Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০১৯

তথ্যবিবরণী - 7/8/2019

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ২৯৪৫
 
এডিস মশা নিধনকারী কীটনাশক সরাসরি আমদানির অনুমতি দেবে বাণিজ্য মন্ত্রণালয়
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতিতে মশা নিধক এবং কীটনাশকের বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
সিনিয়র সচিব ডেঙ্গু পরিস্থিতিতে মশা নিধক এবং কীটনাশকের বাজারজাতকরণে উভয় সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনাপত্তিক্রমে আমদানিকারকরা ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য যদি কোনো ডেঙ্গু প্রতিরোধক ঔষধ, ওডোমস/রেপিল্যান্ট বা এডিস মশা নিধনকারী কীটনাশক আমদানি করতে চায় তাহলে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সরাসরি আমদানির অনুমতি প্রদানের ব্যবস্থা করবে। 
উপস্থিত সমিতির প্রতিনিধিগণ জানান, ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসেবে দেশে পর্যাপ্ত পরিমাণে প্যারাসিটামল এবং আইভি ফ্লুইড মজুত রয়েছে। প্রয়োজনে আরো ঔষধ উৎপাদনের জন্য উৎপাদনকারীরা প্রস্তুত আছেন। উৎপাদনকারী ও ফার্মেসি ব্যবসায়ীদের পক্ষে ডেঙ্গু প্রতিরোধক ঔষধের মূল্য স্থিতিশীল রয়েছে মর্মে জানানো হয়। এই স্থিতিশীলতা অব্যাহত রাখতে উভয় সমিতি সচেষ্ট থাকবে। 
ভবিষ্যতে এডিস মশা নিধনে কার্যকর প্রতিরোধক/কীটনাশক, ওডোমস/রেপিল্যান্ট দেশেই উৎপাদন এবং বাজারজাত করার উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, প্রতিরোধক/কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি-সহ অংশীজনদের নিয়ে ঈদের পরে সভা অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে। 
#
বকসী/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৪
 
বঙ্গবন্ধুর প্রচেষ্টায় টেলিযোগাযোগ দুনিয়ায় বাংলাদেশের যাত্রা শুরু                                                               --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্যযোগাযোগ বিপ্লবের যাত্রা ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছিল। যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় আইটিইউ এর সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে টেলিযোগাযোগ দুনিয়ায় বাংলাদেশের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু কর্তৃক ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশে ডিজিটাল যাত্রার ভিত্তি স্থাপিত হয়। বাংলাদেশ আজ পৃথিবীর ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ নেতৃত্বের জায়গায় উপনীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। 
মন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমিতে আর্কাইভ একাত্তরের উদ্যোগে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ২৩ বছরের আন্দোলন সংগ্রামের তথ্য তুলে ধরে বলেন, বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু যুগ-যুগান্তর অম্লান হয়ে থাকবেন। বাংলাদেশকে লাঙ্গল জোয়ালের দেশ থেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বকে তিনি বাংলাদেশের অগ্রগতির মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর পুরো জীবনটাই বাংলাদেশের ইতিহাস। পৃথিবীর একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যার পর দীর্ঘ একুশ বছর ধরে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সাবেক ছাত্রনেতা শুভাশীষ সিং রায় এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বক্তৃতা করেন।
মন্ত্রী পরে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৯৪৩
 
ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অসন্তোষের আশঙ্কা নেই
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
ঈদুল আজহাকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কোনো প্রকার অসন্তোষের আশঙ্কা নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ এবং বিকেএমইএ থেকে আজ এ ধরনের ইতিবাচক তথ্য পাওয়া গেছে। 
শ্রমিক-মালিক সুসম্পর্ক বিদ্যমান থাকায় এবং মালিক-শ্রমিক সকলের সহযোগিতায় শ্রমিকরা আগামী ঈদুল আজহা সুন্দরভাবে উদ্যাপন করতে পারবে বলে আশা করছে সরকার।
বিজিএমইএ থেকে জানা যায়, সারা দেশে বিজিএমইএ এর সদস্যভুক্ত চলমান কারখানার সংখ্যা প্রায় ৩ হাজার ৪শ’ এর মধ্যে আজ পর্যন্ত ৯৫ শতাংশ কারখানার শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে বাকি পাঁচ শতাংশও পরিশোধ হবে। এদিকে বিজিএমইএ এর কারখানাগুলো শ্রমিকদের জুলাই মাসের বেতন ৮, ৯ এবং ১০ আগস্ট প্রদান করবে। ঈদের ছুটির আগেই সব কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে।
অন্যদিকে, বিকেএমইএ সদস্যভুক্ত চলমান কারখানার সংখ্যা ১ হাজার ৮৩। আজ পর্যন্ত ৯২ শতাংশ কারখানা শ্রমিকদের বোনাস প্রদান করেছে। বাকি কারখানা দু’এক দিনের মধ্যে পরিশোধ করবে। বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোর শ্রমিকদের জুলাই মাসের বেতনও প্রায় ৫০ শতাংশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে। ৮, ৯ এবং ১০ তারিখের মধ্যে বাকি বেতন-বোনাস পরিশোধ হবে বলে আশা করছে বিকেএমইএ কর্তৃপক্ষ।
এদিকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের উপ-মহাপরিদর্শকরা জানিয়েছেন, বেতন-বোনাস নিয়ে পরিস্থিতি সন্তোষজনক। সকলের সহযোগিতায় শ্রমিকরা সুন্দরভাবে ঈদ উদ্যাপন করতে পারবেন বলে তারা আশা করছেন।
উল্লেখ্য, বিজিএমইএ তাদের পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ছুটি ১০ এবং ১১ আগস্ট দুই ধাপে প্রদানের ঘোষণা দিয়েছে। শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে আগামী ৯ এবং ১০ আগস্ট (শুক্র ও শনিবার) শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ২৯৪২
 
জাদুঘর আইনকে যুগোপযোগী করা হচ্ছে
           --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর অর্ডিন্যান্স ১৯৮৩-তে প্রয়োজনীয় সংশোধনী আনয়নপূর্বক যুগোপযোগী করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহে রয়েছে প্রায় এক লাখ নিদর্শন। তন্মধ্যে মাত্র ৬ হাজার নিদর্শন প্রদর্শনের সুযোগ রয়েছে। এসব সীমাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নতুন নকশা অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাদুঘর কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে যেখানে বর্তমানের চেয়ে ৪-৫ গুণ নিদর্শন প্রদর্শনের সুযোগ থাকবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘরের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ‘জাদুঘর সভ্যতার স্মৃতিঘর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, জাদুঘর যেকোনো জাতির সভ্যতা ও ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। সেজন্য কোনো দেশে ভ্রমণে গেলে সর্বপ্রথম ঐ দেশের জাদুঘর পরিদর্শন করা হয়। তিনি এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাদুঘর সময়ের সঙ্গে সঙ্গে আরো উন্নত ও সমৃদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জাদুঘরবিদ ড. এনামুল হক ও বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ আবদুল মজিদ।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় জাদুঘরের ই-টিকেটিং ব্যবস্থার উদ্বোধন এবং নিয়মিত ত্রৈমাসিক পত্রিকা ‘জাদুঘর সমাচার’ এর এপ্রিল-জুন ২০১৯ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
 
#
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯৪১

বঙ্গমাতার অবদান যথাযথভাবে তুলে ধরতে হবে

                                              -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :

          তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন-সহ দেশমাতৃকার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান যথাযথভাবে তুলে ধরতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

          আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। তিনি এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকার সময় দলকে সঠিক সিদ্ধান্তে পরিচালিত করে অনন্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।

          বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে এবং আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা-সহ সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

          তথ্যমন্ত্রী এ সময় প্রসঙ্গক্রমে বলেন, ‘দেশের সকলে যখন ডেঙ্গু মোকাবিলা করছে, তখন বিএনপি নতুন নির্বাচনের অমূলক দাবি তুলছে। নতুন নির্বাচন হবে, তবে সেটা ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সুদূর গ্রাম পর্যন্ত পৌঁছেছে বিদ্যুতের আলো, সন্ধ্যায় এক সানকি বাসি ভাতের জন্য আহাজারি যখন আর শোনা যায় না, দশ বছর পর গ্রামে ফিরে যখন গ্রাম আর চেনা যায় না, সেই দশ বছর ধরেই বিএনপির রাজনীতি ঘুরপাক খাচ্ছে নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারে।’

          পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, ‘বিশ্বের সকল কল্যাণের অর্ধেক নর আর অর্ধেক নারীর অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয়ে ওঠার পেছনেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান কখনও ভুলবার নয়’।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৯৪০
 
উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে কোর্স চালুর প্রস্তাব বিডা’র
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
দেশ জুড়ে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশ জুড়ে নতুন উদ্যোক্তা তৈরির জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত কোর্স চালুর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘তরুণদের চাকুরি পাওয়ার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে তাদের এমন দক্ষভাবে গড়ে তোলা দরকার যাতে তারা নিজেরাই চাকুরির ক্ষেত্র তৈরি করতে পারে, সফল উদ্যোক্তা হিসেবে চাকুরি দিতে পারে’।  
ইউজিসি’র চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বিডা’র প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, অচিরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষ গুরুত্বসহকারে বিডা’র প্রস্তাবটি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে, যাতে তারা দ্রুত দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যসূচিতে পরিকল্পিতভাবে এ ধরনের কোর্স চালু করতে পারে। 
উল্লেখ্য, বিডা ইতোমধ্যে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি)’ এর মাধ্যমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষে জেলা পর্যায়ের কার্যক্রম শুরু করেছে। এই বছরেই শুরু হওয়া দুই বছর মেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ৬৪ জেলা জুড়ে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ও সার্বিক সহায়তার মাধ্যমে ২৪ হাজার দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করা, যার মধ্য দিয়ে টেকসই উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে। 
#
প্রশান্ত/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯৩৯

ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্যখাতের অবদান স্মরণীয় হয়ে থাকবে

                                                        --স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :

         স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু প্রকোপকালীন স্বাস্থ্যখাতে কর্মরত প্রতিটি চিকিৎসক, নার্স থেকে শুরু করে গোটা স্বাস্থ্যখাতের যে ত্যাগ ও শ্রম তাকে কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই। স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স-সহ সকলের ঈদের ছুটি বন্ধ করে দেয়া হয়েছে। তাঁরা এ বিষয়কে হাসিমুখে মেনেও নিয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও যেভাবে তাঁরা ডেঙ্গু রোগের চিকিৎসা চালিয়ে যাচ্ছে তাতে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

          আজ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ‘এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরের যথোপযুক্ত চিকিৎসা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

          বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

          অনুষ্ঠান শেষে মন্ত্রী ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান ও তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।

#

মাইদুল/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৯/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৯৩৮

মশার কাছে পরাজয় নয়
    --- শিক্ষা উপমন্ত্রী
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যে জাতি নয় মাসে দেশ স্বাধীন করতে পারে সে জাতি মশার কাছে পরাস্ত হতে পারে না। তিনি আজ রাজধানীর ইউল্যাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘ডেঙ্গু রোধে করণীয় ও সতর্কতা’ শীর্ষক ইনফোগ্রাফিকের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ঢাকা শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থীর বসবাস। তারা জাতির বিবেক। এ দেশের সকল অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছিল প্রশংসার। ডেঙ্গু প্রতিরোধে এই ৫ লাখ শিক্ষার্থী যদি সচেতন হয় এবং প্রতিদিন কিছু সময় ব্যয় করে তাহলে অবশ্যই সফল হওয়া যাবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে এই সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান। 
উল্লেখ্য, উপমন্ত্রী আজ ধানম-ির ৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।
 
#
খায়ের/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১৫ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯৩৭

টেকসই অবকাঠামো নির্মাণের কৌশল গ্রহণ করেছে সরকার

                                      -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :   

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ অভিক্ষেপণ বিবেচনায় নিয়ে সরকার টেকসই অবকাঠামো নির্মাণের কৌশল গ্রহণ করেছে । উপকূলীয় অঞ্চলে ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কংক্রিট ব্লক। তাপমাত্রা পরিবর্তনের সাথে বিটুমিনের গ্রেড পরিবর্তন করা হচ্ছে। বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন প্রকল্প। কেবল উন্নয়ন নয়, সরকার টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।

          আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এর সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে নীতিনির্ধারক, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মাঝে সেতুবন্ধ তৈরি হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিষয়গুলো পাঠ্যপুস্তকে গুরুত্বের সাথে তুলে ধরতে পারলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন হতে পারবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

          এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, আমিনুল ইসলাম ও ড. কাজী আনোয়ারুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান ছাড়াও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

          সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এডিস মশা যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যেহেতু এডিশ মশা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে পারে কাজেই আমাদের দেশেও এক জায়গা থেকে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতির উন্নতি ঘটবে বলে সরকার আশা করে।

#

হাসান/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮৫৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ২৯৩৬

 
শুদ্ধাচার পুরস্কার পেলেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারী
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :
স্থানীয় সরকার বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন তিন কর্মকর্তা-কর্মচারী। তারা হলেন: দপ্তর ও সংস্থা প্রধান পর্যায়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, 
১ম-১০ম গ্রেড কর্মকর্তা পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোঃ আব্দুর রউফ মিয়া এবং ১১তম-২০তম গ্রেডের কর্মচারী পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের (গ্রহণ ও প্রেরণ শাখার) সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর লিজা আক্তার। 
 
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পুরস্কারপ্রাপ্তদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। তাদেরকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। 
 
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করা হয়। উক্ত নীতিমালা অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯ টি সূচক বিবেচনায় নিয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারী নির্বাচন করা হয়। 
 
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ছাড়াও স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
#
হাসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ২৯৩৫
 
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি
 
ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) : 
স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৩২ হাজার ৩ শত ৪০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ হাজার ৬ শত ১০ জন। এ পর্যন্ত ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। 
বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৩ শত ৮৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৩ শত ১৮ জন। দেশে বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জন। 
#
মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৯৩৪

চলতি বছর ৫৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :   

          চলতি ২০১৯-২০ অর্থ বছরে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য রপ্তানি ৪৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানি ৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ২৫ ভাগ এবং সেবা খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে
৩৪ দশমিক ১ ভাগ। গত ২০১৮-১৯ অর্থ বছরে মোট রপ্তানি ছিল ৪৬ দশমিক ৮৭৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে  পণ্য রপ্তানি ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে হয়েছে ৪০ দশমিক ৫৩৫ বিলিয়ন মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রা থেকে ৩ দশমিক ৯৪ ভাগ বেশি ছিল। গত বছর ৫ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে সেবা রপ্তানি হয়েছে ৬ দশমিক ৩৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

          আজ ৭ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম এ লক্ষ্যমাত্রা ঘোষনা করেন।

          মো. মফিজুল ইসলাম বলেন, রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে, তা অর্জন কঠিন কিছু না। রপ্তানিকারকগণ আন্তরিক হলে অতি সহজেই এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তিনি বলেন, আমাদের রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত বছর রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তৈরী পোশাক খাতে ১১ দশমিক ৪৯ ভাগ, কৃষিপণ্য রপ্তানিতে ৩৪ দশমিক ৯২ ভাগ, প্লাষ্টিক পণ্য রপ্তানিতে ২১ দশমিক ৬৫ ভাগ, ফার্মাসিটিকেলস পণ্য রপ্তানিতে ২৫ দশমিক ৬০ ভাগ। পণ্য রপ্তানিতে গড় প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৫ ভাগ।

          বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, ডব্লিউটিও এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেনসহ বিভিন্ন সেক্টরের রপ্তানিকারকগণ এ সময় উপস্থিত ছিলেন।

#

লতিফ/অনসূয়া/পরীক্ষিৎ/আসমা/২০১৯/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৯৩৩

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :

          নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

          কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

          নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং করর্পোরেশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

          বৈঠকে উল্লেখ করা হয় যে, বর্তমান সরকারের সঠিক দিক-নির্দেশনা ও  সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে চীন সরকারের অর্থায়নে ৬টি নতুন জাহাজ বাংলাদেশ শিপিং করর্পোরেশন এর বহরে যুক্ত করে বাণিজ্যে নিয়োজিত করা হয়েছে। নতুন ৬টি জাহাজের মধ্যে ৩টি বাল্ক ক্যারিয়ার ও ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার রয়েছে। চীন থেকে আরো ৬টি জাহাজ সরাসরি পদ্ধতিতে ক্রয়ের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।     মেরিটাইম সেক্টরে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৪ সাল হতে এ পর্যন্ত বাংলাদেশ মেরিন একাডেমির ৫১ জন মহিলা ক্যাডেটকে বাংলাদেশ শিপিং করর্পোরেশনের বিভিন্ন জাহাজে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং যোগ্য ক্যাডেটদের বিভিন্ন জাহাজে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, নতুন ৬টি জাহাজে ৪জন নারী অফিসার ও ১৯ জন নারী প্রশিক্ষণার্থী ক্যাডেট নিয়োগ প্রদান করা হয়েছে।

          বাংলাদেশ শিপিং করর্পোরেশনকে বেশি কার্যকর, সচল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কমিটি সদস্য এম আব্দুল লতিফকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

          নৌপরিবহন মন্ত্রণালয়লের সচিবসহ মন্ত্রণালয় অধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাব্বির/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১৬০৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৯৩২

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

এডিস নিধনে কার্যকর ঔষধ দ্রুততম সময়ে আনার পরামর্শ

ঢাকা, ২৩ শ্রাবণ (৭ আগস্ট) :

          এডিস মশা নিধনে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ঔষধ আনার পদক্ষেপ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেয় কমিটি। কমিটি মশার উৎপত্তিস্থল সনাক্তকরণ এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।

          কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ সংসদ ভ

Todays handout (13).docx Todays handout (13).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon