Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০১৭

তথ্যবিবরণী ( ১৮ মে ‘১৭)

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৬৬

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :

দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি’র ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং জাহান আরা বেগম সুরমা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স'ানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে গৃহীত গুচ্ছগ্রাম প্রকল্প দ্রম্নত বাসত্মবায়নের সুপারিশ করা হয়।

কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন, গতিশীলতা বৃদ্ধি ও রাজস্ব আদায় বৃদ্ধি করার লড়্গ্যে প্রয়োজন ড়্গেত্রে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করার সুপাশি করে।

কমিটি ‘স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অভ্‌ বাংলাদেশ‘ প্রকল্প থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে অবশিষ্ট সকল উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের কাজ চলমান রাখার সুপারিশ করে।

বৈঠকে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও সেটেলমেন্ট অফিসের সাথে আনত্মঃযোগাযোগের ড়্গেত্রে সফটওয়্যার ব্যবহার করে সকল উপজেলায় অনলাইন মিউটেশন কার্যক্রম চলমান রাখার সুপারিশ করা হয়।

কমিটি পরবর্তী সভায় ভাওয়াল স্টেটের সকল সম্পত্তির তথ্য সম্বলিত তালিকা উপস'াপনের সুপারিশ করে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।

#

হালিম/মাহমুদ/আলী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৬৫

ঊঝঈঅচ সদস্যরা জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে পারে                                                                                                                                    -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ব্যাংকক (থাইল্যান্ড), ১৮ মে :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, ঊঝঈঅচ (ঊপড়হড়সরপ ধহফ ঝড়পরধষ ঈড়সসরংংরড়হ ভড়ৎ অংরধ ধহফ ঃযব চধপরভরপ) সদস্যরা জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি ছাড়াও আরো অনেক খাত রয়েছে যার মাধ্যমে একে অপরকে সমৃদ্ধ করতে পারে।

    তিনি আজ ব্যাংককে বাংলাদেশ দূতাবাস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ঞড়ধিৎফং ঝউএ৭ : ঊসঢ়ড়বিৎরহম ঃযব ঊীপষঁফবফ রিঃয অভভড়ৎফধনষব ধহফ জবহবধিনষব ঊহবৎমু’  শীর্ষক সাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাওয়ার সিস্টেম মাস্টারপস্নান অনুসারে ৬৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই বিদ্যুৎ আনা হবে। ঊঝঈঅচ সদস্য রাষ্ট্রসমূহ এখানে অবদান রাখতে পারে। সরকারি নীতিমালা অনুসারে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদন করা হবে।
 
    তিনি আরো বলেন, আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। ভুটান  ও নেপাল থেকে জলবিদ্যুৎ এর বিষয়টি অগ্রসরমান। দড়্গিণ পূর্ব এশিয়া হতে বিদ্যুৎ আনতে মিয়ানমারকেও রোড হিসেবে ব্যবহারের আলোচনা চলছে। বিমসটেক (ইওগঝঞঊঈ) আরেকটি আঞ্চলিক সহযোগিতার পস্নাটফর্ম হতে পারে। ঊঝঈঅচ এ অঞ্চলের সহযোগিতাসমূহকে সমন্বয় করতে পারে।

    থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসমীম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেলিস্ট হিসেবে ছিলেন টুভ্যালু প্রধানমন্ত্রী ইনেলে সুসেনে সুপুয়াগা (ঊহবষব ঝড়ংবহব ঝড়ঢ়ড়ধমধ), থাইল্যান্ডের ন্যাশনাল রিফর্ম স্টিয়ারিং এসেম্বলির প্রথম ভাইস চেয়ারম্যান আলংকর্ণ পুনলাবুট (অষড়হমশড়ৎহ চড়হষধনড়ড়ঃ), শ্রীলংকার বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি উপমন্ত্রী অজিদ পি. পেরেরা (অলরঃয চ. চবৎবৎধ) ও এডিবির উপদেষ্টা ইয়ংপিং ঝাই (ণড়হমঢ়রহম তযধর)। অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস'াপন করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
#

আসলাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৬৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পভুক্ত ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আজ ঢাকায় আনত্মর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটে অনুষ্ঠিত হয়।

    জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প চারটি জেলার ৩০০টি বিদ্যালয় এবং ৫০টি মাদ্রাসায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস'্য বিষয়ক তথ্য সরবরাহে কাজ করছে। এই প্রকল্পটি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় বাসত্মবায়িত হচ্ছে।

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।।অনুষ্ঠানে আরো উপসি'ত ছিলেন রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এস আর এইচ ডা. এনি ওয়েস্টজেন্স,  জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ এর কান্ট্রি প্রতিনিধি আইওরি কাতও এবং পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ওরলা মরফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

    মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের মাধ্যমে ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সামাজিক রীতি ও জেন্ডার ভূমিকা পর্যালোচনা তথা জেন্ডার সমতা শিক্ষার মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে এবং নিজেদের প্রজনন স্বাসে'্যর উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভাবনীয় গতি অর্জন করেছে। শিক্ষা ও স্বাস'্য সূচকের অগ্রগতি ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে সরকার মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা নিশ্চিতকরণে অনেকগুলো বাসত্মবমুখী ও সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে, এর মধ্যে একটি কার্যকরী প্রকল্প হলো জেনারেশন ব্রেক থ্রু। তিনি এই প্রকল্পের সাফল্য কামনা করেন।

#

রেজাউল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৬৩

মুক্তিযুদ্ধ, গণহত্যা ও স্বৈরশাসনবিরোধী চিত্রের
জন্য ফটোসাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রীর কৃতজ্ঞতা   
    
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :

    মহান মুক্তিযুদ্ধ, একাত্তরে পাকিসত্মানি হানাদার ও তাদের দোসরদের পরিচালিত ঘৃণ্য গণহত্যা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চিত্র দেশ ও বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তোলার জন্য ফটোসাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে ‘ফটোসাংবাদিকতা বিষয়ে আনত্মর্জাতিক সেমিনার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহায়তায় পিআইবি সেমিনারের আয়োজন করে।

    ফটোসাংবাদিকরা ইতিহাস ধরে রাখেন, তাদের আলোকচিত্র সত্যের সাক্ষী উলেস্নখ করে তথ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ঘৃণ্য গণহত্যা এবং নব্বইয়ের গণআন্দোলনে তাদের তোলা ছবিগুলো এদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামকে সফলতার পথে এগিয়ে নিয়েছে।

    ফটোসাংবাদিকদের জন্য ঝুঁকিভাতা প্রচলনের যুক্তি এবং ‘ক্যামেরাম্যান’ ও ‘ফটোসাংবাদিক’ এর পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সংবাদ ও গণমাধ্যম বিষয়ে জ্ঞান প্রয়োগ করে আলোকচিত্র ধারণ ও মুদ্রণ নিয়ে কাজ করেন ফটোসাংবাদিকরা। তাদের কাজে ঝুঁকি বেশি বলে ঝুঁকিভাতাও থাকা উচিত।’    

    এসময় সেমিনারে যোগ দেয়া নেপালের জাতীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের দশ সদস্যের দলকে স্বাগত জানান তিনি। ইনু বলেন, তাদের এ অংশগ্রহণ দু’দেশের সংবাদজগতের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

    পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট একেএম মহসীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং নেপাল ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি তেজ বাহাদুর ব্যাসনেট (ঞবল ইধযধফঁৎ ইধংহবঃ)।

    সেমিনার উদ্বোধনের পর নেপালের জাতীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের দশ সদস্যের দলটি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে পিআইবি বোর্ডরম্নমে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৬২

নারীর গৃহকর্মের মূল্যায়ন আনবে নারী-পুরুষ সমতা ও জাতীয় প্রবৃদ্ধি  
                                                          --- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
গৃহস্থালিতে নারীর শ্রমের মূল্যায়ন নারী-পুরুষ সমতায়ন ও জাতীয় প্রবৃদ্ধির সঠিক চিত্রায়নে একান্ত জরুরি বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে ‘গৃহস্থালি কর্মকা-ে নারীর শ্রম’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একশন এইডের সহায়তায় পিআইবি এ কর্মশালার আয়োজন করে।
২০৩০ এর মধ্যে টেকসই উন্নয়ন অর্জনে লিঙ্গবৈষম্য সম্পূর্ণ দূর করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গৃহস্থালির কাজসহ সকল অনানুষ্ঠানিক কাজের মূল্যায়ন ও স্বীকৃতি লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করবে। এক্ষেত্রে নারীশ্রমের যথাযথ মূল্যায়ন হলেই কেবল প্রবৃদ্ধির সঠিক পরিমাপ সম্ভব। নতুবা, বিপুল নারীশ্রম জাতীয় প্রবৃদ্ধি হিসাবের বাইরে রয়ে যায়। 
ইনু বলেন, ‘শ্রম বিষয়ক খবর এবং সেখানে নারীর শ্রম কতটুকু মূল্যায়িত হচ্ছে সেদিকে সাংবাদিকবৃন্দের নজর রাখতে হবে। দেখা যায়, গৃহস্থালির কাজ সংসারের নারীরা যখন করে তা মূল্যায়িত হয় না, কিন্তু সেই একই কাজ যখন অর্থের বিনিময়ে নিয়োজিত কেউ করে তা মূল্যায়িত হয়।’ 
নারীশ্রমের মূল্যায়ন বিষয়ে গবেষণা ও তা সবার জন্য প্রকাশ করার জন্য কর্মশালা আয়োজকদের আহ্বান জানান তিনি। 
পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. মেঘনা গুহ ঠাকুরতা ও একশন এইডের প্রতিনিধি শেখ মনজুর-ই-আলম উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৬১

নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে আইসিটি
আইনের ৫৭ ধারার বিভ্রানিত্ম দূর করা হবে
                  -- আইনমন্ত্রী

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় যেসব বিভ্রানিত্ম আছে তা নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে দূর করা হবে। তিনি বলেন, বাক-স্বাধীনতার ব্যাপারে যাতে কারো কোন দ্বিধা-দ্বন্দ্ব না থাকে, কারো মনে কোনো প্রশ্ন না ওঠে তা ডিজিটাল সিকিউরিটি আইনে পরিষ্কার করা হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় প্রাঙ্গণে অধঃসত্মন আদালতের বিচারকদের পরিবহনের জন্য গাড়ির চাবি হসত্মানত্মর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

    মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয় এখন আইনটি যাচাই বাছাই করছে। এ নিয়ে সমপ্রতি  একটি আনত্মঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। সার্বিক দিক পর্যালোচনা করে সভায় উপসি'ত সকলেই এ আইন  প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি আরও বলেন, শিগগিরই এ আইনের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হবে।  তারপর আইনটি চূড়ানত্ম করা হবে।

    এ সময় ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ক্রয়কৃত ৫টি কার গাড়ি এবং ৬টি মাইক্রোবাসের চাবি অধঃসত্মন আদালতের বিচারকদের মাঝে হসত্মানত্মর করেন আইনমন্ত্রী।

#

রেজাউল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৬০

প্রযুক্তি আমদানি করার মানসিকতা বদলাতে হবে 
                                      ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিক্ষার মান উন্নয়ন এবং উচ্চতর গবেষণার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে উচ্চতর গবেষণায় বিনিয়োগের মাধ্যমে মানসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও সমাজবিজ্ঞানী গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।  
তিনি আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি সংক্রান্ত কর্মশালা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়াতে হবে। প্রযুক্তি ও জ্ঞান শুধু আমদানি করার মানসিকতা বদলাতে হবে। আমাদের নিজস্ব সমস্যার সমাধানের লক্ষ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তার ব্যবহার করতে হবে। আমরা জ্ঞান ও প্রযুক্তি রপ্তানি করতে পারি, সেই জায়গায় আমাদের যেতে হবে।
তিনি বলেন, উচ্চতর এবং ফলিত গবেষণার জন্য ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ১১৩টি গবেষণা প্রকল্পে ২১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় হয়েছে। চলমান গবেষণা কার্যক্রমের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে  ১৫ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, নায়েমের মহাপরিচালক অধ্যাপক প্রফেসর মো. হামিদুল হক, গবেষণা বাছাই কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাউদ্দিন আহম্মেদ এবং ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহ বক্তৃতা করেন।
পরে মন্ত্রী ১৬৬টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১২ কোটি ৬০ লাখ ২২ হাজার টাকার  চেক বিতরণ করেন। ১০টি প্রকল্পের ৩য় কিস্তি, ৮০টি প্রকল্পের ২য় কিস্তি এবং ৭৬টি প্রকল্পের প্রথম কিস্তির টাকার চেক হস্তান্তর করা হয়। গবেষণা প্রকল্পের অনুদান, মুখ্য গবেষক ও সহকারী গবেষকের সম্মানী হিসেবে এ চেক দেয়া হয়। উল্লেখ্য, গাণিতিক বিজ্ঞান, জীবন সম্পর্কিত বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইসিটি, মেরিন সাইন্স এবং এসডিজি ও ৭ম পঞ্চবার্য়িক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক গবেষণার জন্য এ অনুদান দেয়া হচ্ছে।
#
আফরাজ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৫৯

জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ
                                               --- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
আজ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গ্রীষ্মকালীন ক্রীড়া-২০১৬ এবং শীতকালীন ক্রীড়া-২০১৭ এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর সেরা প্রতিষ্ঠান প্রধান ও সংগঠন প্রধানদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের অয়োজন করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ফারহানা হক বক্তৃতা করেন। 
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শারীরিক ও মানসিক বিকাশ খুবই জরুরি। এজন্য আমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাকে সমান গুরুত্ব দিচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা উৎসাহিত করা হচ্ছে।
#

আফরাজ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৫৮

দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের পঞ্চদশ (২০১৭ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ২টি বিলে আজ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

    বিল দু’টি হচ্ছে : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিল, ২০১৭ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ২০১৭।
    
#

হুদা/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৫৭

সেবাপ্রদানকারীদের ‘পজিটিভ মাইন্ড সেট’ থাকতে হবে
                                         --- ভূমি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জনভোগান্তি ও দুর্নীতি কমাতে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারীদের ‘পজিটিভ মাইন্ড’ বা ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগুতে হবে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা সহজ হবে। 
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সিরডাপ মিলনায়তনে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের ন্যাশনাল ডিসেমিনেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম এবং এডিবির বাংলাদেশ রেসিডেন্স মিশনের প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট মিস জয়তসানা ভারমা। সেমিনারে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ।
সেমিনারে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও অর্জন বিষয়ে প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব তালুকদার। মডারেটরের দায়িত্বে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ আবুয়াল হোসেন। এছাড়া ডিএলএমএস সফটওয়্যার এর মৌলিক কার্যক্রম ও ব্যবহার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আইএলএন্ডএফএস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপক রাকেশ বেদী। 
প্রথম ও দ্বিতীয় সংশোধিত ডিএলএমএস প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১১ থেকে জুন ২০১৭ পর্যন্ত। এর অর্থায়নের উৎস হচ্ছে জিওবি ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্প ব্যয় ১৫৫ কোটি ৪৭ লাখ ১৭হাজার টাকার মধ্যে এডিবি’র অর্থায়ন ছিল ১২৭ কোটি ৯২ লাখ টাকা।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভূমি মালিকানা নির্ধারণ অধিকতর সহজীকরণ, জনভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমির মিউটেশন আধুনিকায়ন করা। সেবা গ্রহীতারা অনলাইনে মিউটেশন সম্পন্ন করার সুফল ভোগ করবেন। ডিজিটাল পদ্ধতিতে নামজারি ও জমাভাগ আরো সহজতর করে জনভোগান্তি হ্রাস করা। 
#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৩৫৬

যৌথ উদ্যোগে স্টিল প্ল্যান্ট নির্মাণ করবে 
বাংলাদেশের স্টার কনসোর্টিয়াম এবং চীনের কেআইএসসি

ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
যৌথ উদ্যোগে বাৎসরিক ২ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন স্টিল প্ল্যান্ট নির্মাণ করবে বাংলাদেশের স্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম লিমিটেড (স্টার কনসোর্টিয়াম) এবং চীনের কুনমিং আয়রন এন্ড স্টিল হোল্ডিং কোম্পানি লিমিটেড (কেআইএসসি)। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস্ লিমিটেড (বিএসআরএম) এ মেগা প্রকল্প বাস্তবায়নে স্টার কনসোর্টিয়ামের পক্ষে মুখ্য ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে দেশের বৃহত্তম স্টিল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট।
চীনের কুনমিং আয়রন এন্ড স্টিল হোল্ডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাও ইয়ংপিং (তযধড় ণড়হমঢ়রহম) এর নেতৃত্বে কেআইএসসি, স্টার কনসোর্টিয়াম ও বিএসআরএম এর একটি প্রতিনিধিদল আজ সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র বোর্ডরুমে বিডা’র  নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সাথে এ সংক্রান্ত এক বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নে বিডা’র সার্বিক সহযোগিতা কামনা করেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে “ঝরহড়-ইধহমষধফবংয ওহঃবৎহধঃরড়হধষ ওহফঁংঃৎরধষ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ উবসড়হংঃৎধঃরাব তড়হব” নামে একটি বহুমাত্রিক সমন্বিত শিল্প পার্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে এ স্টিল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি নির্মাণ করা হবে। তাছাড়া কুনমিংভিত্তিক চীনা প্রতিষ্ঠানটি সমন্বিত স্টিল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসহ অন্যান্য সহায়ক শিল্পের কাঁচামাল প্রক্রিয়ার সুবিধার্থে প্রকল্পের সন্নিকটে সন্দ¦ীপ চ্যানেলে একটি প্রাইভেট জেটি এবং প্রকল্পের বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রকল্প সংলগ্ন এলাকায় ১৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে। বৃহৎ এ প্রকল্প বাস্তবায়িত হলে অর্থনৈতিক জোনে সিমেন্ট তৈরি, ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং, লজিস্টিকস্, বাণিজ্যিক সেবা প্রভৃতি খাতের বিকাশ ঘটবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ ফার্স্ট ট্র্যাক প্রকল্পটি বাস্তবায়নে বিডা’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ,  বাণিজ্য, বিদ্যুৎ, সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হবে।
বৈঠকে বিডা’র পক্ষে সচিব অজিত কুমার পাল, পরিচালক তৌহিদুর রহমান খান, স্টার কনসোর্টিয়ামের পক্ষে চেয়ারম্যান ও ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক চৌধুরী, কেআইএসসি’র ভাইস চেয়ারম্যান ঝাং ঝুমিং (তযধহম তযঁসরহম ), ভাইস জেনারেল ম্যানেজার সান জিয়াওয়ুয়ি ((ঝঁহ ঢরধড়ুঁব)) সহ অন্যান্য প্রতিনিধি এবং বিএসআরএম’র পক্ষে চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৫৫  
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ঘোষণা
ঢাকা, ৪  জ্যৈষ্ঠ (১৮ মে) :
    বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদানের ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে গত ১৬ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    ২০১৫ সালের পুরস্কারের জন্য সুপারিশকৃত ব্যক্তি/চলচ্চিত্রের নাম :
আজীবন সম্মাননা : যুগ্মভাবে - শাবানা ও ফেরদৌসি রহমান; শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে- বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক- মোরশেদুল ইসলাম); শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে - মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র -অনিল বাগচীর একদিন)।
    শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : যুগ্মভাবে- শাকিব খান (চলচ্চিত্র -আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (চলচ্চিত্র- জিরো ডিগ্রী); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (চলচ্চিত্র - জিরো ডিগ্রী); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (চলচ্চিত্র - অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (চলচ্চিত্র-নদীজন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (চলচ্চিত্র - ছুঁয়ে দিল মন); শ্রেষ্ঠ শিশু শিল্পী : যারা যারিব (চলচ্চিত্র - প্রার্থনা); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (চলচ্চিত্র- প্রার্থনা)।
    শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সানী জুবায়ের (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন);  শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে- সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়

Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon