Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৯

তথ্যবিবরণী - 2/8/2019

তথ্যবিবরণী                          নম্বর : ২৮৫৪
 
মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহর সকল কার্যক্রম চলমান থাকবে
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
 
স্থানীয় সরকার বিভাগ আজ এক আদেশে জানিয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় পুনরাদেশ না  দেওয়া পর্যন্ত  ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে সারাদেশে সরকার গৃহীত সকল কর্মসূচি অব্যাহত থাকবে।
 
এছাড়া মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় কীটনাশক (লার্ভিসাইড ও এডাল্টিসাইড) প্রয়োগ কার্যক্রম চলমান রাখা হবে বলে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে। 
 
#
 
হাসান/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                    নম্বর : ২৮৫৩
 
১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা 
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
 
         বাংলাদেশের আকাশে আজ ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৩ আগস্ট শনিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ১২ আগস্ট  সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
 
          আজ বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
 
 সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার,  ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোঃ আলমগীর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শাহিদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ আশফাকুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামা উপস্থিত ছিলেন। 
 
 
#
শায়লা/মাহমুদ/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২১১৫ ঘণ্টা

Handout                                                                                                                      Number : 2852

Early repartiation of  Rohingya

 

Foreign Minister seeks support from ASEAN Regional Forum Partners

 

Bangkok, 2 August :

            Foreign Minister Dr.  A.K. Abdul Momen sought support and cooperation from ASEAN Regional Forum Partners so that the Rohingyas can return to their homeland in safety and security. Dr. Momen made this appeal today in Bangkok at the 26th ASEAN Regional Forum. The Government of Thailand as the Chair of ASEAN is hosting this year’s ASEAN Regional Forum where Foreign Ministers from 26 countries and High Representative from European Union including USA, UK, Japan, China and India are participating. Bangladesh Foreign Minister mentioned that if the Rohingya crisis remains unresolved for long, it may seriously undermine the security and stability of the entire region. He sought comprehensive engagement of the international community, particularly ASEAN, in the creation of a conducive environment in northern Rakhine State as well as in the repatriation and reintegration process. Foreign Minister Momen stated that Bangladesh is not in a position to bear the burnt for indefinite period and it should be a global responsibility to resolve this issue. At the Forum, Foreign Ministers from Japan, USA, Canada, Australia, South Korea, New Zealand, and Malaysia urged Myanmar to create conducive environment for early repatriation of Rohingya in safety and dignity and they also sought ASEAN’s enhanced engagement in this process. USA, Canada and Malaysia particularly emphasized on ensuring justice and accountability in relation to atrocities committed against Rohingyas.

            At this regional high-level Forum, Dr. Momen embarked on key regional issues including denuclearization of Korean Peninsula, degradation of marine environment, human trafficking, illicit drugs trafficking, cybercrimes, etc. He stressed on the need for sustained peaceful atmosphere in the Korean Peninsula for the continued stability in the Asia-pacific region.

            Dr. Momen also held bilateral meetings with the Foreign Ministers of Canada, India, Sri Lanka and Vietnam on the sidelines of the 26th ASEAN Regional Forum. During the meeting with the Canadian Foreign Minister Chrystia Freeland, Bangladesh Foreign Minister thanked the Government of Canada for its vibrant role and support extended to resolve the Rohingya problem. Dr. Momen urged Canada to continue putting pressure on Myanmar to get back their nationals in safety and security. The Canadian Foreign Minister highly appreciated the act of generosity shown by the by Prime Minister Sheikh Hasina. She stated that Canada is working at the international level for ensuring the repatriation of Rohingyas. She highlighted that getting out of this severe crisis is not only the sole responsibility of Bangladesh rather this is a global responsibility.

            At the meeting with his Sri Lankan counterpart Tilak Marapana, Dr. Momen highlighted the need to inculcate a mindset of tolerance and mutual respect among different communities regardless of their race, color, religion and ethnicity to address violent extremism and terrorism. The two ministers also explored areas of further cooperation in trade, investment and connectivity. Dr. Momen also met with Indian Foreign Minister Subrahmanyam Jaishankar and both the Foreign Ministers discussed issues of mutual concern like trade, investment, connectivity. etc. Dr. Momen sought India’s support for the early repatriation of Rohingya. Jaishankar assured India’s support in this regard.At the bilateral meeting with Vietnamese Deputy Prime Minister and Foreign Minister Pham Binh Minh, Dr. Momen congratulated Vietnam in advance for Vietnam’s taking over ASEAN Chairmanship in 2020 and sought Vietnam’s support for the early repatriation of Rohingya to maintain regional peace, stability and security. Both the Ministers followed up the decisions and MoUs signed during the Vietnamese President’s visit to Bangladesh in 2018 and agreed to continue to ensure speedy implementation of these instruments.

            Bangladesh Ambassador to Thailand Md. Nazmul Quaunine and high officials from Bangladesh, Canada, India, Sri Lanka and Vietnam were present during the above meetings.

 

#

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2019/2041 Hoursতথ্যবিবরণী                               নম্বর : ২৮৫১
 
ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে
                                                 -- শিল্প প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলে প্রয়োজনীয় যন্ত্রপাতি, মশা নিধনের ঔষধ ও জনবল সরবরাহ করে এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে।  
 
শিল্প প্রতিমন্ত্রী আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।
 
শিল্প প্রতিমন্ত্রী কম খরচে আন্তরিকতার সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সেবা করার জন্য চিকিৎসকদের  প্রতি আহ্বান জানান। চিকিৎসকদের উদ্দেশে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্ভব হলে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করান। কিন্তু কারো কাছ থেকে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার জন্য  সরকার নির্ধারিত ফি’র চেয়ে  বাড়তি টাকা আদায় করা যাবে না। 
 
শিল্প প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের সেবা  করার সুযোগ এসেছে উল্লেখ করে  দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয়  জনগণকে সাথে নিয়ে নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা  করতে হবে।  এডিস মশা  ও ডেঙ্গু সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে হবে।
 
ডেঙ্গু মোকাবিলায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গুকে পুরোপুরি পরাজিত করা হবে।     
 
#
 
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৫০
 
কৃষিকে লাভজনক করা হবে
              -- কৃষিমন্ত্রী
 
কুমিল্লা, ১৮ শ্রাবণ (২ আগস্ট): 
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে লাভজনক করা হবে। ইতোমধ্যে চাল রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।  পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধা দেওয়া হবে।
 
আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি, বীজ ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’।
 
মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে কারণেই বাংলাদেশ স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছেন সবুজ বিপ্লবের, কৃষিকে দিয়েছিলেন সর্বোচ্চ গুরুত্ব। বঙ্গবন্ধু বলেছিলেন, কৃষক বাঁচাতে হবে, উৎপাদন বাড়াতে হবে, না হলে বাংলাদেশ বাঁচতে পারবে না। তিনি কৃষি বিষয়ক প্রযুক্তি চর্চায় মেধা আকর্ষণের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর এ যুগান্তকারী পদক্ষেপে দেশের মেধাবী সন্তানরা আগ্রহী হয় কৃষি পেশায়।
 
কৃষিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। কৃষির আধুনিকায়নে গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। কৃষির উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে প্রণোদনা। আগামী দিনে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। কৃষককে লাভবান করা হবে, কোনো ক্রমেই কৃষক এবং কৃষিকে অলাভজনক হতে দেওয়া হবে না।
 
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আালী, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।
 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৮৪৯

ডেঙ্গু সচেতনতা  

চলচ্চিত্র তারকাদের নিয়ে তথ্যমন্ত্রীর অভিযান

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) : 

          'ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশা দমনে সকলের সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতা ও গুজব পরিহারের বিকল্প নেই', বলেছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

 

          'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবে না' স্লোগানকে সামনে রেখে আজ রাজধানীতে  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালকবৃন্দকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা ও মশামুক্তি অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 

          চিকিৎসা সেবাদানকারীদের উদ্দেশে এ সময় মন্ত্রী বলেন, 'আমি চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। গুটিকয়েক প্রতিষ্ঠান যারা এ দুর্যোগকে ব্যবসার হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।'

          গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে ড. হাছান বলেন, 'ডেঙ্গুসহ সকল বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান দেবেন না, প্রতিরোধ করুন, যাচাই করে সত্য তথ্য দিন। প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন।'

          'তারকাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের শিল্পী-কুশলীদের এই অভিযান নিঃসন্দেহে জনমনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করবে, মানুষকে পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করবে', আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। 

          তথ্যসচিব আবদুল মালেক, বিএফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, অতিরিক্ত সচিব মোঃ মিজান উল আলম, চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, দিলারা, অঞ্জনা, আন্না, রিয়াজ, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তানহা, প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক অরুণ সরকার রানাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিপুল সংখ্যক প্রতিনিধি এ অভিযানে অংশ নেন। 

          বিএফডিসি সংশ্লিষ্ট ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সফিউল্লা সফির তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা অভিযানে যোগ দেন। 

          অভিযানের এক পর্যায়ে বিএফডিসি'র সামনের রাস্তা পরিচ্ছন্নতায় মন্ত্রী নিজেই প্রথমে ঝাঁড়ু ও পরে মশার ওষুধ স্প্রে করার ফগার মেশিনও হাতে তুলে নিলে অভিযানের তারকা ও কর্মকর্তাদের মধ্যে প্রাণসঞ্চার হয়।

#

আকরাম/মাহমুদ/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৮১০ ঘণ্টা

তথ্যববিরণী                                                              নম্বর : ২৮৪৮
সারা দশেে ডঙ্গেু পরস্থিতিি
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):     
গত পয়লা জানুয়ারি থেকে ডঙ্গেু জ¦রে আক্রান্ত হয়ে বভিন্নি হাসপাতালে চকিৎিসা শষেে এ র্পযন্ত  সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৪ হাজার ৬শ’ ৩৯ জন। র্বতমানে সারা দশেে বভিন্নি হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে র্ভতি আছনে ৬ হাজার ৫শ’ ৮২ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডঙ্গেু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। স্বাস্থ্য অধদিপ্তররে ইর্মাজন্সেি অপারশেনস সন্টোর ও কন্ট্রোল রুম থকেে প্রাপ্ত প্রতবিদেনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতবিদেনরে তথ্য অনুযায়ী গতকাল সকাল ৮টা থকেে আজ সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বভিন্নি সরকারি হাসপাতালে ৬২৬ জন, বসেরকারি হাসপাতাল ও ক্লনিকিে ৩৭০ জন এবং ঢাকার বাইরে বভিন্নি হাসপাতালে ৬৯১ জন-সহ ডঙ্গেু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬শ’ ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
 
#
 
মাহমুদ/রাহাত/সলেমি/২০১৯/১৭৪৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৮৪৭

বন্যা পরিস্থিতি

সকল নদীর পানি বিপদসীমার নিচে

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :   

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের আজ দুপুর ২টার প্রতিবেদন অনুয়ায়ী দেশের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।  প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৭৬টি স্থানে পানির সমতল হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ১৩টি স্থানে। সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে ।

          প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস : খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা,  রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে ।

          সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ৩৫০ মে. টন চাল, ৪ কোটি ৯১ লাখ
৫০ হাজার টাকা, ১ লাখ ১৭ হাজার কার্টন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৩৫ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে ।

#

কাদের/মাহমুদ/রাহাত/আব্বাস/২০১৯/১৭১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৪৬
বাংলাদেশ স্কাউটস-এর ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম
ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট): 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬টি ওয়ার্ডে ১৩,০৮৫টি বাড়ি পরিদর্শন করে ১,১৩২টি স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪টি ওয়ার্ডে ২৫,৩০৯টি বাড়ি পরিদর্শন করে ১,১৫৮টি স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল পাওয়া গেছে। 
বাংলাদেশ স্কাউটস ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জোন ভিত্তিক আয়োজিত অভিযানের লক্ষ্যে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া যায়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২৮০জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৭৮জন রোগী সনাক্ত করা হয়।  
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস ঢাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসের এ কার্যক্রম পরিচালনা করছে। 
#
আবুল খায়ের/এনায়েত/কুতুব/২০১৯/১১১০ ঘণ্টা  
Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon