Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ২৪/০১/২০১৬

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৫

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক


ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :
    বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডরেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।
    আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুম আলতাফ মাহমুদকে একজন সৎ, নির্ভীক, মেধাবী ও কর্তব্যনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে উল্লেখ করেন।
    তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৪

শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে
          -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎখাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু এখাতে প্রয়োজন ৪০ বিলিয়ন ডলার।
    প্রতিমন্ত্রী আজ ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট এবং পলিসি সামিট ২০১৬-এ ‘ইনভেস্টমেন্ট এবং পিপিপি অপর্চুনিটিজ ইন ইকনমিক জোনস, টেক পার্কস, এনার্জি এন্ড পাওয়ার সেক্টরস’ শীর্ষক সেশনে সভাপতিত্বকালে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হতে জিডিপি’র শতকরা ৩৮ ভাগ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসডিজি প্রোগ্রাম বাস্তবায়ন করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করেছে।   
    সেশন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পেন্ডেকার এনার্জি লিমিটেডের রিজওনাল কান্ট্রি ম্যানেজার আহমেদ শারনি বিন সোলায়মান ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :
    জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশ নেন ।
    বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের অধীনে চলমান প্রকল্প ও কর্মসূচির অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১৬টি প্রকল্প চলমান আছে। প্রকল্পগুলোর কাজের মেয়াদ ২০১৬ এবং ২০১৭ সাল পর্যন্ত। প্রকল্পগুলোর কাজ মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
          বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চলমান  প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করা এবং  মন্ত্রণালয় থেকে প্রকল্পের কাজ সঠিকভাবে পর্যবেক্ষণ করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
          জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়সমূহে সমুদ্র বিজ্ঞান বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা এবং যে সকল প্রতিষ্ঠান সমুদ্র বিজ্ঞান গবেষণার সাথে জড়িত সে সকল প্রতিষ্ঠানকে  বিজ্ঞান গবেষণা ও পর্যবেক্ষণে সহায়তা প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয় ।       
         বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের প্রধান ও প্রকল্পগুলোর প্রকল্পপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬২

বিমানবন্দরে দুর্ঘটনা মোকাবিলা মহড়ায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী
সরকার বিমানবন্দরের নিরাপত্তা বিধানে সচেষ্ট

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আকাশকে শান্তির নীড় বানিয়ে একটি নিরাপদ এবং শঙ্কা ও উদ্বেগমুক্ত বিমান পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আকাশপথে যেকোন পরিস্থিতি মোকাবিলায় এয়ারলাইন্সগুলোকে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিমানবন্দরগুলোতেও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
    মন্ত্রী আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মোকাবিলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, কোনো বিমান বন্দর এলাকায় দুর্ঘটনাকবলিত হলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এর নির্দেশনা মেনে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে অতি দ্রুততার সাথে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেষ্ট থাকতে হবে। ফায়ার ক্রুদের দক্ষতা, সচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি করাসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতিসমূহের দুর্ঘটনার সময় উপযোগিতা যাচাই করে রাখতে হবে। এক্ষেত্রে কোন বিচ্যুতি থাকলে তা সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) কাজের জন্য পুরোদমে প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্যেই মহড়ার আয়োজন করা হয়েছে।
    নিয়মিত এ মহড়া পরিচালনা করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
    মহড়া অনুষ্ঠানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপক গাড়ি ও হেলিকপ্টার, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডসহ বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিভিন্ন এয়ারলাইন্স অংশ নেয়।
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর এ মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
#


তুহিন/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬১

খাগড়াছড়ি জেলার গুইমাড়া রিজিয়নের পক্ষ থেকে শাহ্রিয়ার আলমকে ক্রেস্ট প্রদান

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :
    আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ (জেটিআই) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় স্কুল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার ‘গুইমারা রিজিয়ন ২৪ আর্টিলারি ব্রিগেড’ এর তত্ত্বাবধানে টেনিস ফেডারেশনের পক্ষ থেকে গত ৪ জানুয়ারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে টেনিস সরঞ্জামাদি বিতরণ করা হয়।
    উল্লেখ্য, বাংলাদেশে জেটিআই প্রোগ্রামটি সফলভাবে পরিচালনার জন্য এবছর বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম এবং পেবল চাইল্ড আর্থিক পৃষ্ঠপোষকতা করছে। এরই স্বীকৃতি স্বরূপ ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়নের কমান্ডার ও সদস্যগণের পক্ষ হতে সাবেক গুইমারা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে একটি ক্রেস্ট উপহার দেন। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।
    আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় স্কুল টেনিস প্রশিক্ষণ কার্যক্রম ২০১১ সাল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলসহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে।
#

খালেদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬০

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ করতে হবে
     --  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পানিতে ডুবে ১ থেকে ৪ বয়সী শিশুরা সবচেয়ে বেশি মারা যায়। আমরা যদি তা রোধ করতে পারি তাহলে শিশুমৃত্যুর হার আরো হ্রাস পাবে। তিনি বলেন, শুধু মা ও আশপাশের লোকজন সচেতন হলে শিশুর এই মৃত্যুকে আমরা অনেকাংশে রোধ করতে পারব।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানে ‘আমারি’ হোটেলে সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ), আইসিডিডিআরবি ও জন হপকিনস ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট এর আয়োজনে সেভিং অভ্ লাইভস ফ্রম ড্রাউনিং ইন বাংলাদেশ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশুর সবরকমের অধিকার রক্ষায় এবং শিশুমৃত্যু প্রতিরোধ করতে অঙ্গীকারবদ্ধ। এজন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। যেদেশের শিশুরা সর্বাধিক গুরুত্ব পাবে সে দেশ অবশ্যই উন্নত হবে। বাংলাদেশে বছরে প্রায় ১৮ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা অত্যন্ত দুঃখজনক। অথচ শুধু সচেতন হলে এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন এ বিষয়ে শীঘ্রই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে।
সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক প্রফেসর একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, জন হপকিনস ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিটের এসিস্টেন্ট সাইন্টিস্ট ডা. ওলাকুনলে এলংগে (উৎ. ঙষধশঁহষব অষড়হমব) ও ডাইরেক্টর প্রফেসর ডা. আদনান হায়দার এবং আইসিডিডিআরবি এর মেটারনাল এন্ড চাইল্ড হেলথ ডিভিশনের সিনিয়র সাইন্টিস্ট ডা. শামস আল আরেফিনসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন ।
#

খায়ের/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স শেষপর্ব নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :     
 

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামী ২৫ জানুয়ারি প্রকাশ করা হবে। উক্ত ফল বিকাল ৪টায় যেকোনো মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃসভ<ংঢ়ধপব> জড়ষষ  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে জানা যাবে। এছাড়া রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে ফল পাওয়া যাবে।    

#
ফয়জুল/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৭১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৮

সাংবাদিকনেতা আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :
    
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট সাংবাদিকনেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শোক বিবৃতিতে বলেন, গত সাড়ে তিনদশক সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকতা জগতে নিজের কর্ম ও প্রতিভা দিয়ে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোশহীন ও অগ্রগামী সাংবাদিকনেতা। ৭৫’ এর আগস্ট ট্রাজেডির পর সামরিক জান্তারা এদেশে জাতির পিতার নাম নেওয়ার ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তখন সাপ্তাহিক খবর ও দৈনিক খবর পত্রিকায় বঙ্গবন্ধুর কথা তুলে ধরে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা ও সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এ অকাল চলে যাওয়ায় সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। দেশ-জাতি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

নুরএলাহি/অনসূয়া/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫৫


সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
    আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, আলতাফ মাহমুদের মৃত্যুতে জাতি একজন সাহসী, নির্ভীক সাংবাদিক নেতাকে হারালো। সাংবাদিক জগতে তাঁর অভাব কখনো পূরণ হবার নয়। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
    আলতাফ মাহমুদের মৃত্যুতে অনুরূপ শোকপ্রকাশ করেছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার।  
#
শহীদুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫৬

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে রেলমন্ত্রীর শোক

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

    সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রেলপথ মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্বপক্ষের সাংবাদিক হিসাবে আলতাফ মাহমুদ ছিল সকলের প্রিয়পাত্র। তিনি ছিলেন একজন ভাল সংগঠক। মানুষের কল্যাণে তিনি কাজ করে গেছেন সারাজীবন।
রেলপথ মন্ত্রী মরহুম আলতাফ মাহমুদ এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রেলপথ মন্ত্রী প্রেসক্লাবে অনুষ্ঠিত মরহুমের জানাযায় অংশহগ্রহণ করেন।
#
শরিফুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৭

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক


ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট প্রবীণ সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে মিডিয়া জগতে অপূরণীয় ক্ষতি হলো। তিনি বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
শরিফুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫৪


সাংবাদিকনেতা আলতাফ মাহমুদের মৃত্যুতে তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবের শোক

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোকপ্রকাশ করেছেন।
    তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব আজ সকালে আলতাফ মাহমুদের মৃত্যুর খবর শুনে বিএসএমএমইউতে ছুটে যান। সেখানে মরহুমের পরিবার, ডাক্তার এবং সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, ন্যায়নিষ্ঠ ও পরোপকারী আলতাফ মাহমুদের অবদান সকলে সততা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, আলতাফ মাহমুদের কর্মজীবন ছিল নিবেদিতপ্রাণ এক সাংবাদিকের নীতিবান কর্মজীবন। দেশের সাংবাদিক অঙ্গনে তাঁর নাম চিরভাস্বর হয়ে থাকবে।
    উল্লেখ্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন আলতাফ মাহমুদ। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ও বাংলাদেশ বেতার কার্যালয়ে তথ্যমন্ত্রী, সচিব এবং মরহুমের সাবেক সহকর্মী সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ও জানাযায় অংশ নেন। এরপর তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য পটুয়াখালীর গলাচিপায় নিয়ে যাওয়া হয়।
    হাসানুল হক ইনু এবং মরতুজা আহমদ মরহুম আলতাফ মাহমুদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫৩

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের শোক


ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

    বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদ এর মৃত্যুতে বোর্ডের চেয়ারম্যান ও তথ্য সচিব মরতুজা আহমদ গভীর শোকপ্রকাশ করেছেন।           
    তিনি মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    আলতাফ মাহমুদের মৃত্যুতে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ এবং বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণও গভীরভাবে শোকাহত।   
#

জালাল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৩৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫২

 


বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) :

দেশের বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
শোকবার্তায় স্পিকার বলেন, আলতাফ মাহমুদ ছিলেন দেশের একজন প্রখ্যাত কলমসৈনিক। তিনি ছিলেন গণমানুষের কন্ঠস্বর এবং সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু সাধারণ মানুষের কল্যাণে ও গণতন্ত্রের বিকাশে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলতাফ মাহমুদের মৃত্যুতে পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোকপ্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
#

নূরুল/অনসূয়া/আলম/খাদীজা/আসমা/২০১৬/১১০০ ঘণ্টা  

 

Todays handout (2).doc Todays handout (2).doc