Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৯

তথ্যবিবরণী 29/5/2019

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১১০
 
মাদক মামলায় জব্দকৃত আলামতের এপ্রিল মাসের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
 
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মামলায় চলতি বছরের মার্চ মাসে মোট ৩৬৯টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ২৯৯টি, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৫৭টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা  শেষে ২০২টি, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০৬টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১৫৭টি এবং খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৪৭টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১১৭টি পজিটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
 
এছাড়া, বাংলাদেশ পুলিশ এপ্রিল মাসে মোট ৩ হাজার ৪শ’ ১৯টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ৩ হাজার ১শ’ ৫৯টি, বাংলাদেশ রেলওয়ে পুলিশ মোট ২৪টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১৪টি এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও অন্যান্য সংস্থা (সিআইডি) এপ্রিল মাসে মোট ১৩টি জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষা শেষে ১০টির পজিটিভ রিপোর্ট প্রকাশ করেছে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
 
#
 
দুলাল/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৮/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২১০৯
 
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ’র অভিযান
৬০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬২ লাখ টাকার পণ্য নিলাম
 
নারায়ণগঞ্জ, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : 
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন বালুয়াকান্দি, তেতুলতলা, রায়পাড়া ও মুন্সিগঞ্জের গজারিয়া  এলাকায়  তিনটি পাকা ভবন, দু’টি সেমি পাকা ভবন, একটি ডকইয়ার্ড,  দু’টি পাকা ওয়াল,  সাতটি টিনের শেডসহ মোট ১৫টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং শূন্য দশমিক পাঁচ একর তীর ভূমি অবমুক্ত করেছে। এছাড়া ২৫ লাখ ৯২ হাজার টাকার পণ্য নিলাম করেছে। 
 
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৬ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত ২০ কার্যদিবসে ৬০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৭ দশমিক ৬ একর তীর ভূমি অবমুক্ত, ৬২ লাখ টাকার পণ্য নিলাম এবং এক কোটি এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে।
 
  নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২১০৮ 
 
ভিয়েনায় ইউএনওডিসি’র মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক
মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও দুর্নীতি দমনে সহযোগিতার আশ্বাস 
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন বিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি। বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি-কে।
আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি’র মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক আলোচনায় এ আশ্বাস দেওয়া হয়। 
ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (ইউএনসিএসি) এর বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।  ২৭ - ২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলবে। 
বৈঠকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর প্রমুখ বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নেন।
#
 
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ২১০৭
 
ঈদ উপলক্ষে সংবাদপত্র অফিসে বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের অনুরোধ
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রের সাংবাদিক-কর্মচারীদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম। 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের নির্দেশনা অনুসারে আজ ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম একটি সভা করে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মজুরি বোর্ড বাস্তবায়নকারী সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি পবিত্র ঈদুল ফিতরের পূর্বে পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়।
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ২১০৬
 
দেশের সব বিভাগেই ক্যান্সার-কিডনি হাসপাতাল হবে
                                         -- স্বাস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বর্তমানে অসংক্রামক রোগের প্রকোপ আকার ধারণ করছে। ক্যান্সার, কিডনি, সিরোসিস, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে বছরে মোট মৃত্যুর ৬০ শতাংশ মানুষ মারা যাচ্ছে। দেশের মাত্র ৩ শতাংশ মানুষ রিস্ক ফ্যাক্টরের বাইরে রয়েছে। দেশের মানুষের ৯০ শতাংশ কখনই কোলেস্টেরল পরীক্ষা করে না। এর ফলে মানুষের স্ট্রোক, হার্ট ব্লক, ডায়াবেটিস ও কিডনি কখন বিকল হয়ে যাচ্ছে তা বুঝতেও পারছে না। ৭০ শতাংশ লোক আছে তারা কখনই রক্ত পরীক্ষা করায় না। দেশের মানুষ দিনে যে পরিমাণ ফলমূল, শাক-সবজি খাওয়ার কথা তার মাত্র ২০ শতাংশ গ্রহণ করে। মানুষ শাক-সবজি খায় না, রক্ত পরীক্ষা করায় না, নিয়মিত ব্যায়ামও করে না। এর ফলে দেশে বর্তমানে অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবায় সজাগ রয়েছে। তাই ক্যান্সার-কিডনি রোগের দেশজোড়া প্রকোপ এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার-কিডনি হাসপাতাল নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই আট বিভাগে আটটি ক্যান্সার-কিডনি হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হবে।’
 
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) আয়োজিত ‘অসংক্রামক রোগের ঝুঁকিসমূহের ব্যাপ্তি নিরূপণ জরিপ ২০১৮-ঝঞঊচঝ এর ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
 
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নিপসম-এর পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
#
 
মাইদুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১০৫
সুবীর নন্দীর স্মরণ সভায় তথ্যমন্ত্রী
জঙ্গিমুক্ত সমাজের জন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা
 ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : 
জঙ্গিমুক্ত সুস্থ মননশীল সমাজ গড়তে সংস্কৃতিচর্চাকে দেশের সর্বত্র আরো বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
আজ দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। তিনি এ সময় বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘সুবীর নন্দী তার সুললিত কণ্ঠঝরা সংগীতের মধ্যেই বেঁচে থাকবেন। এ দেশের মানুষ তার সহ¯্র সহস্র গান কখনো ভুলবে না।’ 
ড. হাছান বলেন, ‘আমাদের দেশে তরুণ সমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে এবং অনেকেই নানাভাবে জঙ্গি মতাদর্শে প্ররোচিত হচ্ছে। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সংগীত ও সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। আমাদের দেশে আগে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক চর্চা হতো, নানা সাংস্কৃতিক সংগঠন ছিল, কিন্তু এখন সেগুলো নেই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে আমাদের সংস্কৃতিকে লালন করার চেষ্টা করছে। সকল সাংস্কৃতিক সংগঠনকে সমগ্র দেশে সাংস্কৃতিক চর্চাকে ছড়িয়ে দেয়ার জন্য আমি অনুরোধ জানাই।’  
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত সংগীতপ্রিয় একজন মানুষ ছিলেন। আমাদের প্রধানমন্ত্রীও অত্যন্ত সংস্কৃতিমনা একজন মানুষ। তিনি তার পরিবারে সংস্কৃতিচর্চা করেন। কামাল ভাই সেতার বাজাতেন। এমন একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন বলেই আমরা নির্বিঘেœ বাংলাদেশে সাংস্কৃতিক চর্চা, সংগীত চর্চা করতে পারি। সেটি আমাদের তরুণ সমাজকে পরিশোধিত করতে, জঙ্গিত্বের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 
শিল্পী সহায়তায় শেখ হাসিনার সরকার অগ্রণী উল্লেখ করে মন্ত্রী বলেন,  ‘সরকার দুস্থ শিল্পীদের সহায়তা করার জন্য তহবিল গঠন করেছে এবং যখনই কোনো বরেণ্য শিল্পী অসুস্থ হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। আমাদের সুবীর নন্দী, এটিএম শামসুজ্জামানসহ সবার জন্যই এগিয়ে এসেছেন।’
মন্ত্রী এ সময় উন্নয়ন কাজের প্রশংসা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্র হয়। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চেয়েছেন, তখন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। তখন কিছু পত্রপত্রিকায় অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছিল সরকারকে বেকায়দায় ফেলার জন্য। ছবি জাল করে সংবাদ পরিবেশন করা হয়েছিল কাপড়ের অভাবে জাল পরেছে অথচ জালের দাম কাপড়ের চেয়ে বেশি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আনএডিটেড বা অসম্পাদিত প্লাটফরম। সংবাদ মাধ্যমে তো এডিটর আছে, সাধারণত কয়েক দফা এডিট করা হয়। কিন্তু সামাজিক মাধ্যমে যে কেউ যেভাবে ইচ্ছা, সেভাবে তার মতামত-বক্তব্য দিচ্ছে এবং সেগুলো কখনো সমাজে অস্থিরতা তৈরি করছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে এবং সে কারণে অনেক সময় সরকারও অহেতুক সমালোচনার সম্মুখীন হচ্ছে।’ 
‘কৃষক শস্যের ন্যায্যমূল্য পেতে শুরু করেছে’ উল্লেখ করে মন্ত্রী ড. হাছান বলেন, ‘সরকার ইতোমধ্যেই চাল রপ্তানি করার ব্যবস্থা গ্রহণ করেছে। যারা রপ্তানি করতে চায় তাদেরকে আহ্বান করা হয়েছে এবং আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। কৃষকও ধানের ন্যায্যমূল্য পেতে শুরু করেছে। এক সপ্তাহের অস্থিরতা ছিল, সেটি নিয়েই বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। আর যারা সেøাগান দিতেন শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে ৩ কেজি চালের সমান, সেই মজুরি শেখ হাসিনা ১২ থেকে ১৫ কেজিতে নিয়ে যাবার পরও তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, সমালোচনাও করে। আমরা সমালোচনা চাই, কিন্তু তা যেন অন্ধ না হয় এবং রাষ্ট্র যে অনেক দূর এগিয়ে গেছে সেটির জন্য প্রশংসা করবেন। যে কাজগুলো অন্য সরকার এমনকি অন্য দেশও করতে পারেনি, সেগুলো শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিন, প্রশংসা করুন, বিভ্রান্তিকর কোনো তথ্য সংবাদ আকারে ছড়ানো থেকে বিরত থাকুন।’ 
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রখ্যাত অভিনেত্রী সারাহ্ বেগম কবরীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, এডভোকেট বলরাম পোদ্দার ও প্রখ্যাত সংগীত শিল্পী মোঃ রফিকুল আলম সভায় বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ২১০৪
 
বিবেকের কাছে জবাবদিহিতা না থাকলে কোনো বাধ্যবাধকতাই কাজে আসে না
                                                                -- মোস্তাফা জব্বার 
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : 
 
ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মানুষের প্রথম বিচারক হচ্ছে তার বিবেক। একজন মানুষ যদি তার নিজেকে নিজের কাছে সৎ বলে দাবি করতে না পারে তাহলে সে মানসিকভাবে সুখী হতে পারে না। বিবেকের কাছে যথাযথ জবাবদিহি করতে না পারলে কোনো বাধ্যবাধকতাই কাজে আসে না। 
 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল ক্ষেত্রে  শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক  কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী একজন সরকারি চাকুরিজীবীর শুদ্ধাচার পালনের আবশ্যকতা তুলে ধরে বলেন, ‘আমরা যারা সরকারি টাকায় জীবন যাপন করি, মনে রাখতে হবে সাধারণ মানুষের টাকায় আমাদের শরীরের প্রতিটি কোষ তৈরি হচ্ছে। সাধারণ মানুষকে ঠকানোর পথ থেকে  সরে আসলে মানসিক সুখ পাওয়া যাবে, যে সুখ পৃথিবীর কোনো সম্পদ দিয়ে অর্জন করা সম্ভব নয়। আমাদের দেশ সীমিত সম্পদের। জনগণের সম্পদ জনগণের কল্যাণে কাজ করার বিকল্প নেই। নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে অগ্রগতির অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হবে।’
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অুনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সকল সংস্থা, অধিদপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
 
এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল ক্ষেত্রে শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী  কর্মশালার উদ্বোধন  করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, নৈতিকতা অনুসরণ করলে সমাজ এগিয়ে যাবে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। নৈতিকতা প্রতিষ্ঠিত করতে শুদ্ধাচারের পক্ষে জনমত তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
#
 
শেফায়েত/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ২১০৩
দুর্ঘটনামুক্ত পরিবেশে সবাইকে নিয়ে আনন্দে ঈদ কাটাতে চাই
                                      --- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
গোয়ালন্দ (রাজবাড়ী), ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
‘বিগত ঈদগুলোতে যাত্রী সাধারণের নির্বিঘেœ চলাচলের জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল তার ধারাবাহিকতায় এবারের ঈদেও যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ঈদে কোনো ধরনের দুর্ঘটনা দেখতে চাই না, সারাদেশের মানুষকে নিয়ে আনন্দে ঈদ কাটাতে চাই।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন। 
এর আগে প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ম-ল বক্তব্য রাখেন।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৬৫৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ২১০২
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
 
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৯ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েব সাইট িি.িৎঃযফ.মড়া.নফ  - এ প্রকাশ করা হয়েছে।
মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ঠিকানায় শীঘ্রই পত্র প্রেরণ করা হবে।
#
 
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৬৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১০১ 
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের কর্মসূচি
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৯ জুন ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উদ্যাপন করা হবে। এ বছর বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের মূল প্রতিপাদ্য ‘অপপৎবফরঃধঃরড়হ: অফফরহম ঠধষঁব ঃড় ঝঁঢ়ঢ়ষু ঈযধরহং,’ বাংলায় এর ভাবার্থ দাঁড়ায়, ‘অ্যাক্রেডিটেশন: সাপ্লাই চেইনে মূল্য সংযোজন করে’। 
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দিবসটি উদ্যাপন উপলক্ষে ঐদিন সকাল ১১ টায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে অ্যাক্রেডিটেশন বিষয়ে জনগণকে সচেতন করবে।
অ্যাক্রেডিটেশন হচ্ছে, পণ্য ও সেবার গুণগত মানসনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। কোনো শিল্পপণ্য ও সেবা অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য অ্যাক্রেডিটেশন সনদের প্রয়োজন না হলেও  আন্তর্জাতিক বাজারে তা রপ্তানির ক্ষেত্রে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির টেস্টিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে পণ্য রপ্তানিতে কারিগরি প্রতিবন্ধকতা মোকাবেলায় বিএবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। 
বিএবি প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সরকারি পরীক্ষাগারসহ দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। বর্তমান সরকারের মেগা প্রকল্প পদ্মা সেতুতে নির্মাণ সামগ্রীর গুণগতমান পরীক্ষাকারী বাংলাদেশ সেনাবাহিনীর টেস্টিং ল্যাবরেটরি এবং রূপপুর পরমাণু প্রকল্পের ম্যাক্স ইনফ্রাস্টাকচার ল্যাবরেটরিও বিএবি’র অ্যাক্রেডিটেশন লাভ করেছে। এছাড়া, বিএবি প্রতিষ্ঠার ফলে বর্তমানে দেশিয় পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা অল্প সময়ে ও কমখরচে সহজেই দেশ থেকে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির সনদ নিতে পারছেন। 
#
 
জলিল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১২৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১০০ 
সৈয়দ আবু জাফরের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফরের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গভীর শোকপ্রকাশ করেছেন। 
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  
#
 
কামাল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪১৩ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৯৯ 
ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে
                                             -নৌপ্রতিমন্ত্রী
পাটুরিয়া (মানিকগঞ্জ), ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসি ১৯ টি ফেরি প্রস্তুত রেখেছে। এর মধ্যে ১০ টি রো রো, একটি  কে  টাইপ, একটা মিডিয়াম এবং সাতটি ইউটিলিটি ফেরি। আরো একটি রো রো ফেরি দু একদিনের মধ্যে ফেরিবহরে যুক্ত হবে। চারটি ঘাটের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে এসব তথ্য জানান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবধরণের প্রস্তুতি রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীসেবা নিশ্চিত করা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীসেবা বাধাগ্রস্তকারি চক্রদের আইন শৃংখলাবাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, শত প্রতিকুলতার মাঝেও ভালভাবে যাত্রী পারাপার সম্ভব হবে। যাত্রীসেবা বাড়াতে বিআইডব্লিউটিসি ৩৫ টি জলযান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আরিচা- নগরবাড়ী ঐতিহাসিক ফেরিরুটটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ রুটে শুধু যাত্রী ও মালামাল পরিবহন হবেনা, এটি দৃষ্টিনন্দনও হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
 
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৯৮
মধ্যপন্থা ও উদারতা ইসলামের আদর্শ
                          -ধর্ম প্রতিমন্ত্রী
 
মক্কা আল মোকাররমা, (সৌদি আরব) ২৯ মে :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোন স্থান ইসলামে নেই। আল্লাহতাআলা পবিত্র কোরআনে মুসলমানদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাহকে সজাগ থাকতে হবে।
প্রতিমন্ত্রী ২৮ মে মক্কা আল মোকাররমায় মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত পবিত্র কোরআন ও সুন্নার আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।
মক্কা শরীফে অনুষ্ঠেয় তিনদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ পৃথিবীর ৫১ টি দেশের প্রতিনিধগণ অংশগ্রহণ করছেন। প্রতিনিধিগণের মধ্যে বিভিন্ন দেশের ধর্ম, ওয়াকফ ও হজ বিষয়ক মন্ত্রী, গ্রান্ড মুফতি, বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, শিক্ষক, লেখক, গবেষকগণ রয়েছেন। বাংলাদেশ থেকে ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, শোলাকিয়া ঈদগাহ জামাতের খতীব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদসহ ইসলামি চিন্তাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইসলাম বাংলাদেশের রাষ্টধর্ম। তবে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীগণ নিজ নিজ ধর্ম পালনে সমান অধিকার ভোগ করছে। মদিনা রাষ্ট্রের আদর্শ ধারন করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সারাবিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইসলামের মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ বর্তমান বিশ্বের অত্যন্ত কাঙ্খিত বিষয়। বাংলাদেশ সরকার ইসলামের এই মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ প্রচার ও অনুসরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
 
#
 
আনোয়ার/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/৯.৫৩ ঘণ্টা 
 
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon