Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৭

তথ্যবিবরণী ( ১৭ মে ‘১৭)

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৫২

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) :
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, আঃ মজিদ মন্ডল, ডাঃ মোঃ এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিল এবং বিজেএমসি-কে লাভজনক করার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটিকে জানানো হয়, আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিল বিক্রয় সংক্রান্ত কোন পরিকল্পনা বিটিএমসির নেই। প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে বিটিএমসির বন্ধ মিলগুলো চালু করা, পুরাতন মেশিন বাদ দিয়ে আধুনিক মেশিন স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। বর্তমানে মিলটি ভাড়ায় পরিচালিত হচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আধুনিকায়নের মাধ্যমে পিপিপি’তে মিলটি পরিচালনার জন্য কার্যক্রম চলমান রয়েছে।
পিপিআ’র নীতিমালা আরো যাচাই-বাছাই করে আগামী ১ মাসের মধ্যে টেন্ডার আহ্বান, বিটিএমসির কার্যক্রম সিম্পোজিয়াম ও সভা সেমিনার করে সকলকে জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় । 
কৃষি পণ্যের ন্যায় পাট পণ্যে সরকারি ভরতুকি প্রদান, বিজেএমসির লোকসান কমানো, আগামী ২০২০ সালের মধ্যে বিজেএমসিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, পাট খাতে শ্রমিকদের জন্য ভরতুকি এবং নির্ধারিত সময়ে পাট ক্রয়ের জন্য এক হাজার কোটি টাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অনুকূলে  বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। 
     বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বিটিএমসির চেয়ারম্যান,পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা 

Handout                                                                                                          Number : 1351

Bangladesh and Finland agree to hold political consultations

Dhaka,  May 17 :  

            Foreign Minister A H Mahmood Ali conveyed Bangladesh’s concurrence when Ambassador of Finland to Bangladesh Nina Irmeli Vaskunlahti expressed interest of her Government to hold political consultations, at the level of Foreign Secretary, to further strengthen and expand bilateral relations between Bangladesh and Finland.

            The newly appointed Ambassador of Finland, who is based in New Delhi and concurrently accredited to Bangladesh, presented her credentials to President Md. Abdul Hamid at Bangabhaban yesterday. Ambassador Vaskunlahti praised Bangladesh’s economic growth as “mesmerizing.” Terming Bangladesh-Finland relations “good”, she further opined that both sides need to put more substance in the relations, particularly by pursuing more engagements to enhance trade and investment between the two countries. She also said that she would continue to work to make Finland ‘visible’ to Bangladesh.

            Foreign Minister Ali expressed satisfaction at the collaboration between the Finnish company “Wartsila”, which manufactures equipment for power sector, and the local Summit Group for generation of much needed electricity for the fastest growing economy of Bangladesh. Foreign Minister said that Prime Minister Sheikh Hasina realized this need early in her first term (1996-2001) and opened up power sector for private investment.

            Foreign Minister Ali expressed regret that he couldn’t undertake a visit to Finland during his four-country Nordic tour (Norway, Denmark, Iceland and Sweden) in September 2016, but hoped to do so in the near future. Ambassador of Finland conveyed the invitation of her Foreign Minister to Minister Ali to visit Finland.

#

Khaleda/Mahmud/Sanjib/Selim/2017/19.30  Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৪৬

দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা হবে
                           -- দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :
    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, দুর্যোগ মোকাবিলায় দেশব্যাপী স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার করা হবে। এর ফলে যে কোন দুর্যোগের ড়্গয়ড়্গতির তাৎড়্গণিক চিত্র সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস'া নেয়া সম্ভব হবে। ড়্গয়ড়্গতি নিরূপণে দীর্ঘসূত্রতা দূর হবে।
    তিনি আজ রাজধানীর ব্রাক সেন্টারে দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার এ কর্মশালার আয়োজন করে। দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের পরিচালক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল, এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, বাংলাদেশ স্পারসো এর চেয়ারম্যান দিলওয়ার বখত প্রমুখ বক্তব্য রাখেন।
    মন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় এ বছর সময়ের পূর্বেই বন্যা, পাহাড়ী ঢল, ঝড়-তুফান শুরম্ন হয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগের সাথে নিজেদের খাপ খাইয়েই আমাদের বাঁচতে শিখতে হবে। দুর্যোগে ভয় না পেয়ে একে মোকাবিলার কৌশল জানতে হবে। এ ড়্গেত্রে সচেতনতার কোন বিকল্প নেই। প্রত্যেকটি দুর্যোগ মোকাবিলার জন্য সাধারণ প্রস'তিমূলক ব্যবস'া রাখতে হবে।
    তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস'াপনাকে স্যাটেলাইট প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে পারলে আমাদের সড়্গমতাকে আরো এগিয়ে যাবে। সরকার দেশের সার্বিক উন্নয়নকে অত্যনত্ম গুরম্নত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন কর্মকা- প্রযুক্তিভিত্তিক করার চেষ্টা করছে। ইউনিয়ন থেকে শুরম্ন করে দেশের সবখানে ই-সেবা চালু হয়েছে। এর ফলে কৃষক, শ্রমিক, শিড়্গক, ছাত্র আপামর জনতা সবাই উপকৃত হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে তথ্য পাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরম্ন করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত, সবাই।  
    কর্মশালায় জানানো হয়, দেশের দুইটি ইউনিয়নকে পাইলট প্রজেক্ট হিসেবে স্যাটেলাইট প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। একটি হলো বন্যাপ্রবণ এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার কাউয়াকোলা ইউনিয়ন, অপরটি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস প্রবণ এলাকা বরগুনা সদর উপজেলার পাতাকাটা ইউনিয়ন। এর ফলে স্মার্ট মোবাইলের মাধ্যমে যে কোন জায়গা থেকে ওই ইউনিয়ন দুটির যে কোন দুর্যোগের চিত্র দেখতে পাওয়া যাবে।  মায়া চৌধুরী বলেন, আগামী ১৬ ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎড়্গেপণ করা হবে, যা থেকে গোটা দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে দুর্যোগ ব্যবস'াপনা উপকৃত হবে। এই স্যাটেলাইটের বর্ধিত ফ্রিকোয়েন্সি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে।
    অনুষ্ঠানে স্যাটেলাইট প্রযুক্তি বিশেষজ্ঞ, দুর্যোগ ব্যবস'াপনা বিশেষজ্ঞ এবং বরগুনা ও সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
#
ওমর/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৪৫

শিশু সুরক্ষা ‘হেল্প লাইন’ -এ
প্রায় ১ লাখ শিশুকে সহায়তা দেয়া হয়েছে 

ঢাকা, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) :
বর্তমান সরকার শিশু সুরক্ষায় ‘চাইল্ড হেল্প লাইন’ সরাসরি নম্বর ১০৯৮ চালু করেছে। এতে যে কোন নির্যাতিত শিশুকে ১৩টি বিষয়ে সেবা দেয়া হয়। ইতোমধ্যে গত দেড় বছরে প্রায় ১ লাখ শিশুকে এরূপ সহায়তা দেয়া হয়েছে। 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গকণ্ঠ ডট কম ও সিরাজীয়া মিশন আয়োজিত পথশিশু উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা ও ৫ জন পথশিশুর সার্বিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মিশনের সভাপতি কবি মায়ারাজের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, লায়ন সালাম মাহমুদ, লায়ন জেবিন সুলতানা কান্তা ও ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান।
প্রতিমন্ত্রী বলেন, শিশু অধিকারসমূহের পরিবেশগত সুরক্ষা প্রকল্পের আওতায় পথশিশু, ঝুঁকিপূর্ণ শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু ও প্রতিবন্ধী শিশু কল্যাণে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৪০ হাজার শিশু কিশোরকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া শুরু হয়েছে। দেশের পথ শিশুদের জরিপ কাজও সম্পন্ন হয়েছে। তিনি বঙ্গকণ্ঠ ডট কম ও সিরাজীয়া মিশনকে দুস্থ, অসহায় পথ শিশুদের কল্যাণে মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিত্তবান সমাজ সচেতন মানুষকে এ ধরণের জনকল্যাণ কাজে সাধ্যমতো সহায়তা দানের আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী ৫ জন পথ শিশুর সার্বিক দায়িত্ব কয়েকজন বিত্তবানের হাতে তুলে দেন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে পদক বিতরণ করেন।
#
আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৪৪

ফারুক চৌধুরীর মৃত্যুতে 
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) :
সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৪৩

ফিনল্যান্ড বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী

ঢাকা, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। ফিনল্যান্ডের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ফিনল্যান্ড সরকার সহযোগিতা করলে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি (ঘরহধ ঠধংশঁহষধযঃর)-এর সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগের জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করছে। প্রয়োজনে যে কোন সময় বিদেশে বিনিয়োগকারী শতভাগ বিনিয়োগের অর্থ এবং মুনাফা ফিরিয়ে নিতে পারবেন। উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে একবার শুল্ক প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে তুলনামূলক কম মূল্যে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ আইন দ্বারা সংরক্ষণ করা হয়েছে। এ সকল সুযোগ গ্রহণ করে ফিনল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।
রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের পাওয়ার জেনারেশন ও আইসিটি খাতে যন্ত্রপাতি সরবরাহ করছে। এ জন্য প্রায় ১৬টি কোম্পানি এখন কাজ করছে বাংলাদেশে। ফিনল্যান্ড বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বিনিয়োগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করবে ফিনল্যান্ড। 
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তাপ-ি২)  তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৪২

কিছু অসাধু ব্যবসায়ী চালের মূল্য বৃদ্ধি করছে
                                   -- খাদ্যমন্ত্রী

দিনাজপুর, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে) :

    খাদ্যমন্ত্রী মো. কামরম্নল ইসলাম বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী দেশে খাদ্য সংকটের নামে চালের মূল্য বৃদ্ধি করছে।  

    আজ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর ও নীলফামারী জেলার  মাঠ পর্যায়ের সর্বসত্মরের কর্মকর্তা ও চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, যারা সৎ ও ভাল ব্যবসায়ী তারা সরকারকে চাল দেবার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তিনি আসন্ন বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের বিষয়ে সততা, নিষ্ঠা ও আনত্মরিকতার সাথে দায়িত্ব পালন করে সরকারের দেয়া ৩৪ টাকা মূল্যে চাল সংগ্রহের ওপর গুরম্নত্বারোপ করেন।

    তিনি আরো বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই। এটি হলো অতি উৎসাহীদের মানসিক সংকট। সামপ্রতিক হাওর অঞ্চলে ঘটে যাওয়া বন্যার কথা তুলে ধরে তিনি বলেন, বন্যায় হাওর অঞ্চলে  ১০ লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। বছরে খাদ্য চাহিদা রয়েছে ২ কোটি ৯০ লাখ মেট্রিক টন এর কাছাকাছি। সুতরাং খাদ্য সংকটের অপপ্রচার সম্পর্কে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

    খাদ্যমন্ত্রীর উপসি'তিতে দিনাজপুর ও নীলফামারীর  মিল মালিকরা  ৩০ হাজার মেট্রিক টন চালের চুক্তি স্বাক্ষর করে। মিল মালিকরা নির্ধারিত সময়ের মধ্যেই দিনাজপুর ও নীলফামারী জেলায় বরাদ্দকৃত চাল সরবরাহ করার আশ্বাস দেন।

    সভায় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরম্নল হাসান, দিনাজপুরের জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ জেলা পর্যায়ের কর্মকর্তা এবং দিনাজপুর ও নীলফামারীর জেলার চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ।  

#

সুমন/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৪১ 

টেলিকমখাতে বিনিয়োগ বাড়াতে হুয়াই’র প্রতি শিল্পমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে): 
 আইসিটি ও টেলিকম খাতে বিনিয়োগ বাড়াতে বিশ্বসেরা চীনা টেলিকম কোম্পানি হুয়ায়েই’র কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিখাতের টেকসই বিকাশের মাধ্যমে ‘বেটার কানেটেড বাংলাদেশ’ গঠনে এ প্রতিষ্ঠান কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করতে পারে। 
‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ উপলক্ষে চীন সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ১৬মে বেইজিংয়ে হুয়ায়েই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত বৈঠকে এ আহ্বান জানান। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম শিল্পখাতের উন্নয়নে হুয়ায়েই’র কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ জানান, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের উন্নয়নে হুয়ায়েই নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রেখেছে। এ কোম্পানি সরকারি এবং বেসরকারি মোবাইল অপারেটরের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি প্রকল্প বাস্তবায়ন সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে তারা জানান। 
 অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তিগত সেবা প্রসারের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবন মানোন্নয়নে হুয়ায়েই’র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আইসিটিখাতে এর বিশাল সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশেষভাবে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশে হুয়ায়েই’র কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কর্মকা-ের প্রশংসা করেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি ও বেসরকারিখাতে টেলিকম শিল্পের প্রবৃদ্ধিতে অনবদ্য অবদান রাখছে।  
এর আগে মন্ত্রীদ্বয় হুয়ায়েই’র কারখানা পরিদর্শন করেন। এ সময় তারা তথ্যপ্রযুক্তিখাতে হুয়ায়েই কোম্পানির সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে ধারণা নেন।  

#

জলিল/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬১২ ঘণ্টা 
 
 
 তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৩৪০ 

উন্নয়নশীল ৮ দেশের প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় নেটওয়ার্কের প্রোগ্রাম শুরু আজ 

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
    বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত উন্নয়নশীল ৮ দেশের প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় নেটওয়ার্কের ৩ দিনব্যাপী ৪র্থ হাই কাউন্সিল মিটিং আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে শুরু হয়।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
    মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় নেটওয়ার্কের মাধ্যমে সদস্য দেশসমূহ নিজেদের প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। এর ফলে বাংলাদেশের ঔষধ শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব বাজার বিস্তৃত হবে।
    এশিয়ার উন্নয়নশীল ৮টি দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিগণ (বাংলাদেশ, মিশর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া) পারস্পরিক বিভিন্ন প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় বিষয়ক বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশের ১৩টি ফার্মাসিউটিক্যালের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত উপস্থাপন করবেন। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বায়োসিমিলার প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় বিষয়ে বিস্তারিত আলোচনা ও  দেশসমূহের মধ্যে প্রযুক্তিগত সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।  
    ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিভিন্ন টেকনিক্যাল সেশন, মতবিনিময় সভা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং ল্যাবরেটরি ভিজিটের মাধ্যমে সমাপ্ত হবে।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বিসিএসআইআর’র চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, ডি-৮ টিটিইএনের সচিব আকবর ঘানবারপুরসহ এশিয়ার উন্নয়নশীল ৮টি দেশের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

#
কামরুল/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৩৯ 

সাবিহার বাবা-কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল  হতে সাহায্য প্রদান
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
আজ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মন্ত্রণালয় তাঁর অফিসকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিহার  বাবার  হাতে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত  ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। 
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সামনে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মারা যান অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিহা আক্তার সোনালী (১৪)। সাবিহা বাংলাদেশ শিশু একাডেমির সংগীতের ছাত্রী ছিল ।
সাবিহার বাবা জাকির হোসেন মোল্লা পেশায় একজন রং মিস্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে তার বাবার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জাকির হোসেন মোল্লাকে এ আর্থিক সাহায্য প্রদান করা হয়। 

#
খায়ের/অনসূয়া/নুসরাত/গিয়াস/শহিদ/শামীম/২০১৭/১৫২৫  ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৩৮ 


নরসিংদী ও যশোর জেলা পরিষদে নির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ 

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
নরসিংদী জেলা পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত মো. শহিদুল্লাহ এবং যশোর জেলা পরিষদের ৩ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিত হাজেরা পারভীনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে  নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

#
জাকির/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪৪২ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৩৭ 


ফারুক চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
    সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 
    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ফারুক চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিককে হারালো। তিনি বলেন, ফারুক চৌধুরীর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। 
    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

কুতুবুদ-দ্বীন/অনসূয়া/শহিদ/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১৩১৫  ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৩৬ 

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাওরান বাজার অংশের উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাওরান বাজার অংশের উদ্বোধন করেন।
        স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।      ২০১১-২০১৩ মেয়াদে ৭৭২ দশমিক ৭০ কোটি টাকায় ডিপিপি অনুমোদন হয়। পরবর্তীতে সংশোধিত ডিপিপিতে জানুয়ারি’ ২০১১ হতে জুন’ ২০১৭ পর্যন্ত মেয়াদে ১২১৮ দশমিক ৮৯ কোটি টাকায় অনুমোদিত হয়।
    ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে ফ্লাইওভারের বাস্তবায়ন কাজ শুরু হয়। মগবাজার-মৌচাক ফ্লাইওভার ঢাকা শহরের স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে (এসটিপি) অন্তর্ভুক্ত একটি প্রকল্প। দ্রুত বাস্তবায়নের সুবিধার্থে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটিকে ৩টি প্যাকেজে ভাগ করা হয়। তেজগাঁও সাতরাস্তা থেকে সোনারগাঁও লেভেল ক্রসিং হয়ে মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত একটি প্যাকেজ এবং শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ, মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত ও বাংলামটর থেকে মগবাজার হয়ে মৌচাক পর্যন্ত অপর দু’টি প্যাকেজ বাস্তবায়িত হচ্ছে।
    মন্ত্রী বলেন, ঈদের আগেই মৌচাক অংশের কাজ শেষ হবে। ফ্লাইওভারটি পুরোপুরি চালু হলে নগরীর যানজট অনেকাংশে লাঘব হবে। যানজট মুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়তে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
    উল্লেখ্য, তেজগাঁও সাতরাস্তা থেকে সোনারগাঁও লেভেল ক্রসিং হয়ে মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত প্যাকেজের ৪৫০ মিটার অংশের উদ্বোধন করা হয়।
    
#
জাকির/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১২০৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৩৪ 


ফারুক চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক 
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
    সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

    ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গভীর শোকপ্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

#
খালেদা/অনসূয়া/নুসরাত/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১১৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩৩৩ 
 

ফারুক চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ৩ জ্যৈষ্ঠ (১৭ মে ) :     
    সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
    এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ফারুক চৌধুরীর মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তানকে হারালো। দেশের পররাষ্ট্র নীতি ও বৈদেশিক সম্পর্ক নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতি দীর্ঘদিন তাঁর শূন্যতা অনুভব করবে। 
    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    উল্লেখ্য, ফারুক চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----------রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

#
আফরাজুর/অনসূয়া/নুসরাত/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১১৪৬ ঘণ্টা 

 

 

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon