Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০১৮

তথ্যবিবরণী ২০ মে ২০১৮

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৪১
 
রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে স¦াস্থ্যমন্ত্রীর আহ্বান
 
সুইজারল্যান্ড (জেনেভা), ২০ মে :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্যসেবাসহ সকল প্রকার সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু তাদের বছরের পর বছর থাকতে দেয়া সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ফিরিয়ে নিতে সে দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কমনওয়েলথ দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান। 
মন্ত্রী আজ সুইজারল্যান্ডের জেনেভার একটি হোটেলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এশিয়া অঞ্চলের দেশগুলোর পক্ষে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান।
সভায় মোহাম্মদ নাসিম মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় বাংলাদেশ সরকারের মানবিক সহায়তামূলক পদক্ষেপের বিভিন্ন বিষয় অবহিত করেন। তিনি আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা  দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নির্দেশনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য দেশের উদ্যোগের কথা তুলে ধরেন।
বিশ্বে অসংক্রমিত রোগ প্রতিরোধ সচেতনতা সৃষ্টি, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাসিম এসব বিষয়ে দেশের পরিস্থিতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া সভায় কমনওয়েলথের পক্ষ থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নে নানা ধরনের দিকনির্দেশনা উপস্থাপন করা হয়। 
#
 
পরীক্ষিৎ/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৪০
 
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট সড়কটি দ্রুত পুনর্গঠন করা হবে
                                                                   --- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে ) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বলা চলে এটি এই দুই অঞ্চলের মানুষের সেতু বন্ধন। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সড়কটির বেহল দশা, ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। যার কারণে মানুষদের অপরিসীম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের জনদুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়, তাই অতি দ্রুতই এই মহাসড়কের পুনর্গঠন করা হবে। 
মন্ত্রী আজ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ  করে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কুমিল্লা-সিলেট সড়কটির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পাশাপশি ১৫টি জেলার যোগাযোগে এই সড়কটির গুরুত্ব অপরিসীম। এই সড়কটির দ্রুত পুনর্গঠনের জন্য প্রয়েীজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
#
 
মাইদুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৩৯

ভেজালবিরোধী অভিযান জোরদারে শিল্পমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ ম)ে:
ভেজাল ও নি¤œমানের পণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধে বিএসটিআই’র চলমান বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যাতে নি¤œমানের, ভেজাল, নকল ও অস্বাস্থ্যকর পণ্য কেনা-বেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে সর্বোচ্চ সাহস ও আন্তরিকতার সাথে বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীদের অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।  
বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন (ঈড়হংঃধহঃ ঊাড়ষঁঃরড়হ ড়ভ ঃযব ওহঃবৎহধঃরড়হধষ ঝুংঃবস ড়ভ টহরঃং (ঝও)’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর বিএসটিআই মিলনায়তনে আজ এ সভা অনুষ্ঠিত হয়।   
বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক। এতে অন্যদের মধ্যে বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা বক্তব্য রাখেন।  
পণ্য ও সেবার ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার, শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি বিষয়ে পরিমাপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যে কোনো পণ্য উৎপাদন কিংবা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপের কাঁচামাল ব্যবহার করা জরুরি। এর ব্যত্যয় হলে উৎপাদিত পণ্য জননিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। তিনি অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য পরীক্ষা, পণ্য ওজন, যানবাহন তৈরিসহ সকল ক্ষেত্রে সঠিক পরিমাপের একক অনুসরণের তাগিদ দেন।
#
জলিল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৩৮
 
কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে 
                                   -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ ম)ে:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। গত নয়বছরে কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে। বর্তমানে মোট শিক্ষার্থীর শতকরা ১৪ ভাগের বেশি কারিগরি শিক্ষা গ্রহণ করছে। কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের আকৃষ্ট করা, মান উন্নত করা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিনিয়োগকারী ও শিল্প মালিকদের সম্পৃক্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ইঁরষফ ঝশরষষ ইধহমষধফবংয ভড়ৎ ঊসবৎমরহম ইধহমষধফবংয ধং উবাবষড়ঢ়বফ ঘধঃরড়হ’ শীর্ষক গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিকল্প নেই। বাস্তব কর্মজীবনে প্রয়োগ করা যায় এমন আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। বিনিয়োগকারী বা চাকুরিদাতাদের চাহিদা অনুযায়ী জনবল তৈরি করতে হবে। 
কারিগরি শিক্ষার অগ্রাধিকারের বিষয়টি পুর্নব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। আরো ২৩টি ইনস্টিটিউট স্থাপন করা হবে। বেসরকারি ইনস্টিটিউট রয়েছে প্রায় ৪৫০টি। এছাড়া বেসরকারি পর্যায়ে প্রায় ৭ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকার এসব প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছে এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। 
আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। গবেষণাপত্রের ওপর উপস্থাপনা পেশ করেন যশোর টিএসসি’র অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ। 
#
আফরাজুর/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৬৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৩৭
 
আগামীতে প্রতিবন্ধী ও বয়স্কভাতা বৃদ্ধি করা হবে
                            --- সমাজকল্যাণ মন্ত্রী 
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে ) : 
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ বয়স্ক জনগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে অনেকেই অস্বচ্ছল, অসহায়। দেশের এই অভিজ্ঞ জনগোষ্ঠীর কথা অবশ্যই সরকারের বিবেচনায় রয়েছে। অন্যদিকে, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা এ দেশেরই নাগরিক। তাদেরকে পিছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। এই পিছিয়ে থাকা মানুষদের জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। 
মন্ত্রী আজ ঢাকায় সুইড বাংলাদেশ মিলনায়তনে রমনা থানা ও শাহবাগ এলাকার প্রতিবন্ধী ও বয়স্ক জনগোষ্ঠীদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ও অসহায় বয়স্ক মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ভাতা দেয়া হয় তা খুব সামান্য। তাদের জন্য এই ভাতার পরিমাণ বৃদ্ধি করাটা এখন সময়ের দাবি। তাই, আগামী অর্থবছরে প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য বর্তমানে প্রদেয় ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। 
#
 
মাইদুল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৬৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫৩৬

রাজনীতির মূল উদ্দেশ্য জনকল্যাণ সাধন
               -- এলজিআরডি প্রতিমন্ত্রী
 
উলিপুর (কুড়িগ্রাম), ৬ জ্যৈষ্ঠ (২০ ম)ে:
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনকল্যাণ সাধন। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশ ও জাতির কল্যাণে সদানিবেদিত হওয়া অত্যাবশ্যক। এতে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি নির্মাণ সহজতর হতে পারে। 
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ফেতরাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। 
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার দক্ষ, মেধাবী ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ বিশ্বমানের নাগরিক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এ কর্মযজ্ঞে বিভিন্ন রাজনৈতিক দল, পেশা, ধর্মবর্ণনির্বিশেষে সকলকে সমন্বিত ভূমিকা রাখতে হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, বিগত নয় বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিদ্যুৎ, বনায়ন ও অবকাঠামো খাতসহ বিভিন্ন প্রকল্পে রেকর্ড পরিমাণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সরকারের আন্তরিকতা ও দূরদর্শীতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী সংখ্যা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের আনুরবাজার হতে আমীরের বাড়ি এবং আনুরবাজার হতে চেংমারী বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 
#
আহসান/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৭১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৫৩৫

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে ) : 
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
অগ্রাধিকার ভিত্তিতে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ-এর নদীগুলোর ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া, মেকানিক্যাল ইকুয়িপম্যান্ট (এম ই) পরিদপ্তরের কর্মকা- সম্পর্কে আলোচনা এবং প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
বৈঠকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়ী বাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা এবং প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার জোরালো সুপারিশ করা হয়। এছাড়াও তিস্তা ব্যারেজ প্রকল্প, ফেজ-২ (ইউনিট-১) এর কার্যক্রম প্রায় সমাপ্তির পথে বলে বৈঠকে অবহিত করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
     
#

মৌমিতা/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৫৩৪  
শ্রমিককল্যাণ ফাউন্ডেশনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮ কোটি ৮২ লাখ টাকা প্রদান
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ ম)ে :
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮ কোটি ৮২ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 
আজ সচিবালয়ে কোম্পানির চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৮ কোটি ৮২ লাখ ৭ হাজার ৯৮৮ টাকার একটি চেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের নিকট হস্তান্তর করেন। 
চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২২ কোটি টাকা বিতরণের পরও শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন প্রায় ৩ শত কোটি টাকা রয়েছে। সহায়তার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিকখাতের শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হয়। সম্প্রতি বজ্রপাতে কৃষক শ্রমিকের মৃত্যুর পরিমাণ বেড়ে যাওয়ায় শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কৃষিশ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।  
কোনো শ্রমিক কর্মস্থলে মারা গেলে এ তহবিল থেকে ২ লাখ টাকা, শ্রমিকের সন্তান মেডিকেলে বা প্রকৌশল, কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৩ লাখ টাকা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৫০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় বলেও তিনি জানান।
২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনি প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিককল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিকখাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা দেয় সরকার। 
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক 
ড. আনিসুল আওয়াল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান রুমানা রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্র্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
আকতারুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪৩০ ঘণ্টা  
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon