Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৬

তথ্যবিবরণী 29.05.2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৯০

কলকাতায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন

কলকাতা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
    কলকাতার শেক্সপিয়ার সরণিতে কলামন্দিরের কলাকুঞ্জ সভাগৃহে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। এছাড়াও বাংলাদেশের জাতীয় কবির পৌত্র কাজী অরিন্দম গিটার পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রিনি বিশ্বাস।
    অনুষ্ঠানের শুরুতে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ স¦াগত বক্তব্য রাখেন।
এ সময় উপহাইকমিশনার বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুল অনন্য। এ দু’জন আমাদের যাপিত জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এ দুই মনীষী সর্বদা পূজনীয়। তাদের ছাড়া আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন অসম্পূর্ণ।
#

মোফাকখারুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৯

জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে দুদকের কর্মশালা

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):

    দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্র্তৃক আয়োজিত "ইঁংরহবংং চৎড়পবংং জব-বহমরহববৎরহম ভড়ৎ ঈড়ৎৎঁঢ়ঃরড়হ ঋৎবব ঝবৎারপব উবষরাবৎু: জড়ষব ড়ভ ওহঃবমৎরঃু ঋড়পধষ চড়রহঃং" শীর্ষক কর্মশালা আজ ঢাকায় বিদ্যুৎভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

    মন্ত্র্রী সরকার অনুমোদিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের জন্য দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরস্পর মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং তারা একত্রিত হয়ে তার সুপারিশমালা প্রণয়ন করবেন, যাতে জনগণ কম খরচে উত্তম সেবা স্বল্প সময়ের মধ্যে পেতে  পারেন।

    দুদক চেয়ারম্যান বলেন, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই জনগণের দোরগোড়ায় সরকারি প্রশাসনের সেবা স্বচ্ছতার সাথে ও দুর্নীতিমুক্তভাবে পৌঁছাতে। কাজেই জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন খুবই জরুরি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,  মানুষের কথা শুনুন, তাদের সমস্যার সমাধান দিন।

    কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল,্ জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়দা, প্রতিনিধি হিরোয়িকি ওতানাবে, আকিকো সুগিমোটো ও আটসুসি টকুড়া।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সরকারের বিদ্যমান কর্মকা-ে গতিশীলতা আনয়নের লক্ষ্যে স¦চ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে মুক্ত আলোচনা হয়।

#

প্রণব/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/২০০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৮৮

জনগণকে সেবা দিতে কার্পণ্য করবেন না
                              -- আইনমন্ত্রী
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাবরেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জনগণকে সেবা দিতে কোন কার্পণ্য করবেন না এবং অগ্রাধিকার দিয়ে তাদের ত্রুটিমুক্ত সেবা প্রদান করবেন। তিনি বলেন, নিবন্ধন পরিদপ্তর সম্পর্র্কে জনগণের যেন কোন দুঃখ, বেদনা বা নালিশ না থাকে তাও আপনারা নিশ্চিত করবেন। তিনি সাবরেজিস্ট্রারদের আশ্বস্ত করে বলেন, আপনাদের আগামীতে আরো উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ভূমি রেজিস্ট্রেশন কাজে বিশ্বে যে আধুনিকায়ন হয়েছে তা দেখার জন্য আপনাদের উন্নত দেশে পাঠানো হবে।
    মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাবরেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ প্রশিক্ষণ কোর্সে ৬৫ জন সাবরেজিস্ট্রার অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানের পর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে নীতিমালা বা আইন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিচারক নিয়োগের ব্যাপারে যে আইন করা প্রয়োজন সেটা আগেই বলেছি। ইতোমধ্যে আমরা এ প্রক্রিয়া শুরু করে দিয়েছি।
    ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, মামলাটি খারিজ করার সময় আপিল বিভাগ বলেছেন, এ রায়ে তারা কিছু মডিফিকেশন করবেন। সেই মডিফিকেশন না জানা পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হবে না।
    বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ভুল বিচারে ভোলা জেলার আব্দুল জলিল নামক এক ব্যক্তির ১৫ বছরের সাজা ভোগের বিষয়টি আইন মন্ত্রীর গোচরে আনা হলে আইনমন্ত্রী বলেন, কর্তব্য পালনে ব্যর্থ হলে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে। কোন ফৌজদারি অপরাধ হলে মামলা হবে। দেওয়ানি অপরাধ হলে সেখানেও ফাইন (জরিমানা) এর জন্য মামলা হবে। তিনি বলেন, বিচার বিভাগে কখনও ভুল হবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ এটাতো মানুষ চালিত। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের চেষ্টা অবশ্যই করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা চোখে পড়লে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তা তুলে আনতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
    নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক বক্তব্য রাখেন।
#

রেজাউল/আফরাজ/গিয়াস/মোশারফ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৭

চিকিৎসাখাতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস এলজিআরডি প্রতিমন্ত্রীর

নোয়াখালী, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা চিকিৎসাখাতে বিনিয়োগকারীদের এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিতকরণে বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের চলমান উন্নয়ন কর্মসূচিসমূহ এগিয়ে নিতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহায়ক ভূমিকা রাখা অপরিহার্য।

প্রতিমন্ত্রী আজ নোয়াখালীর মাইজদীতে সেবাধর্মী সর্বশেষ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ৫০ শয্যার রয়্যাল হস্্পটিাল ইউনিট-২ এর চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।    

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সহসভাপতি মোবারক হোসেন আজাদ এবং ডা. এম এ নোমান ও হাসান মনজুর।

প্রতিমন্ত্রী হসপিটালটির জনকল্যাণধর্মী কাজের প্রশংসা করেন। তিনি কর্তৃপক্ষকে দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে নিবিড় চিকিৎসা সেবাদান এবং সর্বস্তরের মানুষের জন্য সেবা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি জনগণের সুস্বাস্থ্য অটুট রাখতে নোয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ আর্সেনিকমুক্ত পানির নলকূপ স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন ও সংস্কার উপযোগী গ্রামীণ সড়কগুলোর উন্নয়নের ঘোষণা দেন।

এর আগে প্রতিমন্ত্রী রয়্যাল হসপিটালের কার্যক্রম উদ্বোধন ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।  

সকালে প্রতিমন্ত্রী স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের সার্বিক কর্মকা- নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

#

আহসান/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৮৬

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫০তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, গোলাম দস্তগীর গাজী, মো. রুস্তম আলী ফরাজী  এবং ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।  
বৈঠকে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০০৭-৮ অর্থ বছরের হিসেবের উপর বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্টের ১৬টি  আপত্তির উপর ৭ম ও ১৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনাশেষে গৃহীত সিদ্ধান্তের আলোকে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।
 বৈঠকে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের নিকট হতে বিজ্ঞাপনের উপর ভ্যাট বাবদ ৪২ লাখ ২ হাজার ১শত ৩২ টাকা আদায় না করায় সরকারের রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আদায়কৃত টাকার প্রমানক জমাদান এবং অনাদায়ী টাকা আদায়ে গণদাবী আইন ১৯১৩ প্রয়োগ করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মামলার অগ্রগতি সম্পর্কে তদারকি জোরদার করার সুপারিশ করে।
নির্ধারিত হারে ভ্যাট কর্তন না করায় ১১ লাখ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ৭৬ পয়সা সরকারের রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনধিক ২০ দিনের মধ্যে আদায়কৃত টাকার প্রমানক জমাদানপূর্বক দায়ী কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
ইজারা মূল্যের উপর শতকরা ৫ ভাগ এর স্থলে শতকরা ৩ ভাগ হারে আয়কর আদায় করায় ১৩ লাখ ৭৭ হাজার ৩১ টাকা সরকারের রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা ২ মাসের মধ্যে আদায়ের সুপারিশ করে।
অস্থায়ী কোরবানী পশুর হাটের ইজারা মূল্যের উপর শতকরা ২০ ভাগ অর্থ বাবদ ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৩ শত ৩১ টাকা ৭ ভূমি রাজস্ব খাতে জমা প্রদান করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা ৭ দিনের মধ্যে আদায় এবং অগ্রগতি অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
হাট-বাজার ইজারা মূল্যের শতকরা ৫ ভাগ সেলামি বাবদ ১০ লাখ ১৩ হাজার ৯শত ৮১ টাকা ভূমি রাজস্ব খাতে সরকারি কোষাগারে জমা করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা ২ মাসের মধ্যে আদায়পূর্বক জমাদানের সুপারিশ করে।
চলমান পৃষ্ঠা- ২

 
- ২ -
আধা যান্ত্রিক কসাইখানা নির্মাণের প্রকল্প প্রণয়নের পূর্বে কনসালটেন্ট নিয়োগ এবং কসাইখানা নির্মিত না হওয়ায় কনসালটেন্সি ফি বাবদ প্রদানকৃত ১৬ লাখ ৫৭ হাজার ৭ শত ৪৯ টাকা অপচয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত হয়ে অনধিক ৩০ দিনের মধ্যে কমিটিকে জানানোর সুপারিশ করে।
কম হারে আয়কর ও ভ্যাট কর্তন করায় ১৮ লাখ ২১ হাজার ৮ শত ৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ৭ দিনের মধ্যে জমাকৃত টাকার প্রমানক উত্থাপন এবং অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এয়ারপোর্ট রোড রোকেয়া স্মরনি লিংকরোড নির্মাণ শীর্ষক প্রকল্পের ২০০৭-৯ বছরে ৩২ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ের হিসাব রেকর্ডপত্রে উপস্থাপন, বিভিন্ন উন্নয়ন কাজের বিপরীতে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১ শত ৩৮ টাকা ব্যয়ের নথিপত্র ও পরিমাপ বহি অডিটে পেশ করা হয়নি এবং ঢাকা সিটি কর্পোরেশনের অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডসমূহের বিভিন্ন সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩ শত ৪১ টাকা ব্যয়ের সমর্থনে নথিপত্র উপস্থাপন করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ১ও ২ মাসের মধ্যে নথি খুঁজে বের করার এবং অগ্রগতি ৩০ দিনের মধ্যে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
পশুরহাটের খাস আদায় হতে মুসক ও আয়কর বাবদ ৪০ লাখ ৫৫ হাজার ৯ শত ২৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়নি, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের নিকট গতে হোল্ডিং কর বাবদ ৩ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ২ শত ৩০ টাকা আদায় না করায় রাজস্ব ক্ষতি, বাংলাদেশ পুলিশ কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড ৬৯/১ নয়াপল্টন লাইন হতে হোল্ডিং ট্যাক্স বাবদ ৫৩ লাখ ৩৭ হাজার ৩শত ৯৪ টাকা আদায় করা হয়নি, জ্বালানি বিলে বিধিবহির্ভূতভাবে শতকরা ১০ ভাগ লভ্যাংশ যোগ করে বিল পরিশোধ করায় সংস্থার ১৭ লাখ ৯০ হাজার ৩ শত ৬৪টাকা আর্থিক ক্ষতি, জ্বালানি বিলে বিধিবহির্ভূতভাবে শতকরা ১০ ভাগ লভ্যাংশ যোগ করে বিল পরিশোধ করায় সংস্থার ১৭ লাখ ৪৬ হাজার ৯ শত ৮৭ টাকা আর্থিক ক্ষতি এবং ত্রুটিপূর্ন প্রাক্কলনের মাধ্যমে কমিউনিটি সেন্টার কমপ্লেক্সের নির্মাণ কাজের আংশিক কাজ সম্পাদনান্তে কাজ স্থগিত রাখায় এবং কর্তৃপক্ষের সময়োচিত সিদ্ধান্তের অভাবে ৬৯ লাখ ৭৮ হাজার ৬ শত ৫৫ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আদায়কৃত টাকার প্রমানক জমাদানপূর্বক অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করে।
বৈঠকে সিএন্ডএজি মাসুদ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ অডিট অফিসের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

হুদা/আফরাজ/গিয়াস/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৫

ইপিআরসি’র সাথে বিবিএস-এর সমঝোতা স্মারক সই

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):

    অপিনিয়ন সার্ভে অন পাওয়ার সাপ্লাই টু হাউজহোল্ডস্ শীর্ষক জরিপের জন্য আজ ঢাকায় বিদ্যুৎভবনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ইপিআরসি‘র পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস এবং বিবিএস-এর পক্ষে এর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ  স্বাক্ষর করেন।

    বিবিএস দুই পর্যায়ে (প্রথমটি জুন ২০১৬ এবং দ্বিতীয়টি জানুয়ারি ২০১৭, প্রতিটি ১০ দিনব্যাপী) এ জরিপ পরিচালনা করবে। এতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিদ্যুৎ ব্যবহারকারীদের মনোভাব জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম বলেছেন, প্রতিযোগিতার এ বিশ্বে টিকে থাকতে হলে প্রয়োজন জ্ঞানভিত্তিক সমাজ। সঠিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারলে তা বাস্তবায়ন করা সহজ ও জনকল্যাণময় হয়। সরকার জনগণকে যে সেবা দিতে বদ্ধপরিকর সে সেবা তারা কতটুকু, কিভাবে পাচ্ছে বা পেতে চায় তা এসব জরিপের মাধ্যমে জানা যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। তিনি বিদ্যুৎ সাশ্রয় এবং এর সাশ্রয়ী ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হবার আহ্বান জানান।

    বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এ জরিপে বিদ্যুৎ বিতরণকারী ৬টি সংস্থার সেবার মান এবং সর্বিক মূল্যায়ন সম্পর্কে জনগণের ধারণা অন্তর্ভুক্ত করতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে অনুরোধ করেন।

    এসময় অন্যান্যের মাঝে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

#

আসলাম/আফরাজ/গিয়াস/মোশারফ/রেজাউল/২০১৬/১৮০৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৪

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ১৭ কোটি টাকা প্রদান

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
    শ্রমিকদের কল্যাণে গঠিত শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন লিমিটেড সাড়ে ১৭ কোটি টাকা প্রদান করেছে।  

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম ১৭ কোটি ৪৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ ধরনের একটি তহবিল গঠন করা হয়েছে। দেশি-বিদেশি মালিকানাধীন কোম্পানির সহযোগিতা এবং মিডিয়ার প্রচারে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এ তহবিলে জমার পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

দেশীয় ও বহুজাতিক ৬৬টি কোম্পানি লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দিয়েছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ১৪৬ কোটি টাকার বেশি। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের জরুরি চিকিৎসা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন এবং শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষালাভের জন্য শিক্ষাবৃত্তির অর্থ এ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ তহবিল থেকে এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়েছে।   

    চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক সৈয়দ আহামদ, যুগ্মসচিব ম আ কাশেম মাসুদ ও আমিনুল ইসলাম, গ্রামীণফোন লিমিটেডের প্রধান কর্পোরেট অফিসার মাহমুদ হোসেন এবং জেনারেল ম্যানেজার ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।
#

আকতারুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৩৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৩

প্রাকবাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর তাই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিপুল সংখ্যক মেধাবৃত্তি ও উপবৃত্তি, শিক্ষা অবকাঠামো নির্মাণ, দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, বিদ্যালয়ে দুপুরের খাবার প্রদানসহ বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষায় বিনিয়োগ : প্রসঙ্গ প্রাকবাজেট ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এবং ব্র্যাক আয়োজিত এ গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুসা।

    আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি থেকে বৃদ্ধি করে অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করার পথ আরো সুগম হবে।

    মন্ত্রী তাঁর বক্তৃতায় কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নসহ শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭৮২

কারিগরি হবে শিক্ষার মূলধারা
                 -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
    ‘কারিগরি শিক্ষা নিলে, যখন তখন চাকরি মেলে’ এই স্লোগান কোনো কথার কথা নয়, এটিই বাস্তব সত্য। উচ্চশিক্ষা নিয়ে হাজার হাজার বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। এ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করতে হবে। আগামীদিনে এটিই হবে শিক্ষার মূলধারা।

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, আ ন হ সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও বিশ্বচাহিদার সাথে তাল মিলিয়ে আমরা এ খাতকে ঢেলে সাজাচ্ছি। এনরোলমেন্ট বৃদ্ধি, অবকাঠামো, যন্ত্রপাতি, শিক্ষকদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, নতুন নতুন প্রকল্প গ্রহণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার ২০২০ সাল নাগাদ শতকরা ২০ ভাগ, ২০৩০ সাল নাগাদ শতকরা ৩০ ভাগ এবং চূড়ান্ত লক্ষ্যমাত্রা শতকরা ৬০ ভাগ অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এবছর ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানে ৫৭ হাজার ৭৮০ জন এবং ৯৮৬টি প্রতিষ্ঠানে ১ লাখ ৬৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গতবছর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ভর্তি করা হয়েছিল ৩১ হাজার ৫৬০ জন। এবার তার সাথে আরো ২৬ হাজার ২২০ জন বৃদ্ধি পেয়েছে।

    আগামীকাল থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদন নেয়া শুরু হচ্ছে। আবেদন করা যাবে ১২ জুন পর্যন্ত। এবারে প্রথম ও দ্বিতীয় শিফটে একবারেই আবেদন করতে হবে। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে পাসকৃত এসএসসি বা সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি-৩ সহ ৩.৫ জিপিএপ্রাপ্তরা করতে পারবে। তাছাড়া এসএসসিসহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবে। তবে আবেদন ফরম জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২২ হতে হবে। প্রতি শিফটে ভর্তিচ্ছুরা ১০টি করে প্রতিষ্ঠান-টেকনোলজি চয়েজ দিতে পারবে। ভর্তির বিস্তারিত বিষয়াদি কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িঃবপযবফঁ.মড়া.নফ, িি.িনঃবন.মড়া.নফ, িি.িসড়বফঁ.মড়া.নফ) দেয়া হয়েছে।

#

সুবোধ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭১৩  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৮১

খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমও মূল্যায়ন হবে
                                      -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন সুযোগসুবিধা প্রদানের ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-সহ শিক্ষা কার্যক্রমকে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।

    মন্ত্রী আজ ঢাকার মহাখালীতে আইপি এইচ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।
 
    মন্ত্রী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলায় সমস্যা হয়। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেটুকু খেলার মাঠ আছে তা পুরোপুরি সদ¦্যহারের আহ্বান জানান। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ না থাকলে প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ভাগাভাগি করে ব্যবহার করার জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ দেন।

    অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
    খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান এ কে এম জসিমউদ্দিন ও অধ্যক্ষ মো. শাহীদুল করিম খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৬৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৮০   

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে কানেক্টিভিটির আওতায় আনা হবে
                                          - ড. হারুন-অর-রশিদ


ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আজ সিনেট অডিটোরিয়ামে কলেজ শিক্ষকদের ১০২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদানকালে তিনি একথা বলেন।  
        তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে তিনটি বিষয়ের কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। কলেজ শিক্ষকগণ নিজেদের স্থানে বসে কেন্দ্রীয় কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ রিসোর্সপার্সনদের লেকচার শ্রবণ করতে পারবেন। এ লক্ষ্যে পর্যায়ক্রমে কলেজগুলোকে হাই কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা হবে। গাজীপুর ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ভার্চুয়াল লেকচার রুম থেকে ইতোমধ্যে স্বল্প পরিসরে সাফল্যের সঙ্গে তা শুরু করা হয়েছে। এর ফলে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে।
    এ প্রশিক্ষণ কার্যক্রমে বাংলা, ইংরেজি, ভূগোল ও পরিবেশ বিষয়ে ৭৮ জন কলেজ শিক্ষক অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া ও ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।  
        #
ফয়জুল/মোবাস্বেরা/নুসরাত/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭৭৯ 

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ পরবর্তী সরকারি ত্রাণকার্য 

ঢাকা, ২৯ মে (১৫ জ্যৈষ্ঠ) : 

    ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে বিভিন্ন জেলায় ২৭ জন নিহত হয়েছে। মৃত ব্যক্তিদের দাফন কার্যের জন্য সরকার প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেছে। 
    ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণকার্যে উপকূলীয় ১৮টি জেলায় মোট ৭৫৭৫০০০ (মে.টন) চাল বরাদ্দ করা  হয়েছে এর মধ্যে বিতরণ করা হয়েছে-৪০৪৮০০০ (মে.টন)। এছাড়া নগদ সহায়তা বাবদ মোট ২,৭৮,২৫,০০০ (টাকা) বরাদ্দ করা হয়েছে।  এ পর্যন্ত বিতরণ করা হয়েছে-১,৯৫,৩০,৫০০ (টাকা)। 
    উপকূলীয় ১৮টি ক্ষতিগ্রস্ত জেলায় গৃহ নির্মাণের জন্য ১০,৫৫৫ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।  
    বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশ্রিত লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   
#
আমিনুল/মোবাস্বেরা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা 

Todays handout (13).doc Todays handout (13).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon