Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০১৭

তথ্যবিবরণী ২৪ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২২১
মোবাইল অ্যাপের মাধ্যমে ‘নবারুণ’ ছড়িয়ে দেয়ার আহ্বান

ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা নবারুণ পত্রিকার প্রচার সংখ্যা আরো বাড়ানো ও মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পাঠকের কাছে পৌঁছানোর ওপর পত্রিকার লেখকরা গুরুত্বারোপ করেছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণের’ আগস্ট মাসের জাতীয় শোক দিবস এর বিশেষ সংখ্যার লেখকদের নিয়ে আজ এক সভায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কিশোর উপযোগী লেখা নবারুণের পাঠকদের মাঝে আরো আকর্ষণীয় ও উপযোগী করে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় নতুন নতুন লেখকদের লেখা সংগ্রহ ও লেখক সৃষ্টির উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
নবারুণের লেখকগণ জাতীয় শোক দিবস সংখ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর প্রকাশিত লেখার মান ও প্রাসঙ্গিকতার ওপর আলোচনা করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় লেখক নাদিরা মজুমদার, মুস্তাফা মাসুদ, রহীম শাহ, দেলোয়ার হোসেন, শফিকুর রাহী, রজো নওফল হায়দার, মোমিন মেহেদী, ড. ইসমাত মির্যা, মুন্সী সাদিয়ার রহমান ও ক্ষুদে লেখক অর্ঘ্য দত্ত উপস্থিত ছিলেন। নবারুণের সম্পাদক নাসরীন জাহান লিপি ও অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
নবারুণ প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হয় এবং িি.িফভঢ়.মড়া.নফ ওয়েবসাইট থেকে এর প্রতিটি সংখ্যা পড়া যায়।
#
ইসতাক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২২০

সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে
                                --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো প্রয়োজন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যে বাড়তি খরচ হয়, সার্বিক বিবেচনায় তা অতি সামান্য। 
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে “চযুংরপধষ ্ ঈুনবৎ ঝবপঁৎরঃু” শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ভারতের ঐরষষ ্ অংংড়পরধঃবং-এর পরিচালক অং লক ইউ (ডড়হম খড়শব ণবড়)ি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সাইবার নিরাপত্তা কী, কেন প্রয়োজন, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি ও প্রতিকার এবং কেস স্টাডি নিয়ে আলোচনা করেন। 
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা 

Handout                                                                                                                          Number : 2219

Foreign Minister  meets Australian Foreign Minster in Perth

Dhaka, 24 August :

29 Australian students will come to study in Bangladesh next year under the “New Colombo Plan”. Foreign Minister Julie Bishop informed Bangladesh Foreign Minister AH Mahmood Ali during their meeting in Perth today. The “New Colombo Plan” is an initiative of Foreign Minister Julie Bishop. Under the Plan, Australian government provides scholarship to several hundred Australian students to study in the countries of Asia and the Pacific. Foreign Minister Ali welcomed the decision and thanked his Australian counterpart for her continued support in this area. Foreign Minister is currently in Perth leading a six-member Bangladesh delegation to the Bali Process Government and Business Forum.

During the 30 minute long meeting, the two Foreign Ministers discussed a wide range of issues of mutual interest. Expressing gratitude to Australia for recognizing Bangladesh as early in January 1972, Foreign Minister Ali also recalled the contribution of William Ouderland, an Australian citizen from Perth, in our War of Liberation in 1971.  He further added that Ouderlandwas the only foreign citizen to have been awarded “BirProteek”, the fourth highest gallantry award of Bangladesh.

Terming the bilateral relations between Bangladesh and Australia as excellent, Foreign Minister Bishopthanked the Minister for Bangladesh’s support to Australia’s bid for the Human Rights Council membership. In response, Foreign Minister Mahmood Ali conveyed Bangladesh’s appreciation for Australia’s continued support in our human resources development and capacity building including in combatting terrorism and countering violent extremism. He also sought her support in promoting cultural diplomacy between the two countries. Foreign Minister Bishop assured the Bangladesh Foreign Minister of extending all possible supports in this area, including the possibility of forming Australia-Bangladesh Cultural Council.

Noting the Forum to be an excellent initiative, Foreign Minister Ali commended the Australian Foreign Minister for her leadership in engaging the private sector in combating modern slavery and human trafficking. Foreign Minister Julie Bishop conveyed her appreciation to Bangladesh’s support to the initiative. 

In response to Foreign Minister Mahmood Ali’s invitation, the Australian Foreign Minister expressed her interest to visit Bangladesh at a mutually convenient time. Bangladesh High Commissioner to Australia Kazi Imtiaz Hossain was present during the meeting.

Foreign Minister Mahmood Ali will be addressing the Bali Process Government and Business Forum tomorrow.

#

Maruf/Mahmud/Mosharaf/Joynul/2017/1840hours

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ২২১৮

লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যাকবলিতদের
মাঝে সংস্কৃতি মন্ত্রীর নগদ অর্থ বিতরণ

লালমনিরহাট, ৯ ভাদ্র (২৪ আগস্ট):

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আজ সকালে বন্যাকবলিত লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে মন্ত্রী প্রতিনিধিদলসহ দুপুরে হাতিবান্ধার গড্ডিমারীতে বন্যাকবলিতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মান্নান ইলিয়াস, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট
মোঃ মতিয়ার রহমান,  পুলিশ সুপার রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল আলম সরকার, হাতিবান্ধা উপজেলা চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সাংবাদিকসহ এলাকার জনগণ এ সময় উপস্থিত ছিলেন।

    এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য। বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। তাদের সাহায্যার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় একদিনের বেতন দিয়ে এগিয়ে এসেছেন। তিনি সবাইকে বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    বন্যাকবলিত মানুষদের সাহায্যার্থে সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় তাঁদের একদিনের বেতন সর্বমোট প্রায় ১১ লাখ টাকা প্রদান করেছেন। সংগৃহীত এ অর্থ আজ হাতিবান্ধার বন্যাকবলিত মানুষদের মধ্যে প্রদান করা হলো। সংস্কৃতিমন্ত্রী এ অর্থ হাতিবান্ধার বন্যাকবলিত মানুষদের মধ্যে পরিবারপ্রতি ১ হাজার টাকা করে ১ হাজারের অধিক পরিবারের মধ্যে বিতরণ করেন।
    
#

কুতুবুদ-দ্বীন/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২২১৭
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে
                               ---- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে সচেতন ও জাগ্রত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সঠিক লক্ষ্যে পৌঁছতে তিনি দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু শোষণ-নিপীড়নমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সে লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধারমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো সোহরাব হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. অশোক কুমার বিশাস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ।
নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি বিষয়ে পড়াশোনা করছে। ২০২০ সালে এ সংখ্যা শতকরা ৩০ ভাগ ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে শিক্ষামন্ত্রী রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষে ঢাকা কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী। তিনি তাদেরকে স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
তিনি জানান, বন্যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সাধারণ মেরামত কাজ আমরা চালিয়ে যাচ্ছি। সাম্প্রতিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংখ্যা আরো বাড়বে। আবারও পূর্ণাঙ্গ তালিকা করে ছোট-বড় সব ধরনের মেরামতের প্রয়োজনীয়তা নির্ধারণ করে তা দ্রুত সম্পন্ন করা হবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জম হোসেন মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষ াবিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান এবং কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমদ।
#
আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২১৬
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক            
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) : 
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত মৈত্রী শিল্পের প্লাস্টিক সামগ্রী এবং মুক্তা ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণন ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবেদনের মাধ্যমে মৈত্রী শিল্পের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ১২৩৬ জন কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট ও শ্রান্তিবিনোদন ভাতা প্রদানের সুপারিশ করে।
সমাজসেবা অধিদপ্তরে ৩৬ ধরণের ইনোভেশন কার্যক্রম চালু রয়েছে। বৈঠকে ইনোভেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দক্ষ কর্মকর্তাদের উপযুক্ত জায়গায় পদায়নসহ ইনোভেশনের পাইলট প্রকল্পসমূহকে দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।
মন্ত্রণালয় থেকে যে সকল প্রান্তিক বঞ্চিত, এতিম এবং অসহায় ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে, কমিটি তাদের বেকারত্ব কমানোর জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বৃদ্ধি করার সুপারিশ করে। এছাড়া উপজেলা পর্যায়ে একটি করে প্রতিবন্ধী স্কুল চালু করারও সুপারিশ করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
নুরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২২১৫
 
           এমফিল ও পিএইচডি ভর্তির মৌখিক পরীক্ষার সময়সূচী 
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) : 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আর্টস গ্রুপ, সোশ্যাল সায়েন্স গ্রুপ, ন্যাচারাল সায়েন্স গ্রুপ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স গ্রুপ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ যথাক্রমে ১২, ১৩, ১৪ ও ১৭ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের নির্ধারিত তারিখে তাদের গবেষণা প্রস্তাবনা এবং সকল পরীক্ষার সনদ ও নম্বরপত্রসহ  উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
 
#
ফয়জুল/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২২১৪
৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর নিঃস্বার্থ, নির্লোভ ও নির্মোহ সত্ত্বার প্রতিফলন                                                                                                     -স্পিকার
ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট) : 
জন্মেছিলে তুমি, জন্মেছে এ দেশ--মুজিব তোমার অপর নাম, স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা ও তাঁর নেতৃত্ব এ বিশ্বে বিরল।
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারীগণ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্পিকার নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা গভীরভাবে উপলব্ধি করতেন। তাই তিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। এ কারণে জীবনের অধিকাংশ সময় তাঁকে কারাগারে কাটাতে হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য কাজী রোজী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও মোছা. মাহাবুব আরা বেগম গিনি এবং সলিম উদ্দিন তরফদার।  
স্পিকার বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে এক শোকাবহ মাস। তিনি বলেন,দীর্ঘদিন এ জাতি বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য অপেক্ষা করেছে। ইনডেমনিটি বিলের মাধ্যেমে এই  বিচারে বাধা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সত্যের জয় অনিবার্য, বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও শিশু রাসেলসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, কোনো প্রলোভন বা মোহই বঙ্গবন্ধুকে আচ্ছন্ন করতে পারেনি। জনতার মুক্তির প্রশ্নে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তখন তিনি তাই করেছেন। ১৯৫৭ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া শুরু করেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর নিঃস্বার্থ, নির্লোভ ও নির্মোহ সত্ত্বার প্রতিফলন দেখা যায়। আজো বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রতিধ্বনিত হয় সেই বজ্রকণ্ঠ ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা, আমি বাংলার মানুষের অধিকার চাই’।
পরে ১৫ আগস্ট, শাহাদতবরণকারী জাতির পিতাসহ অন্যান্য সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ,সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।                                                                                                                                       
 
#
তারিক/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫৫০ ঘণ্টা 
                                                                                        
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon