Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 10/3/2019

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৯৬০
 
বঙ্গবন্ধুকে রাষ্ট্র ও জনগণের মানসপট থেকে মোছার অপচেষ্টাকারীরাই মুছে যাচ্ছে
                                                                         --- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার জাতীয় জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বাসিত করার অপচেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টা সফল হয়নি। যারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় জীবন ও মানুষের মানসপট থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল তারাই ধীরে ধীরে জনগণের মানসপট থেকে মুছে যাচ্ছে।’
আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না।’ 
‘বঙ্গবন্ধু একটি উন্নত রাষ্ট্র রচনার যে স্বপ্ন এঁকেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই স্বপ্ন পূরণের পথে, বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, এই উন্নয়ন অগ্রগতির যারা প্রতিবন্ধক তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।’
সমসাময়িক রাজনীতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বেগম খালেদা জিয়ার এই হাঁটুর ব্যথা হয়েছিল আরো ১৫ থেকে ২০ বছর আগে। এই হাঁটুর ব্যথা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন এবং বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন। এটি কোনো নতুন অসুখ নয়, এরপরও খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের গঠন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন তো সরকার গঠন করে দেয়নি, নির্বাচন কমিশন গঠন করার সময় সার্চ কমিটির মাধ্যমে জাতীয় সংলাপের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। 
ড. হাছান বলেন, ‘বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে গিয়েছেন। এর আগেও মেয়র নির্বাচনে গিয়েছেন। যখন জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রচ-ভাবে প্রত্যাখ্যান করেছে, তখন তারা প্রশ্ন তুলছে। বিএনপি’কে সংসদে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি তাদেরকে অনুরোধ জানাবো যে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নীতি থেকে সরে আসুন। আমরা চাই একটি শক্তিশালী দল হিসেবে বিএনপি থাকুক, আমাদের গঠনমূলক সমালোচনা করুক। আপনারা যেমন রাজপথে সরকারের সমালোচনা করেছেন, সেটা পার্লামেন্টে এসে করুন। আসুন গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারা বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন প্রখ্যাত শিল্পী রফিকুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী এসডি রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস, সদস্য চিত্রনায়িকা শাহনূর, মীম প্রমুখ।
#
 
আকরাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯৫৯
 
শিক্ষামন্ত্রীর সাথে এআইটি’র প্রেসিডেন্টের সাক্ষাৎ


ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :  
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আজ সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে এশিয়ান ইনস্টিটিউট অভ্ টেকনোলজি (এআইটি) এর প্রেসিডেন্ট উৎ. ঊফবহ ণ ডড়ড়হ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উৎ. ঊফবহ ণ ডড়ড়হ বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। 

সাক্ষাৎকালে এআইটি’র প্রেসিডেন্ট বলেন, বিশ্বের প্রায় ৬৮ রাষ্ট্রের ৪ হাজার গবেষক এআইটিতে গবেষণা করে। ডড়ড়হ এআইটিতে বাংলাদেশ সরকার কর্তৃক কিছু স্কলারশিপ চালু করা অথবা বাংলাদেশের নামে একটি ভবন স্থাপনের আহ্বান জানান। এ সময় মন্ত্রী তাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।


খায়ের/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৫৮

 
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ সময়ের দাবি
                                                     --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। বিদ্যুৎ খাতে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ২০৪০ সালের মধ্যে ৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ¦ল থেকে উজ্জ¦লতর হচ্ছে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জগুলোর অন্যতম হলো অর্থায়ন, পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ও যথাযথ প্রযুক্তির ব্যবহার। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত “চড়বিৎ ধহফ ঊহবৎমু ঝবপঃড়ৎ : ওসসবফরধঃব ওংংঁবং ধহফ ঈযধষষবহমবং” শীর্ষক ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান আমাদের অন্যতম চ্যালেঞ্জ। সবাই কম মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি চায় অথচ কয়লা ভিত্তিক বিদ্যুৎ নিয়ে সমালোচনা করে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া এগিয়ে চলছে। যথাযথ ফুয়েল মিক্সের মাধ্যমে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা হবে। 
সিপিডি’র সম্মানিত ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র পরিচালক (গবেষণা) ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 
সিপিডি’র চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি ড. এম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. এম শামসুল আলম, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট (ঔঁষরধ ঘরনষবঃঃ) ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন (ঝরফংবষ ইষবশবহ) বক্তব্য রাখেন।  
#
 
আসলাম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯৫৭
বস্ত্রখাতে দেশীয় দক্ষ জনবল তৈরি করতে হবে
         ---বস্ত্র ও পাটমন্ত্রী

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :  
বস্ত্রখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমিয়ে দেশীয় দক্ষ জনবল তৈরি করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। 

আজ সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।   

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের বস্ত্রখাতে বহু বিদেশি প্রকৌশলী কাজ করছে। যাদের মজুরি খুব বেশি। দক্ষ জনবল তৈরির মাধ্যমে এখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমাতে হবে। দেশের বস্ত্র প্রকৌশলীদের আরো দক্ষ জনবল হিসেবে তৈরি করতে হবে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে নিজেদের আরো স্বনির্ভর হতে হবে। বহুমুখী শিক্ষার উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোশাকের নকশা তৈরি করছে। ডিজাইনারদের উচিত উন্নত ডিজাইনের বস্ত্র তৈরিতে মনোনিবেশ করা। তাহলে দেশের পণ্যের যেমন মান বাড়বে, তেমনি ক্রেতাদের কাছে এসব পণ্যের কদরও বাড়বে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে খুব দ্রুত পৌঁছে যাবে। আরো এ উন্নয়নের প্রধান হাতিয়ার হবে বস্ত্রখাত। বিশ্বে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়। দেশের প্রতিটি জেলায় বস্ত্রখাতের উন্নয়নে দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট করা হবে। এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। তাহলে নতুন প্রজন্মের ভেতরে দেশের প্রতি ভালোবাসা বাড়বে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি চেয়ারম্যান বি জে মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রমুখ।

#
সৈকত/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৫৬ 
রপ্তানির সম্ভাবনাময় খাত মধু
---কৃষিমন্ত্রী
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :

মৌ চাষ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরাগায়ণের মাধ্যমে ফল ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌ সম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার জন্য প্রযুক্তির ব্যবহার, প্রসেসিং ও বাজারজাত অপরিহার্য। মধু উৎপাদন ও বিপণনের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। মধু উৎপাদন, বিপণন, প্রসেসিং নিয়ে গবেষণা প্রয়োজন। মৌ চাষ স্বল্প শ্রম ও স্বল্প বিনিয়োগের তুলনায় অধিক মুনাফা লাভের ব্যবসা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও মৌ চাষ ও বিপণনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ৩০ শতাংশ নারী জড়িত।

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ ঢাকায় খামারবাড়িতে আকামু গিয়াস উদ্দিন মিলকি অডিটরিয়াম চত্বরে জাতীয় মৌ মেলা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিন দিনব্যাপী এবারের মৌ মেলার প্রতিপাদ্য-‘ফলন, আয় ও পুষ্টি বাড়াতে মৌ চাষ করি’। এবারের মেলায় মোট ৬০টি স্টল অংশগ্রহণ করেছে। 

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই কৃষিসহ ভৌত অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রেখে সুউচ্চ প্রবৃদ্ধি অর্জন। কৃষিকে প্রকৃত বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে, এর জন্য বাজারজাত ও রপ্তানি অপরিহার্য। জাপান আমাদের দেশ থেকে মধু আমদানি  করে, তাহলে সে দেশে আরো অনেক কিছু রপ্তানি করা যাবে সেগুলো বের করতে হবে। আমাদের প্রক্রিয়াজাত ও দেশীয় ব্রান্ড না থাকায় কাঁচা মধুও রপ্তানি করতে হচ্ছে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে মৌমাছির বিভিন্ন প্রজাতি আজ বিপন্নপ্রায়। তাই প্রকৃতির সুরক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মীর নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর মোঃ আহসানুল হক স্বপন। 
#

গিয়াস/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৯৫৫
স¦াস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স¦াস্থ্যমন্ত্রীর
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) : 
রাজধানীতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার হাসপাতালসহ দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা কামনা করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 
আজ সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আলমেহিরি (ঝধবফ গড়যধসসবফ অষ গবযরৎর) স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এই সহায়তা চান।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের সিইও ডা. মানাল তারিম (গধহধষ ঞধৎুঁস) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
মন্ত্রী  বলেন, বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগগুলোর চিকিৎসাও অত্যাধিক ব্যয়বহুল। কিন্তু সীমাবদ্ধ সম্পদের দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য সাশ্রয়মূল্যে ক্যান্সার ও কিডনি রোগের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা দুরূহ। রাজধানীতে এজন্য দুটি পৃথক সরকারি হাসপাতাল থাকলেও তা পর্যাপ্ত না। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের চাহিদা মেটাতে এগুলোর সুবিধা খুবই অপ্রতুল। 
জাহিদ মালেক বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসায় হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সে অনুযায়ী দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কিডনি ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগে আরব আমিরাত সরকারের সহায়তা কামনা করে মন্ত্রী বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশের প্রান্তিক ও তৃণমূল জনসাধারণ ব্যাপক উপকৃত হবে।
এসময় রাষ্ট্রদূত আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখের রেটিনা ও গ্লুকোমা চিকিৎসা সুবিধা সংযোজনের পরিকল্পনা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ বরিশাল মেডিকেল কলেজে রেটিনা ও গ্লুকোমা রোগের চিকিৎসা ইউনিট স্থাপন করা হবে। এসময় মন্ত্রী এ ধরণের ইউনিট দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজে স্থাপনের উদ্যোগ নিতে ফাউন্ডেশনের সিইওর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ বিরাজ করছে। এদেশের বিশাল জনসংখ্যার চাহিদা অনুযায়ী বিনিয়োগের জন্য ব্যাপক সুবিধা রয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, আরব আমিরাতে শ্রমিকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ কাজ কছে। তাদের সম্মিলিত অংশগ্রহণ সে দেশের উন্নয়নেও অবদান রাখতে পারছে বলে বাংলাদেশ গর্বিত। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক মানবসম্পদ যেন সেদেশে যেতে পারে সে লক্ষ্যে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী। 
 
#
পরীক্ষিৎ/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৫৪
সারা দেশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :
সারা দেশে আজ দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা-উপজেলায় এ দিবস উপলক্ষে র‌্যালি, লিফলেট ও পোস্টার বিতরণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়।  দুর্যোগে সাধারণ মানুষকে সচেতন করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই দিবসটির মূল লক্ষ্য। 
এ উপলক্ষে আজ ঢাকায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার।
প্রধান অতিথির বক্তৃতায় এইচ টি ইমাম বলেন, ভৌগোলিক অবস্থান, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। তাছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে যে কোনো মাঝারি মাত্রার ভূমিকম্পে প্রাণহানি এবং বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।  এ বিষয়গুলো সামনে রেখে সরকার যেকোনো মাত্রার দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও সংগ্রহ করেছে।  তাই বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে।  
বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রমকে লক্ষ্যভিত্তিক, সমন্বিত, শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল জাতি গঠনে সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বে নন্দিত। প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধসসহ নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হয়ে থাকি।  এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও জরুরি সাড়াদান কার্যক্রমসহ বিভিন্ন ধরণের পুনর্বাসন কার্যক্রম সরকার গ্রহণ করেছে। তাই যে কোনো দুর্যোগ মোকাবিলায় বর্তমান সরকার সক্ষম।     
আলোচনা সভা শেষে দুর্যোগ সচেতনতা বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
#

সেলিম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮১৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯৫৩ 

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান শিক্ষামন্ত্রীর
                                                                                        
 
চট্টগ্রাম, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালনা করার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।  

মন্ত্রী আজ চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে সমাবর্তনে মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক ও লেখক ইমদাদুল হক মিলন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান তখনই শক্তি হবে যখন এই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হবে। জ্ঞানার্জনের পর তা বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তোমরা জ্ঞান অর্জন করে যেমন নিজের কল্যাণে কাজ করবে তেমনি সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্যও কাজ করবে। কারণ পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের শিক্ষায় অনেক ত্যাগ ও বিনিয়োগ করেছে। সর্বোপরি দেশপ্রেমের কথা মাথায় রেখে সকল কার্যক্রম চালাতে হবে।’ 

দীপু মনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে প্রধান চালিকাশক্তি হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
#

খায়ের/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮০৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৫২ 
বেজা, বেপজা, হাইটেক পার্ক নিয়ে বিডায় সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে ঢাকায় বিডা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ)-এর প্রতিনিধিগণের ওয়ান স্টপ সার্ভিস সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। বিডা নির্বাহী চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করেন। 

সভায় বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)কে আরো সহজ করার বিষয়ে আলোচনা হয়। যেহেতু বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্ক- এর ওএসএস পোর্টাল ভিন্ন ভিন্ন, তাই বিনিয়োগকারীরা এই পোর্টালসমূহে যেন তাদের সুবিধামতো প্রবেশ নিশ্চিত করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। 

কাজী আমিনুল ইসলাম বলেন, এই সমন্বিত পদ্ধতি ব্যবহারের ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি এই চার সংস্থাও সুবিধা ও সহযোগিতা পাবে। 

#

শরীফা/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৫১
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) :
একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান ও বেগম ফরিদা খানম বৈঠকে অংশগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে মুক্তিসংগ্রামে ৩০ লাখ শহিদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধা ও ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্য এবং জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে স্মরণ করা হয় বৈঠকের শুরুতে। এছাড়া সিংগাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও এইচবিআরআইসমূহের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় সেজন্য বৈঠকে প্রকল্প পরিচালকগণকে যথাযথভাবে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়। এছাড়া গতানুগতিক ধারায় প্রকল্পসমূহ গ্রহণ না করে যাতে কম ব্যয়ে বেশি জনগণ উপকৃত হয় এধরনের উদ্ভাবনী (ইনোভেটিভ) প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজের অগগ্রতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এবং কক্সবাজারের উন্নয়নে মাস্টারপ্ল্যান বাস্তবায়নেরক্ষেত্রে অন্য কোন আইনের দ্বারা যাতে এ কাজ বাধাগ্রস্থ না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
নূরুল/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১৬২২ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৫০  
 
স্বাধীনতা পুরস্কার ২০১৯ ঘোষণা                                                                                                                              
 
ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) : 
 
জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ নি¤œবর্ণিত ১২ (বার) জন বিশিষ্ট ব্যক্তি এবং ১ (এক)টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০১৯ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ - শহিদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহিদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাঃ কাজী মিসবাহুন নাহার, মরহুম আবদুল খালেক (মরণোত্তর), মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর)। চিকিৎসাবিদ্যা- ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নূরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবা- ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতি- মুর্তজা বশীর, সাহিত্য- হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণ -অধ্যাপক ড. হাসিনা খাঁন এবং বিজ্ঞান ও প্রযুক্তি - বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। 
আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রদান করবেন।
#
নাসিমা/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৪৯ 
 
 
চিকিৎসক এবং পরিবারের সাথে ওবায়দুল কাদের স্বাভাবিক কথা বলছেন  
 
সিঙ্গাপুর, ১০ মার্চ :  
 
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরো উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর 
ডা. আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান।
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের অবহিত করেন।
#
নাছের/অনসূয়া/রবি/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৯/১০০০ ঘণ্টা 
Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon