Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৯

তথ্যবিবরণী 1/6/2019

তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩২
 
মধুপুরে ভিজিএফের চাল বিতরণ করলেন কৃষিমন্ত্রী
 
টাঙ্গাইল, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) : 
 
ঈদকে সামনে রেখে মধুপুর উপজেলায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী 
ড. মোঃ আব্দুর রাজ্জাক। 
 
মন্ত্রী আজ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের দুস্থ পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র মোঃ মাসুদ পারভেজ ও ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
 
পরে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন মন্ত্রী।
 
#
গিয়াস/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০১৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                          নম্বর : ২১৩১
 
তরুণদের ভাগ্য বদলে কাজ করছে সরকার
                      ---পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) : 
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, তরুণরা অনেক গতিতে কাজ করতে পারে। তরুণদের ভাগ্য বদলে সরকার কাজ করছে।
 
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘তারুণ্যের বাজেট’ শীর্ষক প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, তরুণরা দেশের জন্য অনেক কাজ করতে পারবে। তাই তরুণদের নিয়ে অনেক কিছু করার আছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের দাবিগুলো শান্তিপূর্ণভাবে তুলে ধরো।
 
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ উইমেন চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই)-এর সভাপতি সেলিমা আহমেদ এমপি, সংসদ সদস্য মোজাফফর হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
 
#
শাহেদ/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩০
 
বাংলাদেশি পর্যটকদের অন-এরাইভাল ভিসা দেওয়ার জন্য মরিশাসকে আহ্বান পর্যটন প্রতিমন্ত্রীর
 
পোর্ট লুইস (মরিশাস), ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) : 
 
বাংলাদেশি পর্যটকদের অন-এরাইভাল ভিসা দেওয়ার জন্য মরিশাস সরকারকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। আজ মরিশাসের পর্যটন মন্ত্রী অনিল কুমার গায়ানের সাথে বৈঠককালে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী দু’দেশের মধ্যে পর্যটন উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সকল বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য সকল ক্ষেত্রে সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী এ সময় মরিশাসে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। 
 
বৈঠকে মরিশাসের পর্যটন মন্ত্রী তাঁর দেশ ভ্রমণ করার জন্য প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের পর্যটকদের 
অন-এরাইভাল ভিসা প্রদানের সুযোগসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে মরিশাসের সরকার আন্তরিক। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় তিনি গুরুত্বের সাথে মরিশাসের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।
 
বৈঠকে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ ও মরিশাসের পর্যটন সচিবসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরিশাসে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় ২৪ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদল মরিশাসের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন। 
 
#
তানভীর/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৬৪৭ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon