Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০১৫

তথ্যবিবরণী 01/08/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১২৬

বাংলাদেশের নাগরিকত্ব লাভকারী ছিটমহলবাসীদের স্পিকারের শুভেচ্ছা

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
    
বাংলাদেশের নাগরিকত্ব লাভকারী বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলগুলোর অধিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

স্পিকার আজ এক শুভেচ্ছাবার্তায় বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের ফলে সেখানে বসবাসরতদের জীবনমানের দ্রুত উন্নয়ন হবে।

ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও ছিটমহলগুলোর অধিবাসীদের অভিনন্দন জানিয়েছেন। 

#

শিবলী/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১২৫

সৌদি আরব সফরে যাচ্ছেন শাহ্রিয়ার আলম

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম এক দ্বিপাক্ষিক সফরে আগামীকাল সৌদি আরব যাচ্ছেন। 
    
    সফরকালে  শাহ্রিয়ার আলম সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানীর (উৎ. ঘরুধৎ নরহ ঙনধরফ গধফধহর) সাথে দু’দেশের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি তিনি জেদ্দাস্থ ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এর প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলী আল -মাাদানী (উৎ. অযসধফ গড়যধসবফ অষর অষ-গধফধহর) এবং ওআইসি সচিবালয়ে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানির (ওুধফ অসববহ গধফধহর ) সাথে বৈঠকে মিলিত হবেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। 

    সরকারি এ সফর শেষে শাহ্রিয়ার আলম আগামী ৬ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন।

#

খালেদা/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৩৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১২৪

খালেদা জিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় ত্রাণমন্ত্রী 
শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ না খেয়ে মারা যাবে না

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ না খেয়ে মারা যাবে না। বন্যাদুর্গত মানুষের জন্য ইতোমধ্যে চাহিদার অতিরিক্ত খাদ্য ও নগদ অর্থ জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে। যারা বলেন সরকার বানভাসী মানুষের জন্য ত্রাণ পাঠায়নি, তাদের জেলা পর্যায়ে খোঁজ নিয়ে সঠিক তথ্য জানার জন্য ত্রাণমন্ত্রী অনুরোধ করেন। 
    মন্ত্রী আজ তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ত্রাণ সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন।
    ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যার্তদের জন্য ১১ হাজার মেট্রিক টন চাল খাদ্য সহায়তা হিসেবে ও নগদ অর্থ সহায়তার জন্য ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছে। মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাবরে এ চাল ও অর্থ ছাড় করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক তাৎক্ষণিকভাবে এ থোক বরাদ্দ থেকে অর্থ ও চাল ছাড় করছে।
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিগত কয়েকদিনে কক্সবাজার জেলার জন্য ৫০০ মেট্রিকটন চাল ও ২০ লাখ টাকা, বান্দরবান জেলার জন্য ২২৫ মেট্রিকটন চাল ও ৫ দশমিক ৫০ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৪৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ ছাড় করেছে। এছাড়াও কুমিল্লা জেলার জন্য ৪০০ মেট্রিকটন চাল ও ৯ লাখ টাকা, নোয়াখালী জেলার জন্য ২০০ মেট্রিকটন চাল ও ৭ লাখ টাকা এবং ফেনী জেলার জন্য ২২৫ মেট্রিকটন চাল ও ৪ দশমিক ৫০ লাখ টাকা,  চাদপুর  জেলার জন্য ১০০ মেট্রিকটন চাল ও ২ লাখ টাকা, লক্ষ্মীপুর জেলার জন্য ১২৫ মেট্রিকটন চাল ও ৩ দশমিক ৫০ লাখ টাকা, ভোলা জেলার জন্য ১২৫ মেট্রিকটন চাল ও ৩ দশমিক ৫০ লাখ টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। অবশিষ্ট ৫৫ জেলার জন্য ৪ হাজার ৮০০ মেট্রিক টন চাল ও ১ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ ছাড় করেছে। সে হিসেবে ৬৪ জেলায় মোট ৭ হাজার ২০০ মেট্রিকটন চাল ও ১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাকী চাল ও অর্থ তাৎক্ষণিক বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মজুত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ে ত্রাণতৎপরতা চালাচ্ছে। অধিদপ্তরের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
    জেলা পর্যায়ে ত্রাণ বিতরণের প্রতিদিনের তথ্য গণমাধ্যমকে ব্রিফ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জেলা প্রশাসকদের অনুরোধ করেন যাতে কোন দল বা গোষ্ঠী বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে। তিনি বলেন, সরকারের জনকল্যাণ পদক্ষেপে ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন দলের নেতারা অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচার পরিহার করে সরকারের পাশাপাশি তাদেরকেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী আহ্বান জানান।

#

ফারুক/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১২৩

মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা জুলাই থেকে ৮ হাজার টাকা 
জানুয়ারি থেকে ১০ হাজার টাকা 

কোটালীপাড়া (গোপালগঞ্জ), ১৭ শ্রাবণ (১ আগস্ট) :

      জুলাই থেকে মাসিক ভাতা ৮ হাজার টাকা  এবং ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ১০ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বয়স নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা সমান ভাতা পাবেন।  

    মন্ত্রী আজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এ মন্তব্য করেন। 

    মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাঁদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।  মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লি তৈরি করা হবে।

    এর আগে টুঙ্গীপাড়ায় মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত ত্রাণসামগ্রী ও অর্থ বিতরণ করেন।

    সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। 

#

মারুফ/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ২১২২

নিরাপদ রক্ত পরিসঞ্চালন সংক্রান্ত সভায় স¦াস্থ্যমন্ত্রীর নির্দেশ

অবিলম্বে সকল লাইসেন্সবিহীন ব্লাডব্যাংক বন্ধ করতে হবে

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অবিলম্বে সকল লাইসেন্সবিহীন ও মানহীন ব্লাডব্যাংক বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কার্যক্রম সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে একথা বলেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত পরিসঞ্চালন প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে, মান বজায় না রেখে রক্ত পরিসঞ্চালন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। লাইসেন্স ছাড়া এ জাতীয় কার্যক্রম মেনে নেয়া যায় না। কিছু কিছু প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া রক্ত নিয়ে ব্যবসা করছে এবং রক্ত পরিসঞ্চালনের কার্যক্রমে কোনো মান বজায় রাখছে না। দ্রুততম সময়ের মধ্যে এ জাতীয় প্রতিষ্ঠান বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দেশে ৯৫টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সরকারি পর্যায়ে ২১৯টি হাসপাতালে সার্বক্ষণিকভাবে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা আছে জানিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সরকার নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করেছে। জনগণকে এসকল কেন্দ্রে গিয়ে রক্ত পরিসঞ্চালনে উদ্বুদ্ধ করার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি এ ধরনের কেন্দ্র সারাদেশের সকল সরকারি হাসপাতালে সম্প্রসারণের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মোহাম্মদ নাসিম বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে এগিয়ে নেয়ার মাধ্যমে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কার্যক্রমকে বেগবান করতে জনসচেতনতা বাড়াতে হবে। নিরাপদ রক্ত পরিসঞ্চালন কার্যক্রমের সার্বিক বিষয়ে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করতে হবে যাতে পেশাদার রক্তদাতার ওপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। নিরাপদ রক্ত পরিসঞ্চালনের কাজে জড়িত মানসম্মত বেসরকারি সংস্থাগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলেও তিনি এসময় জানান।

সভায় জানানো হয়, গত দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষ দল ঢাকাসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে মানহীন ও অবৈধ ১১টি ব্লাডব্যাংক বন্ধ করে দেয়। এ অভিযান অব্যাহত রাখার জন্য মন্ত্রী এসময় নির্দেশ প্রদান করেন।

সভায় আগামীতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সভায় ব্লাড ব্যাংকের লাইসেন্স ফি কমানোসহ রেফারেন্স ল্যাবরেটরি ও ন্যাশনাল ব্লাড সেন্টার স্থাপন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনাল, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ এ বি এম হারুনসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজধানীর বিভিন্ন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বিভাগীয় প্রধানগণ, র‌্যাব প্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সন্ধানীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ সানিউল ইসলাম সভায় দেশের রক্ত পরিসঞ্চালনের সার্বিক চিত্র তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী চানখাঁরপুলে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের জমিতে এবং মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। এতে মহাখালীতে ‘স্বাস্থ্য অঞ্চল’ এবং চানখাঁরপুলে জাতীয় বার্ন ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon