Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 11/1/2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১১৭
 
উন্নয়নের জোয়ারে তাক লাগিয়ে দেওয়া হবে
                     -- এলজিআরডি মন্ত্রী
 
কুমিল্লা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) : 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধার সবকিছু পৌঁছে দেওয়া হবে।  ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ আরম্ভ হয়েছে, আগামী পাঁচ বছর উন্নয়নের জোয়ারে তাক লাগিয়ে দেওয়া হবে। 
 
মন্ত্রী আজ কুমিল্লা জেলার  মনোহরগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নিবে।
 
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুসংকর চন্দ্র আচার্য, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, কুমিল্লা জেলার নির্বাহী  প্রকৌশলী মোঃ সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
 
#
 
জাকির/মাসুম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/২২৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১১৬
 
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল
                                                   -- ধর্ম প্রতিমন্ত্রী
 
গোপালগঞ্জ, ২৮ পৌষ (১১ জানুয়ারি) : 
 
১০ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হলেও সমগ্র জাতি বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ১০ জানুয়ারি ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত লাখো লাখো মানুষ বঙ্গবন্ধুকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিল। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে সমগ্র জাতি প্রাণ ফিরে পায়। 
 
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ গতকাল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের সংগ্রামে সকলকে অংশগ্রহণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে।
 
জেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ।
 
#
 
আনোয়ার/মাসুম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২০৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৫
 
সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবো
                                    -- ধর্ম প্রতিমন্ত্রী
 
গোপালগঞ্জ, ২৮ পৌষ (১১ জানুয়ারি) : 
 
          সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। 
 
প্রতিমন্ত্রী আজ গোপালগঞ্জের বাসভবনে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ প্রত্যয় ব্যক্ত করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 
পরে ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা দারুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা মসজিদে জুমা’র নামাজ আদায় শেষে গোপালগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মুসুল্লিদের  সাথে মতবিনিময় করেন।
 
এ সময় প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকালে আলেম-ওলামাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
 
        জুমা’র নামাজ শেষে ধর্ম প্রতিমন্ত্রী ওলামায়ে কেরাম ও বহু সংখ্যক মুসুল্লিদের নিয়ে আল্লামা শামছুল হক ফরিদপুরী (রঃ)-এর কবর জিয়ারত করেন। 
 
#
 
আনোয়ার/মাসুম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৪
 
বঙ্গবন্ধুর সমাধিতে বাণিজ্যমন্ত্রীর শ্রদ্ধা
 
ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) : 
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।  এ সময় তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
 
বাণিজ্যমন্ত্রী জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। 
 
শরিয়তপুর উপজেলার চেয়ারম্যান মোবারক আলী শিকদার, রংপুর জেলার গংগাচরা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
 
#
 
বকসী/মাসুম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/২০২০ ঘণ্টা 

Handout                                                                                                                       Number: 113

                       

Bangladesh-UK to work towards stronger trade, economic and security cooperation

 

London, 11 January:

 

            'UK attaches high importance to Bangladesh and a major focus of UK's relations with Bangladesh in the coming days will be to strengthen trade, economic and security cooperation', said Minister of State for Asia and the Pacific at UK Foreign and Commonwealth Office Mark Field MP while receiving the newly appointed Bangladesh High Commissioner to the UK, Saida Muna Tasneem at the his FCO office in London this afternoon.    

 

            Commending Prime Minister Sheikh Hasina for including younger generation of politicians in her new Cabinet following the 30th December general elections, the Minister hoped to see Bangladesh move forward towards greater growth and prosperity.

 

            High Commissioner Tasneem renewed the commitment of the government of Prime Minister Sheikh Hasina in its newly elected term to take Bangladesh-UK relations to a fresh new level of strategic and economic partnership, and expressed her own resolve to unfold new areas of mutually beneficial cooperation in Bangladesh-UK relations.

 

              Reiterating UK’s deep appreciation for Prime Minister Sheikh Hasina’s humanitarian support and refuge to nearly 1.1 million ‘Rohingya minority from Burma’, the UK Minister underlined the need for 'their voluntary, dignified, viable and sustainable return' to Myanmar through involvement of UN agencies. High Commissioner Tasneem reassured the UK that Prime Minister Sheikh Hasina in her new term would continue to uphold the 'principles of non-refoulement' and ‘humanitarianism’and ensure a voluntary, safe and sustainable return of forcibly displaced Myanmar nationals that fled to Bangladesh to escape persecutions in Myanmar.

 

              Minister Field also commended Bangladesh for its leadership role in UN Peacekeeping and recognized the sacrifice made by fallen peacekeepers from Bangladesh for global peace.

 

              The High Commissioner also discussed with Minister Field about celebrating 50 years of Bangladesh-UK relations in 2021 which was hallmarked by the warm welcoming of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman by the then British Prime Minister Sir Edward Heath during Bangabandhu's historic homecoming to Dhaka en route London in January 1972.

 

              Senior officials of Bangladesh High Commission, London including Defence Attache Brigadier General AKM Aminul Haque, Commercial Counsellor SM Jakaria Huq and First Secretary Md. Shafiul Alam were present during the meeting.

 

#

Ashequn Nabi/Masum/Mosharaf/Abbas/2019/1826 Hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২

 
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
 
নিউইয়র্ক, ১১ জানুয়ারি :  
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে সুদীর্ঘ সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। 
রাষ্ট্রদূত বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যে বিজয় অর্জিত হয়েছিল সে বিজয়ের আনন্দ পূর্ণতা পেয়েছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতাকে তাঁর স্বপ্নের বাংলাদেশে ফিরে পেয়ে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪র্থ বারের মতো গঠিত সরকারের সূদূরপ্রসারী রূপকল্পসমূহের কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয় যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ও দূরদর্শী নেতৃত্বে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে।’
 
স্থায়ী প্রতিনিধির সভাপতিত্বে আলোচনা সভায় মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক 
মোঃ আরিফুল ইসলাম, ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন, ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, মিনিস্টার (পলিটিক্যাল) মনোয়ার হোসেনসহ মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 
#
মাসুম/মোশারফ/আব্বাস/২০১৯/১৯১১ ঘণ্টা
 
Todays handout (5).docx Todays handout (5).docx