তথ্যবিবরণী নম্বর: ২৬০২
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের যুব ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূত Jurriaan Middelholf আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষ জনশক্তি সৃষ্টি, বিকল্প বিরোধ নিষ্পত্তি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম অসন্তোষ নিরসন, শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন, শ্রম সংস্কার, যুবকদের প্রশিক্ষণ প্রদান এবং আরএমজি সেক্টরের বিকাশ নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, শ্রম বাজারে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কর্মসংস্থান অধিদপ্তর নামে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে। এছাড়া শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সকল (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক) শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
উপদেষ্টা আরো বলেন, শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে। বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রমিক প্রতিনিধি এবং মালিক পক্ষ একযোগে কাজ করছে। এক্ষেত্রে আইএলও, ইউরোপীয় ইউনিয়ন-সহ অন্যান্য উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের বাস্তবসম্মত মতামতকে গুরুত্বারোপ করা হচ্ছে। সকল পক্ষের মতামত অনুযায়ী যুগোপযোগী শ্রম আইন সংশোধন করা হচ্ছে।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Thijs Woudstra, অর্থনীতি এবং প্রাইভেট সেক্টরে উন্নয়ন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি Sara van Hoeve এবং নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির প্রোগ্রাম কোঅর্ডিনেট Erik Parigger উপস্থিত ছিলেন।
#
মালেক/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৬০১
জানুয়ারি মাসব্যাপী তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পরিচালিত মোবাইল কোর্টের পরিসংখ্যান
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা-সহ ডেমরা, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাসের জনবলের সমন্বয়ে এ সকল অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে ২০২৫ সালের জানুয়ারি মাসব্যাপী মোট ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ২৭ জন আসামিকে ১১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
#
শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৬০০
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
আজ ঢাকা জেলার খিলগাও থানাধীন নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২ হাজার ৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এ সময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়।
এছাড়া দুইটি ওয়াশিং প্লান্ট এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘণ্টা প্রতি ১ হাজার ২শ’ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। অভিযানে ২শ’ ফুট পাইপ জব্দ করা হয়।
এছাড়া আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
জোবিঅ-টাংগাইল, আবিবি-চন্দ্রা’র সহযোগিতায় আজ হিজলতলী, কালিয়াকৈর, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ২টি স্পটের মোট ৫০টি আধাপাকা বাড়ি ও ২টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এতে মোট ৪৬টি অবৈধ চুলার বিপরীতে ঘণ্টাপ্রতি ৯৬৬ ঘনফুট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপলাইন ও ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
#
শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৯৯
কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে
-- কৃষি উপদেষ্টা
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে।
উপদেষ্টা আজ রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, কৃষিখাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সকল গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।
সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারেরও প্রচুর অর্থের জোগান দিতে হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশে খাদ্য শস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দামও হ্রাস পেয়েছে।
উপদেষ্টা বলেন, কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখীকরণসহ যাবতীয় তথ্য সংবলিত অ্যাপস ‘খামারি’ চালু করা হচ্ছে। শীঘ্রই সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন কর হবে।
রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে। চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারণ, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।
#
জাকির/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা
Handout Number: 2598
13 thousand 423 kg of Banned Polythene Seized in Anti-Pollution Drive
Dhaka, February 4:
Under the special directive of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment conducted four mobile court operations today in Noakhali, Barguna, Cumilla, and Agargaon, Dhaka, against the production, sale, distribution, and marketing of banned polythene. The operations resulted in seven cases, with fines totaling BDT 40 thousand. Additionally, approximately 13 thousand 423 kg of banned polythene was seized nationwide and shop owners were warned about the legal consequences.
Four mobile court operations were also conducted in Narsingdi, Shariatpur, Narayanganj, and Gazipur against illegal brick kilns. These resulted in three cases, with fines amounting to BDT three lakh. In Shariatpur, the manager of an illegal brick kiln was sentenced to six months of imprisonment, and five brick kilns were shut down. In Gazipur, three brick kilns had their raw bricks destroyed, and fires were extinguished with the help of the fire service.
In Dhaka's Agargaon area, a mobile court was conducted against vehicles emitting excessive black smoke. Four cases were filed, and fines amounting to BDT 10 thousand were collected. Several drivers were also cautioned.
Additionally, four mobile court operations were carried out in Paltan, Shahbagh, Lalbagh, and Agargaon against air pollution caused by construction materials. These resulted in six cases, with fines totaling BDT 21 thousand, and warnings were issued to the owners of the concerned establishments.
The Department of Environment has affirmed that such operations will continue to protect the environment.
#
Dipankar/Paban/Rana/Mosharf/Salim/2025/20.20 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২৫৯৭
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর আজ নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৭টি মামলা দেওয়া হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সারা দেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের এ বিষয়ে সতর্ক করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।
ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
#
দীপংকর/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৯৬
সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী হচ্ছে
--- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ÔConsultative workshop the future of social protection in Bangladesh: Talking stock of key innovationsÕ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতের করণীয় বিষয় ক্যাশ প্লাস-সহ এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা থেকে পরিত্রাণ সম্ভব।
উপদেষ্টা বলেন, মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ রাখতে রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা খুব বয়স্ক আছেন তাদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব আছে। তিনি আরো বলেন, অঙ্গহীন স্বাবলম্বী, দরিদ্র তরুণ যুব ও মহিলা যারা সুস্থ আছেন তাদের সকলকে ভাতাভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি এ বিষয়ে বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এস মুরশিদ আরো বলেন, হাজার হাজার কোটি টাকা অপচয় করা এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে, যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থা করে কাজে লাগানো যায়। সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা। তিনি বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলোর নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। GOB অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে স্কেল-আপ পরিকল্পনাগুলোকে সংহতকরণে ডেটা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা এই সিস্টেমগুলোর কেন্দ্রীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত কর্মশালায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মোঃ আমির উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান-সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
রফিকুল/পবন/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৯৫
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফল করতে মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করতে হবে
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করার মধ্যে নিহিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সফলতা। ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের মনে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরে আনা সম্ভব। যদিও এটা সময় সাপেক্ষ কাজ, তবে সম্ভব। এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতাবৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবান্ধব সেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক।
আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যারসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, অনলাইনে ঘরে বসে যেমন মৌজা ম্যাপ, জমির পর্চা, খতিয়ান পাবেন তেমনিভাবে জমির খাজনাও দিতে পারবেন। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি থাকবে না। ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।
সভায় প্রকল্প পরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সাথে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত ৭ বছর ৯ মাসে মোট ১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৩৮০ টি নামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৩ ভাগ। নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম হতে স¦য়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যারসমূহকে জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে।
সভায় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ মাহবুব হাসান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
গিয়াস/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৯৪
স্বল্পোন্নত দেশ থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি
-বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দক্ষতা ও প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির ৮ম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েট হতে যাচ্ছে। এই গ্র্যাজুয়েশনের কারণে সামনে পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের ওপর বিভিন্ন নিয়ম-কানুন আসতে পারে। এতে দেশের অর্থনীতিতে যে ধাক্কা আসবে তা থেকে পরিত্রাণের নিয়ামক হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। এ কারণে আমাদের দক্ষতার মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করতে হবে । এছাড়া, আর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
শেখ বশিরউদ্দীন আরো বলেন, ২০৩০ সাল পর্যন্ত আমাদের সময় আছে। ২০২৬ সালে এলডিসি থেকে গ্রাজুয়েট করে দেশের ওয়ার্কিং গ্রুপগুলো একসাথে কাজ করলে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ সম্ভব।
সভায় বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন, সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণ করতে হবে। আমরা সমন্বয় ও সহযোগিতা বাড়াতে চাই।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেতু বিভাগ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের প্রশাসক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইপিবি’র ভাইস চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও), সদস্য সচিব এনটিএফসি-সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য বাণিজ্য উদারীকরণের স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত বিধি-বিধান ও কর্মপদ্ধতি পর্যালোচনা করে আমদানি ও রপ্তানি পণ্যের প্রসার ও চলাচল ত্বরান্বিত করা।
#
কামাল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রানা/সুবর্ণা/মোশারফ/আলী/মানসুরা/২০২৫/১৮৪০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২৫৯৩
জাতীয় গ্রন্থাগার দিবসে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“আজ ৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে গণগ্রন্থাগার এক বিশেষ ভূমিকা পালন করে থাকে।
রাষ্ট্রের বিভিন্ন সেক্টরকে সংস্কার করতে গণগ্রন্থাগারের এক বিশেষ ভূমিকা রয়েছে। দেশের গণগ্রন্থাগারগুলোর পাঠকদের একটা বড় অংশ তরুণ পাঠক। গ্রন্থাগার সমাজ তথা দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতি চর্চা ইত্যাদির মাধ্যমে আলোকিত করে। দেশ উন্নয়নের অগ্রযাত্রায় গ্রন্থাগারের সেবাদান কার্যক্রমও উন্নত থেকে উন্নততর হচ্ছে। আমাদের দেশের গ্রন্থাগারসমূহ তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় আন্তর্জাতিক মানের গ্রন্থাগারসমূহের মতো উন্নত এবং সমৃদ্ধ হচ্ছে।
গ্রন্থাগার সামাজিক শিক্ষা আন্দোলনের পথিকৃৎ। জুলাই ২০২৪ এর গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর সঠিক ইতিহাস জানাতে গণগ্রন্থাগারের বিশেষ ভূমিকা রয়েছে। আর এটি নিশ্চিত করার জন্য মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। পাঠাভ্যাস গড়ে তুলতে চাই পর্যাপ্ত পাঠোপকরণ। পাঠোপকরণের মধ্যে অন্যতম হলো বই। একটি মানসম্পন্ন বই পারে মানুষের মনোজগৎ জাগ্রত করতে, বেশি বেশি পড়ার আগ্রহ জাগাতে, পারে পাঠাভ্যাস গড়ে তুলতে। আর এই কাজটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য চাই সমৃদ্ধ গ্রন্থাগার।
নতুন দেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ এর উদ্যাপন পাঠক সমাজসহ গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত সকলকে আরো বেশি উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।
আমি এ দিবসের সাফল্য কামনা করি।”
#
আশরোফা/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/আলী/মানসুরা/২০২৫/৯৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২৫৯২
জাতীয় গ্রন্থাগার দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২১ মাঘ (৪ ফেব্রুয়ারি):
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে বই ও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বই সৃষ্টিশীল চিন্তার বিকাশ ও মনের খোরাক মেটানোর পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। অতীত ইতিহাস ও জ্ঞানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের মাধ্যমে গ্রন্থাগার সর্বকালের সভ্যতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে। গণগ্রন্থাগারে জনসাধারণের অবাধ প্রবেশাধিকার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক অগ্রগতির বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রন্থাগারের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি গ্রন্থাগারকে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে আমি সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানাই।
তথ্যের অফুরন্ত ভাণ্ডার গ্রন্থাগার। পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারকে আরো আকর্ষণীয় ও কর্মপোযোগী করে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে যান্ত্রিকতার রুদ্ধতা থেকে মুক্ত করতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন ইতিবাচক অবদান রাখবে-এ প্রত্যাশা করি।
আমি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ এর সাফল্য কামনা করি।”
#
রাহাত/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/আলী/মানসুরা/২০২৫/৯৪০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
Handout Number: 2591
Bangladesh co-hosts a side event on “Environmental Impact of UN Peace
Operations – from Ambition to Action” at the UN
New York, 4 February:
Bangladesh delegation to the UN along with Missions of Germany, Italy, Republic of Korea and Slovenia co-hosted a side event on “Environmental Impact of UN Peace Operations – from Ambition to Action” on 31 January 2025 at the UN Headquarters in New York.
Moderated by the Permanent Representative of Slovenia, the side event was organized to raise awareness on the issues and discuss the achievements of the UN peace operations in reducing its environmental footprint as well as possible transition to renewable energy options.
Permanent Representative of Bangladesh to the United Nations Ambassador Salahuddin Noman Chowdhury briefed about the contribution of Bangladesh’s peacekeepers in the field. He also called for transforming the peacekeeping missions into more environment friendly entities, adopting innovative approaches, saving biodiversity of the host countries and training of the peacekeepers to supplement the work of Agenda 2030.
Under-Secretary-General for Operational Support Atul Khare and a large number of delegates from member States attended the event.
#
Mission/Tohidul/Sahida/Romzan/Ali/Masum/2025/925 hour