তথ্যবিবরণী নম্বর : ১৯৫৫
হায়াৎ মামুদ একজন বিবেকবান ও অসাম্প্রদায়িক মানুষ
-আসাদুজ্জামান নূর
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হায়াৎ মামুদ একজন বিবেকবান ও অসাম্প্রদায়িক মানুষ। তিনি অসাধারণ শিক্ষক ও সৃজনশীল মানুষ হিসেবে আমাদের মাঝে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। হায়াৎ মামুদ যেখানে যেতেন, সেখানেই শিল্প-সংস্কৃতি ও জ্ঞানের আলো ছড়াতেন।
মন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুথিনিলয়, ঢাকার আয়োজনে এবং বাংলা একাডেমির সহযোগিতায় শব্দের কারিগর হায়াৎ মামুদের ৮০তম জন্মদিন উপলক্ষে সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
#
ফয়সল/সেলিম/পারভেজ/শামীম/২০১৮/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫৪
আগামীকাল থেকে পবিত্র জিলকদ মাস শুরু
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৫ জুলাই রবিবার থেকে পবিত্র জিলকদ মাস শুরু হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ড. মোয়াজ্জেম হোসেন।
সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মুহঃ সাইফুল্লাহ, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি মোঃ শাহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও ড. মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব কারি আবু রায়হান উপস্থিত ছিলেন।
#
শারমীন/সেলিম/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫৩
মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া সবার দায়িত্ব
-শ্রম প্রতিমন্ত্রী
মেহেরপুর, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছন, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রেখে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া সবার দায়িত্ব। তিনি আজ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুজিবনগরের সাথে আমার আত্মার সম্পর্ক। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। দেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের অসীম সাহসিকতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন মন্ত্রী। মুজিবনগর দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি শিক্ষণীয় স্থান বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
স্মৃতিসৌধ পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/সেলিম/সঞ্জীব/রফিকুল/শামীম/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫২
চিত্রকর্ম একটি রহস্যময় শিল্প
-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চিত্রকর্ম একটি রহস্যময় শিল্প। একজনের চোখে একটি চিত্রকর্মের যে অর্থ ধরা পড়বে, অন্যের চোখে এর ভিন্ন অর্থ তথা মানে হতে পরে; এমনকি সময়ের সাথে সাথে চিত্রকর্মের তাৎপর্য পরিবর্তন হতে পারে। এটাই এ শিল্পমাধ্যমের সার্থকতা। আর এ কারণেই এ শক্তিশালী শিল্পমাধ্যমটি হাজার হাজার বছর ধরে প্রাণবন্তভাবে বেঁচে আছে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে ‘২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বছর সেপ্টেম্বর মাসব্যাপী অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে এ পর্যন্ত ৬৫টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে যা এ যাবৎকালের রেকর্ড। আমরা এ বছর ছবির মান এবং বিদেশ থেকে যেন ভালো চিত্রকর্ম প্রদর্শনীতে ঠাঁই পায় সেদিকে অধিকতর গুরুত্বারোপ করছি। মন্ত্রী বলেন, আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি এ কাজটিতে সকলের অংশগ্রহণ নিশ্চিতপূর্বক কিভাবে আরো বেগবান করা যায়, সে ব্যাপারে শিল্পী ও কলাকুশলীসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং বরেণ্য চিত্রশিল্পী চন্দ্র শেখর দে।
উল্লেখ্য, এ বছর ২১ থেকে ৩৫ বছর বয়সী নবীন ৭৮৭ জন শিল্পীর ১ হাজার ৯ শত ৭৬টি শিল্পকর্ম জমা পড়েছে। এর মধ্য থেকে বাছাই কমিটির মাধ্যমে ৩৮০ জন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।
#
ফয়সল/সেলিম/সঞ্জীব/শামীম/২০১৮/১৬৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫১
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে
-সেতু মন্ত্রী
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন বিভেদ তৈরি করা যাবে না, বিভেদ তৈরির জন্য বিভিন্ন মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকা মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় এ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬ দফা দাবি রাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভার আয়োজন করে।
নৌ পরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ ও কবির আহমেদ খান, ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ইসমত কাদির গামা ও সালাউদ্দিন আহমেদ, জামুকার সদস্য ও সহ-সভাপতি মেজর (অবঃ) ওয়াকার হাসান, বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক সাবেক সচিব আবদুল মালেক মিয়া।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম আর লাখ লাখ বাড়ী-ঘর ও অর্থ সম্পদ ধ্বংসের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে অর্জন করেছি আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা। স্বাধীনতার চেতনাকে ধারন করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ।
#
জাহাঙ্গীর/সেলিম/ সঞ্জীব/শামীম/২০১৮/১৬৩৪ ঘণ্টা