Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 21/7/2019

তথ্যবিবরণী                          নম্বর : ২৬৪৬
 
 দেশের রপ্তানি খাত নতুন যুগে প্রবেশ করলো
                                --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের রপ্তানি খাত নতুন যুগে প্রবেশ করলো। ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানি করে জিএসপি সুবিধা পেতে এখন থেকে রপ্তানিকারক স্টেটমেন্ট অভ্ অরিজিন সার্টিফিকেট ইস্যু করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো এতোদিন এ সার্টিফিকেট ইস্যু করতো। রপ্তানিকারকদের সময় ও খরচ বাঁচাতে এবং বিশ্ববাণিজ্য সংস্থার চাহিদা মোতাবেক রপ্তানি বাণিজ্য সহজ করতেই এ পদ্ধতি চালু করা হলো।
মন্ত্রী আজ ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কেন্দ্রে প্রাথমিকভাবে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ইলেক্ট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেম (রেক্স) নম্বর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
রেক্স নম্বরপ্রাপ্ত রপ্তানিকারক ১০টি প্রতিষ্ঠান হলো- জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লি.; রিফাত গার্মেন্টস লি.; স্কয়ার ফ্যাশনস লিমিটেড; নোমান টেরিটাওয়েল মিলস লি.; সী পার্ক (বিডি) লিমিটেড, চট্টগ্রাম; আকিজ জুটমিলস লিমিটেড; প্রাণ এগ্রো লিমিটেড; কারুপণ্য রংপুর লিমিটেড; মেসার্স ইউনিগ্রেøারি সাইকেলস ইন্ডাস্ট্রিজ লি. এবং ইউনিভার্সেলস জিন্সলিমিটেড। পর্যায়ক্রমে দেশের প্রায় ৬ হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এ রেক্স নম্বর প্রদান করা হবে।
মন্ত্রী বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো রেক্স বিষয়ে প্রয়োজনীয় তদারকির কাজ করবে। এটি চালুর ফলে অতি অল্প সময়ে নিজ দায়িত্বে রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানি করে জিএসপি সুবিধা ভোগ করতে পারবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ সফিকুল ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্টশেখ ফজলে ফাহিম, বিজিএমই’র সাবেক প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান-সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
#
বকসী/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২৩৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ২৬৪৫

সমুদ্র সম্পদের দিকে আমাদের পূর্ণ নজর দিতে হবে

--মৎস্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই):

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) কর্তৃক ‘উপকূলীয় মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা এসডিজি প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে গবেষকরা জানান, মিঠাপানি‡Z চাষকৃত মাছে আমরা বিশ্বে রেকর্ড করলেও উপকূলীয় লোনাপানির মাছ ও জলজ সম্পদের দিকে আমরা এতদিন কম নজর দিয়েছি। প্রায় বাংলাদেশের সমপরিমাণ সমুদ্রাঞ্চল অর্জনের পর মিঠাপানির পাশাপাশি উপকূলীয় এবং সমুদ্র সম্পদের দিকে আমাদের পূর্ণ নজর দিতে হবে এবং মৎস্য ও জলজ সম্পদের উন্নয়নে কাজ করতে হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে AvR XvKvq K…wlwe` Bbw÷wUDk‡b প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর দফতরের সচিব সাজ্জাদুল হাসান, মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য অধিদপ্তরের gnvcwiPvjK আবু সাইদ মোঃ রাশেদুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমানে দেশে মাছের উৎপাদন ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন। বিস্তীর্ণ উপকূলীয় সুন্দরবনের চিংড়ি ও কাঁকড়া উৎপাদনের পরিমাণ মাত্র ২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। আর ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার বিশিষ্ট আমাদের সামুদ্রিক জলসীমায় সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন, যা মাছের মোট উৎপাদনের ১৫ দশমিক ৩১ শতাংশ। তাই তুলনামূলকভাবে অধিক স্বাস্থ্যসম্মত সামুদ্রিক মাছ ও সি-উইডের ব্যাপক চাষাবাদ এখন সময়ের দাবি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর গবেষকরা বলেন, সমুদ্র উপকূলে সনাক্তকৃত wmউইডের ১১৭টির মধ্যে বৈদেশিক gy`ªv অর্জনযোগ্য সবুজ, বাদামি ও লাল রঙ্গের ১০টি wmউইড বা শৈবাল বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন। খাদ্য হিসেবে সমুদ্র-শৈবালের বিভিন্ন রকম ব্যবহারের কথাও জানান তারা। তারা উল্লেখ করেb, গবেষণাগারে উপকূলীয় দুষ্প্রাপ্য চিত্রা, দাতিনা  ও কাইন মাগুরমাছের প্রজননক্ষম ব্রুড লালন করা হচ্ছে। গলদা ও বাগদা চিংড়ির পাশাপাশি গবেষণায় অধিক উৎপাদনযোগ্য হরিণাচিংড়ির উৎপাদন প্রতি হেক্টরে ২ হাজার ৫০০ কেজি পাওয়া গেছে এবং তাদের বেঁচে থাকার হার ৮০ শতংশ। তারা তাদের গবেষণা-ফলাফলের ভিত্তিতে সরকার কর্তৃক বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জের ৮২ কি.মি. এলাকাকে ইলিশের ৬ষ্ঠ অভয়াশ্রম ঘোষণা এবং সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমে (২০ মে থেকে ২৩ জুলাই) ৬৫ দিন মাছধরা নিষিদ্ধকালীন সময়ের যৌক্তিকতা তুলে ধরেন।

বক্তারা বাঁকখালী নদীর মোহনায় পানির উপরিভাগে ভাসমান অবস্থায় প্রতি র্বগকিলোমিটারে ২০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে Rvbvb। মহেশখালী, টেকনাফ ও শাহপরীর দ্বীপ থেকে সংগৃহীত অপরিশোধিত লবণে কেজিতে প্রায় ১০০০টি এবং বাণজ্যিকি পরিশোধিত লবণে প্রতি কেজিতে পাওয়া গেছে ৭০০ থেকে ৯০০টি মাইক্রোপ্লাস্টিক। লাবণী পয়ন্টে সমুদ্রসৈকত ও উখিয়া-রামুর সংযোগস্থল কাঁকড়া বিচেও প্লাস্টিক-দূষণের মাত্রা কক্সবাজার শহরের তুলনায় তিনগুণের বেশি।

প্রতিমন্ত্রী এশিয়ার মধ্যে সেরা একটি উন্নত দেশে পরিণত করতে কৃষি এবং মৎস্য ও প্রাণি সম্পদের বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি গবেষকদের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে তিনি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ক্রয়কৃত ৩টি ফ্রিজিং-ভ্যানের চাবি সংস্থার চেয়ারম্যান দিলদার আহমদের নিকট হস্তান্তর করেন। এসব ভ্যানের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের আহরিত মাছ ঢাকায় বাজারজাত করা হবে।

#

শাহ আলম/ইসরাত/মোশারফ/রেজাউল/২০১৯/2310 ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ২৬৪৪

 

প্রিয়া সাহার বক্তব্যে বিভ্রান্ত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি

নষ্ট না করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই):

            প্রিয়া সাহার বক্তব্যে বিভ্রান্ত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

            আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ আহ্বান জানান।

            মন্ত্রী বলেন, ‘পিরোজপুর-১ সংসদীয় আসনের নির্বাচিত সদস্য হিসেবে দেশের সকল হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে অবহিত করতে চাই আমার এলাকায় কোনোভাবেই কোনো অসম্প্রীতি হয়নি, ধর্মীয় বিদ্বেষপ্রসূত কোনো ঘটনা ঘটেনি। প্রিয়া সাহার কোনো সম্পত্তি কেউ নিয়ে যাওয়া বা তার ঘর-বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য। মুসলিম মৌলবাদীরা ঘটনা ঘটিয়েছেন বলে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তাও অসত্য’।

            সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘আমার এলাকায় কোনো মৌলবাদীদের অবস্থান নেই। আমার এলাকায় হিন্দু-মুসলিমের সম্প্রীতি, সহাবস্থান একটি অপূর্ব নিদর্শন সৃষ্টি করেছে। এটা হাজার হাজার বছরের ঐতিহ্য। আমাদের সম্প্রীতির জায়গা অনেক বড়। কাজেই প্রিয়া সাহার বক্তব্যে কোনো মানুষ যেন বিভ্রান্ত  না হন বা কেউ যেন ফায়দা লুটে নিতে না পারেন সেই আহ্বান জানাচ্ছি’।

            ‘ইতোমধ্যে পিরোজপুর জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় সকলে প্রিয় সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন’, বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।

            মন্ত্রী আরো বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য হিসেবে এবং একই ইউনিয়নের অধিবাসী হিসেবে দেশবাসীকে অবহিত করতে চাই, প্রিয়া সাহা পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চর বানিয়ারি গ্রামে বসবাস করেন না এবং এ গ্রামে তার নিজস্ব কোনো সম্পত্তি বা বাড়ি-ঘর নেই। এ গ্রামে তার বাবা ও ভাইদের সম্পত্তি রয়েছে। তাদের বাড়িতে কেউ থাকেন না’।

            শ ম রেজাউল করিম বলেন, ‘প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টের কাছে বলেছেন বাংলাদেশে ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান গুম হয়েছে। আমার নির্বাচনী এলাকা যেখানে প্রিয়া সাহার বাবার বাড়ি, সেখানে একজনও অন্য ধর্মাবলম্বী ব্যক্তি গুম হয়নি’। 

            প্রিয়া সাহা দেশের বাইরে গিয়ে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া ও জমি নিয়ে নেওয়ার যে অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণরূপে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো অসৎ পরিকল্পনা থেকে এ জাতীয় অভিযোগ করতে পারেন। 

            মন্ত্রী আরো জানান, ‘পিরোজপুর জেলা পূজা পরিষদের সভাপতি বিমল মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার মজুমদার বিবৃতি দিয়েছেন যে, প্রিয়া সাহার বক্তব্যের সাথে তারা কেউ একমত নন এবং তার অভিযোগ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। 

            নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রিয়া সাহার অভিযোগকে উদ্ভট, অবাস্তব ও মিথ্যাচারপূর্ণ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

#

ইফতেখার/ইসরাত/মোশারফ/রেজাউল/২০১৯/২১৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                          নম্বর : ২৬৪৩
কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মত উপায়ে অপসারণের অনুরোধ
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য সকল সরকারি-বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলের প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে এ বিষয়ে আজ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশবান্ধব উপায়ে অপসারণ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে ৪ লাখ লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ ও জেলা তথ্য অফিসের মাধ্যমে এ লিফলেট বিতরণ করা হবে। এ বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকগণ জেলা তথ্য অফিসার, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও জন প্রতিনিধি-সহ অন্যান্য দপ্তরের সমন্বয়ে সভা আয়োজন করবেন। জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং ও ডকুমেন্টারি প্রদর্শনের মধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলা পর্যায়ে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব পবিত্র ঈদুল আজহার পূর্বের জুমায় এবং ঈদুল আজহার খুৎবাতে বক্তব্য প্রদানের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত লিফলেটে উলি¬খিত তথ্য সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করা হবে। জনসচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফিচার তথ্য অধিদফতর সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করবে। জনসচেতনতা তৈরির লক্ষ্যে সকল মোবাইল অপারেটরের মাধ্যমে ক্ষুদে বার্তা প্রেরণের ব্যবস্থা করা হবে।  
  ঢাকা শহরে বর্জ্য পরিষ্কার করার ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য সিটি কর্পোরেশনের প্রতিনিধি উক্ত সভার মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানান। সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিনা মূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতার জন্য মাইকিংসহ জনসচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সবকটি প্রাইভেট চ্যানেলে এ বিষয়ে তথ্যসংবলিত ডকুমেন্টারি প্রদর্শন ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল বেসরকারি চ্যানেলসমূহকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 
#
 
পাশা/ইসরাত/রাহাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৯/২২৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৪২
পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারলে পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ
                                                      ÑÑÑ মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার  বলেছেন, তথ্য-প্রযুক্তির  ভবিষ্যৎ সুপার হাইওয়ের নাম  ৫জি প্রযুুক্তি। ৫জি নতুন সভ্যতার জন্ম দেবে। বাংলাদেশ অতীতের পশ্চাৎপদতা কাটিয়ে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৫জি প্রযুক্তির দুনিয়ায় প্রবেশ করার প্রস্তুতি শুরু করেছে। বিটিআরসি এই লক্ষ্যে কাজ করছে এবং টেলিটককেও প্রস্তুত করা হচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত ‘৫জি : ভবিষ্যতের নেটওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মোস্তাফা জব্বার ৫জি প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ৫জি প্রযুক্তি কেবল মোবাইল এপ্লিকেশন্সই নয়। এর বাইরেও প্রয়োজন হবে। তিনি বলেন, ৫ বছর পর ৫জি’র ওপর ভিত্তি করে যে প্রযুক্তি আসবে তা আন্দাজ করাও যায় না।
তিনি মোবাইল ডিভাইসের মতো ৫জি ডিভাইসও বাংলাদেশ তৈরি করার আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারলে পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে গত দশ বছরে প্রতিটি উন্নয়ন সূচকে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ-জাতির পিতার লালিত স্বপ্নের সোনার বাংলা।
মন্ত্রী প্রযুক্তির সাথে সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল বিপ্লবের পাশাপাশি আমাদেরকে ডিজিটাল নিরাপত্তার কথা ভাবতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার সম্পর্কে বলেন, প্রযুক্তির মাধ্যমে অবৈধ লিংক বন্ধের পাশাপাশি সত্য তথ্য তুলে ধরে গুজবের জবাব দিতে হবে।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, টেলিটক এমডি মোঃ শাহাব উদ্দিন এবং বিটিআরসি কমিশনার প্রকৌশলী মোঃ মহিউদ্দিন ঝন্টু বক্তৃতা করেন।
আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনির্ভাসিটি অভ্ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
 
শেফায়েত/ইসরাত/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২২৩৫ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৪১
কৃষির প্রত্যেকটি খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে                                                                                                                                                --- কৃষিমন্ত্রী
 
টাংগাইল, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
কৃষিক্ষেত্রে বর্তমান সরকার গৃহীত উন্নয়ন কর্মকা-ের ফলে আজ কৃষির প্রত্যেকটি খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রত্যেকটি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হওয়ায় এখন এ দেশের কৃষক কেবল খাদ্য নিরাপত্তা নয় বরং পুষ্টি নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশ ক্রমে এগোচ্ছে। জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করে চলেছে। কৃষিবান্ধব বর্তমান সরকার সত্যিকার অর্থেই খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে। 
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদে সিআইবি ও নন সিআইবি কৃষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, গত দশ বছর ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা সরকারের কৃষি ভাবনার বাস্তব প্রতিফলন। এখন লক্ষ্য কৃষির আধুনীকায়ন, যান্ত্রিকীকরণ, বাইও মোডাল মার্কেটিং ও প্রক্রিয়াজাত। 
কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষকের উৎপদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। চাল রপ্তানির কাজ শীঘ্রই শুরু হবে। কৃষিক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসছে। রপ্তানির কথা মাথায় রেখে কৃষিপণ্য উৎপন্ন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হিরা, পৌর মেয়র মনজুরুল ইসলাম তপনসহ ইউপি সদস্য ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
 
গিয়াস/ইসরাত/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৪০
গণরোষেই বেগম জিয়ার রাজনৈতিক পতন হয়েছে
                                       --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
‘গণরোষেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একবার বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একবার সরকার পতনের জন্য গণআন্দোলন তৈরি করবে -এরকম বহু কথা আমরা গত ১০ বছরের বেশি সময় ধরে শুনে আসছি, যা অন্তঃসারশূন্য হুমকি ধামকি হিসেবে প্রমাণিত। তাদের এ জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে।’ ‘বরং আমি বিএনপিকে অনুরোধ জানাবো জনগণকে আস্থায় আনার চেষ্টা করতে’, বলেন মন্ত্রী।
‘দেশে অশান্তি বিরাজ করছে’- বিএনপি’র এমন মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে দেশে যে শান্তি-স্থিতি বিরাজ করছে, এটি পুরো বিশ্ব সম্প্রদায় স্বীকার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকা গিয়ে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তার অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ।’
ড. হাছান বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় শুধু নয়, ক্রয়ক্ষমতাও আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব যা বলছে, সেটির বিপরীতে যখন মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে যায়।’
এ সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে অভিযোগকারী প্রিয়া সাহা’র বিষয়ে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য অবশ্যই দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে, তা আজকে পৃথিবীব্যাপী প্রশংসিত। সেই প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অবান্তর। তার এ বক্তব্যের সাথে বাংলাদেশের সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিমত পোষণ করেছেন, এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি কীভাবে তাদের প্রতিনিধি হলেন- সেটি অবশ্যই তদন্তের বিষয়। এ বিষয়ে কি করা হবে সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু সে বক্তব্য দেশের শান্তি-স্থিতি বিনষ্ট করছে কি-না সেটি দেখার বিষয় ? নিশ্চয়ই এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
#
 
আকরাম/ইসরাত/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৩৯
উন্নয়ন প্রকল্পে চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় রাখতে হবে                                                                                                                                                                      --- স্থানীয় সরকার মন্ত্রী
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নয়ন প্রকল্প নেয়ার সময় কাক্সিক্ষত সুবিধাগুলোর পাশাপাশি সম্ভাব্য চ্যালেঞ্জগুলোও বিবেচনায় রাখতে হবে যাতে যথাসময়ে এবং যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়।
 আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ৪টি ওয়াসার ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ-সহ মন্ত্রণালয় ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী কিছু প্রকল্প কেন কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তা সংশ্লিষ্টদের নিকট জানতে চান এবং প্রকল্পগুলোর কাজে গতি আনতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৪টি, ঢাকা ওয়াসার ৫টি, চট্টগ্রাম ওয়াসার ২টি, খুলনা ওয়াসার ১টি এবং রাজশাহী ওয়াসার একটি প্রকল্পকে মন্থর অগ্রগতিসম্পন্ন প্রকল্প হিসেবে চিহ্নিত করা হয় যার সবগুলোই সুপেয় পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্প।
মন্ত্রী বলেন, সবাই দেশের কথা চিন্তা করে দায়িত্ব নিয়ে কাজ করলে যেকোনো প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা সহজ। পানির অপর নাম জীবন। কাজেই পানি সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই।
#
 
হাসান/ইসরাত/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৩৮
তথ্য মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান
                           --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন। দপ্তরপ্রধান হিসেবে ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নিজামুল কবীর, কর্মকর্তাদের মধ্যে উপ-সচিব নাসরিন পারভীন ও কর্মচারীদের মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মোঃ জাকির হোসেন এ পুরস্কার গ্রহণ করেন। 
তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তরপ্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
 
আকরাম/ইসরাত/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                     নম্বর : ২৬৩৭
 
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
 
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের জন্য সরকারি কর্মসূচি নির্ধারণকল্পে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন র্ধম প্রতমিন্ত্রী আলহাজ এডভোকটে শখে মোঃ আব্দুল্লাহ। 
সভায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ, হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকাতে ঈদের দিন সকাল ৮ টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৮.৩০ ঘটিকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতরি উদ্দেেশ বাণী প্রদান করবেন। এ উপলক্ষে সরকারি/বেসরকারি ভবন এবং বদিশেস্থ বাংলাদশে মশিনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র ঈদুল আজহা দিবাগত রাত্রিতে নির্দিষ্ট সরকারি ভবনসমূহে ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। 
সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশে বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভা/সশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকারি সংস্থাসমূহের প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ কর্তৃক যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/ কারাগার/সরকারি শিশু সদন/বৃদ্ধ নিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন এর ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সাথে সংগতিশীল ডকুমেন্টারি ফিল্ম/চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ডকুমেন্টারি ফিল্ম তৈরির ক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশের ধর্মীয় অনুষ্ঠানাদি, রীতি ও রেওয়াজকে গুরুত্ব দিয়ে নতুন আঙ্গিকে নতুন ধারার অনুষ্ঠানমালা তৈরির অগ্রাধিকার দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থানে প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে। 
কুরবানি পরবর্তী কুরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হয় যে, কুরবানিকৃত পশুর রক্ত/বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদুল আজহার পূর্ববর্তী জুমার খুৎবায় এ বিষয়ে মুসল্লিদের সচেতন করা হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও বিজ্ঞাপণ প্রচার করা হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ ও ড. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এ সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
 
আনোয়ার/ইসরাত/রাহাত/রফিকুল/রেজাউল/২০১৯/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                   নম্বর : ২৬৩৬
 
মেট্রোরেল পরিচালনায় লাইসেন্স পেল ঢাকা ম্যাস ট্রানজিট কো. লি.
 
 
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
 
মেট্রোরেল পরিচালনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে লাইসেন্স পেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরীতে মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণের সময়াবদ্ধ পরিকল্পনার ব্রান্ডিং বিষয়ক সেমিনারে এ লাইসেন্স হস্তান্তর করা হয়। 
 
 সেমিনারে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল রুট-৬ এর যাত্রী পরিবহন শুরু হবে। এর আগে ভৌত কাজ এবং পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে আরো চারটি রুট নির্মাণ করা হবে। যেখানে উড়াল অংশের পাশাপাশি পাতাল রেলও থাকবে। 
 
মন্ত্রী বলেন, সময়াবদ্ধ পরিকল্পনার আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর হতে কমলাপুর এবং নতুন বাজার হতে পিতলগঞ্জ পর্যন্ত প্রায় একত্রিশ কি.মি. দীর্ঘ মেট্রোরেল রুট-১ এর কাজ শুরুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলেছে। এ রুটে এগারো কি.মি. থাকছে পাতালরেল। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাই, পরিবেশগত সমীক্ষা এবং মূল নকশার কাজ শেষ হয়েছে। প্রায় বায়ান্ন হাজার কোটি টাকা ব্যয়ে দুটি অংশে বিভক্ত মেট্রোরেল রুট-১ এর কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
মন্ত্রী আরো জানান, হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত বিশ কি.মি. দীর্ঘ মেট্রোরেল রুট-৫ এর সাড়ে তের কি.মি. থাকছে পাতাল রেল। এ রুটের অপর অংশ গাবতলী হতে দাশেরকান্দি পর্যন্ত প্রায় সতেরো কি.মি. দীর্ঘ। মেট্রোরেল রুট-৫ এর পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত নকশা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
 
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহম্মদ তৌফিক ও মোঃ ছলিম উদ্দীন তরফদার, ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শিশির কুমার রায়, মেট্রোরেল রুট-৬ এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালকদার, মেট্রোরেল রুট-১ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী সায়েদুল হক অন্যান্য
Todays handout (16).docx Todays handout (16).docx