Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০১৬

তথ্যবিবরণী ০৪/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৭৩৮ 

নারী শ্রমিকদের সঞ্চিত অর্থ বিতরণকালে ভূমিমন্ত্রী
কর্মড়্গেত্রে নারীদের প্রতি সম্মানজনক আচরণের আহ্বান

ঈশ্বরদী (পাবনা), ২১ ফাল্গুন (৪ মার্চ) : 

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে পলিস্ন কর্মসংস'ান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় মহিলা শ্রমিকের কাজের মজুরির অতিরিক্ত সঞ্চিত টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, দেশের আর্থিক অবস'ার উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। তিনি নারীদের সেলাই মেশিন, দুগ্ধজাত গরম্ন-ছাগল পালন, মুদি দোকান চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় সারাদেশের গ্রামীণ দুঃস' পরিবারের নারী শ্রমিকদের পলিস্ন কর্মসংস'ান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে অনত্মর্ভুক্ত করেছে। যৌতুক দিয়ে মেয়েদের বিয়ে না দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭০ জন মহিলা শ্রমিককে ২ বছরের কাজের মজুরির অতিরিক্ত সঞ্চিত ৩৭ হাজার টাকার চেক ও সনদ বিতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী রম্নমেল হায়দার এবং উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৭৩৭

২৪শ’ কেজি অবৈধ জাটকা আটক করেছে কোস্ট গার্ড 

ঢাকা, ২১ ফাল্গুন (৪ মার্চ) : 

    ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে আজ নারায়ণগঞ্জ জেলার কোস্ট গার্ড পাগলা স্টেশনের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীতে ‘এম ভি মাহিন রিফাত-১’  যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস'ায় প্রায় ২ হাজার ৪শ’ কিলোগ্রাম অবৈধ জাটকা আটক করেছে, যার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

    আটককৃত জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস'দের মাঝে বিতরণ করেন। 

#

মারম্নফ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৭৩৬

ধর্ম সচিবের সাথে ইফা কর্মকর্তাদের মতবিনিময়

ঢাকা, ২১ ফাল্গুন (৪ মার্চ) : 

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল আজ ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

    মতবিনিময় সভায় সচিব বলেন, নৈতিক সমাজ গঠন এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করার লড়্গ্যে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিড়্গা, দ্বীনী দাওয়াত ও প্রকাশনার মাধ্যমে ভূমিকা পালন করছে। তিনি মসজিদভিত্তিক গণশিড়্গা কার্যক্রম ও মসজিদ পাঠাগার প্রকল্প দু’টিকে স'ায়ী কাঠামো প্রদানের ওপর গুরম্নত্বারোপ করেন।

    ধর্মসচিব ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি হজ ব্যবস'াপনা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিড়্গা কার্যক্রম প্রকল্পের পরিচালক  হাসান জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. বোরহান উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, সমন্বয় বিভাগের পরিচালক মুহাম্মদ তাহের হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ বক্তৃতা করেন।
     
#

নিজাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৩৫

জাটকা নিধন রোধে অবৈধজাল সরবরাহকারীদের 
কঠোরহসেত্ম দমনের ঘোষণা মৎস্যমন্ত্রীর

রামগতি (লড়্গ্মীপুর), ২১ ফাল্গুন (৪ মার্চ) : 

    জাটকা সংরড়্গণ সপ্তাহ-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ইলিশের জাটকা নিধন রোধে অবৈধজাল প্রসত্মুত ও সরবরাহকারীদের বিরম্নদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন,  কারেন্টজাল, বেহুন্দিজালসহ অবৈধজালের গডফাদারদের ছাড় দেয়া হবে না এবং তাদের কঠোর হসেত্ম দমন করা হবে।  
 
    মন্ত্রী গতকাল বৃহস্পতিবার লড়্গ্মীপুর জেলার রামগতি উপজেলায় ২-৮ মার্চ পর্যনত্ম ‘সপ্তাহব্যাপী জাটকা নিধন রোধ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

    মন্ত্রী জাটকা ইলিশ নিধন বন্ধে সরকারের বিভিন্ন কর্মসূচির উলেস্নখ করে বলেন, প্রতিবছর ৪ থেকে ১৮ জানুয়ারি পর্যনত্ম মা-ইলিশ সংরড়্গণ এবং নভেম্বর  থেকে জুন পর্যনত্ম জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে বেকার জেলেদের বিকল্প আয়ের ব্যবস'াকরণসহ তাদের মাথাপিছু ৪০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, যা ৮০ কেজিতে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের ৪র্থ স'ান অর্জনের সব কৃতিত্বই মৎস্যজীবী জেলেদের একথা উলেস্নখ করে তিনি জাটকামাছ নিধন বন্ধে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। 

    মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকদুসুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. আবদুলস্নাহ, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যড়্গ আব্দুল ওয়াহেদ, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ফণী ভূষণ মালো এবং ড়্গুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আনোয়ার সিকদার বক্তৃতা করেন।  

    পরে মন্ত্রীর নেতৃত্বে মেঘনা নদীতে ব্যানার-ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য নৌর‌্যালি নদী প্রদড়্গিণ করে। শতাধিক ট্রলার, স্পিডবোট ও নৌকা এতে অংশ নেয়।    
 
#

শাহ আলম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৩৪
ভারতের লোকসভার স্পিকারের সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর সাড়্গাৎ
নয়াদিলিস্ন (ভারত), ৪ মার্চ : 
    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সাথে তাঁর লোকসভা কার্যালয়ে সাড়্গাৎ করেন।
    সাড়্গাৎকালে তাঁরা ভারতীয় মহিলা আইন প্রণেতাদের জাতীয় সম্মেলন, সিপিএ ইয়ুথ রোড শো, বাংলাদেশে আসন্ন সিপিএ সম্মেলন, সম্প্রতি অনুষ্ঠিত দড়্গিণ এশীয় স্পিকার্স সম্মেলন, ভারত বাংলাদেশের মধ্যে বাসত্মবায়িত স'ল সীমানত্ম চুক্তি সম্পাদনে ভারতের লোকসভা ও রাজ্যসভার  ভূমিকা এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
    বাংলাদেশের স্পিকার বলেন, ভারতের উভয়কড়্গের মহিলা সংসদ সদস্যদের জাতীয় সম্মেলনের আয়োজন একটি অনন্য উদ্যোগ। এ সম্মেলনের মাধ্যমে ভারতের মহিলা আইন প্রণেতাগণ সুশাসন প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও নারীর ড়্গমতায়নে আরো অবদান রাখতে সড়্গম হবেন। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে এ সম্মেলন বিশেষ গুরম্নত্ব বহন করছে বলে তিনি উলেস্নখ করেন।
    স্পিকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এবছর কমনওয়েলথ দিবস উপলড়্গে তরম্নণ সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে শিড়্গিত ও সচেতন করতে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ কর্মসূচি হাতে নিয়েছে। ২ মার্চ বাংলাদেশ থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এবং এটি পর্যায়ক্রমে কমনওয়েলথভুক্ত সকল দেশে চলবে।
    ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেন, সিপিএ ইয়ুথ রোড শো  সংসদীয় গণতন্ত্রকে সমুন্নত করতে বিশেষ ভুমিকা রাখবে। ভারতের পার্লামেন্টের প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা  ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরম্ন করেছেন।
তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে বাসত্মবায়িত স'ল সীমানত্ম চুক্তি একটি বিশেষ মাইলফলক। এর মাধ্যমে সাবেক ছিটমহলগুলোতে বসবাসকারী জনগণ একটি দেশের নাগরিক হওয়ার সুযোগ পেয়েছে এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পেরেছে। 
    এর আগে বাংলাদেশের স্পিকার ভারতের লোকসভা ও রাজ্যসভার চলমান অধিবেশন পর্যবেড়্গণ করেন এবং তার পড়্গ থেকে উভয়কড়্গের সদস্যদের অভিনন্দন জানান। ভারতের উভয়কড়্গের স্পিকারগণও বাংলাদেশের স্পিকারকে অভিনন্দন জানান।
    একইসময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ ও তথ্য মন্ত্রী অরম্নণ জেটলি এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের স্পিকারের সাথে সাড়্গাৎ করে তাঁকে অভিনন্দন জানান।
#
হুদা/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৩৩

ভারতের লোকসভার সাবেক স্পিকারের মৃত্যুতে 
ড. শিরীন শারমিন চৌধুরীর শোক

ঢাকা, ২১ ফাল্গুন (৪ মার্চ) : 

    স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা (চ অ ঝধহমসধ) এর আকস্মিক মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    স্পিকার আজ এক শোকবার্তায় বলেন, প্রয়াত পি এ সাংমা একজন অভিজ্ঞ স্পিকার, পার্লামেন্টারিয়ান ও রাজনীতিবিদ ছিলেন। তাঁর মৃত্যু ভারতের রাজনীতির জন্য এক অপূরণীয় ড়্গতি।

    ড. শিরীন শারমিন চৌধুরী পি এ সাংমার বিদেহী আত্মার শানিত্ম কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

হুদা/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৭৩২

নেপালের তথ্যমন্ত্রীর সাথে ইনুর  বৈঠক
গণমাধ্যম ড়্গেত্রে ঢাকা-কাঠমান্ডু সহযোগিতা বাড়বে

কাঠমান্ডু (নেপাল), ৪ মার্চ : 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ কাঠমান্ডুতে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী শ্রেধান রাইয়ের সাথে এক বৈঠকে মিলিত হন। দু’দেশের জনগণের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদান বৃদ্ধিতে সরকারি বার্তা সংস'াগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাড়্গর ও সাংবাদিকদের সফর বিনিময়ের বিষয়ে তাঁরা নীতিগতভাবে একমত হন। তথ্যমন্ত্রী এসময় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে নেপালের সাংবাদিকদের প্রশিড়্গণে সহযোগিতারও প্রসত্মাব দেন।

    নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী শ্রেধান রাই বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও দ্রম্নত বিকাশ দড়্গিণ এশিয়ার জন্য অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও তথ্য মন্ত্রণালয়ের কর্মনিষ্ঠার প্রতি আমাদের আনত্মরিক অভিনন্দন। নেপাল-বাংলাদেশ সহযোগিতা দু’দেশকেই তথ্য ও যোগাযোগ ড়্গেত্রে সমৃদ্ধ করবে বলে তিনি উলেস্নখ করেন।

    নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, জাসদের আনত্মর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম এবং নেপালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপসি'ত ছিলেন।

    এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমারের সাথে প্রাতঃরাশ বৈঠকে বাংলাদেশের তথ্যমন্ত্রী দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার লড়্গ্যে আনত্মঃসীমানত্ম পণ্য পরিবহণ, বিদ্যুৎখাতে সহযোগিতা, পর্যটনের প্রসার ও দু’দেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান প্রদানের বিষয়ে আলোচনা করেন। হাসানুল হক ইনু নেপালের সাবেক বাণিজ্যমন্ত্রী সুনীল থাপার সাথেও সৌজন্য সাড়্গাতে মিলিত হন।

    এছাড়া, তথ্যমন্ত্রী আজ কাঠমান্ডুতে ‘রিপোর্টার্স ক্লাব অভ্‌ নেপাল’ এর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের বহুল প্রসারের মূলে রয়েছে সরকারের আনত্মরিকতা ও নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল উদ্যোক্তাদের জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। দু’হাজারেরও বেশি সংবাদপত্রের পাশাপাশি বেসরকারিখাতে টেলিভিশন, রেডিও, কমিউনিটি রেডিও ও অনলাইন গণমাধ্যমের বিকাশ সাধনে সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যা দেশের গণতন্ত্রকে সুসংহত ও আরো জবাবদিহিমূলক করবে।
#

আকরাম/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৭৩১

নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা নিশ্চিত করতে ভূমিমন্ত্রীর আহ্বান  
ঈশ্বরদী (পাবনা), ২১ ফাল্গুন (৪ মার্চ) : 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সমাজে নিগৃহীত, অবহেলিত বা নির্যাতিত নারী ও শিশুদের খুঁজে বের করে আইনি সহায়তা প্রদানের জন্য সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
    মন্ত্রী আজ পাবনায় ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস'া আয়োজিত সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, অসহায়, দুঃস' ও অবহেলিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস'া গঠন করা হয়েছে। অসচ্ছল, নিগৃহীত বা অবহেলিতদের জন্যই লিগ্যাল এইড। লিগ্যাল এইডের কাজকে আরো উৎসাহিত করার জন্য আইনগত সহায়তাকেন্দ্র থেকে সনদ প্রদানের ব্যবস'া নিতে তিনি সংশিস্নষ্টদের পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যার পর এদেশের স্বাধীনতাবিরোধী স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করে এদেশের সার্বভৌমত্ব ও নাম নিশানা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন' বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যনত্ম বলিষ্ঠতার সাথে এদেশের জনগণকে সুসংগঠিত করে সেই ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা রম্নখে দিয়েছেন। 
তিনি বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা শুরম্ন হয়। একটি দেশের উন্নতির জন্য  সেদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা দরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাসত্মবায়নে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সরকারের উন্নয়নের এ মহাকর্মযজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানান।
পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে নারী ও শিশু আদালতের বিচারক গাজী রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাহিদুর রহমান নাহিদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া উপসি'ত ছিলেন।
#
রেজুয়ান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৩০ 

আনত্মর্জাতিক নারী দিবস উপলড়্গে কর্মসূচি

ঢাকা, ২১ ফাল্গুন (৪ মার্চ) :  
যথাযোগ্য মর্যাদায় অন্য বছরের ন্যায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আনত্মর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করবে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার মর্যাদায় নারী-পুরম্নষ সমানে সমান’। 
দিবস উপলড়্গে মন্ত্রণালয় ও অন্যান্য সামাজিক সংগঠন বিসত্মারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ মন্ত্রণালয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে দেশব্যাপী মানববন্ধন। সকাল সাড়ে দশটায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিবেন। 
৮ মার্চ বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলনকেন্দ্রে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন। ঐ দিন বিকেলে আনত্মর্জাতিক নারী দিবস উপলড়্গে সামাজিক প্রতিরোধ কমিটির র‌্যালি অনুষ্ঠিত হবে। তাছাড়া দিবস উপলড়্গে বিভিন্ন গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ ও টকশো’র আয়োজন করা হবে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হবে।
#
খায়ের/মিজান/নবী/সঞ্জীব/আব্‌বাস/২০১৬/১৮১০ ঘন্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭২৯
স্পিকারের সাথে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর সাড়্গাৎ
নয়াদিলিস্ন,  ৪ মার্চ : 

    ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা এ হেপতুলস্না (উৎ. ঘধুসধ অ. ঐবঢ়ঃঁষষধ) গতকাল ভারত সফররত স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে নয়াদিলিস্নতে সৌজন্য সাড়্গাতে মিলিত হন। সাড়্গাৎকালে তাঁরা সংসদীয় গণতন্ত্র, সাধারণ মানুষের মৌলিক অধিকার, দু’দেশের সংখ্যালঘু জনগণের স্বার্থসংশিস্নষ্ট বিষয়াদি, শিড়্গা, স্বাস'্য, নারীর ড়্গমতায়ন, জেন্ডার সমতা, দু’দেশের অভিন্ন নদী এবং টেকসই উন্নয়নের লড়্গ্য অর্জনে বিরাজমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন।

    ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো। দু’দেশের সংস্কৃতিতে অনেক মিল রয়েছে। পূর্বের তুলনায় বর্তমানে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর।

    স্পিকার বলেন, ভারত ও বাংলাদেশের  মধ্যে অভিন্ন নদী, আনত্মঃসংযোগ, সমুদ্রবন্দর এবং যৌথ বিনিয়োগসহ সহযোগিতার বিভিন্ন ড়্গেত্র রয়েছে। এ সকল সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মুক্ত করা সম্ভব। তিনি বলেন, দড়্গিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আনত্মরিক সহযোগিতার মাধ্যমে সম্পদের অধিকতর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে নিজ নিজ উন্নয়ন সাধন করতে হবে। আঞ্চলিক সহযোগিতার দিক থেকে দড়্গিণ এশিয়ার দেশগুলো সমগ্র বিশ্বে অনন্য দৃষ্টানত্ম স'াপন করতে পারে বলে তিনি উলেস্নখ করেন।

    উলেস্নখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের আমন্ত্রণে নয়াদিলিস্নতে ৫-৬ মার্চ দু’দিনব্যাপী অনুষ্ঠেয় ভারতের জাতীয় মহিলা আইন প্রণেতাদের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে গতকাল নয়াদিলিস্ন পৌঁছেছেন। তিনি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং একটি পেস্ননারি সেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন। 

#
মোতাহের/মিজান/নবী/সঞ্জীব/আব্‌বাস/২০১৬/১৭৪৯ ঘন্টা

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon