণে এর একটি ব্যালান্স বা ভারসাম্য আনা খুব প্রয়োজন।

তিনি বলেন, আঠারো বা উনিশ শতকে যে ফৌজদারি বা দেওয়ানি কার্যবিধি লেখা হয়েছিল সেখানে কিন্তু অনেক সংশোধন করা সম্ভব এবং সেখানে বিচারের জন্য যে সময় বেধে দেওয়া হয়েছিল বিশেষ করে দেওয়ানি কার্যবিধিতে সেই সময় কিন্তু এখন কমিয়ে আনা যায়। দেওয়ানি কার্যবিধিতে সংশোধন করে সময় কমিয়ে এনে দেওয়ানি মামালা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই চিন্তা ভাবনা করছে সরকার এবং তিনি জানান, শিগগিরই এর একটি রূপরেখা তৈরি করা সম্ভব হবে। এটা করতে পারলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বাড়বে বলে মনে করেন তিনি।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব উম্মে কুলসুমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

রেজাউল/পাশা/এনায়েত/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর :  ১৩৫৭

 

বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস

                             -- পানি সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

          পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি, তবেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বঙ্গবন্ধু আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।

          আজ রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

          প্রতিমন্ত্রী জাহিদ বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীনতা, একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নের রোল মডেলের মর্যাদা। তিনি দিয়েছেন শত বছরের উন্নয়ন পরিকল্পনা ‘ডেল্টা প্ল্যান-২১০০’। দেশ আমাদের, আর শত বছরের পরিকল্পনাও আমাদের জন্য। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ হতে হবে। দেশ অনেক এগিয়েছে আরো এগিয়ে যাবে সমৃদ্ধির শিখরে।  এখনো দেশবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদের চোখে দেশের উন্নয়ন দেখে না। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারে না। দেশবিরোধী চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

          সংগঠনের সভাপতি ড. প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#

গিয়াস/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৪৫ ঘণ্টা

 

 তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৩৫৬

 

বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৬ কোটি টাকা মূল্যমানের ২ লাখ পিস ইয়াবাসহ ১জন মাদক পাচারকারী আটক

 

কক্সবাজার, ১৬ চৈত্র (৩০ মার্চ) :

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে আজ কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের ধরার চেষ্টা করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টহলদল ১ জন ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে আটককৃত ইয়াবা চোরাকারবারী মোঃ কামাল উদ্দিন পিতা-সৈয়দ আহমদ, গ্রাম-পাগলির বিল, পোস্ট-মরিচ্যা, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার এর সাথে থাকা ছয় কোটি টাকা মূল্যমানের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। 

 

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন।

 

#

মেহেদি/পাশা/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/১৯২

2022-03-30-16-19-6f6022ebf61f9b65ce3320655a9d64df.doc 2022-03-30-16-19-6f6022ebf61f9b65ce3320655a9d64df.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon