Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৮ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৫৭

স্পিকারের সাথে অন্ধ্র প্রদেশের স্পিকারের সাক্ষাৎ

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত অন্ধ্র প্রদেশ স্টেট লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার  ড. কোদেলা শিব প্রসাদ রাও (উৎ. কড়ফবষধ ঝরাধ চৎধংধফধ জধড়)  আজ  তাঁর  কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা এ অঞ্চলের নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সফররত অন্ধ্র প্রদেশ স্টেট লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার আগামী ১০-১২ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিতব্য ফার্স্ট ন্যাশনাল উইমেন পার্লামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র স্পিকারের কাছে  হস্তান্তর করেন।
স্পিকার বলেন, নারী সংসদ সদস্যদের  নিয়ে এ ধরনের আয়োজন একটি অসাধারন উদ্যোগ। তিনি বলেন, নারী স্পিকার, নারী সংসদ সদস্যগণ ও বিভিন্ন সেক্টর থেকে আগত অংশগ্রহণকারীগণের উপস্থিতি অনুষ্ঠানকে  ফলপ্রসূ করবে।
#

হুদা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৬৫৬
নারী উন্নয়নে বৈশ্বিক তহবিল গঠন করতে হবে
                                                ----মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নাইরোবি (কেনিয়া), ২৮ নভেম্বর :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নারী ও যুবকদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। নারী বৈশ্বিক জনসংখ্যার অর্ধেক, তাই নারীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। নারী উন্নয়ন নিশ্চিত করতে বৈশ্বিক তহবিল গঠন করতে হবে।

তিনি আজ কেনিয়ার রাজধানী নাইরোবিতে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বৈদেশিক সহযোগিতাকে কার্যকর করার জন্য গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি)-এর দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনের সময় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুবকরা আগামী দিনের নেতা এবং বৈশ্বিক উন্নয়ন অভীষ্ট অর্জনে যুবকরা চ্যাম্পিয়নের ভূমিকা পালন করতে পারে। তিনি নারী ও যুব উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন। তিনি বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশের নারীরা সম-অধিকার ও সম-মর্যাদার অধিকারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে একটি মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ সম্মেলন পয়লা ডিসেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রাক্তন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন করীর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাহিন আহমেদ চৌধুরী।

    বৈদেশিক সহযোগিতার কার্যকর ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০১১ সালে জিপিইডিসি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে মেক্সিকো-তে জিপিইডিসি’র প্রথম উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব জিপিইডিসি’র স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০২৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৬৫৫
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
    দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
২২তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ এবং তানভীর ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ‘বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিল, ২০১৬’ এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

    ‘বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিল, ২০১৬’ এর ওপর বিস্তারিত পর্যালোচনা শেষে বিলটি চূড়ান্ত করে সংশোধিত আকারে সংসদে পাশ করার সুপারিশ করা হয়।

    গতকাল প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পরা এবং জরুরি অবতরণের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে তদন্ত রিপোর্ট সংসদীয় কমিটিকে অবহিত করা এবং রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। একইসাথে পূর্বে সংঘটিত প্রধানমন্ত্রীর বিশেষ বিমান অবতরণের পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ত্রুটি সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যাস্ত  ব্যক্তিকে আরো কঠোর শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করা হয়।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৩৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৫৪


বিসিটিআই-এ ৩য় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা কোর্স শুরু হচ্ছে


ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এ ৬ মাস মেয়াদি ‘৩য় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা (ডিপ্লোমা) কোর্স’ আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ অবস্থিত বিসিটিআই-এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কোর্সে টেলিভিশন মিডিয়ার স¦নামধন্য প্রশিক্ষকগণ তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেবেন। অনূর্ধ্ব ৪০ বছর বয়সী ¯œাতক পরীক্ষায় উত্তীর্ণ যে কোন ব্যক্তি ২০ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে িি.িনপঃর.মড়া.নফ ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে পারবেন। সরাসরি বা ডাকযোগেও আবেদন গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে নিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রার্থী বাছাই পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র বিসিটিআই-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনতে হবে। নির্বাচিত হওয়ার পর প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর অনুকূলে ১৫ হাজার টাকা প্রশিক্ষণ ফি ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৬৫৩
৫৩টি নৌপথ খননে ১২ হাজার কোটি টাকার প্রকল্প গৃহীত
 
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
    দেশের অভ্যন্তরীণ ৫৩টি নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে হারিয়ে যাওয়া নৌপথ উদ্ধার ও সেগুলো সচল রাখার জন্য বর্তমান সরকার কর্তৃক ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার নৌ পথ উদ্ধার করা হয়েছে ও প্রায় তিন হাজার একর জমি পুনর্দখল করা হয়েছে। সরকারের গত মেয়াদে বিআইডব্লিউটিএ ১৩টি ড্রেজার সংগ্রহ করেছে। আরো ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। মংলা-ঘষিয়াখালি চ্যানেল পুনঃখনন করে নৌপথটি জাহাজ চলাচলের উপযোগী করা হয়েছে। ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ নামে দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ ক্রয় করা হয়েছে।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় বাংলা একাডেমিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অফিসার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এসব তথ্য জানান।

    শাজাহান খান বলেন, ঢাকার চারদিকে নদী তীরের উচ্ছেদকৃত ভূমি পুনরায় যাতে দখল না হয় সেজন্য বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর তীরে ব্যাংক প্রটেকশনসহ ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। চলতি মেয়াদে আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ হবে। ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে শ্যামপুরে  এবং  শীতলক্ষ্যা নদীর তীরে কাঁচপুরে দু’টি ‘ইকোপার্ক’ নির্মাণ করা হয়েছে। পাটুরিয়া-বাঘাবাড়ী নৌরুটে রাতে নৌযান চলচলের জন্য নাইট নেভিগেশন চালু করা হয়েছে।
    মন্ত্রী আরো বলেন, বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর দূষণমুক্তির জন্য দূষণের উৎসমুখ বন্ধের কাজ চলমান রয়েছে। বুড়িগঙ্গা নদীর তলদেশ হতে পরীক্ষামূলকভাবে ৮ দশমিক ৫০ লাখ ঘনমিটার বর্জ্য উত্তোলন করা হয়েছে। এছাড়া ঢাকা ও বরিশাল নদী বন্দর  আধুনিকায়ন করা হয়েছে। বরগুনা ও যশোরের নওয়াপাড়া নদী বন্দরের উন্নয়ন এবং সীতাকুন্ড, কাঁচপুর ও টঙ্গীতে ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে। ভোলা নদীবন্দর ও টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। ছাতক ও চিলমারী নদী বন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। যাত্রীদের সহজে পারাপারের লক্ষ্যে ১০০টি পন্টুন নির্মাণ করা হয়েছে।
    মন্ত্রী নদীর তীর দখল ও দূষণরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরদার এবং নৌপথ পথ খনন ও সংরক্ষণের মাধ্যমে বছরব্যাপী নৌযান চলাচলে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৬৫২
পাকিস্তানে চ্যারিটি বাজারে বাংলাদেশের হস্তশিল্প ও খাবারের প্রশংসা

ইসলামাবাদ (পাকিস্তান), ২৮ নভেম্বর :
    বাংলাদেশের গৌরবময় হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ইসলামাবাদে আয়োজিত চ্যারিটি বাজারে বিপুলভাবে প্রশংসিত হয়েছে।

    পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতির বার্ষিক চ্যারিটি বাজারে গতকাল বাংলাদেশের হস্তশিল্প সামগ্রী, খাবার ও মিষ্টান্নের স্টল পরিদর্শনকালে পাকিস্তানি ও বিদেশি দর্শনার্থীগণ এ প্রশংসা ব্যক্ত করেন।

    পাকিস্তানের প্রেসিডেন্টের পতœী ও ফার্স্ট লেডি বেগম মাহমুদা মামনুন হোসেন প্রধান অতিথি হিসেবে চ্যারিটি বাজার উদ্বোধন করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনকালে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান ও তার পতœী মাহাজাবীন আহসান প্রধান অতিথিকে বাংলাদেশ স্টলে স্বাগত জানান।

    এ উপলক্ষে আয়োজিত প্যারেড অভ্ নেশন্্স-এ বাংলাদেশ হাইকমিশনের দু’জন  কর্মকর্তার ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে।        

    বাংলাদেশ স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল জামদানি, সিল্ক শাড়িসহ মেয়েদের পোশাক, নকশী কাঁথা ও বিভিন্ন গৃহসজ্জা সামগ্রী। খাবারের মধ্যে ছিল মুরগির বিরানি, মাছের কাটলেট, পাটিসাপটা পিঠা , রসগোল্লা ও সামুচা। অধিকাংশ বাংলাদেশি খাবার তৈরি করেন বাংলাদেশের হাইকমিশনারের পতœী ও  মিশনের অন্যান্য কর্মকর্তাদের পতœীগণ।

    ইসলামাবাদের প্রায় সব বিদেশি দূতাবাস এ চ্যরিটি বাজারে অংশ নেয়। এ থেকে সংগৃহীত তহবিল পাকিস্তান পররাষ্ট্রদপ্তর মহিলা সমিতির মাধ্যমে দাতব্য কাজে প্রদান করা হয়েছে। বাংলাদেশ এ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

    পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরাও এ বাজার পরিদর্শন করেন।
#
ইকবাল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৫  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৫১


সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্টের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট এট আর্মস মো. হুমায়ন কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, মো. হুমায়ন কবীরের মৃত্যুতে দেশ একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#

কামাল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৬৫০

মাস্টার্স শেষপবের্র রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে


ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে আজ হতে শুরু করে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে।
    রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং/ৎবমরপধৎফ) লিঙ্কে গিয়ে পড়ষষবমব ষড়মরহ এ ঈষরপশ করে ঈড়ষষবমব ঢ়ৎড়ভরষব এর ঘড়ঃরভরপধঃরড়হ ষরহশ  হতে প্রাপ্ত টংবৎ হধসব এবং ঢ়ধংংড়িৎফ  ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ফড়হিষড়ধফ করে প্রিন্ট নেয়া যাবে।
#

ফয়জুল/নুসরাত/দীপংকর/সাহেলা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫২৯ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৪৯
চক্ষু চিকিৎসায় সহায়তা করবে ভারত
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নে সহায়তা করবে ভারতের বিশ^খ্যাত অরবিন্দ আই কেয়ার সিস্টেম-এর বিশেষজ্ঞরা। তারা বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপনার আধুনিকায়নে সফটওয়্যার স্থাপনসহ তথ্য প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা করবেন।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎকালে অরবিন্দ আই হসপিটালের চিকিৎসক প্রতিনিধিরা একথা জানান। অরবিন্দ আই কেয়ার সিস্টেম এর নির্বাহী পরিচালক ডা. তুলসীরাজ এবং চেয়ারম্যান ডা. রবিন্দ্রন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি বেসরকারি চক্ষু হাসপাতালে অরবিন্দ আই হসপিটাল প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনসহ ব্যবস্থাপনার আধুনিকায়নে কয়েক দশক যাবত কাজ করছে জানিয়ে তুলসীরাজ এসময় বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করছে সরকার। এ জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে। দুই বছর আগে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে গ্রাম পর্যায়ে পদায়ন করা হয়েছে। কিছুদিনের মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে পদায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
চক্ষু চিকিৎসকদেরকে সহায়তা দিতে সারা দেশে চক্ষু টেকনিশিয়ান গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ভারতীয় চিকিৎসকরা। এছাড়া গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে ‘ভিশন সেন্টার’ স্থাপনে অরবিন্দ হাসপাতালকে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
এসময় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫০৫ ঘণ্টা


 

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon