Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০১৭

বেসরকারি নিউজ ৬ মে ২০১৭

বেসরকারি                                                                                        নম্বর : ০৭

ভিশন ২০৩০ জামাত-বিএনপি জোটের নতুন ধাপ্পাবাজী
                                               -- খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
    খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেছেন, ভিশন ২০৩০ জামাত-বিএনপি জোটের একটা নতুন ধাপ্পাবাজী।  তাদের ক্ষমতায় থাকার দিনগুলোর কথা এদেশের মানুষ ভোলে নাই। সেই দুর্বিষহ দিনে এদেশের মানুষ আর ফিরে যেতে চায় না।
    আজ জাতীয় প্রেস ক্লাবে শহিদ আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, ২০১৮ সালের শেষে বা ২০১৯ সালে বর্তমান সরকারের অধীনেই সাংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোন তোষামোদী করা হবে না।  
    জঙ্গিবাদের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, জামাত-বিএনপি জোট আবার গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।  কিন্তু কোন অবস্থাতেই তাদের এসব ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।  
    তিনি বলেন, ২০০১-২০০৬ পর্যন্ত জামাত-বিএনপি জোটের সময় রাজনীতিবিদসহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদ আহসান উল্লাহ মাস্টার। যিনি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে উঠে এসেছিলেন। অহসান উল্লাহ মাস্টার শ্রমিক নেতা হিসেবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়।  
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আখতারুজ্জামান, যুবলীগ নেতা এম এ করিম।

#

সুমন/রেজাউল/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

Unofficial news.docx Unofficial news.docx