Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৯

তথ্যবিবরণী 5/10/2019

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৩৮১৬

বিএনপি'র আবদারে দুর্নীতির সাথে আপস করবে না রাষ্ট্র

                                                     ---তথ্যমন্ত্রী         

 

চট্টগ্রাম ২০ আশ্বিন ( ৫ অক্টোবর) :

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপির আবদার হচ্ছে রাষ্ট্র যেন দুর্নীতির সাথে আপস করে। এটি সম্ভবপর নয়।

 

আজ চট্টগ্রাম নগরীর ফিনলে স্কয়ারে সিনেপ্লেক্সে ‘সিলভার স্ক্রিন' আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সময় আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা না করে তাদের আবদার পূরণের কোনো সুযোগ নেই।

 

তিনি বলেন, দুর্নীতির মামলায় কেউ জামিন চাইলে রাষ্ট্রপক্ষের কাজ হচ্ছে জামিনের বিরোধিতা করা। জামিনের যদি বিরোধিতা করা না হয় তাহলে সেখানে তো দুর্নীতির সাথে রাষ্ট্রের আপস করা হয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, দুর্নীতির দায়ে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন জামিন চাইবেন, তখন তার বিরোধিতা করা। এটা রাষ্ট্রপক্ষের আইনজীবী বা দুদকের আইনজীবীর দায়িত্ব।

            কবি ও প্রাবন্ধিক আবুল মোমেনের সভাপতিত্বে ও কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াসিকা আয়েশা খাঁন এমপি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন, আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, দৈনিক প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার প্রমুখ।

            ড. হাছান মাহ্‌মুদ বলেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত নানা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। সেটি হচ্ছে আদালতের এখতিয়ার। এখন বিএনপির নেতারা একেক সময় একেক কথা বলেন। তারা আসলে কী চায় ? তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, কারাগারে থাকা নিয়ে রাজনীতি করতে চান, নাকি খালেদা জিয়াকে সত্যিকার অর্থে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে চান প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।

 

তিনি বলেন, বিএনপি নেতারা একবার বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করা হবে, কোনো করুণা তারা চায় না। আবার বলে রাষ্ট্রপক্ষ যেন বিরোধিতা না করে। আবার বলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

            তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। এতিমের জন্য, এতিমখানা নির্মাণের জন্য যে টাকা এসেছিল। এতিমখানা নির্মাণ না করে তিনি সেই টাকা নিজের ব্যাংক হিসাবে সরিয়ে ফেলেছেন। সমস্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হয়েছে।

 

এর আগে তথ্যমন্ত্রী ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বলেন, চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র হলো সমাজের দর্পণ, চলচ্চিত্র সমাজকে দিক নির্দেশনা দেয়। মানুষকে কাঁদায়-হাসায়। নতুন প্রজন্ম চলচ্চিত্র দেখে না। তিন ঘণ্টা সিনেমা দেখার মতো ধৈর্য তাদের নেই।


            তিনি বলেন, প্রতিটি সিনেমার মধ্যে সমাজের জন্য একটি বার্তা থাকা দরকার। সমাজের যে অসঙ্গতি আছে। পশ্চিমাদের যে অন্ধ অনুকরণ হচ্ছে এতে সামাজিক  ও পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ সামাজিক ও পারিবারিক মূল্যবোধের দিক দিয়ে আমরা পশ্চিমাদের চেয়ে অনেক বেশি ধনী ও সমৃদ্ধ- এগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন। আমাদের কাছ থেকে পশ্চিমারা শেখার কথা, সেটি না হয়ে উল্টো হয়ে যাচ্ছে। এ বিষয়গুলোকে যদি চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করা যায়, সমাজকে বার্তা দেয়া যায়, তাহলে মানুষকে যন্ত্র হওয়া থেকে বিরত রাখা যায়, মানুষের আবেগ ও অনুভূতি যাতে থাকে, জড় পদার্থ হয়ে না যায় সেখানে চলচ্চিত্র বিরাট একটা ভূমিকা রাখতে পারে। সব চলচ্চিত্রে যদি এ ধরনের বার্তা থাকে সেটি সমাজ নির্মাণে এবং সমাজের মূল্যবোধ সংরক্ষণে এবং সমাজকে মানবিক হওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।

#

আকরাম/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২১০৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৩৮১৫

 

দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য

-- কৃষিমন্ত্রী

 

ধনবাড়ী (টাঙ্গাইল), ২০ আশি^ন (৫ অক্টোবর) :

 

            কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসব শুধু নির্দিষ্ট ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য।

 

            মন্ত্রী আজ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে ধনবাড়ী উপজেলার পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন।

 

            মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ আমরা টাঙ্গাইল জেলাবাসী একই আদর্শে বিশ্বাস করি। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

 

            উল্লেখ্য এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মনজুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান সামশুল হুদা ও জেবুন্নাহার।

 

#

 

গিয়াস/নাইচ/মোশারফ/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮১৪

 

কোনো অপরাধী বা সাজাপ্রাপ্ত ব্যক্তির সাথে সরকারের সমঝোতা হতে পারে না

-- নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

বিরল (দিনাজপুর), ২০ আশি^ন (৫ অক্টোবর) :

 

            নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার জামিনের আবেদনের বিষয়ে রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। কোনো অপরাধী বা কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির সাথে সরকারের কোনো সমঝোতা হতে পারে না। অপরাধীকে সাজা ভোগ করতে হবে এবং সেটি আইনগত বিষয়, এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

 

            প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা  বিশিষ্ট স্কুল ভবনের উদ্বোধন ও তিনতলা ভার্টিক্যাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

            খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী; যিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় জেলখানায়। মন্দির, মসজিদ ও এতিমের টাকা আত্মসাতের অপরাধের কোনো ক্ষমা নেই।

 

            উল্লেখ্য, প্রতিমন্ত্রী পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিরল উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন। 

 

#

 

জাহাঙ্গীর/নাইচ/মোশারফ/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা

 

 

 


 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :৩৮১৩

খেলাধুলার উন্নয়নে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে

         ---অর্থমন্ত্রী

 

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :

খেলাধুলার উন্নয়নে ও প্রসারে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাধুলায় অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের খেলোয়াড়রা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম বয়ে আনছে। বাংলাদেশের ছেলে মেয়েরো যেন খেলাধুলার প্রতি মনোযোগী হয়, সেদিকেও বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে জেলা প্রশাসক আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

উল্লেখ্য, এর আগে অর্থমন্ত্রী মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকার আব্দুল মোমেন অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরি ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা হলো অর্থনৈতিক অঞ্চলগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

 

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
মোঃ আব্দুল মান্নান।

 

#

তৌহিদুল/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩৮১২

 

২০২০ সালের জানুয়ারির মধ্যে ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হবে

                                       -- বিমান পরিবহন ও পর্যটন সচিব

 

ঢাকা, ২০ আশি^ন (৫ অক্টোবর) :

 

            বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানিয়েছেন ২০২০ সালের জানুয়ারির মধ্যে ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু করা হবে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের সাথে বৈঠককালে এ কথা জানান তিনি।

 

            সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও ঐকান্তিক আগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহর এখন অনেক আধুনিক। বাংলাদেশের বিমানবহরে রয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সব উড়োজাহাজ। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ম্যানচেস্টারে ফ্লাইট চালু করার অনুমোদন প্রদান করেছেন। ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু করার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

            ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ম্যানচেস্টারে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন করা হলে তা হবে অত্যন্ত আনন্দের এবং লাভজনক একটি রুট। এতে ম্যানচেস্টারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা-সহ উত্তর-দক্ষিণ ইংল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি উপকৃত হবে। ম্যানচেস্টারে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা  বাংলাদেশকে প্রদান করা হবে। অচিরেই ঢাকা-ম্যানচেস্টার-নিউইয়র্ক রুটে বিমান চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

#

 

তানভীর/নাইচ/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৮১১

 

দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করুন

   --পরিকল্পনাবিদদের স্থানীয় সরকার মন্ত্রী

 

ঢাকা, ২০ আশ্বিন ( ৫ অক্টোবর) :                       

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষের জীবনযাপনের মান এবং দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করা দরকার। উন্নত দেশে ১০০ বছরের মহাপরিকল্পনা করা হয়। বাংলাদেশেও দীর্ঘমেয়াদি ১০০ বছরের জাতীয় পরিকল্পনা করতে হবে।

আজ  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই নগর ও বসতি গড়তে পরিকল্পনা’ শীর্ষক নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং পরিকল্পনাবিদদের জাতীয় কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ প্লানার্স প্রথমবারের মতো নগর ও অঞ্চল পরিকল্পনার ওপর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন তহবিল, সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাক।

মোঃ তাজুল ইসলাম বলেন, শুধু রাস্তা-ঘাট, ট্রাফিক সিগনাল, ভূমি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এসব বিষয়ে পরিকল্পনা করলে সুষ্ঠু পরিকল্পনা হবে না। মানুষের জীবনযাপনে যেসব চাহিদা যেমন- শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও পার্ক, রাস্তা-ঘাটসহ সার্বিক বিষয়ে পরিকল্পনা করতে হবে। যেন নাগরিকরা সকল সুযোগ-সুবিধা খুব সহজে ভোগ করতে পারে।

পরিকল্পনাবিদদের উদ্দেশে তিনি বলেন, পূর্বাচল একটা নতুন সিটি। কোন এলাকায় কি কি স্থাপনা হবে এবং মানুষ কিভাবে সুযোগ-সুবিধা ভোগ করবে সেটা নিয়ে চিন্তা করতে হবে।

 

#

মাহমুদুল/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৪৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৮১০

 

সেপ্টেম্বর মাসে ৫৩ হাজার কর্মী বিদেশে গিয়েছে

 

ঢাকা, ২০ আশ্বিন ( ৫ অক্টোবর) :                       

 

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ খাত। বিভিন্ন দেশে জনশক্তি প্রেরণের মাধ্যমে বাংলাদেশ বিপুল অংকের রেমিট্যান্স পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের প্রায় ১৭০ টি দেশে কর্মী প্রেরণ করছে। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইটি)-এর এক হিসাব অনুযায়ী ১৯৭৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় এক কোটি ২০ লাখেরও বেশি লোক বিদেশে গমন করেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ৫৩ হাজার ১৮১ জন কর্মীর বিদেশে র্মসংস্থান হয়েছে। আর ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৭৭ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন।

 

 ২০১৭ সালে ১০ লক্ষাধিক এবং ২০১৮ সালে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে গমন করেছেন।

 

 

#

রাশেদুজ্জামান/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮২৫ ঘণ্টা

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৮০৯

 

দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে

 

ঢাকা, ২০ আশ্বিন ( ৫ অক্টোবর) :

 

          বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাস আয় অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। যা বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১৯-২০২০ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, চলমান ২০১৯-২০ অর্থ বছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আর গত অর্থ বছরে (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

                                                                               

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে অধিক পরিমাণে রেমিট্যান্স প্রেরণ করে থাকেন। তবে অন্যান্য বছরে ঈদের পরে রেমিট্যান্স প্রবাহে ভাটার টান থাকলেও এবার ঈদের পরেও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে।

 

#

রাশেদুজ্জামান/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮০৯ ঘণ্টা

 

Todays handout (7) (1) (1).docx Todays handout (7) (1) (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon