Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০১৫

তথ্যবিবরণী ২৮/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৩৪

গ্রেনেড ও আগুন সন্ত্রাসীদের বিচার হবে জঙ্গিবাদের বিরুদ্ধে শেষ আঘাত 
                                                                --তথ্যমন্ত্রী
ঢাকা,  ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তর-পঁচাত্তরের হত্যাকারীদের মতোই ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও আগুনসন্ত্রাসীদের বিচারের মাধ্যমে জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেষ আঘাত হানতে হবে। সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে লড়াই চলছে, এ আঘাত সে লড়াইয়ে চূড়ান্ত বিজয় নিয়ে আসবে।
    মন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কবি মাদবর রফিকের ‘অবিনাশী কন্ঠস্বর’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রেদোয়ান খন্দকার, কবি আসলাম সানী, সাবেক তথ্যমন্ত্রী 
ড. মীজানুর রহমান শেলী, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুুল হান্নান শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, ড. সৈয়দ রনো এবং মির্জা আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।
    তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নন, তিনি আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে সাম্প্রদায়িকতার আলখাল্লা ত্যাগ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকলে খুঁজে পেয়েছিল বাঙালিত্বের পরিচয় এবং মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে প্রমাণ করেছিলো বাঙালি বীরের জাতি।
    এর আগে শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসর আয়োজিত তিন দিনব্যাপী খেলাঘর জাতীয় নৃত্য ও কারু কর্মশালা ২০১৫ উদ্বোধনকালে মন্ত্রী ইনু সমবেত শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় নেই। প্রয়োজন সকলের নিরলস প্রচেষ্টা। তিনি এসময় খেলাঘরের সকল অনুষ্ঠানে সকল শহীদ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ প্রচলনের আহ্বান জানান।
    খেলাঘরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাঘরের উপদেষ্টা অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।
    এদিকে আজ রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক একাদশ ইতিহাস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা আর কখনো মোহাম্মদী বেগ বা মোশতাকের ইতিহাস হবে না, ঢাকা হবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাঙালির আত্মার রাজধানী। ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি ইতিহাসবিদদের মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা জাতিকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার বাংলাদেশের পথে এবং বঙ্গবন্ধু স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করছেন। মন্ত্রী এসময় ঢাকার ঐতিহাসিক বিকাশের প্রেক্ষাপটসমূহ তুলে ধরেন।
    আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ড. কে এম মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েমের মহাপরিচালক মোঃ হামিদুল হক।
    বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ক্রীড়াঙ্গন ও মানবাধিকার বিষয়ক সেমিনারে ক্রীড়াঙ্গনে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন হাসানুল হক ইনু।
#
আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১২০ ঘণ্টা     

Handout                                                                                                          Number : 2433

 

Thailand mulls hiring more Bangladeshi workers

Bangkok (Thailand), August 28 :

            “Thailand values Bangladesh as a major sending country of high quality skilled, semi-skilled and unskilled workforce and will give active consideration to the issue of recruiting Bangladeshi workers in relevant sectors in Thailand”, said Chairman of the National Reform Council Committee on Labour Reform of the Royal Thai Government Lieutenant General Decha Punyaban, during a meeting with Bangladesh Minister for Expatriates’ Welfare and Overseas Employment Nurul Islam, B.Sc in Bangkok today.

            During the meeting, the Minister briefed the Thai side about the initiatives taken by the Government of Prime Minister Sheikh Hasina to promote overseas labour employment through a “safe migration with dignity” policy.  He apprised the Chairman of the 9 million Bangladeshi migrant workers that are currently employed in 160 countries across the world and have earned commendable global recognition as a hard-working and law-abiding workforce. He also informed that the Government maintains a database of 2 million aspirant migrant workers along with 71 technical training centres (TTC), from which Bangladesh has the readiness and capacity to deploy a large number of trained workers in various sectors in Thailand, including fishing, construction, agriculture, industry, manufacturing, IT and hospitality. The Minister also requested for an early conclusion of the Memorandum of Understanding on Cooperation in Employment of Sea Fishery and Construction Workers between Bangladesh and Thailand. He praised the commitment of Princess Maha Chakri Sirindhorn towards promoting vocational training and also commended the transformative reforms, particularly for improving the health and safety standards of workers, undertaken by Prime Minister General Prayuth Chan-ocha’s Government.

            The Chairman of the Thai Labor Reform Committee praised the positive reputation earned by Bangladeshi workers abroad and highlighted the possibility of initiating technical cooperation between the vocational training institutes of the two countries. He briefed the Bangladesh Minister about the legalization of more than 1.6 million workers from neighbouring ASEAN countries. He assured of all possible support in connection with giving due consideration to concluding the labour MoU between Bangladesh and Thailand.

            Minister for Expatriates’ Welfare and Overseas Employment is on a 2-day visit to Thailand to discuss potential recruitment of Bangladeshi labour in Thailand, particularly in the deep sea fishery, construction, manufacturing and service sectors.

            During the meeting, the Minister was accompanied by Bangladesh Ambassador to Thailand Saida Muna Tasneem and senior officials of the Ministry of Expatriates’ Welfare and Overseas Employment. From the Thai side, the Chairman was accompanied by senior members and advisors of the 27-member Committee on Labour Reform under the Committee of the National Reform Council of the Royal Thai Government.

#

Shahidul/Mizan/Sanjib/Salim/2015/2000 HrsHandout                                                                                  Number : 2432

 

Boat capsized with Bangladeshi migrants in Mediterranean Sea

 

 

Dhaka, August 28:

                    

A boat carrying about 400-500 migrants including reportedly 43 Bangladeshis capsized off the Libyan Coastal Town of Zuwara located around 300 km west of Tripoli, while crossing the Mediterranean Sea yesterday.  

 

A Bangladesh Embassy team led by Counsellor (labour) is coordinating medical and humanitarian support. They have initially reported 5 dead and 2 missing among the Bangladeshis who were on the ill-fated boat. The migrants were rescued by the Libyan Coast Guards and extended treatment facilities. The rescued Bangladeshis include four families with children. So far, all Bangladesh Nationals admitted in hospital have been released after first aid.

            

           A Bangladesh Embassy emergency cell has been opened with contact person Ashraful Islam, Counsellor (labour), Mobile: 00218916994202.

 

 

#

 

Kamruzzaman /Mizan/Sanjib/Abbas/2015/2012 Hours

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৩১
 
বার কাউন্সিল নির্বাচনে নৈরাজ্যের বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয় হয়েছে
                                                           -- আইনমন্ত্রী

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অন্যায়, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয় হয়েছে। বার কাউন্সিলে গত কয়েকবছর ধরেই আইনের শাসন ও শৃঙ্খলার অভাব অনুভূত হচ্ছিল এবং তা পূরণের লক্ষ্যেই আইনজীবীরা নির্বাচনে সঠিক রায় দিয়েছেন।

    সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ২৬ আগস্টের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে অভিনন্দন জানিয়ে আইনমন্ত্রী আজ একথা বলেন। 

    এক অভিনন্দন বার্তায় এ নির্বাচনে প্রচার কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির বার্তা আইনজীবীদের মাঝে পৌঁছে দিতে সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ যে নিরলস পরিশ্রম করেছেন সেজন্য আইনমন্ত্রী তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে মন্ত্রী  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বার কাউন্সিল নির্বাচনে সঠিক রায় প্রদান করায় দেশের সকল আইনজীবীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

    আইনমন্ত্রী নবনির্বাচিত সদস্যদেরকে তাঁদের কর্মমেয়াদে বার কাউন্সিলে আইনের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইনজীবীদের বৃহত্তর স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

#

শাহীন/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৩০

বঙ্গবন্ধু এদেশের মানুষের হৃদয়ে জড়িয়ে রয়েছেন
        -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফুলতলা (খুলনা),  ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুঃখী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু এদেশের মানুষের হৃদয়ে জড়িয়ে রয়েছেন।

প্রতিমন্ত্রী আজ খুলনায় ফুলতলার জামিরা বাজার পিপরাইল সিদ্দিকীয়া মাদ্রাসা চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তখনই স্বাধীনতাবিরোধী চক্র জাতির পিতাকে হত্যা করে। এর মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। চক্রান্তকারীদের সেই স্বপ্ন সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধুকে উপলব্ধি করে এবং তাঁর আদর্শকে ধারণ করে সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মসজিদ ও মাদ্রাসায় ব্যাপক হারে অনুদান প্রদান করেছে, নারী শিক্ষার উন্নয়ন হয়েছে, শিশু এবং মাতৃমৃত্যু হার কমেছে এবং বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট থেকে ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক সরদার সাহাবুদ্দিন জিপ্পী এবং সাবেক সভাপতি বিএমএ সালাম বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনাসভায়ও যোগ  দেন।
#

সুলতান/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪২৯
 
জমির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে ভূমি জোনিং কাজ শুরু হয়েছে
                                                                   -- ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জ, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে সরকার ভূমি জোনিং কাজ শুরু করেছে। পরবর্তী প্রজন্ম  শিগগিরই এর সুফল ভোগ করবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আজ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে ‘ভূমি জোনিং’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালায় একথা বলেন।

    ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভূমি জোনিংয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাহাড়, বনভূমি, জলাভূমি, শিল্প কারখানা, বাড়িঘর, অফিস আদালত, ইটের ভাটা সবকিছু জোনিং ম্যাপের মাধ্যমে নির্ধারণ করা থাকবে। ভূমি জোনিং বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 

    মন্ত্রী বলেন, ইতোমধ্যে সারাদেশের ৩০২টি উপজেলায় ভূমি জোনিং কাজ সম্পন্ন হয়েছে। বাকি উপজেলাগুলোর জোনিং কাজ ২০১৭ সালের জুন নাগাদ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক  কফিল উদ্দিন, সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার সাখাওয়াত হোসেন, প্রকল্পের মৎস্য বিশেষজ্ঞ আবদুস সাত্তার এবং ল্যান্ড  জোনিং সিস্টেম বিশেষজ্ঞ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা     

Todays handout (5).doc Todays handout (5).doc