Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 11/09/15

তথ্যবিবরণী                                                              নম্বর : ২৫৭০

১৬ হাজার পিস ইয়াবাসহ দু’ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড  

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :

    আজ কোস্টগার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাফ নদীতে অভিযান পরিচালনা করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি ডিঙ্গি নৌকাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। 

    আটককৃত ইয়াবার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। আটককৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার বড়ইতলী গ্রামের মৃত কবির হোসেনের পুত্র মোঃ সাবের হোসেন এবং মোঃ সেলিম আহমেদের পুত্র মোঃ হোসেন আহমেদ। 

    আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।    

#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫৬৯

বঙ্গবন্ধু রাজনীতির কবি ছাড়াও মহান রণকৌশলী
                                          -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাঙালি জাতির রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনীতির কবিই নন, রাজনীতির মহান রণকৌশলীও। বাল্যকাল থেকে একনিষ্ঠ রাজনৈতিককর্মী তিনি, হঠাৎ আবির্ভূত কোনো ধূমকেতু নন, রাজনীতির আকাশে তিনি ধ্রুবতারা।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু:দ্বিতীয় খন্ড: ষাটের দশক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রনায়কই তাদের জীবদ্দশায় সববিষয়ে সমাধান দিতে পারেন না। কিন্তু তিনিই ইতিহাসে জায়গা করে নেন, যিনি ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে সঠিক পথনির্দেশ দেন। বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে স্বাধীনতার পথ দেখিয়ে, সাম্প্রদায়িকতার আলখাল্লা ঝেড়ে ফেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালিত্বের পরিচয় দিয়ে বিশ্বরাজনীতির ইতিহাসে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের সাথে স্থান করে নিয়েছেন।

    হাসানুল হক ইনু বলেন, ১৯৬৫'র পাক-ভারত যুদ্ধ, তাসখন্দ চুক্তির সমঝোতা আর তৎকালীন সোভিয়েত-মার্কিন শীতল যুদ্ধাবস্থার মধ্যে বিশ্বরাজনীতি যখন ক্রান্তিকাল পেরুচ্ছিল, এমন সময় অসামান্য নেতৃত্বমেধা দিয়ে মহান রাজনৈতিক রণকৌশলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নিরাপদ-সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রায় সঠিক ইতিহাসচর্চার কোনো বিকল্প নেই। গণতন্ত্রের এ উত্থানে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 

    বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডঃ সাখাওয়াত আলী খান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আলতাফ মাহমুদ, দৈনিক সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন এবং দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য রাখেন। 

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা     

Handout                                                                                                  Number :  2568

 

Commonwealth Secretary General arrives Dhaka today

 

Dhaka, September 11 :

 

Secretary General of Commonwealth Kamalesh Sharma is arriving in Dhaka tonight on a three-day visit.

 

The Secretary General will lead a three member delegation. During the visit, Kamalesh Sharma will meet Prime Minister Sheikh Hasina and Foreign Minister A H Mahmood Ali tomorrow.

 

His visit is to brief the Prime Minister on the forthcoming Commonwealth Heads of Governments Meeting (CHOGM) to be held this year and Commonwealth Bangladesh Cooperation. 

 

#

 

Kamruzzaman/Mizan/Sanjib/Selim/2015/1930 Hrs

Todays handout (2).doc Todays handout (2).doc