Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০১৬

তথ্যবিবরণী ১৩ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১১

১১৯ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করেছে পিএসসি


ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
    ৩৪তম বিসিএস পরীক্ষায় পদ স¦ল্পতার কারণে ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের নন-ক্যাডার ২য় শ্রেণির পদে নিয়োগ প্রদানের বিষয়ে জারিকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং ২০১৪ সালের ১৬ জুনে জারিকৃত সংশোধিত বিধি অনুসরণে সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১১৯ জনকে সাময়িকভাবে (ঢ়ৎড়ারংরড়হধষষু) সুপারিশ করেছে।
    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রম পরিদর্শক (সাধারণ) পদে ৬৬ জন ও শ্রম পরিদর্শক (স¦াস্থ্য) পদে ২৪ জন; বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার পদে ১ জন, সহকারী প্রটোকল অফিসার পদে ১ জন ও প্রশাসনিক কর্মকর্তা পদে ৩ জন; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার (২য় শ্রেণি)/সমাজকল্যাণ সংগঠক (চিকিৎসা/ইউসিডি)/প্রবেশন অফিসার/উপ-তত্ত্বাবধায়ক/সহকারী তত্ত্বাবধায়ক/সোস্যাল কেইস ওয়ার্কার/উপ-সহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক যুক্ত কেইস ওয়ার্কার পদে ১৩ জন ও হাউজ প্যারেন্ট পদে ৩ জন এবং মৎস্য অধিদপ্তরে কারিগরি সহকারী পদে ৪ জন ও সহকারী হ্যাচারি কর্মকর্তা পদে ৪ জনকে সুপারিশ করা হয়েছে।
    এ সংক্রান্ত তথ্যাদি কমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
নেছার/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২২১০

বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রানত্ম  বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা 
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
    বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রানত্ম বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির একাদশ সভা আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার পুজারী।
    সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎখাত সংক্রানত্ম বিরাজমান বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসময় রামপালে বাসত্মবায়নাধীন মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা ও বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃক রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প বাসত্মবায়নের বিষয়ে আলোচনা হয়।
    সভায় ত্রিপুরা ইন্টারকানেকশনের সফল বাসত্মবায়ন, ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, বহরমপুর- ভেড়ামারা ইন্টারকানেকশনের মাধ্যমে ভারতের পাওয়ার মার্কেট থেকে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অগ্রগতি পর্যালোচনা হয়। 
    স্টিয়ারিং কমিটির সভায় অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যমান বহরমপুর-ভেড়ামারা ইন্টারকানেশনের ক্ষমতা বৃদ্ধি করে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভারত ও বাংলাদেশের মধ্যে আরো ইন্টারকানেকশন স'াপনের সম্ভাব্যতা যাচাই, ভারতের রিলায়েন্স, সাপুরজি পালংজি ও আদানী গ্রম্নপের বাংলাদেশের বিদ্যুৎখাতে বিনিয়োগের প্রসত্মাবনার বর্তমান অবস'াসহ ভারতীয় কর্পোরেট প্রতিষ্ঠানের বাংলাদেশের বিদ্যুৎখাতে অংশগ্রহণ, বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ভারতে বিদ্যুৎ প্রকল্প বাসত্মবায়নের সম্ভাবনা, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির সম্ভাবনা এবং জিএমআর কর্তৃক নেপালে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আমদানি, ভুটানের ১১২৫ মেগাওয়াট কুরী-১ হাইড্রো পাওয়ার প্রজেক্টে বাংলাদেশ, ভারত ও ভুটানের যৌথ বিনিয়োগ ও এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি দক্ষতার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিসত্মারিত পর্যালোচনা হয়।
    সভায় উভয় পক্ষ রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃক বাসত্মবায়নাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল প্রকল্পের কাজের অগ্রগতিতে সনেত্মাষ প্রকাশ করেন এবং বিদ্যুৎখাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
    এর আগে বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রানত্ম বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রম্নপের ১১তম সভা অনুষ্ঠিত হয়। 
    উলেস্নখ্য, গতবছর নভেম্বরে দিলস্নীতে বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রানত্ম বাংলাদেশ-ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রম্নপের ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়।
#
আসলাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২০৯
রাজউকের ফ্ল্যাটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণ সুবিধা

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ফ্ল্যাট কিনলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহজ শর্তে স্বল্পসুদের দীর্ঘমেয়াদি ঋণ দেবে। এ ঋণে সুদের হার হবে শতকরা সাড়ে আট ভাগ। কিস্তিতে ঋণ পরিশোধের মেয়াদ হবে ২৫ বছর। ঋণ প্রদানের জন্য রাজউক, ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত গ্রাহক ও ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। এরপর ফ্ল্যাটের মালিকানা পরিবর্তন করতে হলে ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।
    আজ এ বিষয়ে রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে গণপূূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    এ সময় গণপূর্ত মন্ত্রী বলেন, উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে। এর মধ্যে আট হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছরের ডিসেম্বর মাস থেকে এসব ফ্ল্যাট হস্তান্তর শুরু করা হবে। বেসরকারিভাবে নির্মাণ করা ফ্ল্যাটের চেয়ে এসব ফ্ল্যাটের মূল্য অনেক কম। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। এর মধ্যে অর্ধেক মূল্য সুদমুক্তভাবে চার বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অবশিষ্ট মূল্য ৯ ভাগ সুদে আট বছরে কিস্তিতে পরিশোধ করতে হবে।  
    তিনি বলেন, উত্তরা ১৮ নম্বরে উন্নতমানের স্কুল, খেলার মাঠ, মার্কেট, লেকসহ নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। তা ছাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থাও উত্তম। এখান থেকে মেট্রোরেলে খুব অল্প সময়ের মধ্যেই মতিঝিল বা সচিবালয় এলাকায় যাওয়া যাবে। এসব ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হলে বিপুল সংখ্যক লোকের আবাসন সমস্যার সমাধান হবে।
    উল্লেখ্য, ২১৪ দশমিক ৪৪ একর জমির ওপর উত্তরায় রাজউক এসব ফ্ল্যাট নির্মাণ করছে। এখানে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ জায়গায় সবুজ বেষ্টনী, স্কুল, খেলার মাঠ, মসজিদ, শপিংমল ইত্যাদি গড়ে তোলা হচ্ছে। দৃষ্টিনন্দন লেক ছাড়াও এখানে বেসমেন্ট ও নিচতলায় গাড়ি পার্কিং সুবিধা থাকবে। বর্তমানে রাজউক ৪০টি এবং গণপূর্ত বিভাগ ৩৯টি ভবন নির্মাণ করছে। এছাড়াও পূর্বাচলে ৬০ হাজার এবং ঝিলমিল আবাসিক এলাকায় ১১ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে রাজউক।
#
কিবরিয়া/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২২০৮

পিআইডি টেলিফোন গাইডের জন্য তথ্য আহ্বান

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):

     পিআইডি টেলিফোন গাইডের নতুন সংস্করণ (চওউ ঞবষবঢ়যড়হব এঁরফব ২০১৬) শিগ্‌গিরই প্রকাশ করা হবে। এ উপলড়্গে গুরম্নত্বপূর্ণ সরকারি দপ্তর/প্রতিষ্ঠানসমূহ এবং সংবাদ সংস'া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া হাউজসমূহের হালনাগাদ তথ্য আহ্বান করা হচ্ছে।

    পিআইডি টেলিফোন গাইডে অনত্মর্ভুক্তির জন্য সংশিস্নষ্ট দপ্তর/প্রতিষ্ঠান ও মিডিয়া হাউজসমূহের নাম, ঠিকানা, ফ্যাক্স ও ফোন নম্বর, ই-মেইল ও ওয়েবসাইট ঠিকানা এবং গুরম্নত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তাদের অফিস ও বাসার ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর ৩১ জুলাই ২০১৬ তারিখের মধ্যে তথ্য অধিদফতর, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

    টেলিফোন গাইডটি ইংরেজিতে প্রকাশ করা হবে বিধায় সকল তথ্য ইংরেজিতে প্রেরণ এবং দ্রম্নত কাজের সুবিধার্থে তথ্যাদির হার্ডকপির পাশাপাশি সফ্‌টকপি প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। সফ্‌টকপি সিডির মাধ্যমে অথবা ঢ়রফঃবষবঢ়যড়হবমঁরফব২০১৬@মসধরষ.পড়স <সধরষঃড়:২০১৬@মসধরষ.পড়স> অথবা ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স <সধরষঃড়:চরফফযধশধ@মসধরষ.পড়স> এ ঠিকানায় এবং হার্ডকপি ৯৫৪০৫৫৩, ৯৫৪০০২৬ অথবা ৯৫৪০৯৪২ নম্বর ফ্যাক্সের মাধ্যমে অথবা সরাসরি  প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

    যোগাযোগ: মো. মিজানুর রহমান, সিনিয়র তথ্য অফিসার (প্রটোকল), মোবাইল: ০১৫৫২৩১৭৪৯৪ এবং অনসূয়া বড়-য়া, সিনিয়র  তথ্য অফিসার (মিডিয়া সেন্টার), মোবাইল: ০১৭১৫৬৭৬২৫৯।


#

মিজানুর/আফরাজ/গিয়াস/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২০৬
সংসদ ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকা, ২৯শে আষাঢ় (১৩ই জুলাই) :

জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। আজ তিনি ঘুরেঘুরে পুরো সংসদ ভবন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংসদভবনে অননুমোদিত কোনো ব্যক্তি বা গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। ভিভিআইপিগণের প্রবেশপথে (গলফ-৮) নিরাপত্তাকর্মীর সংখ্যা আরো বৃদ্ধি করার নির্দেশ দেন ডেপুটি স্পিকার। সকল চেকপোস্টের প্রবেশপথের গতিরোধক বাঁশকলগুলোকে ইলেক্ট্রিক করার পরামর্শও দেন তিনি।
নিরাপত্তাকর্মীদের জন্য পর্যাপ্ত বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট সরবারহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের খোঁজখবর নেন। এসময় জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুল রব হাওলাদার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
স্বপন/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২০৭
                            ভেজালের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না
                                                                                    -খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৯শে আষাঢ় (১৩ই জুলাই):
    খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেজালযুক্ত খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খাদ্যপণ্য সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত হচ্ছে কিনা তা প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে।
    মন্ত্রী আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ঃ খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    তিনি বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে তিনি ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজাল খাদ্যের বিষয়ে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। যারা জনগণকে ভেজাল খাওয়ায় তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, দেশের জনগণকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বমানের খাদ্য নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর ।
    বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা বলেন, খাদ্যে ভেজাল দেবার মূল উদ্দেশ্য হলো অন্যায়ভাবে মুনাফা অর্জন করা। আর এর শিকার হচ্ছে সাধারণ জনগণ। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হবার অগ্রযাত্রা ব্যাহত হবে যদি জনগণের স্বাস্থ্য ভাল না থাকে।
    ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারমানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ভোক্তাগণ উপস্থিত ছিলেন।  

                                              #
সুমন/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২০৪
              কলেজসমূহের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা
ঢাকা, ২৯শে আষাঢ় (১৩ই জুলাই):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হারুন-অর-রশিদ দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কতিপয় করণীয় ও নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনাসমূহ   হল :
    শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা গ্রহণ করতে হবে এবং যেসব কলেজে আবাসিক হোস্টেল রয়েছে, সেসব হোস্টেলে শিক্ষার্থীদের দৈনিক হাজিরা নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের নজরদারি বৃদ্ধি করার জন্যও এ নির্দেশনায় উল্লিখিত হয়েছে। গরহাজির শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের অভিভাবকদের কাছে প্রেরণ করতে হবে। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকা- ও অন্যান্য সহপাঠ কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত করার জন্যও কলেজসমূহের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
    উল্লিখিত ব্যবস্থা নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবহিত করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহ হতে এসব পদক্ষেপের বাস্তবায়ন মনিটরিং করে এবং অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ বিষয়টির বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টিম প্রেরণ করা হবে।

                                               #
ফায়জুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২০২
শনিবার সরকারি অফিস খোলা

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :

শনিবার ১৬ জুলাই কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে। উল্লেখ্য, সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।
                     #
আলমগীর/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১২০০ ঘণ্টা

Todays handout (7).doc Todays handout (7).doc