Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 12/3/2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯৯১

তরুণ শক্তিকে কাজে লাগাতে স্কাউটিংয়ের বিকল্প নেই
                                  -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
           
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তরুণদের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কাউটিংয়ের বিকল্প নেই। 

আজ গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর তাজউদ্দিন আহমদ ভিলেজের  ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের শিশু-কিশোর ও যুব বয়সী ছেলে-মেয়েদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে  বাংলাদেশ স্কাউটস যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, তরুণদেরকে আগামী দিনে যোগ্য  নাগরিক ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে স্কাউট জাম্বুরী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (আইসিটি) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, এই জাম্বুরীতে সার্কভুক্ত দেশসমূহ, এশিয়া প্যাসিফিক অঞ্চল, আমেরিকা, ইংল্যান্ডসহ সারা দেশ থেকে ১২ হাজার ৫০০ জন স্কাউট ও স্কাউট নেতৃবৃন্দ অংশগ্রহণ করছে।

#

শিবলী/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৯০
 
টেলিকম সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে
                             --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের জনগণরে জন্য টেলিকম সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আপসের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না। ইন্টারনেট সহজলভ্য করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। 
মন্ত্রী আজ ঢাকায় স্থানীয় একটি হোটেলে টেলিকম রিপোর্টারদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর আয়োজনে ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সরকারের সর্বশেষ নির্বাচনি ইশতেহারে গ্রাম হবে শহর জানিয়ে মন্ত্রী বলেন, ‘গ্রাম শহর হওয়ার মানে হচ্ছে ডিজিটাল গ্রাম হবে, শহরের সুযোগ সুবিধা গ্রামে থাকবে, ইন্টারনেট গতি শহরে যা হবে গ্রামেও তা করতে হবে। এজন্য বাড়তি কোনো পয়সা দিতে হবে না। ট্রান্সমিশন কোম্পানি এনটিটিএনদের জন্য খরচ বাড়ছে, এই খরচ যেন গ্রাহকের ওপর না ফেলা হয়। ইন্টারনেট সেবায় শুধু অপারেটরদের নয়, এনটিটিএনদেরও ধরতে হবে। যেটুকু অপারেটর ও এনটিটিএনদের ক্ষমতায় আছে তা জনগণকে সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে, কোন রকমের অজুহাত দেওয়া যাবে না।’
মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে দেশে এক হাজার ২০০ জিবিপিএস ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ২০০৮ সালে দেশে ৮ জিবিপিএস ব্রডব্যান্ড ব্যবহার করা হতো। টেলিকম ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রযুক্তিতে পিছিয়ে যাওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। যে বিজনেস প্ল্যান নিয়ে আপনার এগিয়েছেন সে বিজনেস প্ল্যান আগামী ১০ বছর থাকবে না। ৫জি অনেক পরিবর্তন আনবে এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে পরিবর্তন আসবে’। 
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি এম এ হাকিম, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, অ্যামটবের সাবেক সেক্রেটারি টিআইএম নুরুল কবির ও ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
শেফায়েত/মাহমুদ/রফিকুল/এনায়েত/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা 

Handout                                                                                                              Number : 989

Australian High Commissioner calls on Foreign Minister

Dhaka, 12 March 2019 :

            Australian Foreign Minister Senator Marise Payne has congratulated Dr. A K Abdul Momen on his appointment as Foreign Minister of Bangladesh. Australian High Commissioner Julia Niblett handed over the letter of congratulations to Abdul Momen while the High Commissioner paid a courtesy call on Foreign Minister at his office today. 

            Australian High Commissioner described Bangladesh-Australia relationship as warm, longstanding and constructive underpinned by education, energy cooperationand expanding trade and investment ties. Julia Niblett said, Australia highly values cooperation of Bangladesh in addressing shared regional challenges like irregular migration and Rohingya crisis.

Foreign Minister deeply appreciated valuable support of Australia for Bangladesh since its independence. While appreciating Australia's humanitarian assistance for the Rohingyas, Foreign Minister sought Australia’s active role for solution of the Rohingya crisis. Australian High Commissioner said, Australia has taken into account the findings of UN fact finding mission on assessing accountability of crimes committed against the Rohingyas and underlined the importance of cessation of ongoing violence in Myanmar to create a conducive condition of return of the displaced people.

Expressing gratitude to High Commissioner for providing scholarship for students of Bangladesh to study in Australia, Foreign Minister requested to create a joint research mechanism for collaborative research to harness creativity and knowledge. Foreign Minister also requested to review the travel advisory of Australia on Bangladesh to facilitate more business interaction between the two countries.

#

Tohidul/Mahmud/Rafiqul/Rezaul/2019/2044 hours

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৯৮৮
 
১৭ মার্চ ২০২০ থেকে এক বছর মুজিব বর্ষ
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের 
১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে পালনে আওয়ামী লীগের প্রচার সেলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভা থেকে সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব করেন।
‘গত দশ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তাতে সকল সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এমনকি অনেক ক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ জানান, ‘প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গত দশ বছরের উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রকাশনা করবে, আগামী ১৭ মার্চ জাতির পিতার ৯৯তম জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে ও আগামী বছরের (২০২০ সালের) ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। সে উপলক্ষে আমরা দলের পক্ষ থেকে প্রকাশনাসহ নানা কর্মসূচি নিয়েছি।’
#
আকরাম/মাহমুদ/শহীদ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮৭

ডাকসু ভিপি-জিএসসহ সকল নির্বাচিতদের তথ্যমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :

ডাকসু ভিপি-জিএসসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 

মন্ত্রী আজ বিকেলে দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভা থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ নির্বাচিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন।’ 

‘কিন্তু ডাকসুতে ছাত্রদলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তারা হারিয়ে গেছে, আর সব ডান-বাম এক হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাও  ভিপিসহ কয়েকটি পদে জয়লাভের কারণে প্রশ্নকারীদের পরাজয় হয়েছে।’ 

ড. হাছান বলেন, ‘সব নির্বাচনেই কিছু কিছু প্রার্থী বেশি ভোট পায়, অতীতের নির্বাচনের দিকে তাকালে এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখবেন সেখানে কিছু কিছু প্রার্থী সবসময় বেশি ভোট পায়। গতকাল নির্বাচনেও সেই একই ঘটনা ঘটেছে। আমি মনে করি ২৮ বছর পর যে নির্বাচন হয়েছে এটি হচ্ছে ইতিবাচক দিক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল এবং নির্বাচন বর্জন করা নিয়ে কথা বলেছিল দেখা গেল যে, নির্বাচনে তাদের একজন প্রার্থী জয়লাভ করেছে। এখানে যারা নির্বাচিত হয়েছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই।’ 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম এ সময় সাংবাদিকদের ব্যাপক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৯৮৬
 
দেশে ফার্নিচার মেনুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি স্থাপনে আগ্রহী সৌদি প্রতিষ্ঠান  
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
বাংলাদেশের একটি মেগা ফার্নিচার মেনুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের বিখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস (ঊহমরহববৎরহম উরসবহংরড়হং)। এছাড়া প্রতিষ্ঠানটি পেট্রো-কেমিকেল, চিনিসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্পখাতেও বিনিয়োগ করবে। 
সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের প্রেসিডেন্ট মোহাম্মদ এন. হিজি (গড়যধসসবফ ঘ. ঐরললর) এর নেতৃত্বে সৌদি আরবের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে শিল্পসচিব মোঃ আবদুল হালিম,  শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর চেয়ারম্যান মোঃ হাইয়ুল কাইয়ুমসহ সৌদি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।  
বৈঠকে সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের প্রেসিডেন্ট সম্প্রতি বিসিআইসি এবং বিএসইসির সাথে সম্পাদিত  চুক্তি ও সমঝোতা স্মারকের কথা তুলে ধরেন। তিনি এ চুক্তি স্বাক্ষরে সর্বাত্মক সহায়তার জন্য শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশে আরো বড় অংকের সৌদি বিনিয়োগ আসবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি ছাতকে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি লিমিটেড কারখানা এবং জেনারেল  ইলেকট্রিক মেনুফ্যাকচারিং কোম্পানি (জেমকো) এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও পণ্য বহুমুখীকরণে গৃহীত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন।  
শিল্পমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সৌদি বিনিয়োগ প্রস্তাবের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বিনিয়োগের প্রতি খুবই আন্তরিক। এরই ধারাবাহিকতায় সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের সাথে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসইসি ও বিসিআইসি বিনিয়োগের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভুত যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং ভবিষ্যতে সৌদি বিনিয়োগ বাড়াতে শিল্প মন্ত্রণালয় আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। 
#
জলিল/মাহমুদ/শহীদ/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৯৮৫

 
বঙ্গবন্ধু ও বাঙালি জাতির ইতিহাস অবিচ্ছেদ্য 
                    --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী                                                                      
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কেউ বাংলাদেশের নাগরিক হতে পারে না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালির ইতিহাস এক ও অবিচ্ছেদ্য। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দিতে কার্পণ্য করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। 
মন্ত্রী আজ ঢাকায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ ও বাঙালি জাতিসত্তার উত্থান’ বিষয়ক আলোচনা সভা এবং আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক মুক্তির জন্য দেশসেবায় নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকা- এবং সমাজসেবায় অংশ নিয়ে শিক্ষার্থীদের নিজেদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। মন্ত্রী ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্টের নির্বাচন, ৬৬’র ছয়দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’এর নির্বাচনসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের উল্লেখ করে বলেন, যে পাকিস্তানিরা ১৯৫২ সালে ভাষা সৈনিকদের উপর গুলি চালিয়েছিল তারাই এখন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। তিনি বলেন, ২৪ বছরের সংগ্রামের চূড়ান্ত পরিণতির অনিবার্যতায় মার্চ মাস অগ্নিগর্ভ হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণায় প্রদত্ত নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্বে বাঙালি স্বাধীনতা অর্জন করে। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য রামেন্দু মজুমদার প্রমুখ। 
উল্লেখ্য, সারা দেশের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে মোট ১৮টি কলেজের ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কৃত হন।
#
দীপংকর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮৪
 
মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক পুস্তক প্রকাশের ওপর রেলপথ মন্ত্রীর গুরুত্বারোপ
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
 
         রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।  এ জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক পুস্তক প্রকাশের ওপর তিনি গুরুত্বারোপ করেন।  
 
             মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আবুল হোসেন পিস ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা আবুল হোসেন রচিত ‘বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। মন্ত্রী এ সময় বলেন, বর্তমান প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এর বাস্তব ঘটনাপ্রবাহ তুলে ধরে বই প্রকাশ করলে পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।
 
বাংলাদেশের রাজনীতি বইটি দু’টি খ-ে বিভক্ত। ১ম খ- মুক্তিযুদ্ধের ইতিহাস সহ ১৯৭৫ পর্যন্ত এবং ২য় খ- ১৯৭৫ থেকে ২০১৮ পর্যন্ত।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ 
আনিসুজ্জামান। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব মীর মোঃ আসালত।  অনুষ্ঠান 
উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম। 
সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, কেন্দ্রীয় কমিটি।
 
#
 
শরিফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮৩
 
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
 
২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনও খালি রয়েছে। ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিগণ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 
 
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ হতে পরবর্তী প্রাক-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজযাত্রীদের আগামী ২০ মার্চের পূর্বে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রাক-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে ইতঃপূর্বে আহ্বানকৃত সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি অথচ ২০১৯ সালে হজ পালনে আগ্রহী, তাঁদেরকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন, ঢ়ৎঢ়@যধলল.মড়া.নফ; সড়ৎধযধলংবপঃরড়হ@মসধরষ.পড়স ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
 
#
 
আনোয়ার/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৫০  ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮২
 
বাজার তদারকি
৮৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
 
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, গাজীপুর, নেত্রকোণা, মাদারীপুর, রাজশাহী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, ফেনী, ভোলা, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, কক্সবাজার, নওগাঁ, রংপুর, বরিশাল, দিনাজপুর, মাগুরা, গাইবান্ধা, ঝিনাইদহ, বরগুনা ও নোয়াখালীতে গতকাল বাজার তদারকি করা হয়।
 
ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয় কর্তৃক শেরে বাংলা নগর, বনানী ও খিলগাঁও এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বৈশাখী বাংলা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে জম্মানের মাংসের দোকানকে ২ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে প্রাইম সুইটস এন্ড বেকারীকে ১৫ হাজার টাকা, বিক্রমপুর স্টোরকে ১০ হাজার টাকা, মেঘলা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, হোসেন বেকারীকে  ১০ হাজার টাকা ও  সাভার পোড়াবাড়ি সুইটস এন্ড বেকারীকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে বেষ্ট ফার্মাকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭ সাত হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
দেশব্যাপী ৩৩টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
গত ১১ মার্চ ৩৬টি বাজার তদারকির মাধ্যমে ৮৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
 
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। 
 
#
আফরোজা/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯৮১
 
গ্যাসোলিন ইঞ্জিন কার উৎপাদন শিল্প
যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান
 
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
বাংলাদেশে গ্যাসোলিন ইঞ্জিন কার ম্যানুফ্যাকচারিং শিল্পে যৌথ অংশীদারিত্বে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। 
আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর বৈঠক করে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্পসচিব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত সচিব বেগম পরাগসহ শিল্প মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
  সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিল্পখাতের জাপানি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়।  
বৈঠকে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অনেক সুযোগ বিদ্যমান। এ সুযোগ কাজে লাগিয়ে দু’দেশই লাভবান হতে পারে। তিনি বাংলাদেশের শ্রমশক্তির প্রাচুর্যকে শিল্পায়নের একটি বিরাট সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশে তুলনামূলক কম মজুরিতে জনশক্তি পাওয়া যায় উল্লেখ করে তিনি শিল্পায়নের মাধ্যমে এর  সুফল কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য করেন। 
শিল্পমন্ত্রী বাংলাদেশের অটোমোবাইল শিল্পখাতে জাপানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, টয়োটাসহ জাপানি ব্র্যান্ডের গাড়ির প্রতি বাংলাদেশের ক্রেতাদের মধ্যে এক ধরণের আস্থা রয়েছে। জাপানের হোন্ডা কোম্পানি ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসইসি’র সাথে যৌথ বিনিয়োগে হোন্ডা মোটর সাইকেল উৎপাদনের কারখানা গড়ে তুলেছে। তিনি গ্যাসোলিন ইঞ্জিন কারসহ জাপানি ব্র্যান্ডের মোটর গাড়ি, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, চামড়াজাত পণ্য ও কাগজ শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।  
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সব সময় জাপানি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে থাকে। ইতিমধ্যে বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণ, পদ্মা সেতুর প্রাক-সমীক্ষা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্পে জাপান অর্থায়ন করেছে। বাংলাদেশে মোবাইল এক্সেসরিজ শিল্পেও জাপান বিনিয়োগে এগিয়ে আসতে পারে। 
জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গৃহীত উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করেন। তিনি বলেন, এর ফলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের শিল্পখাতের গুণগত মানোন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।  
#
জলিল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৯৮০

স্বাধীনতা পুরস্কার ২০১৯

আরো এক ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন

ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :

          জাতীয় পর্যায়ে  ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ ইতঃপূর্বে মনোনীত ১২ জন বিশিষ্ট ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানের সঙ্গে আরো ১ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে। তিনি হলেন : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম ব্যারিস্টার শওকত আলী খান (মরণোত্তর)।

          মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

#

নাসিমা/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭৯
নৌপথ খননের চ্যালেঞ্জ মোকাবিলা করে জিডিপি’র হার ডাবল ডিজিটে উন্নীত করা হবে
                                                                     - নৌপ্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
ড্রেজিং এর মাধ্যমে নৌপথ সৃষ্টি করা একটি চ্যালেঞ্জের কাজ। ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করার সক্ষমতা আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে জিডিপি’র হার ডাবল ডিজিটে উন্নীত করা হবে। নৌপথ খননে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তরা এগিয়ে আসছে- এটি একটি ভাল দিক। 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ অন ড্রেজিং ঃ অপরচুনিটিজি এন্ড চ্যালেঞ্জেস’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার ও  নৌসচিব মোঃ আবদুস সামাদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ভোলা নাথ দে। 
প্রতিমন্ত্রী বলেন ৭৫ পরবর্তী সরকারগুলো নদী খননে কোন পরিকল্পনা গ্রহণ করেনি, তারা পরিকল্পিতভাবে নৌপথকে ধ্বংস করতে চেয়েছিল। তারা নামকাওয়াস্তে ড্রেজিং করেছে, ড্রেজিং এর নামে তখন দুর্নীতি হয়েছে। 
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, এখন সময় এসেছে দেশের জন্য ভাল কিছু করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বর্তমান সময় ও সুযোগকে কাজে লাগিয়ে দেশ আরো এগিয়ে যাবে। 
ওয়ার্কশপে জানানো হয় যে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৭টি, মোংলা বন্দর কর্তৃপক্ষ দু’টি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি করে মোট ১১টি ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মাধ্যমে ৪৩ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ঘনমিটার ড্রেজিং করা হবে। ২০১৮-১৯ অর্থবছরে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত এক কোটি ৮৭ লাখ ১৪ হাজার ঘনমিটার ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিং বাবদ ২৮৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৪৪৩ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৯৭৮

একনেক সভায় দুই হাজার ছয়শত একান্ন কোটি টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন

ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :  

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় দুই হাজার ছয়শত একান্ন কোটি টাকা ব্যয় সংবলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে। সবগুলো প্রকল্প জিওবি’র অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা-এর সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো : জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'সরকারি কর্মচারি হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ' প্রকল্প, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে 'বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) হতে ভোলা (ইলিশা ফেরীঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ' প্রকল্প, 'শরীয়তপুর (মনোহর বাজার)-ইব্রাহিমপুর ফেরীঘাট পর্যন্ত সড়ক (আর-৮৬০) উন্নয়ন' প্রকল্প এবং 'নীলফামারী-ডোমার (জেড-৫৭০৭) সড়ক ও বোদা-দেবীগঞ্জ (জেড-৫০০৩) সড়ক (নীলফামারী অংশ) এবং ফুলবাড়ী-পাবর্তীপুর (জেড-৫৮৫৭) সড়ক যথাযথ মানে উন্নীতকরণ' প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 'শেখ হাসিনা নকশিপল্লি, জামালপুর (১ম পর্যায়)' প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের 'লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি' প্রকল্প।  

একনেক কমিটি

Todays handout (12).docx Todays handout (12).docx