Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুন ২০১৮

তথ্যবিবরণী ১৮ জুন ২০১৮

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৯
জাপানের ওসাকায় ভূমিকম্পের আঘাত
টোকিও, ১৮ জুন :
জাপানের ওসাকা অঞ্চলে আজ ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সাথে দূতাবাস যোগাযোগ করেছে। এখন পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। 
ইতিমধ্যেই দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে (০৮০-৪০৬৫৬৬০১ অথবা ০৮০-৪৪৫৬১৯৭১)। আক্রান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশের সকল নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা এবং যেকোন তথ্য ও সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
##
শিপলু/বিবেকানন্দ/সঞ্জীব/পারভেজ/মনোজিৎ/২০১৮/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৮
কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রীর
মৌলভীবাজার, ০৪ আষাঢ় (১৮ জুন) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বন্যা কবলিত মানুষের সেবায় কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মানুষ বন্যার পানিতে তলিয়ে যাবে আর কর্মকর্তারা চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে এটা বরদাস্ত করা হবে না।
মন্ত্রী আজ মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। 
সংসদ সদস্য উপাধ্যক্ষ এম এ শহিদ, সায়রা মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ সালাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলায় ১৭ জুন পর্যন্ত ৩০টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে সাত জন লোক বিভিন্ন কারণে মারা গেছে। তাদের প্রত্যেকের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছে। এ জেলায় ২৯৬০ হেক্টর ফসলী জমি বন্যায় প্লাবিত হয়েছে। ৬৭টি আশ্রয় কেন্দ্রে ৬৫০০ লোক আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকা ও ৭৪৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 
মন্ত্রী বলেন, সরকার বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যে ২৯ জেলায় ১ কোটি ৪ লাখ টাকা অগ্রীম বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলায় যেসব ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্নির্মাণ ও মেরামতের জন্য নতুন করে আরো ১ হাজার বান্ডিল ঢেউ টিন ও নগদ ৩০ লাখ টাকার মঞ্জুরের ঘোষণা দেন মন্ত্রী।
পরে ত্রাণমন্ত্রী বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখেন ও প্লাবিত এলাকার মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি গরিব ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী, চাল ও শুকনো খাবার বিতরণ করেন। 
##
ফারুক/বিবেকানন্দ/সঞ্জীব/পারভেজ/মনোজিৎ/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৭
সচিবালয়ে তথ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ০৪ আষাঢ় (১৮ জুন) :
ঈদুল ফিতরের পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যসচিব আবদুল মালেকের নেতৃত্বে সোমবার প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, অতিরিক্ত সচিবগণের মধ্যে মোঃ আবুয়াল হোসেন, মোঃ মোশাররফ হোসেন, পরিতোষ চন্দ্র দাস, মোঃ আজহারুল হকসহ সকল কর্মকর্তা-কর্মচারী এ শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয় নিয়ে তথ্যমন্ত্রীর সাথে মতবিনিময় করেন।  
ঈদ-উত্তর আলাপকালে ইনু বলেন, ঈদে মানুষ নির্বিঘেœ বাড়ি যেতে পেরেছে। কোথাও তেমন যানজটের খবর শোনা যায়নি, কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা। তথ্যমন্ত্রী এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, যোগাযোগ ক্ষেত্রে তার প্রচেষ্টা আন্তরিক ও ঐকান্তিক। এবার ঈদে রেল যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ছিল উল্লেখ করে ইনু বলেন, রেলের ব্যাপক উন্নতি হয়েছে। আমি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি মানুষের দুর্ভোগ বোঝেন, নিজে তত্ত্বাবধান করে এ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে দেশের মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি, এটা সঠিক নয়। এবারের ঈদ মানুষ উৎসব মুখর পরিবেশে পালন করেছে।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। তাঁর শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়।
নির্বাচনে বিএনপি আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি প্রত্যেক গণতান্ত্রিক দলের উচিত নির্বাচনে অংশ নেওয়া। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, এটা তাদের বিষয়। তবে আমি মনে করি বিএনপির দলীয় সংকট নিরসনে তাদের সামনে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই।
##
আকরাম/বিবেকানন্দ/সঞ্জীব/পারভেজ/মনোজিৎ/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৬
শিল্পমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ০৪ আষাঢ় (১৮ জুন) : 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ ঢাকায় শিল্পমন্ত্রীর দপ্তরে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। 
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম, বিটাকের মহাপরিচালক ড. মোঃ মফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেশন ও সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। 
##
জলিল/বিবেকানন্দ/সঞ্জীব/পারভেজ/মনোজিৎ/২০১৮/১৮১০ ঘণ্টা
Handout file from PID (1).docx