Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৩/০১/২০১৬

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৩৭

শিক্ষায় অগ্রগতি দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে
                                       -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বাংলাদেশ সারাবিশ্বে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
    শিক্ষামন্ত্রী আজ রাজধানীতে সুপ্রিমকোর্ট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন ।
    জনাব নাহিদ বলেন, দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসা, ঝরেপড়া রোধসহ অনগ্রসর মেয়েদের একটি অর্থপূর্ণ শিক্ষাস্তর পর্যন্ত আনতে বিভিন্ন সরকারি পদক্ষেপের ফলে শিক্ষার ব্যাপক প্রসার হলেও শিক্ষার কাক্সিক্ষত মান এখনো অর্জিত হয়নি। বিশ্বায়নের এ যুগে নতুন প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে নিবেদিতপ্রাণে কাজ করার জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ।
    বাংলাদেশ শিক্ষা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দর  আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। 
#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জিব/জয়নুল/২০১৬/২১৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১৩৬

৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে কোস্টগার্ড  

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    আজ বাংলাদেশ কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ইনানী উপকূল সংলগ্ন একটি বোট তল্লাশি করে ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। তবে  চোরাকারবারী দল তল্লাশির আগেই পালিয়ে যায়। আটককৃত ইয়াবা ট্যাবলেট ও বোটের মূল্য প্রায় 
৩  কোটি ৭৫ লাখ টাকা।

    আটককৃত ইয়াবা  ট্যাবলেট ও বোট যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা  হয়েছে।

#

বিপুল পরিমাণ কারেন্টজাল আটক করেছে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ডের একটি অপারেশন দল গতরাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৬ লাখ ৬০ হাজার মিটার কারেন্টজাল আটক করা হয়।

    আটককৃত কারেন্টজালের মূল্য প্রায় ১  কোটি ৩১  লাখ ৬০ হাজার টাকা। আটককৃত কারেন্টজাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। 
        
#

মারুফ/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২০২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৩৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে পাটনীতি তাঁত বোর্ডের বেদখলকৃত জমি উদ্ধার, রেশম সুতার চাহিদা উৎপাদন ক্ষমতা সুতা ব্যবহারের ক্ষমতা ও আমদানিকৃত সুতার সুনির্দিষ্ট পরিমাণ যাচাইপূর্বক প্রকল্পের ধারণাপত্র, পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করায় বিজেএমসির অগ্রগতি এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
     বৈঠকে জানানো হয়, তাঁত বোর্ডের বেদখলকৃত জমির বিষয়ে চলমান রিট মামলা নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার শুনানি হবে।
    বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর আগামী ৩ বৎসরের জন্য কি কি পরিকল্পণা গ্রহণ করা যায় তার বিস্তারিত বিবরণ উল্লেখপূর্বক প্রতিটি সংস্থার সাথে পৃথকভাবে স্থায়ী কমিটির সাথে বৈঠক আহ্বানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
     প্রস্তাবিত পাটনীতি-২০১৫ এর খসড়া স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে, কমিটি বৈঠকের ৭ দিন পূর্বে স্থায়ী কমিটির সদস্যদের নিকট প্রস্তাবিত পাটনীতি-২০১৫ এর খসড়া প্রেরণ করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    বিজেএমসি ও বিটিএমসি’র মিলগুলো তাদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নিজস্ব অর্থায়নে চালু করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
     বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি ও বিটিএমসি’র চেয়ারম্যান, পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৩৪

বাজার তদারকি  
৩২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, মাগুরা, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, ভোলা ও হবিগঞ্জে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ইত্যাদি শপিং কর্নারকে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে মুসলিম সুইটস এন্ড বেকারিকে ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে আয়েশা ফার্মেসিকে ২৫ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে শাহজাহানের ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভোক্তা অভিযোগ কেন্দ্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শুনানির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আজোয়া কনফেকশনারিকে ৪ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসাবে ১ হাজার টাকা প্রদান করা হয়।    
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে রাজশাহীর রাজপাড়া থানাধীন ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মাগুরা সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা, ভোলার বোরহান উদ্দিন উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। 
#

আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৩৩

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া 
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মো. কবিরুল হক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশগ্রহণ করেন। 
    সভায় গত বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, আসন্ন আইসিস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০১৬ এর আয়োজনের সর্বশেষ প্রস্তুতি, ৯ম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক যে সমস্ত সুপারিশ গৃহীত হয়েছিল সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। 
    বৈঠকে কমিটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করে। 
    পরবর্তী বৈঠকে ক্রীড়া সংশ্লিষ্ট ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে  উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেয় কমিটি। 
    বৈঠকে কমিটি পূর্বাচল, গোপালগঞ্জ ও কক্সবাজারে নির্মাণাধীন স্টেডিয়াম পরির্দশনের সিদ্ধান্ত গ্রহণ করে। 
    বৈঠকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১৩২

জেনারেল জ্যাকবের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মরণীয় অবদান রাখা ভারতের লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ এক  শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মিত্ররাষ্ট্র ভারতের এ সেনানায়ক তাঁর সাহসী ও কৌশলী অবদানের মধ্য দিয়ে বাংলাদেশিদের হৃদয়ে আসন করে নিয়েছেন। যুদ্ধ পরবর্তীকালেও বাংলাদেশিদের জন্য জেনারেল জ্যাকবের ভালোবাসা তাঁর কর্মকা-ে দীপ্যমান ছিল। 

    তথ্যমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা ও  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    পৃথক শোকবার্তায়  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকও গভীর  শোক প্রকাশ করেছেন।

#

আকরাম/জাহাঙ্গীর/শাহীন/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ১৩১

সড়ক নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম মনিটরিং কমিটি গঠন

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আনোয়ার  হোসেনের নেতৃত্বে ইতঃপূর্বে গঠিক সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপকমিটির স¦ল্পমেয়াদি সুপারিশসমূহ বাস্তবায়ন কার্যক্রম মনিটরিংয়ে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ কমিটি গঠন করা হয়। 

    আজ সড়ক পরিবহণ ও  সেতু মন্ত্রণালয় এ কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

    বিআরটিএ’র  চেয়ারম্যানকে আহ্বায়ক এবং পরিচালক (এনফোর্সমেন্ট)  কে সদস্যসচিব করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বিশিষ্ট কলামিস্ট ও গবেষক  সৈয়দ আবুল মকসুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি কমিশনারের প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, বিআরটিসি’র পরিচালক (টেকনিক্যাল), সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি, বুয়েটের প্রতিনিধি,  দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক প্রণব সাহা, নিরাপদ সড়ক চাই এর  চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, প্রশিক্ষণ পার্টনার (ব্র্যাক) এর প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক  ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী।

    কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- কমিটি আগামী ৬ মাসের মধ্যে বাস্তবায়নের জন্য গৃহীত কার্যক্রম মনিটর করবে; বাস ও মিনিবাসে নারী যাত্রীর প্রতি  যৌন হয়রানি প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে; ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিক্সা, অটোটেম্পু ও সকল প্রকার অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে চলমান কার্যক্রম তদারকি করবে এবং হাইওয়ের পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে।
    
#

নাছের/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৩০
দক্ষিণ এশিয়ায় স্যানিটেশনে বাংলাদেশ এগিয়ে

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুস্থ জাতি গঠনে টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে বাংলাদেশ সন্তোষজনক অগ্রগতি লাভ করেছে বলে তিনি উল্ল্যেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ গত ১২ বছরে স্যানিটেশন ব্যবস্থায় ২৮ শতাংশ উন্নয়ন করেছে। ২০০৩ সালে স্যানিটারি ল্যাট্টিন ব্যবহারের হার ছিল ৩৩ শতাংশ। ২০১৫ সালে সেটি দাঁড়িয়েছে ৬১ শতাংশে। উন্মুক্ত স্থানে মল ত্যাগ কমে ১ শতাংশে দাঁড়িয়েছে।
    মন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ৬ষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (স্যাকোসান) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  
    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয় দেশগুলোতে স্যানিটেশন সুবিধা খুবই কম। এ কারণে এ অঞ্চলে শিশু মৃত্যুর হার অনেক বেশি। স্বাস্থ্যবান জাতি গঠনে এটি অন্তরায় হিসেবে কাজ করছে। স্যানিটেশনে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সরকার স্যানিটেশন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য ১৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১১ থেকে ২০২৫ সাল মেয়াদি এ পরিকল্পনায় পাঁচ বছর পরপর এর অগ্রগতিমূলক প্রতিবেদন প্রকাশের ব্যবস্থাও রাখা হয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে স্যানিটেশন ব্যবস্থাও রয়েছে। সেই দিক বিবেচনায় বাংলাদেশ সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। 
    মন্ত্রী বলেন, স্যানিটেশনে বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়েই ঢাকা ঘোষণা করা হয়েছে। এরফলে ভবিষ্যতে সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন গঠনে নীতিনির্ধারণী কৌশল ঠিক করা সহজ হবে। এ সম্মেলনের মাধ্যমে যে সুপারিশ তৈরি হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টেকসই, গুণগত স্যানিটেশন ব্যবস্থা এবং সুস্বাস্থ্য সুনিশ্চিত হবে। শুধু ঘোষণা দিলেই শেষ হবে না, স্যাকোসানে অংশগ্রহণকারী দেশগুলো সুপারিশমালা সঠিকভাবে বাস্তবায়ন করলেই ঢাকা ঘোষণা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। 
    স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতিসংঘের প্রতিনিধি এডওয়ার্ড বিগবার্ডার, বিশ্বব্যাংক প্রতিনিধি প্যারামেসোয়ারান ল্যায়ার, সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। এছাড়া  আফগান্তিান, ভুটান, ভারত, মালদীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে ঢাকা ঘোষণা দেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজী আবদুল নূর। 
    ১১ জানুয়ারি শুরু হয়ে তিনদিন ব্যাপী স্যাকোসান সম্মেলন ১১ দফা ঘোষণার মধ্যদিয়ে আজ শেষ হয়। 
#
শহিদুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৬/১৮৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১২৮

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ইবহড়রঃ- চরবৎৎব খধৎধসবব আজ বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাক্ষাৎ করেন। 

    সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ বিমান এবং এয়ার কানাডার মধ্যে বিদ্যমান নেটওয়ার্কের আওতায় কোড শেয়ারের ভিত্তিতে দুবাই, দিল্লী, ইউরো পয়েন্টস এবং দূরপ্রাচ্যের কয়েকটি স্টেশনে ফ্লাইট পরিচালনার বিষয়ে আলোচনা করেন। 

    তাঁরা আশাবাদ ব্যক্ত করেন ফ্লাইট, পরিচালনার মধ্যদিয়ে বন্ধুপ্রতিম দু’দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে।

    বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে কোন ফ্লাইট চালু না থাকলেও ২০১৩ সালের ১০ আগস্ট দু’দেশের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট  (এএসএ) স্বাক্ষরিত হয়। 

    সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক, এয়ার কানাডার কান্ট্রি হেড ও জিএম অৎঁহ চধহফবুধ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) 
মো. শাহনেওয়াজ এবং পরিচালক (প্ল্যানিং) মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। 

#

মাহবুবুর/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৬/১৮৩৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১২৭
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে নিজস্ব ক্যাম্পাসে 
স্থানান্তরের নির্দেশনা অনুসরণের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজস্ব ক্যাম্পাস ব্যতীত অন্যত্র কার্যক্রম পরিচালনা করছে এমন বিশ্ববিদ্যালয়সমূহকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের জন্য ইতোমধ্যে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বলেছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
    মন্ত্রী আজ ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্বকালে একথা বলেন। 
    আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে বক্তব্য রাখেন সমাবর্তন বক্তা মালয়েশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস এর চ্যান্সেলর টংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনে টংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাই, ডিআইইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটির বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান। 
    জনাব নাহিদ তাঁর বক্তৃতায় বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় পরিবেশ ও নির্ধারিত শর্তপূরণে ব্যর্থ হয়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেয়া হয়েছে। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
    শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্ভাবনাময় উচ্চশিক্ষাখাত হিসেবে উল্লেখ করে বলেন, অনেক বিশ্ববিদ্যালয় মানবৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিদেশিও এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ডিআইইউ উন্নত তথ্য প্রযুক্তিগত শিক্ষা প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
    জনাব নাহিদ বলেন, শিক্ষা তখনই শক্তি যখন তা প্রয়োগ করা হয় পরিবর্তন আনয়নে। সমাজের কম আলোকিত মানুষের মাঝে অর্জিত জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি তিনি আহ্বান জানান।
    সমাবর্তনে ৩ হাজার ৬৮৩ জন নবীন গ্র্যাজুয়েট শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। 
    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৫ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্ব দেন। 
#

সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/রেজাউল/২০১৬/১৮৩২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১২৬

গণমাধ্যম ও প্রশাসনের সুসম্পর্ক গণতন্ত্রকে জোরদার করে
                                                   -- তথ্যমন্ত্রী 

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    গণমাধ্যম ও প্রশাসনের সুসম্পর্ক গণতন্ত্রকে জোরদার করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    মন্ত্রী আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘কারা কর্মকর্তাদের গণমাধ্যম ব্যবস্থাপনা’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    তিনি বলেন, কারা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের ঘনিষ্ঠ সংযোগ কারা প্রশাসনকে আরো মানবিক করে তুলতে পারে। 
    তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র হচ্ছে আইনের শাসন। সে কারণে গণতন্ত্রে আমাদের অধিকার আইন দ্বারা সীমাবদ্ধ। অধিকারের বাইরে পা রাখলে, তা হবে আইন বহির্ভূত। সেজন্য গণতন্ত্রে কারাগার রয়েছে। 
    কারগারকে মূলত শোধনাগার বলে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, কারা প্রশাসনের দায়িত্ব অনেকটাই শিক্ষকদের মতো। কারা কর্তৃপক্ষ কখনই বন্দির প্রতি প্রতিহিংসামূলক আচরণ করতে পারেন না। বরং কারা অভ্যন্তরে বন্দির স্বাস্থ্য, খাদ্য, বিনোদন ও কর্ম প্রভৃতি অধিকার যেন ক্ষুণœ না হয়, সে বিষয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনই তাদের কর্তব্য।    হাসানুল হক ইনু এ সময় তথ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
    প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম বক্তব্য রাখেন।
    ২৮ জন কারা তত্ত্বাবধায়ক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মোট পাঁচ পর্বের প্রশিক্ষণে ১১৪ জন কারা কর্মকর্তা ধারাবাহিকভাবে অংশ নেবেন। বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর ড. গোলাম রহমান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং ফরিদ হোসেনসহ বিশিষ্ট সম্পদ ব্যক্তিবর্গ প্রশিক্ষণটি পরিচালনা করছেন।
#

আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১২৫

ভূমিমন্ত্রীকে সমবেদনা জানাতে ঈশ্বরদীর বাসভবনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ঈশ্বরদী, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সাথে ঈশ্বরদীর আলোরবাগ বাসভবনে সাক্ষাৎ করেন। 

    মন্ত্রী ইয়াফেস ওসমান ভূমিমন্ত্রীর মেঝ ছেলে হীরক হাসানুর রহমান শরীফ রানার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি ভূমিমন্ত্রীর বাসভবনে কিছু সময় কাটান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ৩ দিনের সরকারি সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে ঈশ্বরদী এসেছেন।

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী আলী জুলকারনাঈন, কমিশনের সদস্য প্রকৌশলী মঞ্জুরুল হক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ও সাইট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা 
কে বি এম রুহুল কুদ্দুস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ এবং  ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা ভূমিমন্ত্রীর পুত্র রানা’র কুলখানি 

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেঝ ছেলে মরহুম হীরক হাসানুর রহমান শরীফ রানা’র কুলখানি শুক্রবার বাদ জুম্মা ঈশ্বরদী আলোরবাগ শেরশাহ রোডের মন্ত্রীর নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

    কুলখানিতে মরহুমের আত্মীয় স¦জন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

#
রেজুয়ান/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১২৪ 
গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্পের জন্য পূর্ণাঙ্গ ইনস্টিটিউট স্থাপন করা হবে
                                                               -- শিল্পমন্ত্রী
ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ দিতে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে বিসিককে নির্দেশনা দেয়া হয়েছে। শীঘ্রই এর অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি উল্লেখ করেন।  
মন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং মেশিনারিজ প্রদর্শনী-২০১৬’ এর উদ্বোধনকালে একথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং ভারতের এএসকে ট্রেড অ্যান্ড এক্সিভিশন (প্রা:) লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। 
বিজিএপিএমইএ’র প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআই’র প্রথম সহসভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), এএসকে ট্রেড অ্যান্ড এক্সিভিশন (প্রা:) লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে এবং বিজিএপিএমইএ’র প্রথম সহসভাপতি শাহাজাদা মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন। 
 শিল্পমন্ত্রী বলেন, দেশে তৈরিপোশাক শিল্পখাতের পশ্চাৎসংযোগ (ইধপশধিৎফ ষরহশধমব) হিসেবে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এখাতে আধুনিক শিল্প কারখানা গড়ে উঠলে, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বিপুল পরিমাণ সামগ্রী রপ্তানি করে আয় অর্জন সম্ভব হবে। তিনি যত্রতত্র কারখানা স্থাপন না করে পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প গড়ে তোলার পরামর্শ দেন। নতুন জাতীয় শিল্পনীতিতে এ শিল্পকে অগ্রাধিকার শিল্পখাত হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে তিনি জানান। 
অনুষ্ঠানে বক্তারা জাতীয় অর্থনীতিতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের অবদান সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, দেশের তৈরিপোশাক শিল্পে মূল্য সংযোজন ও লিড টাইম কমাতে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ শিল্পখাতে স্থাপিত প্রায় ১৪শ’ শিল্প কারখানা ৩৫ ধরনের গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন করছে। আমদানিবিকল্প এসব পণ্য ব্যবহারের ফলে বাংলাদেশি তৈরিপোশাক সহজেই রপ্তানি বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে এ শিল্পখাত থেকে ৫ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে বলে তারা জানান। অনুষ্ঠানে বক্তারা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পকে এসএমইখাতের আওতাভুক্ত করে সরকারের নীতি সহায়তা ও পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন। 
উল্লেখ্য, চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ২২টি দেশের চার শতাধিক স্টল স্থান পেয়েছে। এসব স্টলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, লেবেল, স্যুয়িং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডাইং, প্রিন্টিং, কাটিং, স্প্রেডিং মেশিনারি ও পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 
#
জলিল/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১২৩

ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২৭ ও ২৮ জানুয়ারি

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ঢাকা  জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী  মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে।

    এ মেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ডিজিটাল বাংলাদেশ এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে এ ডিজিটাল  মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  
    
#

সাজ্জাদ/আফরাজ/রফিকুল/সেলিম/২

Todays handout (7).doc Todays handout (7).doc